নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মুখোমুখি আজীবন

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১



আমার মতন তোমারও কি মন পোড়ে?
রাতের আকাশে তুমিও কি দেখ তারা?
আমারই মত তোমার মনও কি ফোঁড়ে?
একটু সময় কখনও হলে আমিহারা!

তুমিও কি দেখ আমারই মত আকাশ?
মধ্যরাতে তোমারও কি ঘুম ভাঙে?
গোলাপের মত তোমারও কি নি:শ্বাস?
বৃন্তচ্যূত: হয়ে ভেসে যায় মরা গাঙে!

তোমার বুকেও আমারি মতন ঢেউ?
আমি জানি, আর না জানুক কেউ!
আমারই মত অসুখের মত সুখে,
তোমারও জীবন, কাটে কি মহাসুখে!

তোমার চোখের ভাষায় তুমি কি বলো,
আর কেউ না জানুক, জানে এ অন্তর!
আমার মত করে আলগোছে পথ চলো-
শুধু আমাকে বোঝার চেষ্টা নিরন্তর!

সব ছেড়েছুঁড়ে দূরে সরিয়ে দিয়ে সব
একজনের কাছে নিজেরে বিলায়েছো,
দুই হৃদয়ের আলিঙ্গনে অন্য অনুভব
হৃদয়ের ধারাপাতে অঙ্ক শিখায়েছো!

তুমি পাশে তাই অশেষ প্রেরনা প্রীতি!
ক্ষনকাল তুমি না থাকায় কী যে জ্বালা!
পাতা ওল্টায় যাপিত জীবনের স্মৃতি!
মুখোমুখি থেকো আজীবন হয়ে কন্ঠমালা!

নিবেদন: একজনকে! হ্যা, একজনকে মনে করেই এই কবিতা! যিনি মিশে আছেন জীবনের সাথে! জীবনের পরতে পরতে যার অবাধ ছন্দময় বিচরন মোহিত-বিমোহিত করে সারাক্ষন! জড়িয়ে, জুড়িয়ে, ভরিয়ে রাখে মন প্রান! প্রিয়তমা স্ত্রীকে! তবে যার উদ্দেশ্যে এই কবিতা, কবিতা তাকে পড়ে শোনালে কি প্রতিক্রিয়া হয় কে জানে! কবিতা ধোলাই খায় কি না, বুঝা কঠিন!

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।
তো ভাবিকে কবিতাটি কি পড়িয়েছেন?
এই কবিতায় ভাবির একটা কমেন্ট পেলে মন্দ হত না ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

নতুন নকিব বলেছেন:



সোহেল ভাই,
সত্যি? কবিতা সুন্দর?

ভাবী কমেন্ট হয়তো করবেন না। তাকে পড়িয়ে শোনাতে হবে। তবে কিছুটা ঝুঁকি নিয়েই এই কাজ করতে হবে!

কৃতজ্ঞতা। আপনাকে কত দিন পরে পেলুম। অবারিত কল্যানের দুআ, আপনার জন্য, আপনার পরিবারবর্গ সকলের জন্য।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

আতোয়ার রহমান বাংলা বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা অফুরান।

আপনার জন্য শুভকামনা অশেষ। অনেক ভাল থাকুন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

সাইন বোর্ড বলেছেন: কবিতা প্রশান্তি অানুক মনে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

নতুন নকিব বলেছেন:



সেটাই। ধন্যবাদ মন্তব্যে। কৃতজ্ঞতাসহ শুভকামনা।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: লেখাটা ভালো লাগল পড়ে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

নতুন নকিব বলেছেন:



আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত।

কৃতজ্ঞতা এবং শুভাশীষ।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

জাহিদ অনিক বলেছেন: চমৎকার কবিতা।
যার জন্য লেখা তার কথা ভাবতেই ভালো লাগছে। সে বিস্মিত হয়ে যাবে যদি সে কবিতা ভালোবাসে।

বেশকিছু লাইন ভালো লেগেছে- স্বগতোক্তি কিংবা আত্মজিজ্ঞাসার মাধ্যমে কবিতাকে টেনে নিয়ে গেছেন ভালোবাসার দুয়ারে

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

নতুন নকিব বলেছেন:



আপনার অসাধারন মন্তব্য পেয়ে কবিতার ব্যাপারে আশ্বস্ত হতে পারলুম। আপনি ঠিকই বলেছেন। তাকে কবিতা পড়িয়ে শুনিয়েছি। তিনি আসলেই বিস্মিত হয়েছেন। আপনার সুন্দর মন্তব্যটিও তাকে দেখিয়েছি। তিনি হেসেছেন।

কৃতজ্ঞতা এবং শুভকামনা। অনেক ভাল থাকবেন।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নতুন নকিব -

হুরের চিন্তায় ঘুম আসে না
একলা জেগে রই ,
আল্লাহ্ আমার জেহাদ করার
রাইফেল গেল কই ?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

নতুন নকিব বলেছেন:



খামুশ! ভ্রাতা খামুশ! অস্থিরতার কিছু নেই! জিহাদ করার টাইম ইহা নহে! ব্যবহারে বাবার পরিচয়! মায়েরও বটে!

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

নতুন নকিব বলেছেন:



মাথায় কেবল হুরের চিন্তা
জিহাদ চেতনায়!
রক্তে ভরা ইসলাম বিেদ্বষ,
কে কারে থামায়?

ইসলামী পোস্ট, হুজূর দেখলে
রাইফেল জেগে ওঠে!
দিক-বিদিকে ছুটতে থাকে
সেই চেতনার চোটে!

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
না ধোলাই দিবে না। খুশি হবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

নতুন নকিব বলেছেন:



ধোলাই কিন্তু কবিকে দিবে, সেকথা বলিনি। কবিতার কথা বলেছি। তবে, শেষটায় রক্ষে। যা বলেছেন, খুশিই হয়েছেন তিনি।

শুভাশীষ কৃতজ্ঞতাসহ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কবিতা গড়েছেন ভাই, মুগ্ধ কথামালায়।
সেই একজনকে যে খুবই ভালোবাসেন তা কবিতার মাঝে দারুণভাবে ফোটে উঠেছে।

শুভকামনা রইলো ভাই

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

নতুন নকিব বলেছেন:



আপনার জন্যও শুভকামনা অশেষ। কবিতার ভূয়সি প্রশংসা দেখে আপ্লুত! আপনার অবারিত কল্যান হোক।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা নিবেন।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধোলাই কিন্তু কবিকে দিবে, সেকথা বলিনি। কবিতার কথা বলেছি। তবে, শেষটায় রক্ষে। যা বলেছেন, খুশিই হয়েছেন তিনি।
শুভাশীষ কৃতজ্ঞতাসহ।

আল্লাহ ভরসা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

নতুন নকিব বলেছেন:



জ্বি, আল্লাহ ভরসা। আবারও ফিরে এসে মন্তব্য রেখে যাওয়ায় ধন্যবাদ।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুখোমুখি থেকো আজীবন হয়ে কন্ঠ মালা :)

বাহ! বা
সেকি দারুন প্রমাবেগ;)

যাক যার উদ্দেশ্যে লেখা তিনিও খুশি হয়েছেন জেনে ভাল লাগল।

+++

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

নতুন নকিব বলেছেন:



সেটাই! যাকে ভেবে লেখা তিনি খুশি হয়েছেন তাতেই আমারও ভাল লেগেছে। আপনার উপস্থিতি সামান্য এই কবিতাকে আরও প্রানবন্ততা এনে দিল।

কৃতজ্ঞতা শুভাশীষসহ।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই ভাল হয়েছে কবিতাটি।

ভাবিকে শোনালে তিনি মনে মনে খুশীই হবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

নতুন নকিব বলেছেন:



হ্যাঁ, তিনি দেখেছেন কবিতা। খুশি হয়েছেন।

অনেক শুভকামনা আপনার জন্য।

আপনার কবিতার বই বেরিয়েছিল? অনলাইনে আছে? পাঠ কিংবা ডাউনলোড লিঙ্ক থাকলে যদি দিতেন!

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.