নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

প্রতিনিয়ত আপডেট হচ্ছে প্রিয় প্রাঙ্গন সামহোয়্যার ইন ব্লগ।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭



প্রতিনিয়ত আপডেট হচ্ছে প্রিয় প্রাঙ্গন সামহোয়্যার ইন ব্লগ। এটা অত্যন্ত ভাল লাগার বিষয়। সযতন পরিচর্যায় অপরূপ সাজে সজ্জিত হচ্ছে প্রতিক্ষন। নিজেকে ক্রমশ: সাজিয়ে গুছিয়ে পরিপাটি করছে। প্রিয় প্রাঙ্গনের এই পরিবর্তন চোখ শীতল করে। অন্তর ভরে ওঠে মুগ্ধতায়। এইতো আজ সকালেই চোখে পড়লো, হোমপেইজে 'আলোচিত ব্লগ' এবং তার নিচের 'নোটিশ বোর্ড' -এ থাকা 'আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।' লেখাটির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেয়ায় এখন নোটিশ বোর্ডটির সৌন্দর্য্য বহুগুনে বেড়ে গেল। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, ইতিপূর্বে নোটিশ বোর্ডের লেখার কালার এবং তার নিচেই যুক্ত আলোচিত পোস্টের শিরোনামের কালার একই হওয়াতে, নোটিশ বোর্ডের বক্তব্য কোথায় শেষ আর সেই পোস্টটির নাম কোথা থেকে শুরু তা বুঝতে কিছুটা বেগ পেতে হত। এখন সেটা কেটে গেছে। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আশা করব, তারা ব্লগটির এই সৌন্দর্য্যবর্ধন প্রক্রিয়া প্রয়োজন অনুসারে অব্যহত রাখবেন।



সামহোয়্যার কর্তৃপক্ষকে মোবারকবাদ। নতুন বছরের শুরুতে অভিনন্দন এবং শুভেচ্ছা। তাদের অক্লান্ত শ্রমের ফলে আমরা লেখার সুযোগ পাচ্ছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বিশেষত: এই ব্লগটির উদ্যোক্তা মহীয়সী সৈয়দা গুলশান ফেরদাউস জানা -কে সকল ব্লগারদের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো শুভকামনা এবং বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন বছরে। বাংলা ভাষার প্রতি তার প্রানের গভীরে লুকায়িত অকৃত্রিম টান। আর সে অদৃশ্য টানের কারনেই শত বিপত্তি, আর্থিক ঝুঁকি, সামাজিক এবং রাষ্ট্রীয় চোখ রাঙানিকে উপেক্ষা করেও প্রিয় মাতৃ ভাষা বাংলাকে নিয়ে অনেক দূরে যাওয়ার স্বপ্ন আঁকা কন্টকাকীর্ন পথ থেকে একটুও সরে যাননি তিনি। তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সংশ্লিষ্ট সকলের জন্যও শুভকামনা এবং কল্যানের দোআ।


আমার পলক ফেলার কোন ফাঁকে যে কবিতার শেষ চারটি লাইন তুলে দিলুম এখানে-

সামু থাকুক চোখের তারায়,
আপন হয়ে- অনেক নিবিড়!
বাংলাটা হোক বিশ্বজনীন,
বিশ্বজুড়ে বাংলা শিবির!

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ আগেতো খেয়ালই করিনি! :P

হুম পোষ্ট পড়ে আবার রি-চেক করলাম। হুম বেশ বেশ...
অনেক ধন্যবাদ পোষ্টের জন্য।
ধন্যবাদ সামু। ধন্যভাদ জানাপু। ধন্যবাদ সকল িটম মেমম্বার।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

নতুন নকিব বলেছেন:



আপনি কোথায় ছিলেন? আপনাকেই তো খুঁজছিলাম। গতকাল মেইল পাঠিয়েছি, যদি ইনবক্সটা একটু চেক করে নিতেন!

অনেক অনেক অভিনন্দন। কৃতজ্ঞতা পাঠ এবং মন্তব্যে।

এভাবেই সামু তার মোডিফিকেশন, বিউটিফিকেশন চালিয়ে যেতে থাকুক। কৃতজ্ঞতা তাদের প্রতি।

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

নতুন নকিব বলেছেন:



জ্বি, সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করায় আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

পাঠ এবং মন্তব্যে অনেক অনেক শুভকামনা।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

ধ্রুবক আলো বলেছেন: এটা একটা খুশির খবর। আমিও লক্ষ্য করেছিলাম।
সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

নতুন নকিব বলেছেন:



ছোট্ট হলেও পরিবর্তনটা লক্ষনীয়।

এগুলোর জন্য সামুকে ধন্যবাদ না দেয়াটাও আমার নিকট কার্পন্য মনে হয়।

আপনাকে শুভকামনা অন্তহীন।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

জাহিদ অনিক বলেছেন:

ব্যাপারটা কাল রাত থেকেই নজরে এসেছিল---
সবাইকে বলার জন্য ধন্যবাদ
ধন্যবাদ সামুকেও

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্যে আপনাকেও ধন্যবাদ কবি।

ভাল থাকুন।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার নজরেও এসেছে।
সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনার নজরে এগুলো থাকার মানে হল, আপনি সামুকে সূক্ষ্মভাবে নিরীক্ষন করেন। তার মানে সামুর প্রতি আপনার গভীর অনুরাগ আর আন্তরিকতা।

ভাল থাকুন।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

জোকস বলেছেন: তাই নাকি! খুব ছুন্দর, খুব ছুন্দর।




সামু কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

নতুন নকিব বলেছেন:



'ছুন্দর!'

পোস্ট দেইখ্যা আপনি কি 'হাচলেন'?

আপনাকে ধন্যবাদ অনেক অনেক।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: সামুর জন্য অনেক শুভকামনা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

নতুন নকিব বলেছেন:



সামুর শুভকামনা জ্ঞাপন করায় আপনাকে অভিনন্দন। সামু বেঁচে থাক যুগ যুগান্তর।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

محمد فسيح الاسلام বলেছেন: لم يتأخر أبدا أن أسأل نفسك "هل أنا مستعد لتغيير حياتي، هل أنا مستعد لتغيير نفسي؟". ومع ذلك فنحن، مهما كنا نمر، من الممكن دائما أن نولد من جديد. إذا كان كل يوم هو نسخة من آخر واحد، ما هو مؤسف! كل نفس هو فرصة لتوليد من جديد. ولكن لكي تولد من جديد في حياة جديدة، يجب أن تموت قبل الموت.
شمس تبريزي

''It is never late to ask yourself - “Am I ready to change my life, am I ready to change myself?”

However old we are, whatever we went through, it is always possible to reborn. If each day is a copy of the last one, what a pity! Every breath is a chance to reborn. But to reborn into a new life, you have to die before dying.'' --- Shams Tabrizi

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

নতুন নকিব বলেছেন:



মুহাম্মাদ ফসিহুল ইসলাম,
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য রেখে যাওয়ায়। কিন্তু আপনার এই একই কমেন্ট সম্ভবত: ব্লগার 'কলম চোর' এর 'বাবরি মসজিদ ধ্বংসকারী শিবসেনা সদস্য বলবীর এখন মোহাম্মদ আমির' পোস্টেও দেখেছি। আমরা নিতান্ত প্রয়োজন ব্যতিত কপি পেস্ট সঙ্গত মনে করি না।

আপনি প্রখ্যাত সাধক শামস তাবরিজি রহমাতুল্লাহি আলাইহির উদ্ধৃতি দিচ্ছেন দেখে ভাল লাগছে।

ভাল থাকুন।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: আই লাভ সামু---

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

নতুন নকিব বলেছেন:



আই নো ইটস বেস্ট---

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.