নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
হে রাসূল! সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয়তম নবী - হাবিব আমার,
আপনাকে বাসতে পারি নি ভাল - ব্যর্থতার হাহাকারে জীবন আঁধার!
হৃদয়ের মনিকোঠায় দিতে পারি নি ঠাঁই-
ভালবাসি ভালবাসি বলে যাই, মিছেমিছি শুধু অযথাই,
মিছে জীবন পাপে ডুবুডুবু, তরী বুঝি ডোবে, মাঝ দরিয়ায়,
হে রাসূল! তবু যেন কেন মনে হয়, আবারও তীর পেয়ে যাব, আপনার অশেষ কৃপায়।
আপনার আশীষে বেঁচে যাব, যদিওবা সম্বল কিছু নাই, কিছু নাই,
যদিওবা পঙ্কিলতা ছেয়ে এ জীবন, তবু মনে ক্ষীন আশা - মুক্তির নিশান ওড়াই,
জীবনের বেলাভূমি - এই বুঝি এসে গেল অস্তাচল - শুন্যহাত - দীনহীন ভিখারী লাজুক,
আপনাকে ভুলে আছি - আনত মস্তক - অশ্রুরা অজান্তেই ছুঁয়েছে চিবুক,
আপনার পথ ছেড়ে - হে রাসূল প্রিয়তম! মিছে মায়া - ভ্রান্তির জালে গেছি পরে,
এ জীবন হায় হায়! আফসোস! একি হল! সবি ছায়া - ছলনার ঘরে,
কথা ছিল - আপনাকে বুকে নিয়ে ছুটে যাব দূর মদিনায় - আপনার নূরানী কদম,
চুমু খাব প্রিয়তম! পরে রব ও মাটিতে, কেঁদে যাব - অন্তহীন - বাকিটা জনম,
ছুটে যাব অহুদের এ পাহাড় - ও পাহাড়, খন্দকের স্মৃতিজুড়ে খাব গড়াগড়ি,
স্মৃতিতে অমলিন আপনার রক্তঝড়া দাঁতভাঙ্গা অহুদের কোলে খাব জড়াজড়ি।
তায়েফের বেদনাঘন পথে হেটে, জুড়াব তাপিত প্রান- আহা কত কথা - কত স্মৃতি জাগে!
প্রিয়তম কা'বার পাশে, অবিরাম ছুটে যাব - হাজরে আসওয়াদ ছুঁয়ে দেব গভীর সোহাগে।
জান্নাতুল মুআল্লায় ছুটে যাব - ছুটে যাব জান্নাতুল বাকী - আরও আরও আপনার স্মৃতিময় পূন্যতম স্থান,
কিন্তু হায়! সবি শেষ! বেমালূম ভুলে গেছি আপনাকে - নি:স্বতাই পুজি তাই! হারিয়েছি উভয় জাহান!
বুকের গহীন থেকে নিশ্বাসেরা ভেসে আসে, অন্তহীন হা-হুতাশ! হয়ে ব্যথা-জ্বালা,
কোন্ সে আখরে লিখি! মনের কা'বার গাঁথা! বেদনার অশ্রুতে নিভৃতে গাথি শুধু মালা।
আপনার চরনতলে আশ্রয়ের অবাধ্য নেশা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে আমায়,
বেঁচে আছি- এও বুঝি, আপনার আশীষধারা - মরে যেতে চাই, সেও অপ্রতিরোধ্য শুধু সে আশায়।
২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫
নতুন নকিব বলেছেন:
আমার পোস্ট প্রথম পাতায় যায় না।
আমি আমার কোন পোস্টে কমেন্ট করলে তা প্রথম পাতায় 'সাম্প্রতিক মন্তব্য' কলামে শো করে না। এবার একটু টেস্ট করে দেখি, কমেন্টের উত্তর দিলে সেটা শো করে কি না।
তবু সামুকে লেখার সুযোগটুকু প্রদান করায় ধন্যবাদ অশেষ।
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬
আবু ছােলহ বলেছেন:
আলহামদুলিল্লাহ।
রাসূল প্রেমে অনবদ্য কাব্যগাঁথার অসাধারন প্রকাশ।
চমৎকার অনুভূতিতে হৃদয়টা ভরে গেল!
অন্তহীন মোবারকবাদ।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৪
নতুন নকিব বলেছেন:
পাঠ ও অনবদ্য মন্তব্যে সীমাহীন কৃতজ্ঞতা।
নিরন্তর শুভ কামনা।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশা আল্লাহ অনেক সুন্দত্র
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭
নতুন নকিব বলেছেন:
কবি,
আপনি এখানে এসেছেন!
ধন্য হলাম। আপনার জীবন আরও আলোকদীপ্ত হোক।
নিরন্তর ভাল থাকার প্রত্যয়ে।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার গলাও দা লাগিয়ে রেখেছে
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬
নতুন নকিব বলেছেন:
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
মন্তব্যে অনেক মুগ্ধতা!
ভাই,
সত্যিকারার্থে একটু ভেবে বলবেন, সামুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েই বিদায় নেয়ার চিন্তা করতে চাই- সিদ্ধান্তটা নেয়া কি ঠিক হবে?
ক্ষমা করে দিবেন, হয়তো থাকব না। স্পর্শকাতর সজীব সতেজ অনুভূতি। এ কারনে অনেক কিছুই মেনে নিতে কষ্ট হয়। এখনও তবু অন্তত: লিখতে দেয়ায় সামুকে অশেষ কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।
আপনার অবস্থা কি আগের চেয়ে ভাল হয়েছে?
৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পলাশমিঞার গলায় দা লাগিয়ছে, এখন আপনি বলুন এদের সাথে রাগ করে কি কোন লাভ হবে?
আমি এখন অনেক সুস্থ, স্বাভাবিক বলা যায়। সামু ছাড়তে পারবেন না। না পারার কারণ, সহব্লগার। অন্যব্লগে অথবা ফেইসবুকে সবাইকে পাবেন না। জানি কষ্ট হয়। এই জন্য আমি আপনাদের সাথে আড্ডা দেই। আপনারদের নামে ক্লিক করে আপনাদের ব্লগে এসে মন্তব্য করি। কদ্দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, মডারেটররা খেয়াল করেননি। উনাদের অনেক ক্ষমতা। উনারা চাইলে যখন তখন আমাদের নিকের সর্বনাশ করতে পারেন, সুলেমানি ব্যান করতে পারেন। উনাদের এই ক্ষমতা আছে।
যাক, অভিমান করে লাভ হবে না। আমি বার বার হার মেনেছি।
আমিতো দিনরাত পড়ে থাকি। আবার ছাড়তে হবে। হাতে অনেক কাজ। মানে মানে সরে পড়লে হলো।
০৫ ই মে, ২০১৭ সকাল ১০:২০
নতুন নকিব বলেছেন:
আব্দুল হাক ভাই,
পরামর্শমূলক সুন্দর জবাব প্রদানে অনেক অনেক কৃতজ্ঞতা।
ভাই, ভাল লাগে না, যখন জঘন্য কিছু বিকৃত মস্তিষ্ককে যাচ্ছেতাই করতে দেখি। চোখের সামনে চরম বেহায়াপনা আর অমানবিকতার প্রকাশ দেখি। কোন প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করলে, দেখা যায়, উল্টো শায়েস্তা হতে হয়, তখন বোবা কান্নায় নিজের ভেতরে নিজের গুমরে মরা ছাড়া আর কিইবা করার থাকে?
নষ্টরা এখানে কি সব করে বেড়াচ্ছে? নষ্টদের এগুলো করার অধিকার কে দিয়েছে?
সম্মানিত সামু কর্তৃপক্ষ ব্লগারদের বাক স্বাধীনতা প্রদানের মাধ্যমে মহত্ত্বের পরিচয় দিয়েছে। আগেও বলেছি, এখনও বলি। বাংলা ভাষাভাষীদের জন্য সামুর এ উদ্যোগ নিসন্দেহে ধন্যবাদার্হ, এটা প্রিয় মাতৃভাষায় কথা বলার অনলাইন জানালা। আর সঙ্গত কারনে, তাদের প্রতি কৃতজ্ঞতা নিরন্তর।
কিন্তু, নিজের মানবিক সকল মূল্যবোধকে ধূলোয় মিশিয়ে দিয়ে, এমনকি দেশের প্রচলিত আইন-কানূনকে পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, যেসব (মুষ্টিমেয় সংখ্যক) ব্লগার ধর্ম (বিশেষত: ইসলাম), নবী-রাসূল, আল্লাহ পাককে নিয়ে অশালীন, নোংড়া এবং বেআদবীপূর্ন কথাবার্তা লিখতে থাকেন, ধর্মীয় বিষয়াদি নিয়ে বিষোদ্গার করতে থাকেন, তাদের ব্যাপারে সামু নিরব দর্শকের ভূমিকায় থাকবে কেন??????
কেন সামু তাদের প্রতি সামান্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিবে না?
জাস্ট ফর এক্সাম্পল, দেখুনতো এই ভদ্দরনোক! স্বয়ং আল্লাহ পাককে নিয়ে কী জঘন্য কথা লিখেছেন-
http://www.somewhereinblog.net/blog/MohammadBasar/30192674/?time=1493952478200209bc8d73b5fca601a871bdb86fe56a4b5b#noo[link||vgiew this link]
এরকম অারও অনেক পোস্ট রয়েছে, যেগুলোর প্রত্যেকটি সামুকে অসুস্থ করার জন্য যথেষ্ট। এই ধারা অব্যহত থাকলে, সামুর অসুস্থতা বৃদ্ধি পেতেই থাকবে। যা আমরা কস্মিনকালেও চাই না। আমরা সুন্দর স্বপ্নীল রঙ্গিন বর্নিল মায়াবী মানবিক প্রান প্রাচুর্যে ভরপুর উন্নত উজ্জ্বল উচ্ছল প্রানবন্ত সুস্থ সামু চাই। সেই সুস্থ সামুর প্রতীক্ষায় আমাদের আর কতকাল প্রহর গুনতে হবে?
৬| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:০৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: করার অনেক কিছু থাকলেও কিচ্ছু করার নেই। অবশেষে নিজিই নিজের বিবেকের কাছে দায়ি হব। দুনিয়া নষ্টের আয়ত্তে। আমি অনেক ধেয়ান চিন্তা করেছি। কল্পনায় বোমা মেরে দেখিছি, কোনো সমাধান হয় না। এই ব্লগে আমি ১০ বছর ধরে আসা যাওয়া করছি, শুরুতে আরও খারাপ ছিল। তখন ভয়ে রেজ করিনি। পরে লোভ সামলাতে না পেরে রেজ করেছি। আমাকে অবশ্য সবসময় যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। সম্মান দিলে কী হবে, কলিজায় গুঁতা লাগলে যেকোনো জন চিৎকার করে ওঠে। এই সামান্য বিষয় এরা বুঝতে চায় না এবং না চাওয়ার কারণ এখনও চলছে এবং হয়তো চলতে থাকবে।
ইসলাম ধর্ম এবং ৭১ নিয়ে বাড়াবাড়ি না করলে ব্লগ মড়াগাঙ হয়ে যাবে।
এখন আপনি বলুন কী করা যায়। আমি সবদিক থেকে চিন্তা করে দেখেছি, কোনো পথ পাই না।
ব্লগে যথেষ্ট ব্লগার আছে কিন্তু সবাই নিজেকে নিয়ে ব্যস্ত এই জন্য ওরাও নিজেকে নিয়ে ব্যস্ত।
পড়ে থাকতে হবে, চাইলও চলে যাওয়া যায় না, তার প্রমাণ আমি।
আমাদেরক সতর্ক হতে হবে।
০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৫
নতুন নকিব বলেছেন:
সেটাই? মানে, সব অন্যায় নিরবে চোখ বুজে সহ্য করেই এখানে থেকে যেতে হবে?
কই, অন্য কোন ধর্ম নিয়ে তো এরকম দেখা যায় না। পুরো সামু ঘেটেও বোধ করি, ইসলাম ছাড়া অন্য ধর্মগুলোর প্রতি কটাক্ষ করা হয়েছে এমন দু'চারটে পোস্ট পাওয়া যাবে না। যতগুলো বাড়াবাড়িমূলক পোস্ট রয়েছে, দেখবেন সেগুলোর প্রত্যেকটিতে ইসলাম নিয়ে বিচ্ছিড়ি অভদ্রতায় মোড়ানো জঘন্য সব জিনিষ ঢুকিয়ে দেয়া হয়েছে। তাহলে এসব দর্শনে নিরপেক্ষভাবে বিচার করলে ফলাফল কী পাওয়া যায়? এগুলো করার পেছনে কাদের হাত রয়েছে? কী উদ্দেশ্যেই বা এগুলো করানো হচ্ছে? বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী তষ্করদের খেলা কি এখানেও কার্যকর?
স্রষ্টাকে গালি-গালাজ করলেও সামু গা করে না। আহ! লন্ডনী মহান(!) নষ্ট এক কবির প্রতি সামুর প্রেম অমর হোক!!
ঈশ্বর ও নারী
অণুগল্পঃ
ভাল থাকবেন, প্রিয় ভাই।
৭| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বায় দা ওয়ে, আমি আমার মনকে এখন এই বলে বুঝায়, মন, আল্লাহ এবং রাসূল শুধু মুসলমানের জন্য নয়। আল্লাহ এবং রাসূল সকলের জন্য। যেমন বাতাস, পানি। কেউ বকলে কিচ্ছু করার নেই।
০৮ ই মে, ২০১৭ সকাল ৮:৫৭
নতুন নকিব বলেছেন:
ঠিক আছে। আপনার সুন্দর চিন্তায় ধন্যবাদ। শক্তি-সামর্থ্যের বাইরের বিষয়গুলোকে তো মন থেকে ঘৃনা করতে হয়, সেটা করা ছাড়া আমাদের আর কিই বা করার থাকতে পারে? তবু সাধ্যমত লেখালেখির মাধ্যমে হলেও অন্তত: এসবের প্রতিবাদ করে যাওয়া আমাদের নৈতিক এবং ঈমানী দায়িত্ব। এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোন উপায় আছে কি?
আমার মনে হয়, এই দুষ্টচক্রের জন্য নিচের আয়াতগুলোতে কোন শিক্ষামূলক কিছু থেকে থাকবে।
''গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। (সূরাহ আল ক্কলাম, আয়াত ৪২)।
তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত। (সূরাহ আল ক্কলাম, আয়াত ৪৩)।
অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না। (সূরাহ আল ক্কলাম, আয়াত ৪৪)।
আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত। (সূরাহ আল ক্কলাম, আয়াত ৪৫)।''
ভাল থাকবেন, প্রিয় ভাই।
৮| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্য ধর্মতো আর সবার জন্য। একমাত্র ইসলাম ধর্মে সবার সমানাধিকার আছে, যেমন আছে বাতাসে। আজকাল পানির জন্য মারামারি করতে হয়।
০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৭
নতুন নকিব বলেছেন:
অাসলেইতো! সেরকম করে ভাবিনি তো! ধন্যবাদ, প্রিয় ভাই সাহেব।
তো, সেই দায় থেকেই কি তারা ইসলামের গায়ে অযাচিত ঢিল ছুড়ে যাচ্ছেন?
ভাল থাকবেন।
৯| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেকে আত্মহত্যাও করে তাই না?
০৮ ই মে, ২০১৭ সকাল ৮:৪৩
নতুন নকিব বলেছেন:
ধর্মের মর্ম যাদের মরমে প্রথিত, সত্যিকারের অাল্লাহওয়ালা বান্দা যারা, তারা ব্যথিত হন, কষ্টে নীল হন, প্রচন্ড আবেগে দিশেহারা ব্যাকুল হন - যখন আল্লাহ রাসূলকে কিংবা দ্বীন ইসলামের উপর অতর্কিত অযাচিত অপ্রত্যাশিত গালি গালাজ অশালীন বিহেভ আসতে থাকে।
যেমনটা আপনার ভেতরেও ঘটে থাকে। আমি লক্ষ্য করেছি। এই জন্যই আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা।
কিন্তু, কোন অবস্থাতেই একজন সত্যিকারের বিশ্বাসী আত্মহত্যার কথা ভাবতে পারেন না।
১০| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:২৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আত্মহত্যা করতে চাই না। সমাজে অনেকে আত্মহত্যা করে, কেন করে আমি তা অনেকবার বুঝেছি।
যাক, আপনি কেমন আছেন? গতকাল আপনার কথা কয়েকবার মনে মনে চিন্তা করেছিলাম।
০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৩০
নতুন নকিব বলেছেন:
আত্মহত্যার মত জঘন্য বিষয়ে চিন্তা করার প্রশ্নই যে আপনার ব্যাপারে আসে না, তাতে আমার বিশ্বাস ১০০%। বললাম, ঐ যে আপনি পূর্বের কমেন্টে বলেছিলেন, অনেকে আত্মহত্যাও করে তাই না? কথা প্রসঙ্গে।
যাই হোক, এই বিষয়টিতে সমাজে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। যাতে করে, একটি প্রান কোনভাবেই কোন অবস্থাতেই আত্মহত্যার মত মহাপাপে লিপ্ত হতে সাহসী না হয়।
ভাই, আল্লাহর অশেষ আশীষে ভর করে অনিন্দ্য সুন্দর মুহূর্তগুলো অবহেলায় কাটিয়ে দিচ্ছি। ভাল কাজ কিছুই করতে পারছি না। জান্নাতে জান্নাতীগন অনাবিল সুখে থেকেও, সকল চাওয়া পাওয়া পূর্ন হওয়ার পরেও একটি আফসোস তাদের থেকে যাবে। তারা আফসোস করতে থাকবেন, হায়! পৃথিবীতে থাকাকালীন অবসর মুহূর্তগুলো কেন আরও নেক আমলে কাজে লাগিয়ে এলাম না!
হ্যা, ভাই, নেক আমল বেশি বেশি করার তাওফীক আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি। আমীন।
আমাকে মনে করেছেন, আলহামদুলিল্লাহ। এটা সৌভাগ্য মনে করছি। আল্লাহ পাক আপনার মনের নেক আশাগুলো পূরন করুন।
১১| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতকাল, আমার মেয়েকে এগিয়ে আনার সময় ওর সাথে কথা বলছিলাম, সভ্যসমাজে থাকতে হলে মূল্য দিতে হয়। জংলায় থাকলে শিকার করতে পারলে খাবে না পারলে উপোস থাকবে।
আমি লন্ডন শহরে থাকি, যে শহরে যত বেশি টাকা হতে সুখ নাকি তত বেশি। ইংলেন্ড কতজন আত্মহত্যা করে তা কেউ জানে না এবং তা খবরেও প্রকাশ হয় না।
অর্থকষ্টে ক্লিষ্ট হয়ে মানুষ আত্মহত্যা করে। ইয়া আল্লাহ, আমাদেরকে অর্থকষ্ট থেকে দূরে রাখো, আমিন।
০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:২৪
নতুন নকিব বলেছেন:
//অর্থকষ্টে ক্লিষ্ট হয়ে মানুষ আত্মহত্যা করে। ইয়া আল্লাহ, আমাদেরকে অর্থকষ্ট থেকে দূরে রাখো, আমিন।//
-আল্লাহ পাক আপনার দোআ কবুল করুন। আমাদের সকলকে প্রয়োজন পরিমান স্বচ্ছলতা দান করুন। পার্থিব জীবনে কারও মুখাপেক্ষি হওয়া থেকে হেফাজত করুন।
তবে, যতটুকু জানি, উন্নত বিশ্বের বিলাস বসনে মোড়ানো আধূনিক সকল সুবিধাযুক্ত নাগরিক জীবনে অভ্যস্তদের অধিকাংশের আত্মহত্যার পেছনে অর্থকষ্ট নয়, বরং নৈতিক অধ:পতনই কার্যকারন হিসেবে ভূমিকা রাখে।
ভাল থাকবেন, দাদা ভাই।
১২| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৮
ধ্রুবক আলো বলেছেন: আপনাকে ভুলে আছি - আনত মস্তক - অশ্রুরা অজান্তেই ছুঁয়েছে চিবুক,
আপনার পথ ছেড়ে - হে রাসূল প্রিয়তম! মিছে মায়া - ভ্রান্তির জালে গেছি পরে,
খুব সুন্দর লিখেছেন। +++
০৯ ই মে, ২০১৭ দুপুর ১:৪৫
নতুন নকিব বলেছেন:
প্রিয় কবি ভাই,
আপনার আগমন এখানে শুভ হোক। পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা অপরিসীম।
আপনার পোস্টগুলো অনেক অর্থবহ, যদিও খুব একটা সময় সেখানে দিতে পারি নি।
আপনার ব্লগ বাড়িতে যাব ইনশাআল্লাহ।
ভাল থাকুন অহর্নিশ।
১৩| ১৮ ই মে, ২০১৭ সকাল ১০:২৮
সত্যের ছায়া বলেছেন: এখানে গাপটি মেরে থাকলে কলিজায় ছেদ লাগে, আবার কিছু বলতে গেলে অবরুদ্ধ রাখে। হতাশ হবেন না। ব্লগের শুরু থেকে এটা চলে এসেছে।
১৮ ই মে, ২০১৭ সকাল ১১:৩৯
নতুন নকিব বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা!
সঠিক বলেছেন। হতাশ না হওয়ার চেষ্টা করি। কিন্তু, বৈষম্য অসহ্য লাগে মাঝে মাঝে।
ভাল থাকবেন।
১৪| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৩:২৬
শাহজালাল হাওলাদার বলেছেন: জীবন হ্রদে আশার তরী বেয়ে চলার প্রায়াস পেয়েছেন কবি। আশা ই তো মানুষকে ভবিষ্যৎ গতিময়তার জন্য বাঁচিয়ে রাখে। আপনার এ লেখার দ্বারা সৃজিত হোক পাঠকের রসুল প্রেমের প্রগাড়তা।
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:১৮
নতুন নকিব বলেছেন:
প্রিয় হাওলাদার,
আচ্ছালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
কেমন ছিলেন? এত দিন পেলাম না কেন?
আপনাকে এখানে পেয়ে অনেক আনন্দিত। আপনার মূল্যবান মন্তব্য পোস্টটিকে সম্মানিত করেছে।
অন্তহীন শুভকামনা।
মা'আচ্ছালাম।
১৫| ২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর লিখেছেন
ভল লাগল পাঠে ।
একটি ঘরুয়া সমাবেশে উর্দু , হিন্দি বাংগালী ছিল বিধায় জগা খিচুরী ভাষায় লিখা একটি নাথে রসুল তুলে দিলাম নীচে
বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
ছাল্লে য়ালা নাবিয়ানা, ছাল্লে য়ালা মোহাম্মদান
ছাল্লে য়ালা সাফিয়ানা, ছাল্লে য়ালা মোহাম্মদান ।।
আহাম্মদ পেয়ারা মোস্তফা, নামে মোহাম্মদ মোস্তফা
খাশ হাবিবে কিবরিয়া, ওছি পাক নামে দুরুদ পড়ো।।
ক্যাইছায়ে পেয়ারা নামজি
জিব্রাইল আমিন জিনপে হাজির অজি
ওছি পাক নামে দুরুদ পড়ো ।।
ও তো শানে মোজাম্মেল ওয়ালেজি
ও তো বারি তোজাম্মেল ওয়ালেজি
ও তো কালি কামলি ওয়ালেজি
ও তো শাহে মদিনে ওয়ালেজি
ওনকা পাক নাম জপ সুব্হে শামজি
ওছি পাক নামে দুরুদ পড়ো সবহি ।।
ও হে পাক জাল্লে জালালাজি
হাম ছাবেরী দ্বারপে কাঙ্গালজী
ওছি পাক নামে দুরুদ পড় ।।
আল্লাহ্কা খাস পেয়ায়া হ্যায়
ওহি হামারে সাহারা হ্যায়
ওছে-হি দ্বীন ইসলাম হ্যায়
ওছি পাক নামে দুরুদ পড়।।
আপনা গোমানকো ছোরকার
কুই দেখে কোরানকো খুলকার
মাওলাজি ফরমা দিয়া বোলকার
ওছি পাক নামে দুরুদ পড়।।
যো এশকে নবী সাথে লায়েঙ্গে
ও হরদম না ঘাবরায়েঙ্গে
তোম শুনতা হ্যায় ও কোন হ্যায়
তোম জানতা হ্যায় ও কোন হ্যায়
ওতো নুর নবী মোস্তফা হায়
ওছি পাক নামে হরদম দুরুদ পড়।।
অনেক অনেক শুভেচ্ছা রইল
২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২৪
নতুন নকিব বলেছেন:
প্রিয় আলী ভাই,
আপনার পোস্ট যেমন অনন্য, প্রত্যেকটি মন্তব্যও তেমনি অনন্য আর ভিন্ন মাত্রার উচ্চতায় আকীর্ন। আপনার নতুন কোন পোস্টের জন্য অনেকের মত আমরাও মুখিয়ে থাকি, আপনার প্রতিটি মন্তব্যকেও আমি জ্ঞানের বিচ্ছুরন মনে করি।
ভেবেও মাঝে মাঝে অবাক হই, আপনি এত এত দীর্ঘ এবং জ্ঞানগর্ব মন্তব্য কখন এবং কিভাবে করেন!
যাক, আল্লাহ পাকের শোকর। তিনিই তাওফীক দান করার মালিক।
ভিন্ন ভাষার দারুন একটি না'তে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এলেন বলে অনেক অনেক কৃতজ্ঞতা।
ভাল থাকবেন, ভাই।
১৬| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:০৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য
৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৩৯
নতুন নকিব বলেছেন:
জ্বি, আলী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও পুনরায়।
ভাল থাকবেন অনুক্ষন।
১৭| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: রাসূলুল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম সমীপে নিবেদিত আপনার এ কবিতাটি আমায় স্পর্শ করে গেল।
মুগ্ধ হ'লাম।
আল্লাহ রাব্বুল 'আ-লামীন ধৈর্যশীলদের সহায় হন।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫১
নতুন নকিব বলেছেন:
একরাশ মুগ্ধতা! আপনি খুটিয়ে খুটিয়ে পেছনের পোস্টগুলোর প্রতি যত্নের সাথে নজর দেন। মূল্যবান মন্তব্য পোস্টটিকে সম্মানিত করল।
আপনার দোআ আল্লাহ পাক কবুল করুন।
অনেক শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭
নতুন নকিব বলেছেন:
আলহামদুলিল্লাহ। সালামুন আলান্নাবিয়্যিল কারিম।