নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
মনটাকে বড় করে সাগর সমান,
অনুভবে ক্ষমা এনে ভালবাসো সবে।
ভুলে যাও ছোটখাটো মান-অভিমান,
পৃথিবীটা দেখো ঠিক, বেহেশত হবে।
আঘাতের বদলায় আঘাত দিও না,
ভালবেসে কোলে তারে তুমি তুলে নাও।
আঘাতকারীকে দূরে সরিয়ে দিও না,
মমতার প্রলেপনে ব্যথা ভুলে যাও।
তোমার আকাশ দ্যাখো, মহৎ কতবা,
তারা ভরা বুক নিয়ে নিরব দাঁড়িয়ে।
কত পাপ দেখে যায়, তবু মুক বোবা,
ক্রোধ নেই- উর্ধ্বে বলে সকলে ছাড়িয়ে।
সাগর সলিলে দ্যাখো মিশে কত গ্লানী!
তা' বলে কখনো ঘোলা হয় তার পানি?
উৎসর্গ এবং দু'টি কথা:
যাদের নতুন পোস্ট প্রকাশের অপেক্ষায় মুখিয়ে থাকি। যাদের লেখা মনযোগ দিয়ে পড়ি। যাদের নিয়ে আমার মত ক্ষুদ্রের কলম ধরাও নিতান্ত ধৃষ্টতা; এই ব্লগের তারকাতুল্য স্থির অচঞ্চল প্রিয় দুই কলম সৈনিক, কবি শ্রদ্ধেয় আহমেদ জী এস এবং খায়রুল আহসান -কে নিবেদন করছি ক্ষুদ্র এই সনেট পোস্ট।
সনেট লেখায় সনেট কবি ফরিদ ভাইয়ের অদম্য অভিলাষ দেখেই সনেটের প্রতি একটু আধটু আকর্ষন এখনো অনুভব করি। তার প্রতি কৃতজ্ঞতা।
ব্লগের সাম্প্রতিক অস্থিতিশীল কিছু পরিস্থিতি দর্শনে এই কবিতার জন্ম। পরমত সহিষ্ণুতার অভাব যেখানে প্রকট, সংঘাত সেখানে অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সত্যিকারের মানব পরিচয়কে ধারন করতে হলে আমাদের আরও আরও উদার এবং মানবিক হতে হবে। সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, ক্ষমা পরায়নতা এইসব গুনাবলী অর্জন করা প্রকৃত মানুষ হওয়ার জন্য অপরিহার্য্য এবং অত্যাবশ্যকীয়। আমাদের মনে রাখতে হবে, রেগে যাওয়া কোনো অবস্থাতে সমাধান নয়। অপরের সম্মান ক্ষুন্ন করা, ব্যক্তিত্বসম্পন্ন কারও কাজ হতে পারে না।
১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮
নতুন নকিব বলেছেন:
ভাল বলেছেন। সনেটের বিধি আসলে আমি খুব একটা জানিও না। সনেট খুব বেশি লেখাও হয়নি। মাঝে মধ্যে সামান্য চেষ্টা বলতে পারেন।
প্রথম মন্তব্যে কবিতা ভাল লেগেছে জেনে আনন্দিত। কৃতজ্ঞতা অহর্নিশ।
২| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯
সাহসী সন্তান বলেছেন: সনেট হিসাবে কবিতা ঠিক আছে। তবে ছন্দই যদি মিলাইবেন তাহলে প্রথম ও তৃতীয় এবং দ্বিতীয় ও চতুর্থ লাইন মিললে পড়তে ভাল লাগতো। তখন কবিতাটা একদিকে সনেটও হইতো, আবার অন্য দিকে ছন্দবদ্ধ কবিতাও হইতো। মানে অনেকটা একের ভিতর দুই আরকি...
যারা সনেট ভালোবাসে তারা ছনেট পড়লো। আর যারা ছন্দময় কবিতা ভালোবাসে, তারা সেইটাই পড়লো! তবে এইটাও যে খুব একটা খারাপ হইছে তাও অবশ্য না!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯
নতুন নকিব বলেছেন:
অত্যন্ত মূল্যবান মন্তব্য পেয়ে আনন্দিত।
আসলে সনেট লেখার তেমন অভ্যেস নেই। মাঝে সাঝে সামান্য ইচ্ছে বাস্তবায়নের প্রচেষ্টা আর কি। আপনার সুপরামর্শ মাথায় থাকলো। অবশ্যই পরবর্তীতে লক্ষ্য রাখার ইচ্ছে থাকবে।
বরাবরই আপনার হৃদয়াপ্লুত লাইক এবং মন্তব্য প্রেরনা হিসেবে পেয়ে আসছি। শুভকামনা এবং অনেক ভাল থাকার প্রার্থনা নিরন্তর।
৩| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৬
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০
নতুন নকিব বলেছেন:
আপনার আগমনে আপ্লুত! শুভকামনা ও কৃতজ্ঞতা অহর্নিশ।
৪| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৯
লাবণ্য ২ বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩১
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। কৃতজ্ঞতা এবং শুভাশীষ জানবেন।
৫| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নকিব ভাই,
কবিতা ভালো লাগলো । যাদের কবিতাটি উৎসর্গ করলেন তাদের জানাই শ্রদ্ধা ও অভিনন্দন।
আপনাদের তিনজনকে অনেক শুভেচ্ছা।
১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫
নতুন নকিব বলেছেন:
কবিতা ভালো লাগলো । যাদের কবিতাটি উৎসর্গ করলেন তাদের জানাই শ্রদ্ধা ও অভিনন্দন।
আপনাদের তিনজনকে অনেক শুভেচ্ছা।
-কি যে এক মায়ার জালে বেধে রাখেন অনবদ্য ভাললাগা সব মন্তব্যগুলোয়!
বরেন্য যে দু'জনকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে গেলেন এখনও তাদের নজরে হয়তো আসেনি এই সামান্য পোস্ট। আশা করি, তারা কোনো এক সময় ঠিকই আসবেন এবং আপনার অভিবাদন গ্রহন করবেন। আমাদের পক্ষ থেকেও তাদের প্রতি একইরকম শুভাশীষ নিরন্তর।
আপনার আগমন এবং মূল্যবান মন্তব্যে আবারও কৃতজ্ঞতা। ভাল থাকুন অবিরত।
৬| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: দুইটা বানান এডিট করে ঠিক করে নিবেন।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২০
নতুন নকিব বলেছেন:
কষ্ট করে একটু দেখিয়ে দিতেন যদি!
ধন্যবাদ।
৭| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নতুন নকিব -জনাব,আপনার প্রত্যাশা মহৎ কিন্তু বর্তমান পরিস্থিতিতে অবাস্তব। বর্তমানে নম্রতাকে দুর্বলতা ভাবা হয় । ক্ষমা পায় কেবল কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা। সবকিছু নষ্টদের দখলে। তারপরও আপনি যে শুভ চিন্তা করছেন ...সেইজন্য আপনাকে ধন্যবাদ।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৪
নতুন নকিব বলেছেন:
যাক, এই বোধ হয় প্রথম কোনো মন্তব্যে আপনার পক্ষ থেকে ধন্যবাদ পেলুম। মাথায় তুলে নিলুম আপনার দেয়া ধন্যবাদ। তবে কথা সত্য বলেছেন, বর্তমানে নম্রতাকে দুর্বলতা ভাবা হয় । ক্ষমা পায় কেবল কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা।
আমাদের পথে আমরা চলবো। সত্য এবং সঠিক পথে আমাদের চলতেই হবে। পরিনামে যা হওয়ার হোক। সত্য পথের পথিক বিপদে ভয় পায় না। এটাই তো সত্য, তাই না!
অনেক ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর।
৮| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, ভয় পাই পাছে আবার মাটি পানি একাকার হয়ে কাদায় ছড়াছড়ি না হয়ে উঠে !!! কবিতার উৎসর্গ যথার্থ দুই ব্যাক্তি, আর আপনার কবিতা লেখার শ্রম স্বার্থক হোক এই শুভ কামনায় ।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩১
নতুন নকিব বলেছেন:
বিদ্যমান পরিস্থিতিতে ভয় পাওয়া স্বাভাবিক। ভয়ের পরিবেশ মায়ার পরিবেশে রূপান্তর হোক।
কবিতা পাঠ এবং আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা অশেষ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
৯| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১
সনেট কবি বলেছেন: সর্ব সাকুল্যে ভাল হয়েছে।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩২
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। সনেট কবির আগমন ছিল প্রত্যাশিত। তিনি এসেছেন। শ্রম স্বার্থক মনে করছি। তার প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা অহর্নিশ।
১০| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সনেট কবি যখন বলেছেন ভাল হয়েছে
অবশ্যই ভাল হয়েছে।
আমি আবার সনেট দেখলে ভুই পাই হা হা হা
উৎসর্গে সাধুবাদ
চলুক সনেট চর্চা!
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪০
নতুন নকিব বলেছেন:
জ্বি, আপনিও ভাল বলেছেন।
সনেট কবি যখন বলেছেন ভাল হয়েছে
অবশ্যই ভাল হয়েছে।
আমি আবার সনেট দেখলে ভুই পাই হা হা হা
আপনি চেষ্টা করলে ভাল সনেট লিখতেন মনে হয়। আপনার কলম মা-শাআল্লাহ, ক্ষুরধার। স্মৃতিভান্ডারে শব্দও জমিয়েছেন সেইরকম।
অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা কথা বলে যাওয়ায়।
১১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
উৎসর্গও ভালো হয়েছে । তিনজনকে শুভকামনা।
আমি সনেট লিখলে শেষ দুইলাইনে তত্ত্ব কথা জুড়ে দিতাম । অথবা সনেটের পরিণতি টেনে দিতাম। বা উপসংহার্
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪২
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ প্রিয় কবি। আগমনে আপ্লুত। আপনি তো মা-শাআল্লাহ, অনেক লিখেন ইদানিং। আপনার ভাল ভাল অনেকগুলো কবিতা পড়েছি গত কিছু দিনে। অব্যহত রাখুন। প্রতিবাদী কবিতা বেশি ভাল লাগে।
আবারও ভাল থাকার প্রার্থনা।
১২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০
শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪
নতুন নকিব বলেছেন:
আপনার উপস্থিতি প্রেরনার। কৃতজ্ঞতা। অনেক ভাল থাকবেন।
১৩| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: মহৎ হবে, মহত না।
ছোটখাট না, ছোটখাটো।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২
নতুন নকিব বলেছেন:
জ্বি, অনেক ধন্যবাদ পুনরায় এসে বানান নিয়ে কথা বলে যাওয়ায়। ঠিক করে দিচ্ছি এখনি।
আপনার পোস্টে দয়া করে নজর রাখবেন। কিছুক্ষন পূর্বে ফ্লাডিং হচ্ছে, দেখে এলাম।
অনেক ভাল থাকার প্রত্যাশা।
১৪| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪
তারেক ফাহিম বলেছেন: সনেট লেখা শুরু করলেন জেনে ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা।
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩
নতুন নকিব বলেছেন:
আপনার জন্যও শুভকামনা নিরন্তর। প্রোপিকের নতুন ছবিতে তো রাজপুত্তুর মনে হচ্ছে আপনাকে। মা-শাআল্লাহ। অনেক ভাল থাকুন প্রিয় ভাই।
১৫| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৯
আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,
প্রথমেই আপনার এই শুভ প্রচেষ্টার কথাটিতে আসি । লেখাটি ( ইচ্ছে করেই কবিতা বা সনেট বলিনি ) সনেটের আদলে হলেও সাজানোর কারনে সনেট হয়ে হয়েও হয়ে উঠতে পারেনি । কারন, সনেট হল সেই কবিতাগুলো যা ১৪টি চরণে বা লাইনে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকে।
এদিক থেকে আপনার এই লেখাটি "সনেট ধর্মী" ।
কিন্তু সনেটের প্রথম আটটি চরণ বা লাইন একটি স্তবকে থাকবে যাকে অষ্টক বলে । আপনি ৪টি ৪টি করে লাইন ২টি স্তবকে সাজিয়েছেন । তাই এটা মূলত "কবিতা" র ঢং নিয়েছে।
সনেটে পরবর্তী ছয় চরণের বা লাইনের স্তবকটিকে ষষ্টক বলে। আপনার শেষের ৪ ও ২ লাইনের স্তবক দুটিকে একত্র করে দিলে তা সনেটের ষষ্টক হতে পারতো । তা হয়নি । আর এটাও খেয়াল রাখতে হবে - অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
আশা করি আপনার সনেট লেখার প্রচেষ্টা আরো ফলবতী হবে ৮ লাইন ও ৬ লাইনে ভাগ করে লিখলে।
( সনেট বললে এটাকে ৮ ও ৬ লাইনে সাজিয়ে দিন , কোনও অঙ্গহানী হবেনা । পারফেক্ট একটি সনেট হবে । )
তবে আপনার এই কবিতাটি সুন্দর বক্তব্য নিয়ে অন্ত্যমিলের কবিতা হয়েছে । যদিও আমি নিজেই কবিতার গ্রামার মানতে রাজী নই তবুও আপনার এই কবিতাটি , প্রচলিত কবিতা রীতির সাথে মিলে গেছে বলে এতোখানি বলা ।
শেষের দু'টি কথা প্রসঙ্গে একটা কথাই বলি ----
সৃষ্টিকর্তা স্বয়ং নিজেই দয়া প্রদর্শন ও ক্ষমাশীলতাকে উৎসাহিত করেছেন । আর একজন মানুষ হিসেবে আমাদের প্রাত্যহিকতায় অবশ্যই এর ছোঁয়া থাকা বাঞ্ছনীয় ।
অজস্র ধন্যবাদের সাথে আপনার শুভকামনায় ।
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
নতুন নকিব বলেছেন:
অনেক মূল্যবান পরামর্শমূলক দীর্ঘ মন্তব্যে সতি আপ্লুত! মূলত: আপনাদের মত গুটিকয় বরেন্য ব্যক্তির পদচারনা সামু ব্লগের প্রতি নিরন্তর আকর্ষনকে শানিত করে রাখে। যদিও জানি, মুখের উপর প্রশংসা করা হয়তো একটু অন্যরকম লাগে। তবু সত্য অনুভুতিগুলো প্রকাশ না করেও কি পারা যায়! কী অসাধারন মায়াবী কথামালায় সমৃদ্ধ আপনার পোস্টগুলো! কী যাদুর কাঠির ছোঁয়ায় অকৃত্রিম হৃদ্যতায় রঙিন আপনার মন্তব্যগুলো! প্রতিটি কথায় একটা মায়াময়তার অনন্য উপস্থিতি বিদ্যমান! এটাই তো থাকার কথা ছিল আমাদেরও সকলের। এরই নামই তো প্রকৃত মানবতা। এই মানবতার জন্যই তো আমাদের সংগ্রামে অবতীর্ন হওয়ার অভিপ্রায় থাকার কথা ছিল। কিন্তু আমরা কি তা পারছি? আমাদের ভেতরে কি সত্যিকারার্থে সেই প্রেম-ভালবাসা-মমতার প্রাসাদ-সৌধ নির্মান করতে পেরেছি?
এক হাদিসে পড়েছিলুম। হাদিসখানা বিষয়বস্তু ভাবলে আমি অন্যরকম অনুভব-অনুভূতি পাই! এনে দেয়। হাদিসখানার সারকথাটা হচ্ছে- 'গোটা সৃষ্টিজগত মহান আল্লাহ তাআ'লার বৃহত পরিবারের সদস্য। সৃষ্টিকর্তার পরিবারের সদস্যদের প্রতি যিনি বা যারা মমতাপ্রবন, স্বয়ং বিশ্বভ্রম্মান্ডের মালিকও তার বা তাদের প্রতি দয়াশীল।'
আহ্ কি অদ্ভূত সুন্দর কথামালা! আমাদের দৃষ্টিভঙ্গি যদি এই হাদিসের আলোকে শানিয়ে নিতে পারতাম! এই একটিমাত্র হাদিসের দিকে লক্ষ্য করলেই আমাদের সকল সংকীর্নতার অবসান ঘটে যেত। আল্লাহ পাক আমাদের তাওফিক দান করুন।
আপনার পরামর্শ সনেট লেখার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। এই কবিতাটি আপনার পরামর্শের প্রতি সম্মান রেখে অষ্টক এবং ষষ্টকে ভাগ করে দিলাম।
ক্ষমাপরায়নতা না থাকলে জগত সংসার টিকবে কী করে? যেমনটা আপনি বলেছেন মন্তব্যের শেষের দিকে-
সৃষ্টিকর্তা স্বয়ং নিজেই দয়া প্রদর্শন ও ক্ষমাশীলতাকে উৎসাহিত করেছেন । আর একজন মানুষ হিসেবে আমাদের প্রাত্যহিকতায় অবশ্যই এর ছোঁয়া থাকা বাঞ্ছনীয় ।
এই শিক্ষাই প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের মৌল সৌন্দর্য্যের আধার। আমরা যদি ক্ষমাপরায়নতার এই মহত গুন ধারন করতে পারি আমাদের ব্যক্তি জীবনে আবারো আমরা উন্নত হবো। আমাদের দেখে জগত শিখবে মানবতার সবক। সেই প্রত্যাশায় অশেষ কৃতজ্ঞতাসহ।
১৬| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩
জাহিদ অনিক বলেছেন:
খুব সুন্দর হয়েছে
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২১
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ প্রিয় কবি। একটু নজর বুলিয়ে যাওয়ায় এবং তিন শব্দে উদ্দীপনামূলক অভিব্যক্তি রেখে যাওয়ায় কৃতজ্ঞতা এবং শুভকামনা।
১৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। আমি কবিতা হিসেবেই বললাম। সনেট হোক না হোক, প্রচেষ্টা চমৎকার। আর মেসেজটা মূখ্য।
+।
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৩
নতুন নকিব বলেছেন:
দাদা, মূল্যবান মন্তব্যটিতে একরাশ মুগ্ধতা। আপনার ক্ষুরধার লিখনি ভাল লাগে। অল্প কথায় সবটুকু বলে গেলেন। অনেক কৃতজ্ঞতা এবং ভাল থাকার প্রার্থনা।
১৮| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৩
মলাসইলমুইনা বলেছেন: ব্লগের দুজন সুন্দরতম মানুষের জন্য সুন্দর একটা কবিতার জন্য সুন্দর মনের মানুষ নতুন নকিব শুভেচ্ছা নিন । আশাকরি ভালো আছেন । একটু সময় করে নেই |ব্লগে যদি থাকা হয় আপনার লেখা দিয়েই ব্লগ মানচিত্রে ভ্রমণ শুরু হবে । ভালো থাকবেন ।
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
নতুন নকিব বলেছেন:
ব্লগের দুজন সুন্দরতম মানুষের জন্য সুন্দর একটা কবিতার জন্য সুন্দর মনের মানুষ নতুন নকিব শুভেচ্ছা নিন । আশাকরি ভালো আছেন । একটু সময় করে নেই |ব্লগে যদি থাকা হয় আপনার লেখা দিয়েই ব্লগ মানচিত্রে ভ্রমণ শুরু হবে ।
আমার দৃষ্টিতে সত্যি তারা সুন্দর মানুষ। তাদের প্রতি সবসময়ই সশ্রদ্ধ শুভকামনা রাখি। এই কবিতাটিতে তাদের সামান্য স্মরন করার চেষ্টা করেছি মাত্র। আপনার মন্তব্যগুলো ভাবনার খোরাক যোগায়। কত দিন প্রতীক্ষায় ছিলাম। আশা করি, আপনি ইনশা-আল্লাহ খুব শিঘ্রই নিয়মিত হবেন এখানে।
আর আমার ব্লগ মানচিত্র দিয়ে আপনার মত আরাধ্য ব্যক্তির সামুুতে ভ্রমন শুরু হবে- কথাটি জেনে আরেকবার আপ্লুত হলাম।
আপনার নিরন্তর কল্যান কামনায়।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫
স্রাঞ্জি সে বলেছেন: সনেটের বিধি মনে হয় মানা হয়নি ।
তবুও দারুণ হয়ছে কবিতা ।