নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

নিমন্ত্রাতা, আরশের অধিপতি নিজে!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫

কুরআন মাজীদের চারটি আয়াত। মন ধরলো, এ পবিত্র আয়াতগুলোর একটু কাব্যানুবাদ করি। তাই কাঁচা হাতে মহান প্রভূর অমিয় বানী নিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা-

যারা-
পালনকারী আল্লাহকে 'রব' মেনে নেয়,
এই বিশ্বাসে ইস্পাতদৃঢ় মজবুতি দেয়।
শেষ সময়ে মালাইকাহ তাদের জানান-
থাকেন যেন চিন্তাবিহীন, ভয় নাহি পান।
আরও বলেন, খোশখবরী সে জান্নাতের,
ওয়াদা মতন সবই পাবেন সে কুরআনের।

তারা বলেন-
ধরনীতে আমরা তোমার বন্ধু ছিলাম,
পরকালেও থাকব সাথী ওয়াদা দিলাম।
তুমি হবে সে জান্নাতের মালিক-মহান,
থাকবে যেথায় সবকিছুই চায় যা পরান।
রাজাধিরাজ নিবেন মেনে সকল দাবি,
দিবেন তোমার হাতে সুখের জীয়ন চাবি।

আজ-
নিমন্ত্রাতা, আরশের অধিপতি নিজে!
অসীম দয়ালু তিনি তাঁর দান কী যে!
মহা ক্ষমাশীল তিনি তার অনুগতদের,
অফুরান নাওয়াজী হে, আপ্যায়ন ঢের।
তদুপরি বলবেন- আরও চাও আরও,
সকল চাওয়া শেষে দেন অধিক তারও।

সুবহানাল্লাহ! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আজিম! তিনি মহান! তিনি কত মহান!

মনের আঁকুতি,
আয় আল্লাহ! আপনি মাফ করুন। আপনার কাছে দয়া চাই। আপনার করুনার ছায়াতলে আশ্রয় চাই। আপনি দুনিয়া আখিরাতে আমাদের পরম বন্ধু, উত্তম অভিভাবক, আশ্রয়দাতা, সাহায্যকারী হয়ে যান। আল্লাহুম্মা আমীন।

আয়াতে কারীমার সরল বাংলা অর্থ:
নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোন। (সূরাহ: হা-মীম সিজদাহ, আয়াত: ৩০)।

ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে আছে তোমরা দাবী কর। (সূরাহ: হা-মীম সিজদাহ, আয়াত: ৩১)।

এটা ক্ষমাশীল করুনাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। (সূরাহ: হা-মীম সিজদাহ, আয়াত: ৩২)।

তারা তথায় যা চাইবে, তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক। (সূরাহ: ক্কাফ, আয়াত: ৩৫)।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

নিয়াজ সুমন বলেছেন: ভালো পোষ্ট, শুভেচ্চা নিবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক অভিনন্দন, সুমন ভাই।
এখানে আপনার পদচারনা আরও নিবিড় হোক।

ভাল থাকবেন।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো পোষ্ট। সুন্দর চেষ্টা। আমি মুগ্ধ ভাই, আপনার লেখায়।

কাব্যে একরাশ ভালো লাগা রইল। কবিকে অভিনন্দন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

নতুন নকিব বলেছেন:



প্রানঢালা অভিনন্দন নয়নমনি আমার! কঠিন প্রশংসা দেখছি। ভালো লিখি কই? ক'দিন আমার এদিকে দেখিনি তো তাই।


নিরন্তর ভাল থাকার প্রত্যয়।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ক্বোরআনের কাব্যানুবাদ, নজরুলের পর একটি ভাল উদ্দৌগ। আল্লাহ আপনার মঙ্গল করুন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

নতুন নকিব বলেছেন:



ফরিদ ভাই,
ভয়ঙ্কর কথা!
কোথায় নজরুল, আর কোথায় আমি! নজরুলের সেই আবেগ, সেই কথা কি আমাদের স্পর্শ করে! আমাদের অধ:পতন আর দ্বীন-ধর্ম-আদর্শের শিকড় থেকে বিচ্ছিন্নতা দর্শনে আল্লামা ইকবালের অমর কবিতার দু'টি লাইন বারে বারে মনে পড়ে-

রেহগেয়ী রছমে আঁজা রূহে বেলালী না রাহী,
ফাল্সাফা রেহগেয়ী তালকীনে গাজালী না রাহী।

-আজানের সেই প্রথা-সুর-রেওয়াজ তো ঠিক আগের মতই আছে; নেই শুধু মহান হযরত বেলালের (রাদিআল্লাহু তাআলা) প্রানের অাঁকুতি তাতে। দর্শনবিদ্যার পঠন পাঠন পাঠক পাঠদাতাও সেই আগের মতই রয়ে গেছে, নেই শুধু ইমাম গাজ্জালীর সেই হৃদয় ছোঁয়া পঠন-পাঠন পদ্ধতি নেই।

ভাঙা হাতে ক্ষুদ্র প্রচেষ্টা আর কি।

আল্লাহ আপনার দুআ কবুল করুন।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

ANIKAT KAMAL বলেছেন: হয়ত অাপ‌নি স্রষ্টারই প্র‌তি‌নি‌ধি অপূর্ব প্র‌য়োজনীয় লেখার অা‌বেদন সারাক্ষণ রইল কষ্ট পে‌লে ক্ষমা কর‌বেন শুভ কামনা অাপনার জন্য

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭

নতুন নকিব বলেছেন:



কামাল ভাই, সুন্দর মন্তব্যে অভিনন্দন!

"ইন্নি জায়ি-লুন ফিল আরদি খলী-ফাহ"।
-পৃথিবীতে আমি প্রতিনিধি প্রেরন করতে চাই।

মহান প্রভূর এই ঘোষনা অনুসারে আমরা প্রত্যেকেই এক একজন প্রতিনিধি।

আর রাসূলে মাকবূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এসেছে- "কুল্লুকুম রা-য়িন ওয়া কুল্লকুম মাছউলুন আর রিআয়াতিকুম"
-তোমরা প্রত্যেকেই এক একজন রক্ষক এবং তোমরা তোমাদের রক্ষনাবেক্ষন সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

পৃথিবীর ক্ষনস্থায়ী জীবনে আমরা প্রত্যেকেই দায়িত্বের কঠিন সুঁতোয় আষ্টেপৃষ্ঠে বাঁধা। দুআ করুন, যার যার দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিয়ে আমরা প্রত্যেকেই যেন আখিরাতের অন্তহীন জীবনের স্বাচ্ছন্দ নিশ্চিত করতে পারি, আল্লাহ পাক সেই তাওফীক দান করুন।

ভাল থাকবেন।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: নতুন নকিব

থিমটা বেশ স্ট্রং!

আমার ভালোলেগেছে!:)

লাইক!:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪

নতুন নকিব বলেছেন:



প্রিয় বিআর ভাই,
গুনী লোকদের প্রশংসা পেলে সাহস বেড়ে যায়।

অনেক কৃতজ্ঞতা!

ভাল লেগেছে জেনে আনন্দিত!

ভাল থাকবেন নিরন্তর।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

বিলিয়ার রহমান বলেছেন: নতুন নকিব

আমাকে গুনী বলা!!!!!!!!!

আমিতো লজ্জায় লাল হয়ে গেলাম ভাই!:):)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

নতুন নকিব বলেছেন:



আরে বলেন কি! সবকিছুতে লজ্জা পেলে হবে!
অচিরেই আপনি পিন বিদ্ধ হবেন! মানে, আপনার পোস্ট সামুর দেয়ালে পিনের কঠিন আঘাতে এফোঁড় ওফোঁড় হবে! সংবাদ নির্ভরযোগ্য সূত্রের!

ভাল থাকবেন ভাই।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: অচিরেই আপনি পিন বিদ্ধ হবেন! মানে, আপনার পোস্ট সামুর দেয়ালে পিনের কঠিন আঘাতে এফোঁড় ওফোঁড় হবে! সংবাদ নির্ভরযোগ্য সূত্রের!

হাসির ইমো কই!:)

পাবলিকতো সিরিয়ালি নিয়ে নেবে!:):)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

নতুন নকিব বলেছেন:



হাসির ইমো খুঁজতে হবে না, ভাই। ঘোষনা পাকাপোক্তই মনে হচ্ছে! পাবলিক সিরিয়াসলি নিলেই কি আর না নিলেই কি! মডুদের যেভাবে ঝেড়েছেন, মনে হচ্ছে অচিরেই তারা পদক্ষেপ নিতে ভুল করে আবার নতুন ঝামেলায় নিশ্চয়ই ঝুলতে চাবেন না! নিশ্চিত, তারা বরং আপনাকেই ঝুলিয়ে দিবেন!

ভাল থাকবেন।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন প্লিজ
বিস্তারিত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই বিলিয়ার রহমান,

চিন্তার কারন নেই। কপিবাজরা একটা সময় হারিয়ে যাবে। কপি করতে করতে তাদেরও অবশেষে সময় নির্ঘাত ফুরিয়ে যাবে। লিখতে থাকুন। কোন চিন্তা করবেন না।

ভাল থাকুন।

৯| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪০

নতুন নকিব বলেছেন:



কাদিয়ানীর একটি ছোট খাট চামচিকা এখানে এসেছিল বাতিলের ফ্রি মার্কেটিং করতে। তাদের ওয়েবসাইটের ঠিকানা বিলিয়ে যাচ্ছে সমানে। এই মূর্খ গর্দভদের জ্ঞানপূর্ন কথা বললে কোন লাভ নেই। এরা অর্থ-বিত্ত-টাকার কাছে নিজেদের ঈমান পরকাল সবকিছু বিক্রি করে ধর্মত্যাগী মুরতাদের কাতারে দাঁড়িয়ে সৃষ্টির নিকৃষ্টতম হতচ্ছাড়া হতভাগায় পরিনত হয়েছে। কয়েক লাইনের এই ছড়াটি সেইসব হতভাগার উদ্দেশ্যে উৎসর্গ করা হল-

কাদিয়ানীগন ভন্ড কাফের
মিথ্যে নবী দাবিদার,
শঠ প্রতারক আহমদিরা
'মুসলিম' দাবি মিছেই সার।

ছল ছলনা ধোঁকাবাজি
বদমাশিতে সিদ্ধ হাত,
মুসলমানের ঈমান হরন
এই স্বপনে পোহায় রাত।

বিশ্বাসীদের ভাগিয়ে নিতে
টাকার থলে দুই হাতে,
বিলোয় কড়ি বিত্ত অঢেল
ওদের দলে যায় যাতে।

মিষ্টি কথা মধুর বানী
ঈমান কাটার সূক্ষ্ম দাও,
ওদের চেনা কঠিন বড়
নিজকে মুসলিম সামলে নাও।

হাল জামানার ভন্ড নবী
মুসায়লামার নতুন রুপ,
ইবলিসেরও শরম লাগে
দেখে বৃটিশ প্রভূর অন্ধকূপ।

বর্নচোরা মূর্খ অকাট
আহমদিদের বিশ্বময়,
'কাফের' বলে কানমলা দেয়
ভারত-বাংলায় কেন নয়?

লন্ডল থেকে অহি আসে
লন্ডন ওদের আস্তানা,
আল্লাহ ছেড়ে, লন্ডনীদের
হামদে ওরা মাস্তানা।

ক্ষুধায় কাতর কালো মানুষ
আফ্রিকার গহীন অঞ্চল,
'খাদ্যের বিনিময়ে ঈমান'
ওদের কর্মসূচী খুব সফল।

জাল জালিয়াত আর কত কাল
ঈমান নিয়ে খেলবে চাল?
মুসলিম! তুমি দাড়াও রুখে
ভন্ড নবী হোক পয়মাল।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

নতুন নকিব বলেছেন:



কয়েক দিন ফ্রি মার্কেটিংয়ে ব্যাপক খাটুনি খাটার পরে এইটা বোধ হয় ঘুমিয়েছে এখন! উৎপাত বন্ধ হয়েছে, মনে হচ্ছে। সম্ভবত: তার আইডি ফ্রিজ ট্রিজ কিছু একটা হয়েছে।

সেটা হয়ে থাকলে অবশ্যই সামু কর্তৃপক্ষ ধন্যবাদ পেতে পারেন।

১০| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২

শাহজালাল হাওলাদার বলেছেন: বেশ! সুন্দর! সুন্দর!

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১

নতুন নকিব বলেছেন:



প্রিয় হাওলাদার,
দু:খ আর কষ্টও আল্লাহ পাকের নেআমত। গালি গালাজ সহ্য করে ধৈর্য্য ধরাও সওয়াবের কাজ।

মাঝে মাঝে ভাবি, এই সব ব্লগ ফ্লগ করে কাজ কি? স্বঘোষিত নাস্তিকদের আস্ফালন দেখে মন খারাপ হয়। যাক, অামরা দোআ করি, আল্লাহ পাক তাদের সঠিক হেদায়েতের পথ দেখিয়ে দিন।

এখানে আপনাকে পেয়ে আনন্দিত।

ভাল থাকবেন।

১১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৫

একজন আহমদী মুসলিম বলেছেন: আমাদের নকিব ভাইয়ের জন্মের সময়ে পাছায় ছাপ্পা মারা ছিলো যে তিনি মুসলমান। ঈমান কাকে বলে তিনি খুবই ভালো জানেন। তিনি গালাগালি, মিথ্যাচার, নোংরা ভাষা ও গলাবাজীর জোরে জান্নাতে যাবেন, আর কিছুই লাগবে না। নামাজ না পড়লেও, কুরআনের অনুযায়ী আমল না করলেও, রাসূলুল্লাহ (সা) এর সুন্নতের পরোয়া না করলেও তিনিই সাচ্চা মুসলিম। তিনি জান্নাতে নিজের জায়গা পাকা করেছেন।
আপনারা সবাই নকিব ভাইয়ের মত হন।
ধর্ম ঠিক নেই, ইসলামের জন্য দরদে মুখে ফেনা! আহা মুসলমান!

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩

নতুন নকিব বলেছেন:



একরাশ অভিনন্দন, বোন ফাতেমা ছবি।

পোস্টটি আপনার ভাল লেগেছে জেনে সত্যি আনন্দিত।

ভাল থাকবেন।

১৩| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

খায়রুল আহসান বলেছেন: ভাল উদ্যোগ।
আল্লাহ আব্বুল 'আ-লামীন আপনার এ কবিতা লেখার পেছনে যে আবেগ অনুভূতি ও চিন্তাবোধ কাজ করেছে, তা কবুল করে নিন এবং আপনাকে উত্তম বিনিময় দান করুন!
কবিতায় + +

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৮

নতুন নকিব বলেছেন:



সরি! প্রতিউত্তরে আসতে অনেক দেরি হয়ে গেল। আসলে আপনার দারুন এই মন্তব্যটি চোখ এড়িয়ে কিভাবে থেকে গেল, সেটাই কথা। আমি অন্তত: চেষ্টা করি, যাতে কারও কোন প্রশ্নের মুখে কখনও পড়তে না হয়।

অনেক অনেক মোবারকবাদ প্রিয় কবি ভাই। আপনার দোআ আল্লাহ পাক কবুল করুন। আমীন।

আপনাকে তিনি দীর্ঘজীবি করুন। আপনার পরিবার-পরিজন সকলকে ইসলামের সত্যিকার অনুসারী হিসেবে নির্বাচন করুন। প্রিয় নবীজীর প্রতিটি সুন্নতের উপরে সঠিকভাবে, সহি নিয়মে আমল করে পরকালের অন্তহীন পথে পাড়ি দেবার তাওফিক আমাদের প্রত্যেককে দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.