নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, না পশুর অধম?

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৪



আহ কি মজা!!!!!!!!!!!
বাঁচার জন্য বেঁচে থাকি খাওয়ার জন্যই খাই!
শত অবিচার দেখেও তাই বাদ প্রতিবাদ নাই
জান বাঁচাতে মান বাঁচাতে,
বাঁচার লোভে প্রান বাঁচাতে,
সকল কিছুই মেনে নেয়ার এ কোন সংস্কৃতি!
এ কোন খেলা, সত্য ছেড়ে অন্ধ মিথ্যেপ্রীতি!

হায় হায়!!!!!!!!!!!!!
পশুর জীবন তবু ভাল, বিবেক বিচার হীন,
আমরা বুঝি তারও অধিক নষ্ট এবং দীন!
ওদের মতন আমরাও খাই,
লক্ষ্য আরও চাই শুধু চাই,
লাজ শরমের মাথা চিবুই পশুও নই মোটে,
ভয় করি না 'চরিত্রহীন' তকমা যতই জোটে!

আহ!!!!!!!!!!!!!!
চাওয়া পাওয়া খাওয়ার জন্য জীবন সাবাড়!
ভাবটা এমন- আর কিছু তো নাইরে ভাবার!
শত বর্ষ বাঁচার জন্য আশা,
ঘূন বেধেছে মনবাগে বাসা,
মৃত্যু ভয়ে সঙ্কুচিত মন, পালিয়ে নিরব থাকি!
আল্লাহ সবি করে দিবে ঠিক, মিথ্যে স্বপ্ন আঁকি!

ইশ!!!!!!!!!!!!!!
সবি করে দেন পরওয়ার- এই কথা নয় ভুল,
সত্য যারা আকড়ে থাকেন সরেন না এক চুল।
নিজকে করে পন্যসম,
দেন না বেচে পশ্বধম,
মৃত্যু তাদের জানায় সালাম করতে আলিঙ্গন!
তারাই সফল উজ্জ্বল মুখের বিশ্বাসের অঙ্গন!

হায়রে জীবন!!!!!!!!!!!!
সত্য পথের পথিক হওয়া নয়তো সহজ কাজ,
সত্যে শেষে মুক্তি মেলে, ঠাঁই দেয় না সমাজ।
সত্য পথের পথিক হয়ে,
নদীর মত যাও না বয়ে,
মিথ্যে ত্যাজি যাও এগিয়ে বুকে সাহস অসম!
কী হতে চাও? সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, না পশুর অধম?

ছবি কৃতজ্ঞতা: গুগল।

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১১

মাহমুদুর রহমান বলেছেন: বাঁচার জন্য বেঁচে থাকি খাওয়ার জন্য খাইশত অবিচার দেখেও তাই বাদ প্রতিবাদ নাই

++ জানিয়ে গেলাম।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২

নতুন নকিব বলেছেন:



সকাল সকাল আপনার আগমনে মুগ্ধতা।

সুন্দর এবং নি:সীম আন্তরিকতায় কৃতজ্ঞতা। অনেক ভালো থাকুন, প্রার্থনা নিরন্তর। মন্তব্যেও +++

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কাব্যে মুগ্ধ হলাম। শুভ কামনা জানাই ।শুভ সকাল।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

নতুন নকিব বলেছেন:



আপনার মুগ্ধতায় কৃতজ্ঞতা। পাঠ এবং সুন্দর মন্তব্যে অভিনন্দন।

ভালো থাকুন সবসময়।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৫

হাবিব বলেছেন: উপস্থিত

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া। স্বাগত।

শুভকামনা।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন! সত্য পথের পথিক হওয়া নয়তো সহজ কাজ
ছবিটা দিয়ে কী বুঝিয়েছেন?

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতিতে সত্যি মুগ্ধ আনন্দিত। প্রেরনা দিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা নিবেন।

একটি সুন্দর ছবি মন ভালো করে দেয়। আমার কাছে এটির একটি ছোট্ট লুকানো উদ্দেশ্য রয়েছে, ছায়া সুনিবিড়-সবুজের সমারোহ আর পাহাড় নদী ঘেরা এরকম একটি ছবি দেখলে আমার কেন যেন, একটি সুখী, সুন্দর এবং বিভেদহীন প্রানবন্ত পৃথিবীর প্রতিচ্ছবি ভেসে ওঠে মনের কোনে।

অনেক অনেক ভালো থাকবেন।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

অনেক অনেক সুন্দর লিখেছেন।

ভাল লাগলো।

আমাদেরকে প্রতিবাদ করতে দেয়া হচ্ছে না‌!
ব্যক্তিগতভাবে প্রতিবাদ করতে গেলে ব্যক্তি লাপাত্তা হয়ে যায় বা ব্যক্তি চরম লাঞ্চিত হয়।
আবার যখন এই লাপাত্তা ও লাঞ্চিত হওয়া থেকে রক্ষা পেয়ে সুষ্টু আন্দোলন করার উদ্দেশ্যে ব্যক্তিসমষ্টিকে কখনো সঙ্গবদ্ধ হতে দেয়া হয় না।



১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

নতুন নকিব বলেছেন:



আপনাকে অশেষ ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা সবসময়।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

বলেছেন: ভালো লিখেছেন আপনি।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। শুকরিয়া।

শুভকামনা আপনার জন্য।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে অভিবাদন।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে অভিবাদন।

আপনার পোষ্ট পরে কিছু শীখতে পারি।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

নতুন নকিব বলেছেন:



আমার সৌভাগ্য। আপনার মত পড়ুয়াদের পেয়ে আনন্দিত।

অনেক ভালো থাকুন।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২২

আরোহী আশা বলেছেন: ভালো লাগলো

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬

নতুন নকিব বলেছেন:



অশেষ ধন্যবাদ আপনাকে।

শুভকামনা সবসময়।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৭

বলেছেন:
সুন্দর ++

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ।

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যি এমন মানুষ আছে আমাদের চারপাশে-

শুধু খাওয়া আর খাওয়া সাথে নিজের চাওয়া পাওয়া নিয়েই রাত দিন পার করে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.