নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিরাপদ ব্লগার! ভাবতে ভালই লাগছে!

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

ফালতু মিয়া

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী;- পথে পথে আমি ফিরি তার লাগি; দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর; আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি, যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি; সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান; কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,- আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল-মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখি, তারি মুখখানি, কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। পল্লী কবি জসিম উদ্দিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার প্রোফাইল বৃত্তান্ত শেষ করলাম

ফালতু মিয়া › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তুমি কই? কৈ কৈ রে...এ...এ..এ্যাঁ.... এ্যাঁ.. এহ্

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৩

অনেক দিন তোমার দেখা না পাইয়া আমি বড়ই অস্থির হইয়া আছি। তুমি কুতায় একবার সাড়া দাও। তোমার গিয়ানী পুষ্ট হইতে দেশের জনগণকে এভাবে বনচিত করা কি উচিত হইতাসে?

আমি সার্চ দিয়া টাশকি খাইলাম, এই অবস্থা কেন?

মন্তব্য ৭ টি রেটিং +২/-১

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৭

স্বপ্নকথক বলেছেন: হা হা হা...ইক্টু ঘুরতে গেছেন আরকি :P

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩১

ফালতু মিয়া বলেছেন: ঘুরলে হইব না, আমি তার লাগি অস্থির হইয়া আছি....... তোমাকে ফিরে আসতেই হবে...এঁ...এঁ...এঁ।

২| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

সবার প্রিয় বলেছেন: আ....!!! একি ? টোটাল ফর্সা ? ২ বছর যাবৎ আমলনামায় যা ছিল সব ফর্সা..........???

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

ফালতু মিয়া বলেছেন: এইডা কি হইল গো.. :(( :(( :((

৩| ০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৪

শয়তান বলেছেন: লিঙ্ক ভুল :)

আসল লোক এইখান ঃ Click This Link

৪| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৩

গরম কফি বলেছেন: সম্ভবত কেউ একজন নিক তৈরি করে সেটি ব্যবহার করার আগ্রহ হারিয়ে ফেলেছেন। ব্যপারটি খুব বেশি আনকমন নয়। এরকম অনেক নিক এর ঠিকানা আপনি খুজলেই পেতে পারেন।

দ:খিত ফালতু পোষ্ট বলতে বাধ্য হলাম

১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৫

ফালতু মিয়া বলেছেন: সম্ভবত নয়। উনি মানবাধিকার কর্মী, ব্লগে প্রায়ই বাহাস করতে পছন্দ করতেন, উনার ব্লগে ঢুকে দেখি অবস্থা এই !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.