নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

অনুপম সৌন্দর্যে ভরা মনের খোরাক জোগানো বিস্ময়কর একটি বই- "লাহোর থেকে বুখারা"

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩০

অনুবাদ বই অনেক পড়েছি। কিন্তু সব অনুবাদ মন কাড়তে সক্ষম হয়ে ওঠে না। মাওলানা শাহ আব্দুল হালিম হুসাইনি সাহেবের দক্ষ হাতে অনুদিত এ বইটি পড়ে যেন বুঝতেই কষ্ট হয় এটি একটি অনুবাদ গ্রন্থ। নতুন-পুরাতন সামু পরিবারের সকলকে পড়ে দেখার অনুরোধ। আমাদের ধারণা, গ্রন্থটি পাঠক মাত্রেই মুগ্ধ করবে।

ঘটনা সংক্ষেপঃ
১৯৯২ সালে পাকিস্তানের প্রখ্যাত আলেম, পীরে কামেল মাওলানা জুলফিকার আহমদ নক্বশবন্দী হাফিজাহুল্লাহ কর্তৃক সম্পূর্ণ অচেনা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত, ইমাম বুখারী, ইমাম তিরমিজী (রা:) –সহ লাখো উলামায়ে কেরামের জন্মভূমি মধ্য এশিয়ার রাষ্ট্র উজবেকিস্তান সফরের অনবদ্য কাহিনী।

ভ্রমণকাহিনী হিসেবে লেখা হলেও “লাহোর থেকে বুখারা” কেবল বিভিন্ন দৃশ্যের বর্ণনায় সীমাবদ্ধ নয়। বরং ভ্রমণ কাহিনীর আড়ালে গ্রন্থটি আল্লাহ তাআলার অদৃশ্য সাহায্যের এক অনুপম বর্ণনায় পূর্ণ। কিছু অংশ পড়ার সময় হৃদয়ে অদ্ভুত এক অবস্থা তৈরি হয়। প্রশ্ন জাগে; সত্যিই কি এমন কিছু সম্ভব! যেহেতু লেখকের স্বহস্তে লিখিত, সেই হিসেবে অবিশ্বাসের কিছু নেই। বরং রিয়া/লোক দেখানোর আশঙ্কায় অনেক কিছু হয়তো প্রকাশ করেননি, এমন ধারণা করা যেতে পারে।

বইটি ডাউনলোড করতে পারেন এখান থেকে-
https://www.pdf-archive.com/2014/10/13/lahore-theke-bukhara/lahore-theke-bukhara.pdf

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বইটি পড়বার ইচ্ছা আছে।

ধন্যবাদ ভাই নতুন নকিব।

১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০

নতুন নকিব বলেছেন: প্রিয় হেনা ভাই,

আপনাদের মত গুনী লোকদের জন্যই এই ব্লগটি অনেকের মত আমারও প্রিয়। নতুনদের, নবীনদের পথচলাতো প্রথিতযশারাই শিখিয়ে থাকেন। এই ব্লগে এসে ধন্য করলেন। জীবন বদলে দেয়ার মত অবিশ্বাস্য বাস্তব ঘটনার বিবরন সমৃদ্ধ দারুন বইটি আপনাকে মুগ্ধ করবে।

ভাল থাকবেন নিরন্তর।

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। লিঙ্কটা দেয়ার জন্য ধন্যবাদ। পরে পড়ে দেখার আশা রাখি।

১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

নতুন নকিব বলেছেন: প্রিয় ভাই,

আশা জাগানিয়া মন্তব্যে অনুপ্রানিত হলাম।

ভাল থাকবেন নিরন্তর।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: বইটি পড়ার ইচ্ছা আছে

১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

নতুন নকিব বলেছেন: প্রামানিক ভাই,

আপনি আমার জীর্ন কুটিরে এসে ধন্য করলেন।

শুভেচ্ছা অহর্নিশ।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

সরোজ মেহেদী বলেছেন: বেড়াতে যে এসেছিলাম তার প্রমাণও রেখে গেলাম। জানলাম নতুন কিছু বইয়ের নাম, আমার জন্য এটা হতে পারে নতুন এক জগৎও। সময় করে পড়ব, এই আশা রইল।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

নতুন নকিব বলেছেন:



সরোজ মেহেদী মজার মানুষ,
চেহারা দেখেই বুঝি।
প্রানের ভেতর খুশির জোয়ার,
এই মানুষই খুঁজি।

ভালো থাকবেন অহর্নিশ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০

কামরুন নাহার বীথি বলেছেন: প্রথমেই স্বাগত জানাই সামহোয়্যারইন ব্লগে।
আমার, ব্লগে সবচেয়ে প্রিয় বিষয় ভ্রমণ ব্লগ, এর পরে আমার নিজের ব্লগে ফুল বিষয়ক লেখালেখি!
আপনি নতুন, আশা করি অনেক মানসম্মত লেখা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবেন!
আপনার পথচলা মসৃন হোক, শুভ ব্লগিং!!!

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

নতুন নকিব বলেছেন:



উরিব্বাস!!
এত warm reception!
গুনবতী বোন আমার।

আপনার প্রত্যাশা পূরন হোক।
শত ফুলের সৌরভে ভরে উঠুক ফুলপ্রেমী আপনার পরিবেশ-প্রতিবেশ।

দুনিয়া আখিরাত উজ্জ্বল করা রাবেয়া বসরী, মা ফাতিমার মত অনুসরনীয় আদর্শ হয়ে উঠুক আপনার জীবন।

নিরন্তর শুভ কামনা।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২১

বিলিয়ার রহমান বলেছেন: নতুন নকিব

বইটার লিংক নিয়ে গেলাম!:) সময় করে অবশ্যই পড়ব!:)

আপনার ব্লগযাত্রা সুন্দর ও মসৃন হোক এই কামনা রইলো!:)

হ্যাপি ব্লগিং!:)

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭

নতুন নকিব বলেছেন:



অনিন্দ্য সুন্দর এ বইটি পাঠের আগ্রহ দ্রুত পূরন হোক।

আমার মঙ্গলময় ব্লগজীবন কামনায় পুলকিত!

Have you a nice day too!

Thanks again.

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি হাদিসটি সম্পূর্ণ পড়েছি। পোস্টে একটু বাদ রেখে উল্লেখ করেছে সাই। আর বাকারাহ এর ১৭৪ আয়াতের তাফসির ও পড়েছি। কোন পটভূমিতে নাজিল হয়েছে সেটা বুঝেছি। সাইয়ের প্রশ্ন ঠুনকো মনে হচ্ছে। তার সাথে কথা বলতে ইচ্ছা করেনা। সে প্রশ্নের উত্তরে প্রশ্ন করে। এতে তর্ক চলতেই থাকবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

নতুন নকিব বলেছেন:



কোন হাদিসের কথা বলছেন?

সাঁই কোন প্রশ্ন ঠুনকো মনে হচ্ছে, বুঝি নি। বিস্তারিত জানালে বুঝতে সুবিধা হত।

ভাল থাকুন।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে, সাইয়ের লেটেস্ট পোস্ট। আপনি তো মন্তব্য করেছেন দেখলাম। ধর্ম সত্য না হাদিস সত্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



ও আচ্ছা! আমি তো তার পোস্টই পড়ি নি! তার মত উচ্চাঙ্গের দর্শন প্রসব করা পোস্ট পড়ার ধৈর্য্য কোথায়! পাগলের প্রলাপ মনে হয় এগুলোকে! পাগল যেমন বকবক করতে করতে মাঝে মাঝে দু'একটি ভাল কথাও মুখ ফসকে বেরিয়ে যায়, ঠিক তেমনটাই এদের অবস্থাও।

কোত্থেকে কোন হাদিস বের করে আনে, আর কোত্থেকে কি গল্প ফেঁদে বসে ঠিক নেই।

আপনার সময় কেমন কাটছে?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

নতুন নকিব বলেছেন:



আর আমি তার পোস্ট বিষয়ে কোন কথা বলি নি তো! সেখানে শুধু জিজ্ঞেস করেছি, তার দিনকাল কেমন কাটছে এইসব।
মুরিদানদের থেকে হাদিয়া তোহফা কিছু আসে পায় টায় কি না। হাট বাজার গরম, দরদাম বেড়ে গেছে, ইত্যাদি বলে তার প্রতি আন্তরিকতা প্রকাশ করেছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

নতুন নকিব বলেছেন:



আচ্ছা, 'লাহোর থেকে বুখারা' পড়েছিলেন?

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঝামেলাবিহীন সময় কাটছে, আলহামদুলিল্লাহ। হ্যা, সাইয়ের কাছে কাহিনীর অভাব নেই। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। আপনার সময়গুলো আরও ভাল কাটুক। আচ্ছা, আপনি কি 'ফরিদ ভাই' (সনেট কবি) স্ট্রোক করেছেন মর্মে কোন খবর জেনেছেন?

গতকাল তার সর্বশেষ পোস্টে তার মেয়ে পরিচয় দিয়ে একজন এই খবরটি জানালেন। আমি চাচ্ছিলাম, তিনি ফরিদ ভাইয়ের মেয়ে এটা প্রমান করতে এবং এই মেয়ের দেয়া তথ্যটিও যে সঠিক তা যাচাই করে নিতে। কিন্তু, তা হল না।

ফরিদ ভাইকে নিয়ে চিন্তায় আছি। তার জন্য খাস দিলে দোআ করবেন। তিনি যদি সত্যি অসুস্থ থেকে থাকেন তাহলে যেন আল্লাহ পাক দ্রুত তাকে সুস্থতা দান করেন।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নামচ্ছি বই টা। কয়মাস আগে পড়েছিলাম ইয়েমেনে ১২০ দিন। ভাল লেগেছিল বেশ। আর আজকে ইয়েমেনের কি অবস্থা!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

নতুন নকিব বলেছেন:



'ইয়েমেনে ১২০ দিন' তো সম্ভবত: আল্লামা তকী উসমানী সাহেবের। 'লাহোর থেকে বুখারা' পাকিস্তানের আরেক বড় বুযর্গ আলেম শায়েখ হযরত মাওলানা যুলফিকার আহমদ নকশাবন্দী সাহেবের। এটির মজা আলাদা। আল্লাহ প্রেমের গভীরে ডুব দেয়া যায় এ বই পড়লে। না পড়া পর্যন্ত হয়তো বুঝানো কঠিন।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা,আমিও দেখেছি তার মেয়ে পরিচয়ে একজন তথ্য দিয়েছে। আমি কি মনে করে কোন মন্তব্য করি নাই। ব্যাপারটা নিয়ে কনফিউজড ছিলাম তখন। তার জন্য অবশ্যই দুয়া রইল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

নতুন নকিব বলেছেন:



ও, তাহলে আপনিও লক্ষ্য করেছেন। যাক, মাশাআল্লাহ। আপনাদের সকলের নেক দোআয় আশা করি তিনি অসুস্থ থাকলে তা কেটে যাবে। ব্লগের প্রত্যেকের কাছে তার রোগমুক্তির জন্য দোআ চাচ্ছি।

অবশ্য আমি চেষ্টা করে যাচ্ছি, যোগাযোগ করার জন্য। সফল হলে তার অবস্থা বিস্তারিত জানাবো, ইনশাআল্লাহ।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

আবু ছােলহ বলেছেন:



হায়! হায়! এই অমানুষ ইতরগুলো এমন ন্যুড ছবি ব্যবহার করে ব্লগে কিভাবে আইডি খোলে?

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.