নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
কোরবানী
কাজী নজরুল ইসলাম
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
দুর্বল! ভীরু ! চুপ রহো, ওহো খামখা ক্ষুব্ধ মন !
ধ্বনি উঠে রণি’ দূর বাণীর, -
আজিকার এ খুন কোরবানীর !
দুম্বা-শির রুম্-বাসীর
শহীদের শির সেরা আজি !- রহমান কি রুদ্র নন ?
ব্যাস ! চুপ খামোশ রোদন !
আজ শোর ওঠে জোর “খুন দে, জান দে , শির দে বৎস” শোন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
খন্জর মারো গর্দ্দানেই,
পন্জরে আজি দরদ্ নেই,
মর্দ্দানী’ই পর্দা নেই,
ডরতা নেই আজ খুন্-খারাবীতে রক্ত-লুব্ধ-মন !
খুনে খেলবো খুন-মাতন !
দুনো উনমাদনাতে সত্য মুক্তি আনতে যুঝবো রণ ।
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
চ’ড়েছে খুন আজ খুনিয়ারার
মুসলিমে সারা দুনিয়াটার !
‘জুলফেকার’ খুলবে তার
দু’ধারী ধার শেরে-খোদার , রক্তে-পূত-বদন !
খুনে আজকে রুধবো মন
ওরে শক্তি-হস্তে মুক্তি, শক্তি রক্তে সুপ্ত শোন্ ।
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
আস্তানা সিধা রাস্তা নয়,
‘আজাদী মেলে না পস্তানো’য় !
দস্তা নয় সে সস্তা নয় !
হত্যা নয় কি মৃত্যুও ? তবে রক্তে লুব্ধ কোন্_
কাঁদে-শক্তি-দুস্থ শোন_
“এয়্ ইবরাহীম্ আজ কোরবানী কর শ্রেষ্ঠ পুত্র ধন !”
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
এ তো নহে লহু তরবারের
ঘাতক জালিম জোরবারের
কোরবানের জোরজানের
খুন এ যে, এতে গোদ্র্দ ঢের রে, এ ত্যাগে ‘বুদ্ধ’ মন !
এতে মা রাখে পুত্র পণ !
তাই জননী হাজেরা বেটারে পরা’লো বলির পূত বসন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
এই দিনই ‘মিনা’-ময়দানে
পুত্র-স্নেহের গর্দানে
ছুড়ি হেনে ‘খুন ক্ষরিয়ে নে’
রেখেছে আব্বা ইবরাহীম সে আপনা রুদ্র পণ !
ছি ছি ! কেঁপোনা ক্ষুদ্র মন !
আজ জল্লাদ নয় , প্রহ্লাদ-সম মোল্লা খুন-বদন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
দ্যাখ্ কেঁপেছে ‘আরশ’ আসমানে
মন-খুনী কি রে রাশ মানে ?
ত্রাস প্রাণে ? তবে রাস্তা নে !
প্রলয় বিষাণ ‘কিয়ামতে’ তবে বাজবে কোন্ বোধন ?
সে কি সৃষ্টি-সংশোধন ?
ওরে তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডম্বরু শোন্ !-
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
মুসলিম-রণ-ডঙ্কা সে,
খুন দেখে করে শঙ্কা কে ?
টঙ্কারে অসি ঝঙ্কারে,
ওরে হুঙ্কারে , ভাঙি গড়া ভীম কারা, ল’ড়বো রণ-মরণ !
ঢালে বাজবে ঝন্-ঝনন্ !
ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন-মোচন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
জোর চাই, আর যাচনা নয়,
কোরবানী-দিন আজ না ওই ?
কাজ না আজিকে জান্ মাল দিয়ে মুক্তির উদ্র্ধরণ ?
বল্ – “যুঝবো জান ভি পণ !”
ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ,
আজ আল্লার নামে জান্ কোরবানে ঈদের পূত বোধন ।
'কোরবানী' কবিতাটি লেখার প্রেক্ষাপট: জানা যায়, সেকালে জনৈক তরীকুল আলম নামক মৌলভী কোরবানীর বিরুদ্ধে লিখেছিলেন। তার বক্তব্য ছিল কোরবানী নৃশংস। এর প্রতিবাদস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসাধারন এই কবিতাটি লিখেন। আজ যেমন কিছু মানুষ অতি দরদীর মুখোশ পড়ে কুরবানী এলেই মায়াকান্না নিয়ে হাজির হন। বুঝতে কষ্ট হয় না, এদের উপস্থিতি সকল সময়েই কম বেশি ছিল। এদের কথা গায়ে না নিলেই হল।
তবে, শুধু পশু কুরবানী নয়। মনের ভেতরের পশুত্বকে কুরবানী করে সত্যিকারের মানুষ হই আমরা। প্রকৃত ত্যাগের মহিমায় উজ্জিবিত হোক আমাদের প্রত্যেকের হৃদয়-মন। যেমনটা ঘটেছিল হযরত ইবরাহিম আলাইহিসসালাম কর্তৃক প্রানপ্রিয় পুত্র সন্তানকে স্বপ্নাদিষ্ট হয়ে কোরবানী করতে উদ্যত হওয়ার অবিস্মরনীয় ঘটনায়।
কবির আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করছি আজকের এই দিনে। একইসাথে কোরবানী (ধর্ম) বিদ্বেষী কথিত অচেনা সেই মৌলভী ব্যক্তিটির প্রতিও শ্রদ্ধা। কারন, তিনি কোরবানীর যৌক্তিকতা নিয়ে খোঁচাখুচি না করলে, খোদার হুকুমের তোয়াক্কা না করে অহেতুক পশু প্রেম দেখাতে গিয়ে উল্টোপাল্টা কথা না বললে নজরুলের অনবদ্য এই সৃজন থেকে আমরা বঞ্চিত হতাম। সুতরাং, এখন যারা কোরবানী নিয়ে খোঁচা মেরে ভাবেন এতেই আনন্দ, শ্রদ্ধা তাদের প্রতিও।
সকলকে ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬
নতুন নকিব বলেছেন:
ঈদ মোবারক।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর পাঠ, মন্তব্য এবং লাইক প্রদানে।
২| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টের মূল বক্তব্যের সাথে একমত।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭
নতুন নকিব বলেছেন:
পোস্টে সহমত পোষন করায় কৃতজ্ঞতা। ঈদ মোবারক।
অনেক ভাল থাকবেন প্রত্যাশা নিরন্তর।
৩| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯
স্রাঞ্জি সে বলেছেন: ঈদ মোবারক।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮
নতুন নকিব বলেছেন:
ঈদ মোবারক আপনাকেও।
ভাল থাকুন অনি:শেষ।
৪| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভালো লাগলো । সহমত আপনার সঙ্গে।
ঈদ মুবারক ।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯
নতুন নকিব বলেছেন:
সহমত পোষন করায় আন্তরিক কৃতজ্ঞতা। ঈদ মোবারক আপনাকেও।
পোস্টে আপনাকে পেয়ে আনন্দিত হলাম। অনেক অনেক ভাল থাকার প্রার্থনা।
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪২
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নতুন নকিব- জনাব, পশু কোরবানির মাধ্যমে মনের পশুকে কি সত্যিই কুরবানী করা যায় ? কত পশু কোরবানি করলে ইসলামের জন্মভূমি সৌদী বাদশাহ,যুবরাজ,আমীর,শেখদের মনের পশুত্ব দূর হবে ??
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫
নতুন নকিব বলেছেন:
@ নতুন নকিব- জনাব, পশু কোরবানির মাধ্যমে মনের পশুকে কি সত্যিই কুরবানী করা যায় ?
--- কোরবানী করে টেস্ট করে দেখতে পারেন।
কত পশু কোরবানি করলে ইসলামের জন্মভূমি সৌদী বাদশাহ,যুবরাজ,আমীর,শেখদের মনের পশুত্ব দূর হবে ??
--- তাদের কাছে জিজ্ঞেস করেন না কেন? আমাকে সউদির লোক মনে হয়? না কি তাদের অন্যায়-অবিচারের পক্ষে আমরা কোনো দিন উচ্চকন্ঠ হয়েছিলাম?
সউদি রাজ পরিবারের লোকেরা কোনো অন্যায় করে থাকলে সেটা তাদের ব্যাপার। তার দায়ভারও তারাই বহন করবেন। তাদের অন্যায়কর্মকে ইসলাম ধর্মের উপর আরোপ করা যুক্তিযুক্ত মনে করি না।
ঈদ মোবারক। ভাল থাকুন হামেশা।
৬| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০
এখওয়ানআখী বলেছেন: যারা কোরবানীকে এত অমানবিক ভাবেন তাদেরকে বলি একটা দিনও কি আমরা কোনোনাকোনো প্রাণী হত্যা করছি না?
মাছ, শাকসবজি সবইতো প্রাণী,
তবে কোরবানীতে কেন এত চুলকানি।
২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। সঠিক প্রশ্নটি করেছেন। এই ধরনের প্রশ্ন করলে তারা নিরুপায় এবং নিরুত্তর হয়ে যাবেন। আর যুক্তিতে না পেরে দেখবেন এরা দুনিয়ার ম্যাওপ্যাও শুরু করবেন। নৃশংসতা, নির্মমতা ইত্যাকার শব্দাবলী বলে বলে বিশালাকারে আহাজারি ঝড়ে পড়বে এদের চোখে মুখে। এগুলো আসলে পশুর জন্য মমতা নয়। প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের প্রতি পুঞ্জিভূত বিদ্বেষ ছাড়া আর কিছুই নয়।
এই কারনেই এদের ইগনোর করে যাওয়াই একমাত্র কাজ। জাস্ট ইগনোর প্লিজ!
ঈদ মোবারক। মন্তব্যে আসায় কৃতজ্ঞতা। অনেক শুভকামনা।
৭| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২
নতুন নকিব বলেছেন:
ঈদ মোবারক কবি ভাই।
বাহ! ঈদের ছুটিতেও আপনি তো বেশ একটিভলি ব্লগে আছেন দেখছি। আমি পারছি না। আপনার উপস্থিতি প্রেরনাদায়ক। দারুন ভাল থাকুন। অনেক অনেক কৃতজ্ঞতা। শুভকামনা অফুরান।
৮| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬
বিজন রয় বলেছেন: কি যে বলেন! আমি কবি না!
তাহলে জাতীয় কবি নজরুল ইসলামকে ছোট করা হয়।
আমি শুধু কয়েকটি শব্দ এক জায়গায় করার চেষ্টা করে।
ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯
নতুন নকিব বলেছেন:
আপনি বরাবরই আমার কাছে শ্রদ্ধার পাত্র। এ শ্রদ্ধা অন্তর লালন করে। আমি নই।
আবারও মন্তব্যে আসায় শুভকামনা।
৯| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭
জাহিদ অনিক বলেছেন: সুন্দর শেয়ার- চমৎকার
ঈদ মোবারাক
২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০
নতুন নকিব বলেছেন:
আপনার উপস্থিতি আনন্দদায়ক। ঈদ মোবারক।
অনেক অনেক শুভেচ্ছা নিন, প্রিয় ধানসিরির কাছের মানুষ!
১০| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নতুন নকিব- জনাব, বাংলাদেশের কোটি কোটি মুসলিম গতকাল লাখে লাখে পশু কোরবানি দিয়েছেন। তাদের মনের পশুত্ব কতটা দূর হয়েছে একটু টেস্ট করে দেখবেন ?
সৌদী বাদশাহর উপাধি হচ্ছে " Custodian of the two holy mosques" । তো মক্কা মদিনার খাদেমরা যখন প্রতিবেশী ইয়েমেনী মুসলিমদের(!) উপর বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাচ্ছে তখন আপনারা মুমিনরা নীরব কেন ? আপনাদের আলেম, উলেমা-মাশায়েখ, পীর-দরবেশদের জবান বন্ধ কেন ?
২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭
নতুন নকিব বলেছেন:
তা বলছিলাম, ইয়েমেনের শিশুদের জন্য আপনি এ পর্যন্ত কী কী করেছেন জনাব? ইয়েমেনে গিয়ে পারলে একবার সউদির ঘাড় মটকে দিয়ে আসুন না, মশাই!
ধান ভানতে শীবের গীত না গাইলে ভাল লাগে না?
কোরবানী নিয়ে পোস্ট দিলুম। আপনি কি না বিদ্বেষ ঝাড়তে এলেন সউদি রাজ পরিবারের উপরে! কী যে করি! আসুন, আপনি শ্লোগান তুলুন!
'সউদি রাজপরিবার!'
দেখুন, আমরা 'নিপাত যাক', বলি কি না।
বাংলাদেশের নিরীহ আলেম উলামাদের উপর বেহুদা কেন রুষ্ট হচ্ছেন? জানেন তো, জঙ্গীবাদের অপবাদ থেকে দূরে থাকার অভিপ্রায়ে ঈমানী অনেক বাদ প্রতিবাদ থেকেও এদেশের ঈমানওয়ালারা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেন। আপনি চলেন না?
১১| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭
ওমেরা বলেছেন: ঈদ- মোবারক ।
২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮
নতুন নকিব বলেছেন:
ঈদ মোবারক।
অনেক ভাল থাকবেন প্রার্থনা নিরন্তর।
১২| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিখ্যাত কবির বিখ্যাত কবিতা পড়ার সুযোগ দানে কৃতজ্ঞতা জানবেন ভাই,
মনে হচ্ছে ক্যাচাল মার্কা লোকজন সবসময়ই ছিল কমবেশি
২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬
নতুন নকিব বলেছেন:
উহারা ছিলেন, আছেন এবং থাকবেন।
এদের ইগনোরই সমাধান। পাত্তা না দেয়া। জগতে ওরা খাবে না। অপরকেও খেতে দেবে না। কি পশুপ্রেমিকরে বাবা! এই সব পশু প্রেমিকদের হাতেই পশু জবেহ করার অপরাধে ইদানিংকালে পার্শ্ববর্তী দেশে মানুষ (মুসলমান) খুন হয়েছে যে কত তারও কি ইয়ত্তা আছে?
ইহারা পশু প্রেমিক বটেন!
মন্তব্যে এলেন বলে আন্তরিক কৃতজ্ঞতা। ঈদ মোবারক। অনেক ভাল থাকবেন।
১৩| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: কবিতার পেছনের কথা অতি চমৎকার।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১৪
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। মোবারকবাদ। ঈদ মোবারক।
কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যে। ভাল থাকুন অবিরাম।
১৪| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: কবি নজরুল । অসাধারণ এক কবি। তার কোরবানি কবিতা সম্পর্কে কিছু জানা ছিল না। আজি প্রথম বার জানতে পারলাম। অনেক ধন্যবাদ নতুন নকীব ভাই। চালিয়ে যান ইনশাআল্লাহ।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১০
নতুন নকিব বলেছেন:
নজরুল আমাদের হৃদয়ের স্পন্দন। আল্লাহ পাক তার মাকামকে জান্নাতে উঁচু করে দিন।
প্রিয় কবির কবিতা পাঠ এবং মন্তব্যে আসায় মোবারকবাদ। অনেক ভাল থাকুন। প্রার্থনা নিরন্তর।
১৫| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: নিজেকে নিজে পরিশোধিত করিতে না পারিলে মনে হয় না ঈশ্বর ও তাকে শোধিতে পারিবেক !!!
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭
নতুন নকিব বলেছেন:
অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ন কথা বলেছেন। তবে, প্রতিপালকের ক্ষমতাবলে তিনি সবকিছুই করতে সক্ষম। তিনি সক্ষম একথার অর্থ এই নয় যে, তিনি আমার মুখে লোকমা তুলে খাইয়ে দিবেন। এর জন্য তিনি আমাকে হাত দিয়েছেন। এ হাত ব্যবহার করে আমাকে খেতে হবে, সে জ্ঞানও দিয়েছেন। তাই মূল কথা হচ্ছে, আত্মোপলব্ধি আর আত্মশুদ্ধির প্রচেষ্টাটা শুরু হতে হবে নিজের থেকেই।
ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+