নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

অবস্থান যত দূরেই থাকুক না কেন, মায়াময় এই ব্লগ ভূবনের সম্পর্কের রশিটা যেন ছিঁড়ে না ফেলেন কখনো, প্লিজ!

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩



একসময় ব্লগে লিখতেন। লেখার হাত ভাল। প্রচুর কমেন্ট করতেন। অন্যদের আনন্দ দিতেন। নিজেও আনন্দ উপভোগ করতেন। আজ আর নেই। ব্লগ ছেড়ে চলে গেছেন। জীবন-জীবিকার প্রয়োজনে। কেউ হয়তো জীবন বাঁচানোর প্রয়োজনে। কেউ হয়তো জীবনকে ফাঁকি দেয়ার জন্য। আরও কত কি কারনে কতজন আজ চোখের আড়ালে। এরকম হারিয়ে যাওয়াদের সংখ্যা নেহায়েত কম নয়। কেউ কেউ তো হারিয়ে গেছেন চির দিনের জন্য। চলে গেছেন অচিন দেশে। না ফেরার মুলুকে। কিন্তু এই আমরা তাদের খোঁজটুকুও জানতে পারিনি। কার যে কখন ডাক আসে। কে যে কখন চলে যাবেন। কেউ জানে না। জানা সম্ভব নয়। কিন্তু কেউ একজন চলে গেলে। চির দিনের জন্য মায়াময় এই জগত-জীবন ছেড়ে গেলে। অনন্তের পথে যাত্রা করলে। তার প্রস্থানের পরে। অন্তত: তার চলে যাওয়ার সংবাদটুকু তো জানা সম্ভব। তার আত্মার মাগফিরাত কামনায় দু'টি হাত উচ্চকিত করা তো সম্ভব। তার স্মৃতি মনে করে দু'ফোটা অশ্রু বর্ষন তো সাধ্যের ভেতরে। আয়ত্বের মধ্যে। সতীর্থ ব্লগারদের জন্য আপনার দরদী মন সামান্য সুযোগটি কি দিতে কার্পন্য করবে বিশ্বাস হয় না। তা আপনি যে মতের কিংবা যে পথেরই হোন না কেন। এখানে প্রত্যেকে আমরা ব্লগার। মতের দ্বন্ধ, মতানৈক্য, মতপার্থক্যের সকল বেড়াজালের উর্ধ্বে ব্লগে আমরা সকলেই সহযাত্রী। সহমর্মী।

এই ব্লগের কাউকে না কাউকে আপনার ভাল লাগে। যাকে ভাল লাগে। বিশ্বস্ত মনে হয়। অনেক আপন ভাবেন। আন্তরিক বন্ধু মনে করেন। তার কাছে অন্তত: আপনার যোগাযোগের কোনো একটি ব্যবস্থা জানিয়ে রাখুন। যাতে আপনার বিপদ-আপদ তিনি অবগত হতে পারেন। ব্লগের বন্ধুদের জানাতে পারেন। এই পোস্টটি যিনিই পড়ছেন তার জন্য প্রান খুলে দোআ করছি। আপনি দীর্ঘজীবী হোন। শতায়ু হোন। আল্লাহ পাক আপনাকে লম্বা হায়াত দান করুন। আরও আরও যুগ যুগ বেঁচে থাকুন মায়াঘেরা এই সুন্দর পৃথিবীতে। কিন্তু যেহেতু জন্ম নিলে মৃত্যুর স্বাদ নিতেই হয়। এই অমোঘ নিয়মের ব্যত্যয় যেহেতু কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এমন একটি দিন তো আমার আপনার প্রত্যেকের জন্যই অপেক্ষমান। আমি কিংবা আপনি্ যখনই কিংবা যেদিনই সেই অচেনা পথের যাত্রী হবো। বেদনাবিধুর সেই খবরটুকু বাকি ব্লগারগন তার মাধ্যমে অবগত হতে পারেন।

এখানে সবকিছুই তো টলটলায়মান। অস্থির। অস্থায়ী। জীবনও তো তাই। কখন থেমে যাবে বুকের ভেতরের ধুকপুকানি কে জানে! আমিও তো আজ আছি কাল হয়তো এই ব্লগে আর আসবো না। আসার সুযোগ পাবো না। হারিয়ে যাবো নৈ:শব্দের অন্ধকারে। নিথর হয়ে যাবে এ সুন্দর অবয়ব। যে মাটি থেকে এসেছি ফিরে যাবো সেই মাটির কোলে। একাকি। নিরব। কিছু অচেনা ঝিঁ ঝিঁ পোকা আর কীট পতঙ্গের সাথে মিতালীই হয়তো হয়ে উঠবে নির্জনতায় আচ্ছন্ন বাগ-বাগিচায় পড়ে থাকা একাকী সাথীহীন আমার প্রিয় প্রসঙ্গ।

আহ! আজকের দিনটিই যদি হয়ে যায় আমার জীবনের শেষ দিন। আমি অবশ্য ব্লগের দু'একজন বিশিষ্টকে জানি, সৌভাগ্যক্রমে তাদের সাথে পরিচয় হয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আমি চলে গেলে তারা অবহিত হওয়ার চেষ্টা করবেন এবং ব্লগের বন্ধুদের জানিয়ে দিতেও ভুলবেন না! ভাল থেকো সামু ব্লগ! ভাল থাকুন ব্লগার বন্ধুসকল!

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

ভাইয়ু বলেছেন: পৃথিবীর মায়া বড়ই কঠিন বন্ধন ৷ তবে একদিন সবাইকে তা করতে হবে খন্ডন ৷ দারুন লিখেছেন...

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। আপনিও তো দারুন সত্য কথাটিই বলে গেলেন।

কৃতজ্ঞতা এবং শুভকামনা পাঠ, মন্তব্য ও প্লাস প্রদানে।

২| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নকিব ভাই, কী হল আপনার??

আপনি কি ব্লগ ছাড়ার প্ল্যান করছেন??:P



@ এই ব্লগের কাউকে না কাউকে আপনার ভাল লাগে।
...আমার তো সবাইকেই ভালোলাগে। যাদের সাথে কাইজা করি তাদের আরো বেশী....:P

@অবস্থান যত দূরেই থাকুক না কেন, মায়াময় এই ব্লগ ভূবনের সম্পর্কের রশিটা যেন ছিঁড়ে না ফেলেন কখনো, প্লিজ!
.. না চাইলেও মাঝে মধ্যে বন্ধন ছিঁড়ে যায়...:(


পুনশ্চঃ
কাবুলে বিস্ফোরণে ৪৮ জনের মৃত্যু!! :(
এই সালারা কি মানুষ হবে না??X(

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪

নতুন নকিব বলেছেন:



আপনি কি ব্লগ ছাড়ার প্ল্যান করছেন??:P
--- না, প্রিয়। সেটা চাই নি। বলতে চেয়েছি, অনেকেই তো হারিয়ে যান। কেউ ফিরে আসেন। কেউ আসেন না। কিন্তু আমরা জানতেও পারি না ব্লগের কোন্ প্রিয় মুখ কখন পৃথিবীর মায়ার বন্ধন ছিন্ন করে যাত্রী হয়ে যান অন্তহীন পরপারের। তাই বলছিলাম কি, ব্লগের যাকে ভাল লাগে, বিশ্বস্ত মনে হয় তার সাথে অন্তত: যোগাযোগের ন্যূনতম কোনো একটি ব্যবস্থা শেয়ার করে রাখলে ব্লগের বাকিরা সময়মত একে অপরের সুখ-দু:খের খোঁজ-খবরটুকু অন্তত: জানা সম্ভব হত।

...আমার তো সবাইকেই ভালোলাগে। যাদের সাথে কাইজা করি তাদের আরো বেশী....:P
--- আপনার মত আমারও তাই মনে হয়। যাদের সাথে মতানৈক্য হয়, তাদের জন্য বেশি বেশি অন্তর কাঁদে। তাদের বেশি বেশি ফিল হয়।

.. না চাইলেও মাঝে মধ্যে বন্ধন ছিঁড়ে যায়...:(
--- সে আর বলবেন না! ইহা চরম সত্য!

কাবুলে বিস্ফোরণে ৪৮ জনের মৃত্যু!! :(
এই সালারা কি মানুষ হবে না??X(

--- আল্লাহ পাক মালূম। যারা মৃত্যুবরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

আগমনে কৃতজ্ঞতা। অনেক ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর।

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

কাউয়ার জাত বলেছেন: "এই ব্লগের কাউকে না কাউকে আপনার ভাল লাগে"

প্রেম জাতীয় কিছু নাকি? :P :P :P

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

নতুন নকিব বলেছেন:



মাঝখানে, মানে গত কিছু দিন পূর্বে আপনাকে বেশ ভেবেছি। কেন জানি না, বারবার মনে পড়ছিল আপনার কথা। আগে বলুন, কেমন আছেন আপনি? 'সহিহ খালেদা নামা' তো লিখেছেন সেই কবে! আর কোনো পোস্ট দিচ্ছেন না কেন?

প্রিয়, আপনার প্রশ্নের উত্তরে কিছু বলতে চাই না। ধারনা করছি, আপনি ভাল করেই বুঝেছেন, কী বলতে চেয়েছি।

ভাল থাকবেন। এত কম দেখি কেন?

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,



খুব সুন্দর বলেছেন ---- " এখানে প্রত্যেকে আমরা ব্লগার। মতের দ্বন্ধ, মতানৈক্য, মতপার্থক্যের সকল বেড়াজালের উর্ধ্বে ব্লগে আমরা সকলেই সহযাত্রী। সহমর্মী। অবস্থান যত দূরেই থাকুক না কেন, মায়াময় এই ব্লগ ভূবনের সম্পর্কের রশিটা যেন ছিঁড়ে না ফেলেন কখনো, প্লিজ! "

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতি প্রেরনার। অনেক শুভকামনা। অনেক কৃতজ্ঞতা প্রিয়বরেষু।

৫| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০

রাকু হাসান বলেছেন: খুব ভাল বলেছেন ।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। জ্বি, সামুতে আপনার সরব উপস্থিতি লক্ষ্য করি। আনন্দ অনুভব করি।

পোস্টে আসায় কৃতজ্ঞতা। অনেক ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর।

৬| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন। কাছের কেউ যখন হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তখন খুব খারাপ লাগে। বারবার মনে পড়ে।


আপনিও অনেক অনেক ভালো থাকুন- এই কামনা করি স্রষ্টার দরবারে।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

নতুন নকিব বলেছেন:



আপনি মনের কথাটা পড়তে পেরেছেন। ঠিক এই কথাটিই বলতে চেয়েছি। অনেক ধন্যবাদ।

আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভকামনা জানবেন। আপনার দুআ আল্লাহ পাক কবুল করুন। আমাদের এবং আপনাদের সকলের জন্য।

৭| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

আখেনাটেন বলেছেন: কিছু অচেনা ঝিঁ ঝিঁ পোকা আর কীট পতঙ্গের সাথে মিতালীই হয়তো হয়ে উঠবে নির্জনতায় আচ্ছন্ন বাগ-বাগিচায় পড়ে থাকা একাকী সাথীহীন আমার প্রিয় প্রসঙ্গ। --ভালো বলেছেন।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই, মন্তব্যে এসে কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন। অনেক ভাল লাগলো আপনার উপস্থিতি।

শুভকামনা সতত:।

৮| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: মানুষ কোন কারন ছাড়া মারামারী করছে, ষরযন্ত্র করছে, মিথ্যা গল্প বানাচ্ছে। মৃত্যু যন্ত্রনায় ছটফট ও চিৎকার করছে। আগুন ধরেছে। মানুষ মারা যাচ্ছে। কার সংসার ভাঙ্গছে। এমন অমানবিক ও কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় একটি শিশু জন্ম নিল।
এই শিশুর জন্মটি একটি মানবিক অনুভুতি। একমাত্র অনুভুতিশীল মানুষই সব কিছু ছেড়ে ঐ শিশুটির দায়িত্ব নিবে। এই দায়িত্ববোধটি সকল মানুষের মধ্যে থাকলেও রাজনীতিবিদগনের মধ্যে থাকে না।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

নতুন নকিব বলেছেন:



মন্তব্যের মর্মার্থ উদ্ধারে সময় নিতে হবে। তবু ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

পরছায়ার প্রতিধ্বনি বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের এ ব্যাপারে দায়িত্ব নেয়া উচিত।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

নতুন নকিব বলেছেন:



ইচ্ছে করলে তারা চেষ্টা করে দেখতে পারেন। তবে তাদের জন্য এটা কঠিন কাজ মনে হয় আমার কাছে।

শুভাকামনা।

১০| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন।
কেউ চিরবিদায় নিয়ে চলে যাবার পর, সে তো সব কিছুরই ঊর্ধ্বে চলে যায়। তার জন্য এক দোয়া করা ছাড়া জীবিত শুভানুধ্যায়ীদের আর কোন কিছুই করার থাকেনা। তবে, লোকটা ভাল লোক ছিল, শুধু এই কথাটুকুও যদি কেউ মনে মনে ভাবে, তবে সেটুকুই একটা দোয়া হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন।
আর মৃত ব্যক্তি সম্বন্ধে কোন খারাপ কথা বলার ব্যাপারে ধর্মের নিষেধ আছে, কারণ তিনি তো নিজেকে ডিফেন্ড করার জন্য ক্ববর বা ছাইভস্ম থেকে উঠে আসতে পারেন না!

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

নতুন নকিব বলেছেন:



একদম সঠিক বলেছেন।

এই পোস্টে আমার মূল বক্তব্যটিও এমনই। অনেকেই তো হারিয়ে যান। কেউ ফিরে আসেন। কেউ আসেন না। কিন্তু আমরা জানতেও পারি না ব্লগের কোন্ প্রিয় মুখ কখন পৃথিবীর মায়ার বন্ধন ছিন্ন করে যাত্রী হয়ে যান অন্তহীন পরপারের। সে কারনেই এই পোস্ট।

কৃতজ্ঞতা এবং অনেক অনেক শুভকামনা মন্তব্যে আসায়। কামনা করছি ভাল থাকবেন।

১১| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:

সামু এ্যাপের, "ব্লগ অনুসন্ধান" ফিচারটি ঠিক মতো কাজ করে না; কারণ হতে পারে, উহা নিকের উপর অনুসন্ধান চালায়; সমস্যাটার সমাধান হতো, যদি নিকের সাথে একটি "আইডি" থাকতো।

এই ফিচারে, ব্লগার কি এ্যাকটিভ, নাকি এ্যাকটিভ নন, এই ধরণের কিছু যোগ করা যেতে পারে।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮

নতুন নকিব বলেছেন:



ভাল প্রস্তাব দিয়েছেন তো! দারুন আইডিয়া! কর্তৃপক্ষ বিবেচনায় নিতে পারেন।

শুভাশীষ অফুরান।

১২| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: সামুকে আমি ভালোবাসি। ব্যস্ততার কারনে বেশী লিখতে না পারলেও চেষ্টা করি টাচে থাকার। সামুকে ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার আপাতত নেই । তবে সামুতে ভূত হয়ে দেখা যায় কে কে আমাকে মনে করে বিষয়টি ইন্টারেস্টিং লাগে :P আই মিন, লগ ইন না করেও দেখা যায় মন্তব্য ও পোস্ট ;) ভাবছি আমিও একদিন ভূত হয়ে ঘুরে ঘুরে সবাইকে দেখব :P তবে আমাকে কে মনে করবে সন্দেহ :( কিন্তু যখন কোন প্রিয় ব্লগে আর আসেইনা তখন মন খারাপ লাগে খুব :(

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

নতুন নকিব বলেছেন:



আপাতত: সামু ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই জেনে ভাল লাগলো। পরে কি তাহলে ছেড়ে যাবেন?

ভূত হওয়ার প্রয়োজন নেই! অনেকেই ভূতে ভয় পান!

আপনাকে অনেকেই মনে করবেন! আর কেউ না করলেও আমি অন্তত: কথা দিচ্ছি, করবো!

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা। অনেক ভাল থাকবেন।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

সুমন কর বলেছেন: সুন্দর বলেছেন এবং সহমত। কাল দেখলাম, ব্লগার "ভ্রমরের ডানা" ব্লগ থেকে সব পোস্ট মুছে দিয়েছেন এবং ফুলস্টপ বলেছেন !! কেন ? এভাবে সবাই হারিয়ে যাচ্ছে........যদি কেউ বলে, "সামু আগের মতো নেই" তাহলে সামুর কর্তৃপক্ষ বলবে, এটা অনেক পুরনো কথা !!

আচ্ছা, আপনি-আমি চলে গেলেও কি কিছু হবে !! মনে হয়, না !! এর কোন উত্তর জানা আছে !! মাঝে মাঝে আমারও.........

সাথে থাকুন। +।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

নতুন নকিব বলেছেন:



ভ্রমরের ডানা ভাই কেন এমনটা করলেন? কোনো কষ্ট পেয়েছেন নিশ্চয়ই! তাকে পেলে বুঝিয়ে সুঝিয়ে একটু শান্ত করার চেষ্টা করে দেখতেন যদি! আহ! তিনি তো অনেক ভাল একজন ব্যক্তি। আশা করছি, তার সমস্যা কেটে যাবে।

সাথেই আছি। আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা এবং শুভকামনা অশেষ।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনৈতিক পোস্ট লেখার কারণে অনেকেই নিজের সঠিক পরিচয় কখনোই ব্লগে দিবে না...

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬

নতুন নকিব বলেছেন:



ব্লগে পরিচয় পাবলিশ করার কথা বলিনি। নিতান্ত বিশ্বস্ত মনে করলে কাউকে শেয়ার করা যায় কি না সেটা বিবেচনার কথা বলতে চেয়েছি।

মন্তব্যে আসায় অনেক কৃতজ্ঞতা। অনেক শুভাশীষ।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: হঠাৎ আপনার এমন বোধ হলো যে!
ব্লগে আপনার মিশন কি তাহলে পূর্ণ হয়েছে?

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

নতুন নকিব বলেছেন:



মিশন আবার কী, দাদা! যত দিন বেঁচে আছি, সুস্থ আছি ব্লগের সাথে সম্পর্ক থেকে যাবে, ব্লগ যদি দূরে সরিয়ে না দেয়।

বলতে চেয়েছি, কেউ হারিয়ে গেলে যেন বাকিরা তার সংবাদটুকু অন্তত: জানতে পারেন।

ধন্যবাদ। শুভাশীষ।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

গরল বলেছেন: চাওয়ার চেয়ে বেশী পেয়ে গেছেন বলেই কি এমন অনুভূতি? আসলে মানুষের চাওয়া পাওয়া শেষ হয়ে গেলেই হতাশায় ভূগে।

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

নতুন নকিব বলেছেন:



পোস্টটি কি আপনি পড়ে মন্তব্য করেছেন? পোস্ট পড়ে থাকলে আপনার মন্তব্যটি এমন হওয়ার কথা নয়। দয়া করে একটু পড়ে দেখতেন যদি যে, কী বলতে চেয়েছি!

আদৌ কোনো হতাশা থেকে এ্ই পোস্ট নয়। স্রেফ আন্তরিকতা দেখাতে চেয়েছি হারিয়ে যাওয়া ব্লগারদের প্রতি হৃদ্যতার দায়বদ্ধতা থেকে।

যাই হোক, ভাল থাকবেন। মন্তব্যে আসায় কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.