নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মূর্তিপ্রিয়রা সইতারে না

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭

মূর্তিওয়ালার ফুর্তি শেষ,
ক্যাচাল থেকে বাঁচলো দেশ।
তবু শুনি কান্না কার?
ছিঁচকাঁদুনের ভান না আর।

মূর্তিপ্রিয়রা সইতারে না,
মনের দু:খ কইতারে না,
নাকের পানি চোখের পানি,
মিশে একাকার।

তাগোর পোড়া পরানডা,
ক্যামনে যে করি ঠান্ডা,
কোন সে যাদুর ছোঁয়া আনি,
ভুলাই হাহাকার!

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১:০৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
মূর্তির একটু পর্দা করা দরকার ছিল, তাই বোরকা পড়ানোর ব্যবস্থা করা হয়েছে । ;)
সব দাবী যদি তাগো হয়, তবে মোল্লাদের কি ! মোল্লাদেরও একটা হক আছে ।

২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৫৩

নতুন নকিব বলেছেন:



কথা খারাপ বলেন নি। মন্তব্যে আসায় অভিনন্দন অন্তহীন।

তা, আপনার ফেরির কারবার কেমন চলছে?

ভাল থাকবেন, ভ্রাতা।

২| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৩০

আখেনাটেন বলেছেন: মোল্লা-মুন্সি, ডান-বাম, সাম্প্রদায়ীক- অসাম্প্রদায়ীক মিলে-মিশে একাকার!!! হায়রে ক্ষমতা!!!

২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৫৬

নতুন নকিব বলেছেন:



একদম সত্য বলেছেন, প্রিয় ভাই।

ক্ষমতার কাছে সবই নস্যি! দু'পয়সায় এখন ঈমান কিনতে পারা যায়। বাকিদের কথা না হয় বাদই দিলাম। মৌলভী মাওলানাদেরও দেখি একই পথের পথিক! কই যাবেনরে ভাই?

ভাল থাকবেন, অহর্নিশ।

৩| ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:২৩

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ, জনতার কবিকে।

ভাল থাকবেন।

৪| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: লেখার সাথে সামঞ্জস্য আছে এমন একটা ছবিও দিতেন।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:২৭

নতুন নকিব বলেছেন:



রাজীব নুর ভাই,
আন্তরিক অভিনন্দন। সুন্দর পরামর্শে কৃতজ্ঞতা। ছবি দিলে হয়তো আরও ভাল লাগতো। পোস্টটির সৌন্দর্য্য বৃদ্ধি পেত। কিন্তু, আমি আবার এসবে বোকা।

ভাল থাকবেন।

৫| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৩৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
সারা জীবন শুধু স্বপ্ন দেখেই গেলাম কিন্তু আজও কোন স্বপ্ন বেঁচতে পারলাম না, তাহলে বোঝেন “স্বপ্নের ফেরিওয়ালার” কি দশা ;)

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৩

নতুন নকিব বলেছেন:



মজার এ্যানসারে অভিনন্দন!

সেটা তো একটা দু:খই বটে!

তা... দিন না কিছু স্বপ্ন আমার কাছে বেঁচে দিন!

কাস্টমার হিসেবে খারাপ পাবেন না, আশা করি।

অনেক আন্তরিকতায় মুগ্ধতা!

৬| ২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন + ;)

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:০৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, শাহরিয়ার ভাই।

পাঠ এবং মন্তব্যে আসায় কৃতজ্ঞতা অভিনন্দন।

ইদানিং একটু ব্যস্ত আছি। আপনার ওদিকে যাওয়া হয় নি। যাব ইনশাআল্লাহ। আপনার কবিতার দিনকাল কেমন কাটছে?

৭| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
আমিও ব্যস্ত থাকি মানে “অল টাইম দৌড়ের উপরে”। ;) আচ্ছা, সময় করে অবশ্যই আমার ব্লগে দুইডা ভালো-মন্দ গল্প করতে আসবেন নিমন্ত্রণ রইল।
কবিতা আর ধ্যানে, জ্ঞানে আসেনা, সে সেই যে চলে গেল আর ফিরে এলেনা, এই হল কবিতার অবস্থা । :)

ধন্যবাদ ভাই ।

২৮ শে মে, ২০১৭ সকাল ১০:২৮

নতুন নকিব বলেছেন:



অবশ্যই যাব, ভাই। বলেন কি! আমি তো মন্তব্য না করলেও আপনার কবিতা উপভোগ করে থাকি।

আপনি ভাল লেখেন।

আবারও মন্তব্যে আসায় কৃতজ্ঞতা।

৮| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, আপনার দরজা সবসময় খোলা ............ যখন মন চায় চলে আসবেন ।

হুম, আমি খুব ভাল লিখি ............ আমি একজন বিখ্যাত কুবি । ;)

কবি বলেছেন, নিজের যারে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সে বড় হয়

কিন্তু আমি বলি , নিজের যারে বড় বলে সে বড় হয়, লোকে যারে বড় বলে সে বড় নয় =p~


ধন্যবাদ, ভাই ।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৪৯

নতুন নকিব বলেছেন:



শাহরিয়ার ভাই,
ক্ষুদ্র ক্ষুদ্র বালু কনা বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ সাগর অতল।

লেখালেখিও তো সেরকমই। এক দিনে কেউ কবি হয় নি। প্রতিনিয়ত চলতে চলতেই রাস্তা তার বাঁকগুলোকে পথিকের সম্মুখে তুলে ধরে।

ভাল থাকবেন, ভাই।

৯| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

নতুন নকিব বলেছেন:



আপনার ভাল লাগাকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনি এখানে কষ্ট করে এসেছেন বলে ধন্য মনে করছি।

ভাল থাকবেন।

১০| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫৯

শাহজালাল হাওলাদার বলেছেন: চমতকার! চমতকার!

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৮

নতুন নকিব বলেছেন:



কেমন আছেন, প্রিয় হাওলাদার?

অনিন্দ্য সুন্দর মন্তব্যে অভিনন্দন অশেষ।

১১| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৬

সমাজের থেকে আলাদা বলেছেন: অতিরিক্ত পাদ যদি কেউ মারে তার কাছ থেকে দূরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। হেফাজত পাদ মেরে সংসদ ভরে দিয়েছে। তাই মূর্তিটির বিশেষ অনুরোধে তাকে দূরে রাখা হয়েছে।
শুনেছি পাদ মেরে ওযূ না করেই হুজুররা আবার বিজয় মিছিল করেছিলেন?

২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৭

নতুন নকিব বলেছেন:



ভাই, আলাদা,
মন্তব্যে আসায় অভিনন্দন অপরিসীম।

আপনার বর্নিত বিষয়ে আমার চেয়ে আপনাকেই অধিক জ্ঞানী মনে করি।

ভাল থাকবেন।

১২| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:০১

সমাজের থেকে আলাদা বলেছেন: আপনি কি হেফাজতের গু পরিষ্কার করার মেথর নাকি?
পাদ দিয়ে মূর্তি সরিয়েছে হেফাজত আর তার গু পরিষ্কার করতে নেমেছেন আপনি।

৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৩১

নতুন নকিব বলেছেন:



তা হলে ক্ষতিই বা কি!

হতে পারলে ধন্যই হতাম মনে হয়!

দারুন বলেছেন।

আল্লাহ পাক আপনার প্রতি রহমত করুন।

মূর্তির মায়ায় চৌচির অন্তরগুলোয় শান্তির সুবাতাস বয়ে যাক!

ভাল থাকবেন ভাই।

৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৪২

নতুন নকিব বলেছেন:



এখন রমজান মাস চলছে।

রোজা রেখে ঝগড়া বিবাদ করা যায় না।

হাউ কাউ করে লাভ হবে না।

অন্য রাস্তা খুঁজে দেখলে আপত্তি থাকবে না।

তবু ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.