নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মহাসৃজয়িতা ও মহাপ্রভূপালয়িতার সকাশে!

৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

হে আমাদের মহান মার্জনাপরবশ মহাসৃজয়িতা ও মহাপ্রভূপালয়িতা!

রমজানুল মোবারক আমাদের দ্বারে উপস্থিত! রহমত-বরকত-মাগফিরাতের সীমাহীন কল্লোলে মুখরিত হচ্ছে দুনিয়া-জাহান! কত পাপী-তাপী ক্ষমা পেয়ে যাবেন এই মহান মাসে!

আয় আল্লাহ! আপনি কতই না মহান! কতই না মহান আপনার ক্ষমাশীলতা! আমাদেরকেও আপনি ক্ষমা করে দিন না!

প্রভূ প্রিয় হে!
আপনি পুন্যবান-পাপী সকলের প্রার্থনা শ্রবনকারী। আপনি রহমান। আপনি রহীম। আপনি গফুর। আপনি হাকীম। আপনি আলীম। দুবৃত্তায়িত দুনিয়াকে করুন পরিশুদ্ধতার প্রতীক। তাওফিক দিন তাওবার। সানুতপ্ত ও সলজ্জিত প্রত্যাবর্তনের। দয়া করে আপনি মোচন করুন আমাদের সকল কলংক। যাবতীয় গ্লানি। সতত নিরাপদ রাখুন আমাদেরকে সীমাবদ্ধতার সংকট থেকে, অনৌদার্যের অক্ষপাত থেকে। পাপ থেকে। প্রবৃত্তিচারিতা থেকে। অহমিকা, অমমতা ও অসফলতা থেকে। আমরা তো সকলেই আপনারই ক্রীতদাস - ক্রীতদাসী। সকল প্রশংসা-বন্দনা, স্তব-স্তুতি, মহিমা-মহত্ত্ব, পরাক্রম-প্রতাপ, প্রজ্ঞা-অভিজ্ঞান কেবলই আপনার। আমাদেরকে মার্জনা করুন। ক্ষমা করুন আমাদের কল্লোলিত ধৃষ্টতাকে, উচ্ছৃসিত অনবধানতাকে। অন্তর্গত ও অপরিতৃপ্ত রোদনে ও রহস্যে আমাদেরকে করুন ঋদ্ধ ও কৃতজ্ঞ। আমরা তো হতে চাই আপনার প্রেমের ও পরিচয়ের আত্মসত্তানাশী প্রেমিক। আমাদেরকে গ্রহন করুন ঐ মহামানবের অসিলায়, যাঁকে আপনি মহাসম্মানিত করেছেন 'অক্ষরের অমুখাপেক্ষী' (উম্মি) বলে। তাঁর প্রতি, তাঁর অন্যান্য বার্তাবাহক ভ্রাতৃবৃন্দ, তাঁর বংশধর, পরিবার-পরিজন-সহচর ও তাঁর একনিষ্ঠ অনুগামী আউলিয়া সম্প্রদায়ের প্রতি।

আসুন, পবিত্র মাহে রমজানে আমরা নিজেদের পরিপূর্নভাবে সোপর্দ করি মহান আল্লাহর কাছে। তাঁর ক্ষমার আসায় দু'হাত বাড়াই সতত সতর্কতা ও শাণিত যত্নায়নের সঙ্গে।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

তারেক ফাহিম বলেছেন: আপনার প্রদত্ত দোয়ায় সহমত জ্ঞাপন করলাম, আল্লাহ্ আপনি অামাদের সকলকে মার্জনা করুন। আমিন।

০১ লা জুন, ২০১৭ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



সহমতে কৃতজ্ঞতা।

আপনার দোআ আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুন।

২| ৩১ শে মে, ২০১৭ রাত ৯:০৮

সত্যের ছায়া বলেছেন: আপনার দোয়া আল্লাহ কবুল করুক।

০১ লা জুন, ২০১৭ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



আমীন।

৩| ০১ লা জুন, ২০১৭ ভোর ৬:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
খুবই মুল্যবান লেখা
উপকারী পোষ্ট
শুভেচ্ছা রইল

০১ লা জুন, ২০১৭ সকাল ১০:০০

নতুন নকিব বলেছেন:



আলী ভাই,
অশেষ শোকরিয়া, আপনি দেখেছেন বলে।

রমজানের রহমত-বরকত-মাগফিরাত আমাদের সকলের জন্য আল্লাহ পাক অবারিত করুন।

শুভেচ্ছা আপনার প্রতিও।
ভাল থাকবেন।

৪| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:


কবি নতুন নকিব
মনের আকুতি দীপ্ত সত্যের প্রকাশ
খাটেন সে লক্ষ্যে কবি নতুন নকিব
সে বুঝে সত্যকে যার উত্তম নসিব
অভাগা তলিযে যায় মিথ্যার সাগরে।
কবির সম্মুখে নীল সাধনা আকাশ
সেথায় আছেন কবি সতেজ সজিব
যেন কি নবাব কোন রহিলা নজিব
তলাতে দিবেনা সত্যে আঁধারে বেগরে।

মিথ্যাকে পুতায় পিষে পাটায় বাটেন
করুণা ভিক্ষায় মিথ্যা মস্তক নোয়ায়
সত্যের জন্যেতে কবি এমন খাটেন
পৃখিবী ভরিয়ে দেন সত্যের শোভায়।
দেখনা মানুষ চেয়ে আলোর মশাল
নতুন নকিব পিছে জনতা বিশাল।

রহিলা নজিবঃ ভারতের রহিল খন্ডের নবাব, পানি পথের তৃতীয় যুদ্ধের অন্যতম বীর সেনাপতি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ পুঁথি সনেট

০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,
সর্বনাশ! সব্বনাশ!! এ কি করেছেন!

অধমকে নিয়েও সনেট! গোবর গনেশকে সনেটে স্থান দেয়ায় কৃতজ্ঞতা অপরিসীম।

ভেবে আকুল হই,
কখন আপনি এত সুন্দর কথামালা একত্রিত করেন!
ছন্দবদ্ধ করেন এগুলোকে,
অত:পর অপরূপ প্রতিকৃতি দিয়ে প্রান সঞ্চারন করেন অবলিলায়,
চোখ মেলে তাকায় আপনার প্রিয় কবিতারা,
পাখার ঝাপটানিতে অন্তরের ভেতরে লুকিয়ে থাকা আবেগের গান শোনায় সদ্যপ্রসূত কবিতারা,
আপনি শোনেন সে গান,
প্রত্যেক কবিই শোনে, শুনতে পান,
অন্যরা শোনে না, ভিন্ন কিছু শব্দের ধ্বনি ছাড়া তারা কিছুই শুনতে পান না,

আর তখনই আচমকা সজীবতায় উচ্ছল হয়ে ওঠে আপনার একেকটি সনেট!
আর তখনই নিজের সৃষ্টির ভেতরে কবি অবলোকন করেন- নিজের প্রতিবিম্ব,
সৃষ্টি সুখের উল্লাসে বিমোহিত, উদ্ভাসিত আনন্দোজ্জ্বল কবিমুখ!

অন্তহীন ভালবাসা,
প্রিয় কবিকে।

৫| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

উম্মে সায়মা বলেছেন: আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। আমীন।

০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৯

নতুন নকিব বলেছেন:



জ্বি, আমীন। আল্লাহ পাক কবুল করুন।

এই ব্লগে আপনার আগমন শুভ হোক।

আসলে সামুতে কত যে জিনিয়াস রয়েছেন। ক'জনকেই বা জানি! এই ধরুন, আপনার মত গুনী লেখককেই চিনতে সময় লেগেছে। আর এর পেছনে কারনও রয়েছে। আমার ক্ষেত্রে যেটা হয়, ব্লগে অনেক বেশি সময় দেয়ার সুযোগ সাধারনত হয়ে ওঠে না। সংসার জীবনের গুরুদায়িত্ব ইত্যাদি সামলে এখানে স্রেফ ফাঁক-ফোকরে ঢুঁ মেরে যাওয়া। আর অপর দিকে, যাদের প্রথম পাতায় বিচরনের সুযোগ অবারিত না থাকে, তাদের চিনে নেয়াটা সম্ভবত: আরও কিছুটা কঠিন বৈকি!

যাক, 'ফ্রম নাউ হ্যাভ ইউর সেইফ লাইফ বেটার এনজয়াবল উইথ সামু'।

আপনার মঙ্গলময় সুন্দর জীবন কামনা করছি।
ভাল থাকবেন অনুক্ষন।

৬| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহ আমাদের ক্ষমা করুন । আমিন।

০৩ রা জুন, ২০১৭ দুপুর ১২:২৮

নতুন নকিব বলেছেন:



জ্বি, আমীন।

সোহেল ভাই,
ঐ যে অনুরোধ করেছিলাম। আপনি কি তারাবীহর সেই পোস্টটি পরে আর সুযোগ করে দেখতে পেরেছিলেন? আপনার কথা বিবেচনা করে পোস্টটি এডিট করেছিলাম।

যদি আবারও দেখে ঐ পোস্টটিতে আপনার ছোট হলেও একটি অভিমত দেন বিশেষ কৃতজ্ঞ থাকব।

ভাল থাকবেন প্রিয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.