নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ

নাসিরন আক্তার

লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।

নাসিরন আক্তার › বিস্তারিত পোস্টঃ

আমরা কি পারি না ওদের পাশে দাঁড়াতে?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

দেশকে নিয়ে ভাবা, দেশের মানুষকে নিয়ে ভাবা যত সহজ বাস্তবে দেশকে নিয়ে কিছু করা, দেশের মানুষকে নিয়ে কিছু করা খুবই কঠিন৷দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে কিছু করতে হলে সত্যিকার অর্থে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি হৃদয়ের গভীর থেকে টান অনুভব করতে হয়৷পথের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত যে শিশুটি কাঁদছে আমরা তার দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেই তাকে নিয়ে দু’কলম লিখে,অনেক সময় এই লেখা দু’কলমের মাঝেই সীমাবদ্ধ থাকে না৷তাকে নিয়ে রচনা করি কবিতা,গান৷কখনো বা তার মাথায় স্নেহের হাত বুলিয়ে প্রমান করি আমাদেরও আছে মানবতাবোধ৷সর্বোপরি দু’টাকা হাতে ধরিয়ে দিয়ে কিছু খেয়ে নিতে বলি৷আবার কখনো নিজেদের আরামের কথা ভেবে তাদেরকে আমাদেরই বাসায় কাজ করার আহ্বান জানাই ৷এটাই হলো আমাদের মনুষ্যত্ববোধ৷আর এই মনুষ্যত্ববোধ নিয়ে আমাদের কতই না গর্ব।যে শিশুটি ক্ষুধার্ত তাকে নিয়ে কাব্য বা গান রচনা করলে যেমন তার ক্ষুধা নিবারণ হবে না অনুরূপভাবে তাকে দু’টাকা বা পাঁচ টাকা দিয়ে সাহায্য করলেও তার ক্ষুধা সঠিক ভাবে নিবারণ হবে না৷দু’টাকা বা পাঁচ টাকা দিয়ে সাহায্য করা মানে তাকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য করা ৷যা খুবই লজ্জাজনক আর নেক্কার জনক৷আর এ কাজটি আমরা হর- হামেশাই করে থাকি৷একবারও ভাবি না ওর ও আছে আমাদের মত বাঁচার স্বাধ৷আছে খাদ্য,বস্ত্র,বাসস্থান, চিকিৎসা আর শিক্ষার অধিকার৷একই দেশের মাটিতে বিচরণ করে কেন মানুষে মানুষে এত ভেদাভেদ?আমরা সবাই দেশকে খুব ভালবাসি মুখে যত সহজে এ কথাটা বলি,বাস্তবে কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারব সত্যিই আমরা দেশকে ভালবাসি?যদি সত্যিকার অর্থে আমরা দেশকে ভালবাসতাম তাহলে কাউকেই আর ক্ষুধার যন্ত্রনা অনুভব করতে হত না৷ক্ষুধার্ত শিশুদের নিয়ে শুধুই কবিতা ,গান রচনা না করে সম্মিলিত প্রচেষ্টা দিয়ে আমরা কি পারি না এসব শিশুদের পাশে দাঁড়াতে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

অবশ্যই আমাদের ওদের পাশে দাঁড়ান উচিত।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩

নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।মানুষকে সাহায্য করার মানসিকতা দেখে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.