![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।
দীর্ঘ ৩ মাস চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে মোহনগঞ্জে ফিরে এল হাবিবুর রহমান। তাকে দেখে এলাকাবাসী কৌতুহলী হয়ে উঠল।সবাই ভাবল এবার সত্যি তথ্য প্রকাশ হবেই। কেউ কেউ বলতে লাগল এমন কি হল যার কারণে এক বন্ধু অন্য দুই বন্ধুকে মেরে ফেলার জন্য জীবন্ত কবর দিল?কেউ কেউ বলতে লাগল একজন তো মরেই গেল আর একজন হলো পাগল।কিন্তু এসব কথায় নির্বাক হাবিবুর।শত চেষ্টা করেও কেউ-ই তার কাছ খেকে সঠিক কোন তথ্য পেল না।কারণ তখনও পর্যন্ত সে ছিল শঙ্কিত।অবশেষে কাজী আবেদ হোসেন তাকে একদিন তার অফিসে ডেকে পাঠালেন।সত্যি ঘটনা বলার জন্যে অনেক চাপাচাপি করলেন। কিন্তু সত্যি ঘটনা বলতে হাবিবুর ছিল নারাজ।কেননা সে নিজেকেও অপরাধী ভাবছিল।কিন্তু কাজী আবেদ হোসেনের অনেক পীড়াপীড়ির পর সে মুখ খুলল।তার ভাষ্যমতে -সে,শাহজাদা আর ঘাতক বাবলু ৩ জন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল।তাদের অন্তরঙ্গতা এতই বেশী ছিল যে তারা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে সব সময় যাতায়াত ও খাওয়া-দাওয়া করত।এটা পুরো এলাকাবাসীও জানত।তাই তারা প্রত্যেকে প্রত্যেকের সব খবরা -খবর জানত।একদিন গল্পের মধ্যে হাবিবুর আর শাহজাদা বাবলুকে বলেছিল ,তাদের দু’জনের কাছে ৩ লাখ টাকা গচ্ছিত আছে। একথা শুনে বাবলুর মনে লোভ বাসা বাঁধল।সে মনে মনে ফন্দি আটল যে করেই হোক ঐ ৩ লাখ টাকা তার পেতে হবে।সেই মোতাবেক সে একটা মিথ্যে গল্প তৈরি করল ।সে তার ২ বন্ধুকে বলল তার কাছে একটা কৃষ্ণমূর্তি আছে যার মূল্য কোটি টাকা।ওরা দুজন যখন বলল কোথায় পেয়েছিস?তখন সে তার পরিকল্পিত গল্পটি বলতে শুরু করল।শিয়ালজানি খাল খননের সময় তার কোদালে ঝন করে একটা শব্দ হয়,সে বুঝতে পারে মাটির নিচে কিছু আছে।তাই খোঁড়ার কাজ বন্ধ করে জায়গাটা মাটি দিয়ে ঢেকে সে বাড়ি চলে যায়।সন্ধ্যায় সে খালে যায় ,মাটি সরাতেই সে অবাক হয়ে যায়।সে দেখতে পায় একটা কৃষ্ণমূর্তি যা থেকে আলো বের হচ্ছে।কেউ যাতে দেখতে না পায় তাই সে তাড়াতাড়ি একটা কাপড়ে মুড়িয়ে মূর্তিটা বাড়ি নিয়ে আসে।পরে সে ওটা ময়মনসিংহের এক স্বর্ণকারের কাছে নিয়ে যায়।সেখানে তারা ওটা পরীক্ষা করে এক কোটির উপরে মূল্য আছে বলে জানান।কিন্তু সেই মুহূর্তে তাদের কাছে অত টাকা ছিল না তাই মূর্তিটি তারা কিনতে পারল না। সে ওদেরকে বলল অল্প দামে এখন এটা সে বিক্রি করতে চায়।তার কথা শুনে ওরা ওদের গচ্ছিত ৩ লাখ টাকার বিনিময়ে মূর্তিটি কিনতে চাইল।অতি সহজেই ওরা বাবলুর পাতা ফাঁদে পা দিল তাই সে আনন্দিত চিত্তে বলল,টাকাটা দে,মূর্তিটা রাতে দিব।দামী জিনিস তাছাড়া ওটা থেকে আলো ছড়ায় তাই দিনে দেয়া যাবে না।ওরা তার কথা বিশ্বাস করল।ও যে বিশ্বাস ঘাতকতা করবে তা ওরা কখনোই ভাবেনি।ওরা দু’জন টাকা দিয়ে দিল।কিন্তু বাবলু ওদেরকে আর মূর্তি দেয় না।আজ নয় কাল এভাবে বেশ কিছুদিন কেটে গেল।ওরা দুজন যখন মূর্তির জন্যে চাপ দিল তখন সে ওদেরকে বলল কাল আমার বাড়ি আয়।সারাদিন থাকবি,খাওয়া-দাওয়া করবি আর সন্ধ্যার পর মূর্তি নিয়ে যাবি। ওর কথা মত পরদিন ওরা দুজন তার বাড়িতে এল,খাওয়া-দাওয়া করল আড্ডা দিল ।এবার মূর্তি দেবার পালা ।ঘাতক বাবলু ওদের দু’জনকে নিয়ে বাঁশ ঝাড়ের দিকে গেল।করব দেখিয়ে বলল আমি অনেক কষ্ট করে এটা তৈরি করেছি।মূর্তিটা ওর ভেতরে গিয়ে দিব যাতে কেউ দেখতে না পায়।তবে রাত আর একটু বাড়লে ভাল হয়।ততক্ষণ আমরা ৩ জন ওর ভেতরে আড্ডা দেই।৩ জন একসঙ্গে কবরের ভেতর প্রবেশ করল।অনেক গল্প করল,বিড়ি খেল।এবার ঘাতক বলল তোরা বস আমি মূর্তি নিয়ে আসি।সে বেরিয়ে এল।পাশে রাখা বালুর বস্তা টেনে যখন কবরের মুখ বন্ধ করতে গেল তখন শাহজাদা মাথা দিয়ে সজোরে ধাক্কা দিতে গেল।সাথে সাথে কোদাল দিয়ে তার মাথায় আঘাত করা হল।সে কবরের ভেতরে ঢুকে গেল,তার মুখ থেকে বেরিয়ে এল বিকট চিৎকার।সেই চিৎকারে বাবলুর বউ বেরিয়ে এল।বাবলু তাকে বলল এ কথা যেন সে কাউকে না বলে।কেননা এটা ছাড়া তার আর কোন উপায় নেই।এটা না করলে ওরা দু’জন ওকে মেরে ফেলবে। বাবলুর বউ আর কিছু বলল না।ওরা কবরের মধ্যে আটকা পড়ে গেল।মৃত্যু নিশ্চিত জেনেও বাঁচার জন্যে ওরা ছটফট করতে লাগল।সদ্য খোঁড়া কবর তাই এর মাটি ছিল ঝুরঝুরে।হাবিবুরের বুক পকেটে একটা কলম ছিল যার সাহায্যে সে কবরের উপরের দিকে ছিদ্র করেছিল আর ঐ ছিদ্র দিয়েই ওরা নিশ্বাস নিচ্ছিল।কোদালের বাড়িতে শাহজাদার মাথায় রক্ত জমাট বেঁধে যায়।ফলে brain hammer age এ সে মারা যায়।ঘাতক যখন বুঝতে পারল সে গুরুতর অপরাধ করেছে,বাঁচার আর কোন পথ নেই তখন পরদিন বিকাল ৫টার দিকে কাজী আবেদ হোসেনকে ফোন দিয়ে সে নিখোঁজ হয়ে যায়।
[তথ্যসূত্রঃ৯/০৩/২০০৯ইং তারিখের দৈনিক যুগান্তর পত্রিকায় হেড লাইন হিসেবে আসে-‘‘মোহনগঞ্জের ২ ব্যবসায়ীকে ডেকে নিয়ে জীবন্ত কবর”১জনকে মৃত অবস্থায় উদ্ধার।এছাড়া আরও তথ্য পাওয়া যাবে মোহনগঞ্জের হিমেল সরকার ও তৎকালীন সাধারণ সম্পাদক,মোহনগঞ্জ সাধারণ পাঠাগার ,মাহবুবুর রহমান(নান্টু)এর কাছ থেকে। বিস্তারিত জানতে ডায়াল করুনঃ০১৭১৬-৪১৭২৪৩ ও ০১৭১২-৭২৮৬২৩ নম্বরে।]
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।সাথেই থাকুন।এ রকম সত্যি ঘটনা আরও জানতে পারবেন।যা আমি তথ্যসূত্র সহ -ই প্রকাশ করব।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
মোমেরমানুষ৭১ বলেছেন: শুরু থেকেই ছিলাম রহস্যপূর্ন একটি বাস্তব ঘটনার সাথে.... অনেক ভাল লাগল। আবেদ স্যারকে জানাই স্যালুট...... আবেদ স্যারের মত এমন সৎ দক্ষ ও যোগ্য লোকের খুবই অভাব এ দেশে।
সাথে লেখক নাসিরন আক্তার কে অনেক ধন্যবাদ এমন একটি ঘটনা জানানোর জন্য। ভাল থাকবনে। আশা করি সবসময় এমন সুন্দর সুন্দর ঘটনা জানাবেন
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২
নাসিরন আক্তার বলেছেন: শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।আমি ধন্যবাদ পেতে চাই না ,আমি চাই আপনারা সকলে আমার পাশে থাকুন।যাতে করে আমরা তরুণরা দেশকে কাজী আবেদ হোসেন স্যারের মত দৃশ্যমান কিছু উপহার দিতে পারি।স্যার প্রকৃত-ই সৎ,দক্ষ ও যোগ্য ব্যক্তি ।তাকে নিয়ে লিখতে পেরে,তার কর্ম গুলো আপনাদেরকে জানাতে পেরে সত্যিই আমি ধন্য।এ রকম অসংখ্য সত্যি ঘটনা আছে যা তিনি সুনিপুণ ভাবে মোকাবেলা করেছেন।তথ্যসূত্রসহ সব আমি প্রকাশ করব।সাথেই থাকুন।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০
মেহেদী_বিএনসিসি বলেছেন:
টেনশন + মজা সবই শেষ (মজা বলতে পড়ার আকর্ষনকে বুঝানো হয়েছে, মর্মান্তিক ঘটনাকে নয় )
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
নাসিরন আক্তার বলেছেন: ধন্যবাদ।সাথেই থাকুন।নতুন সত্যি ঘটনা তথ্যসহ আবারো প্রকাশ হবে।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
স্বপনচারিণী বলেছেন: ভয়াবহ ঘটনা! মানুষ এত স্বার্থপর হয়ে গেছে যে এর কাছে মা- বাবা, আত্মীয়-স্বজন, এতদিনের বন্ধুত্ব কিছুই না।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
নাসিরন আক্তার বলেছেন: মানুষ বরাবরই স্বার্থপর।কম আর বেশী।এই স্বার্থপরতার বাহিরেও নিঃস্বার্থ মানুষ আছে।তাদেরকে খুঁজে বের করে স্বার্থপর মানুষগুলোকে বুঝাতে হবে আপনি /আপনারা এদেরকে অনুসরণ করুণ।কাজী আবেদ হোসেন সত্যিকার অর্থে একজন নিঃস্বার্থ মানুষ। আমি গোপালগঞ্জবাসী আর তিনি রংপুরবাসী।তথাপি তার সৎ,দক্ষ আর মহৎ কর্মগুলো আমাকে এতই অনুপ্রাণীত করেছে যে ,আমি স্বেচ্ছায় নিজ উদ্যেগে তাকে আবিষ্কার করে আপনাদের সামনে তার কর্মগুলো উপস্থাপন করার চেষ্টা করছি।ধন্যবাদ।সাথেই থাকুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।