নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক চোখে দেখি বিস্ময়কর বাংলাদেশ

নাসিরন আক্তার

লেখক হতে চাই না লিখতে চাই মানুষের জন্য,দেশের জন্য ।বাঁচতে চাই মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে।ব্লগের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ছড়িয়ে দিতে চাই আমার সকল ব্লগার ভাই-বোনদের মাঝে।কথা দিয়ে নয় দৃশ্যমান কিছু করে দেখাতে চাই ব্লগার ভাই-বোনদের সাহায্য-সহযোগীতা নিয়ে।

নাসিরন আক্তার › বিস্তারিত পোস্টঃ

নিজ গুনে গুণী মহিমায় মহিয়সী [শেষ পর্ব]

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

স্বাধীনতার ৩৮ বছর পর ২০০৯ সালে ‘‘শিয়ালজানি”প্রথম পরাধীনতার শিকল মুক্ত হয়ে প্রবল বেগে প্রবাহমান স্বকীয়তায় উন্মোচিত হল মোহনগঞ্জবাসীর সম্মুখে৷গতিশীলতায় বহমান ‘‘শিয়ালজানির”রূপে মুগ্ধ হয়ে সকলের চোখে-মুখে বইতে লাগল অনাবিল আনন্দের বন্যা৷কৃতজ্ঞ ভরা দৃষ্টি নিয়ে সবাই বলতে লাগল কাজী আবেদ হোসেনের মত নিঃস্বার্থ মানুষের সহায়তায়ই আমরা সক্ষম হয়েছি ভরাট ,মৃত প্রায়‘‘শিয়ালজানিকে” স্রোতধারায় পুনরুজ্জীবিত করতে৷উৎস মুখ থেকে পুরো ৬কি. মিটারের ‘‘শিয়ালজানি”সগৌরবে কলকল শব্দে ছলছলিয়ে বয়ে চলছে স্বাধীনভাবে৷মাতা ‘‘কংস”ও তার সাথে মিতালী করছে সবটুকু মাধুরী দিয়ে গভীর আবেশে৷সক্ষম খালের বুকে বিচরণ করছে বিভিন্ন প্রজাতির মাছ,জলজ প্রাণী নিজ অধিকারে নিঃসঙ্কোচে৷ছোট ছোট ছেলে-মেয়ে কলার ভেলা বানিয়ে ভেসে বেড়ায় ‘‘শিয়ালজানির”বুক জুড়ে৷খালের উপর দিগন্ত জুড়ে ডানা মেলে উড়ে বেড়ায় গাঙচিল,শঙ্খচিলও যোগ দেয় তাতে৷মাছের লোভে গাছের ডালে বসে থাকে মাছরাঙ্গা,সাদা বকও থাকে পানিতে দাঁড়িয়ে৷খালের স্বচ্ছ পানিতে মনের সুখে জলকেলী করে বালিহাঁস৷ঘোমটা মাথায় গাঁয়ের বধু কলসে ভরে জল৷কেউ বড়শি দিয়ে মাছ ধরে, কেউ বা ফেলে জাল, কেউ বা আবার গামছায় ছেঁকে ধরে ছোট মাছ৷‘‘শিয়ালজানির”অপরূপ রূপ আর কাজী আবেদ হোসেনের মহতি অবদান অবলোকন করতে ঢাকা থেকে ছুটে আসেন কথাশিল্পী হুমায়ূন আহমেদের ছোট ভাই ড.জাফর ইকবাল৷ছুটে আসেন পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রতিনিধি গণ৷তাদের সম্মানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷অনুষ্ঠান শেষে নব যৌবনে উন্মোচিত,উদ্ভাসিত ‘‘শিয়ালজানির”উৎস মুখে আয়োজন করা হয় নৌকা বাইচের৷‘‘শিয়ালজানির” পুনরুদ্ধার কার্যক্রম আর কাজী আবেদ হোসেন মিলেমিশে শিল্পীর তুলিতে রংয়ের ছোঁয়ায় আঁকা গ্রাম বাংলার অসাধারন অনবদ্য এক ছবি৷বাস্তবতার নিরিখে কবির কলমের আঁচড়ে , লেখকের গোটা গোটা অক্ষরে ছন্দময় গতিতে নান্দনিক মাত্রা যোগ করে সাবলীল ভাবে ফুটে উঠেছে তার মহান,নিঃস্বার্থ দেশপ্রেমের আদর্শ | কাজী আবেদ হোসেন আর ‘‘শিয়ালজানি”খাল বাংলার ইতিহাসে এক কিংবদন্তী কাব্য৷যা যুগ যুগ ধরে মোহনগঞ্জবাসীর হৃদয়ে অমর গাঁথা হয়ে থাকবে৷এই লেখণীর শেষ পর্ব শেষ করতে বড়ই কষ্ট হচ্ছে,তবুও শেষ করতে হচ্ছে ৷অনেক দিন ধরে লিখছি স্ব-চোখে না দেখলেও নিজ জেলা গোপালগঞ্জে বসে ‘‘শিয়ালজানির”নব্য সৃষ্ট রূপের সাথে আনমনে সখ্যতা গড়ে তুলেছি৷যার জন্য এত সখ্যতা গড়ে উঠল সেই মাঠের নায়ক,বাস্তববাদী নায়ক , দেশপ্রেমিক কাজী আবেদ হোসেনের উদ্দেশ্যে বলছি-

‘‘জীবন-মৃত্যুর মাঝে শিয়ালজানি ,

ছিল তোমার স্বপ্নের তরণী৷

শক্ত হাতে ধরেছিলে হাল,

আশা কভু ছাড়নি৷

বিজয় নিশান উড়িয়ে,

করেছ তুমি জয়,

৯০ফুট চওড়া আর,

৬কি. মি. দীর্ঘ মোহনগঞ্জের

‘‘শিয়ালজানি ”খালটি৷



সত্যিই তুমি মহান তাই তো তুমিই করেছ প্রমান-‘‘ভোগে কোন সুখ নেই,সত্যিই যদি থাকে কোন সুখ থাকে তা কেবলই মাত্র ত্যাগে”৷

























































































































































মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১

মোমেরমানুষ৭১ বলেছেন: ‘‘জীবন-মৃত্যুর মাঝে শিয়ালজানি ,
ছিল তোমার স্বপ্নের তরণী৷
শক্ত হাতে ধরেছিলে হাল,
আশা কভু ছাড়নি৷
বিজয় নিশান উড়িয়ে,
করেছ তুমি জয়,
৯০ফুট চওড়া আর,
৬কি. মি. দীর্ঘ মোহনগঞ্জের
‘‘শিয়ালজানি ”খালটি


স্যার এখন কোথায় আছেন.......?

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

নাসিরন আক্তার বলেছেন: আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্যে রইল আন্তরিক ধন্যবাদ।আপনি মোমেরমানুষ৭১ছদ্দনামে লিখেন এটা ভাল লাগে তবে এ থেকে আপনার প্রকৃত পরিচয়টা আমার বোধগম্য হয় না।সে যা-ই হোক আমার প্রতিটা পোষ্টেই আপনার উপস্থিতি পরিলক্ষিত হয়েছে যা সত্যিই আনন্দদায়ক।সত্যিকার অর্থে দেশকে নিয়ে ভাবার মানুষের বড়ই অভাব।দেশ নিয়ে ,দেশপ্রেম নিয়ে কবিতা,নাটক,গান রচনা হয় শুধু তা-ই নয় দেশ নিয়ে বিজ্ঞাপণও নির্মান করা হয় কিন্তু বাস্তবে ক’জন কাজী আবেদ হোসেনের দেখা মেলে? দু’একজন যা পাওয়া যায় তাও আবার কালের স্রোতে উৎসাহ,উদ্দীপনার অভাবে অবহেলা আর অনাদরে হারিয়ে যায়।এদেরকে হারিয়ে যেতে না দিয়ে এদের কর্মগুলোকে হৃদয়ে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে বহুদূরে,আমরা তরুনরাই সার্থক করব এদের স্বপ্নগুলোকে।আপনিও আমার মতই স্যারের কর্মগুলোকে হৃদয় দিয়ে অনুভব করেছেন এর সত্যতা মিলে প্রতিটা পর্বে আপনার উপস্থিতিতে।নিঃসন্দেহে স্বার্থের গন্ডি ভেদ করে আপনিও একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক।স্যার এখন কিশোরগঞ্জে আছেন।বর্তমানে তিনি কিশোরগঞ্জের [এ.ডি.সি রেভিনিউ]।স্যারের মোবাইল ও মেইল আইডি-01716-269426.
[email protected].
সাথেই থাকুন।আবারও অসংখ্য ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লিখেছেন।



ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.