নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ

নাসিরন আক্তার

লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।

নাসিরন আক্তার › বিস্তারিত পোস্টঃ

চ্যালেঞ্জ করে আমি বিজয়ী

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯

চ্যালেঞ্জ করে আমি হয়েছি বিজয়ী।বিজয়ী হয়েও আমি হলাম শতভাগ দুঃখী।দুঃখের বোঝা বইতে পারছি না বলেই লিখছি।ব্লগে যোগদান করেছিলাম কিছু উদ্দেশ্যকে সঙ্গী করে।জন্মগ্রহণ করেছি স্বাধীনতার অনেক পরে।দেশের মাটিতে বড় হয়েছি মুক্তিযুদ্ধের কথা লোক মুখে শুনে।ভেবেছি দেশের জন্যে সবাই কত ত্যাগ স্বীকার করেছে,কাজেই আমারও দেশের জন্যে কিছু করতে হবে।দেশের মানুষের ত্যাগের বিনিময়ে স্বাধীনতার স্বাধ নিয়ে ঘুরছি-ফিরছি দেশের বুকে।দেশের জন্যে কিছুই করতে পারিনি তাই মনে আছে অনেক ব্যথা।দেশের জন্যে কিছু করব বলেই শুরু করেছি ব্লগে লেখা।আমার কলম বলতে চায় উন্নয়নের কথা।এক ছাদের নিচে জড় করতে চাই তরুণ সমাজকে। লেখার মাধ্যমে তরুণ শক্তিকে কাজে লাগিয়ে নিঃস্বার্থভাবে দেশের জন্যে চাই কিছু করতে।সত্যিকার অর্থে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে টেকসই কিছু করতে পারলে আমরা হব স্বয়ং সম্পূর্ণ।আমাদের আর ছুটতে হবে না চাকুরীর পিছে,দেশ হবে মুক্ত দারিদ্রের করাল থাবা থেকে।দুঃখের সাথে বলতে হয় মুখে আমরা দেশকে ভালবাসার কথা বলি ।সত্যিকার অর্থে আমরা কি দেশকে ভালবাসি? আমরা আরো বলি দেশী পণ্য কিনে হও ধন্য।আসলে কি আমরা দেশী পণ্য কিনে নিজেদের ধন্য করি? ছোট একটা কাজ, করে দেখাও আজ বিজ্ঞাপনটা আমরা খুবই আনন্দসহ কারে দেখি।পরে কি আমরা কোন কাজ করার জন্যে উদ্যেগী হই?আমার ধারণা আমরা যে কি বলি আর কি করি,কি চাই আর কি পাই ,তা হয়তো আমরা নিজেরাও জানি না।আমরা যদি গভীর মমত্ব দিয়ে দেশকে উপলব্ধি করতাম তাহলে এ সমস্যা গুলোর সৃষ্টি হতো না।চীন-জাপান বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ হয়েও আজ তাদের নিজ মেধা,বুদ্ধি আর দক্ষতায় তারা বিশ্ববাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।অথচ এই তথ্যপ্রযুক্তির যুগে অবস্থান করেও আমরা কত ই না পিছে পড়ে আছি।একমাত্র আমাদের মানসিকতার পরিবর্তনই পারে আমাদেরকে বদলাতে।আমি যখন ব্লগে দেশ নিয়ে,দেশের মানুষের সুখ-দুঃখ নিয়ে লিখতে চাই তখন আমার এক পরিচিত জন বলেছিলেন,তোমার লেখাই পারবে তরুণ সমাজকে সচেতন করতে।আমি হেসে বলেছিলাম তরুণরা তাদের তারুন্যকে কাজে লাগায় হাসি,ঠাট্টা আর গল্পে।ওদের এত সময় নেই দেশের জন্যে কিছু করার।দোষটা আসলে ওদের নয়,এটাই যুগের ধারা।আমার কথার শতভাগ মূল্যায়ন আমি পেয়েছি আমার লেখণীর মাধ্যমে।উন্নয়ন নিয়ে লিখলে পাঠক পাই ২৪/২৫জন থেকে ৫০জনের মধ্যে আর চটুল লেখা লিখলে পাঠক পাই ৩০০জনের উপরে।এই অবস্থায় কি তরুণ সমাজকে সচেতন করা যায়? বস্তুনিষ্ঠ আর কর্ম নিষ্ঠ লেখা পড়তে পাঠক গণের আছে যথেষ্ঠ অনীহা।এই চ্যালেঞ্জ করে যদিও আমি বিজয়ী হয়েছি তথাপি আমি বলতে বাধ্য হচ্ছি পরাজয়ের গ্লানি মিশ্রিত জয় কে কি বিজয় বলে?প্রশ্ন থাকল পাঠকগণ আপনাদের বিবেকের কাছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

খেয়া ঘাট বলেছেন: উন্নয়ন নিয়ে লিখলে পাঠক পাই ২৪/২৫জন থেকে ৫০জনের মধ্যে আর চটুল লেখা লিখলে পাঠক পাই ৩০০জনের উপরে। - কথাটি পুরোপুরি ঠিক নয়। বিশেষ করে ব্লগে ভালো গল্প , কবিতা কিংবা সাহিত্য সম্পৃক্ত লিখার পাঠকও অনেক। তবে মূল ব্যাপারটা এখানে আপনাকে ব্লগারদের সাথে মমতার হৃদ্যতা গড়ে তুলতে হয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

নাসিরন আক্তার বলেছেন: আমি যেহেতু দেশকে নিয়ে ভাবি তাই ব্লগারদের সাথে মমতার বন্ধন তো আমার হতে-ই হবে।কেননা ব্লগার পাঠক-পাঠিকা তো দেশেরই অংশ, তাই না? শুধু যে ভাবি তা -ই নয় আমি দেশের জন্যে দৃশ্যমান কিছু করতে চাই বলেই কাজী আবেদ হোসেনের কর্মগুলো নিয়ে লিখি।আমি গোপালগঞ্জবাসী আর তিনি রংপুরবাসী।ব্যক্তিগত ভাবে আমরা কেউ কাউকে চিনি না ।কিন্তু তার কর্মগুলো আমার ভেতরে এতই আবেদন সৃষ্টি করেছে যে ,আমি বহুদিন ধরে তাকে নিয়ে লেখা পত্রিকাগুলো সংগ্রহ করেছি এবং নিজ উদ্যেগে তার কর্মগুলো নিয়ে লিখতে শুরু করেছি শুধুমাত্র দেশের প্রতি কর্তব্যবোধ আর দায় বদ্ধতা থেকেই।ধন্যবাদ।সাথেই থাকুন।একদিন আমরা [তরুণরা]জয়ী হব-ই।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনেকেই হয়ত দিন শেষে ক্লান্তি দূর করতে একটু বিনোদন খোজে ব্লগে, সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু সত্য...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

নাসিরন আক্তার বলেছেন: আমি সব সময় আশাবাদী তাই হতাশ হই না।আপনার সাথে আমিও একমত ।আল্লাহর রহমতে ধীরে ধীরে একদিন আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব-ই ।ধন্যবাদ। সাথেই থাকুন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

মোমেরমানুষ৭১ বলেছেন: আপু হতাশা হওয়ার কিছুই নেই... একদিন তারুন্যের জয় হবেই। একদিন আমরাই দেশকে এগিয়ে নিয়ে যাব। এ জন্য চলার পথে প্রয়োজন উৎসাহ উদ্দীপনার। আশা করি সবসময় সেটা করে যাবেন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

নাসিরন আক্তার বলেছেন: আল্লাহর রহমতে আমরা অবশ্যই একদিন দেশের জন্যে,দেশের মানুষের জন্যে ভাল কিছু করতে পারব।আমার বেশীর ভাগ পোষ্টে-ই আপনার উপস্থিতি পরিলক্ষিত করছি,যা থেকে প্রমানিত হয় দেশের জন্যে আপনারও মমত্ববোধের কোন কমতি নেই।আমি বিশ্বাস করি আপনার ,আমার মত করে তরুণ সমাজ আমাদেরই সাথে একত্ববদ্ধ হয়ে দেশের জন্যে কিছু করবে।আমরা ভাল মানুষদের নিয়ে ভাল একটি চক্র গড়ে তুলব আর নিঃস্বার্থভাবে দেশের জন্যে কাজ করব।সাথেই থাকুন।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.