নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ছড়া: নামাজ

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১০



মুমিন চেনা যায় নামাজে,
নামাজ পড়েন নিয়মিত।
ভয়টা শুধুই আল্লাহকে,
অন্যে কভূ নহেন ভীত।

শত কাজের ব্যস্ত দিনেও,
ভ্রমে নামাজ যায় না ছুটে।
সময়মত কাজের মাঝেও,
সিজদায় এসে পড়েন লুটে!

মধুর সুরের আযান ধ্বনি
হৃদয়তটে ঢেউ যে খেলে।
সত্য পথে চলার সাহস,
মনবাগিচায় পেখম মেলে।

নামাজ দ্বারাই সুদৃঢ় হয়,
দ্বীন ইসলামের সকল বেনা।
মুনাফিক কি খাঁটি মুমিন,
নামাজ দিয়ে যায় সে চেনা।

কাজের ফাঁকে নামাজ নহে,
কাজটাই হোক নামাজশেষে।
নামাজ দ্বারা কুচিন্তা আর,
বদস্বভাব সব যাক না ভেসে।

নামাজ হল দিলের খোরাক,
নামাজ জান্নাতেরই চাবিকাঠি।
নামাজ শেখায় নিয়মানুবর্তিতা,
জীবন করে দেয় পরিপাটি।



ভেদাভেদ করে দূর উঁচু নিচু,
সকলেরে এক কাতারে আনে।
সকল মানুষ সম - ভাই ভাই,
মানুষেরে মহা এই সম্মান দানে।

রাজায় প্রজায় থাকে না প্রভেদ,
নহে আশরাফ আতরাফ কেউ।
মহান প্রভূর সামনে সকলে সমান,
অপরাধ স্মরি বুকে কান্নার ঢেউ।

আসুন সবাই তাই নামায পড়ে,
পঞ্চবার চোখ শীতল করি।
যে আমলে মালিকের সন্তোষ,
সালাতেই উন্নত জীবন গড়ি।

ছবি: গুগল।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

নতুন নকিব বলেছেন:



সকাল সকাল আপনার দেখা পেয়ে ভাল লাগলো।

প্রথম মন্তব্যে অশেষ ধন্যবাদ প্রিয় কবি ভাই। শুভকামনা সবসময়।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

জনৈক অচম ভুত বলেছেন: সুন্দর ছড়া। শেষের আহ্বানে সাড়া দিক সবাই।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। আপনার আগমনে মুগ্ধতা। কৃতজ্ঞতা জানবেন ভাই অচম ভুত।

আপনার প্রার্থনা কবুল হোক, মনে প্রানে চাই। অনেক অনেক ভালো থাকুন।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

এস এম ইসমাঈল বলেছেন: যাদের দিন কেটেছে, রোযা নামাযে,
রাত গেছে সিজদা,তিলাওয়াত আর জিকীরে,
এশার অযু দিয়ে পড়েছেন ফজর এর নামাজ,
তারা আউলিয়া না হয়ে হবে আর কারা?

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। সুন্দর বলেছেন।

যাদের দিন কেটেছে, রোযা নামাযে,
রাত গেছে সিজদা,তিলাওয়াত আর জিকীরে,
এশার অযু দিয়ে পড়েছেন ফজর এর নামাজ,
তারা আউলিয়া না হয়ে হবে আর কারা?


অলি আউলিয়াদের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি নেই; দ্বীনের প্রতিই প্রকারান্তরে দরদে ঘাটতি রয়েছে তাদের।

শুভকামনা। সুস্থতাকামনা সবসময়। দুআপ্রার্থী।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর । ++

আমীন।

অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা প্রিয় নকিবভাইকে।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। আপনার আগমন এবং হৃদয়নিংড়ানো মন্তব্যে আপ্লুত।

কৃতজ্ঞতাসহ শুভকামনা। নিরন্তর ভাল থাকার দুআ।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

মৃত্যু হবে একদিন বলেছেন: খুব সুন্দর ভাই

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

নতুন নকিব বলেছেন:



মা-শাআল্লাহ। সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।

ভালো থাকুন সবসময়।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, গুরুত্বপূর্ণ বিষয়ে সুন্দর কথার মালা।


চেষ্টা করবো নামাজ নিয়ে একটা আমিও লিখতে, দোয়া রাখবেন শ্রদ্ধেয়।



নামাজে'ই অন্তরের কালি হবে দূর,
নামাজ চিনে'না সাঈদী আর হুজুর;
এক কাতারে এক স্রষ্টা'র পদতলে,
ভাসে চোখ ভক্তি-মহব্বতের জলে।

নামাজে করে গাঢ় ভক্তি দেশপ্রেম,
উঁচুনিচু পাপীতাপী বাঁধে একফ্রেম;
নামাজ বাড়া'য় মনের ঔদার্য-সাম্য,
অধিকার দেয় সবে রাখেনা বৈষম্য।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ। ছড়ায় তো আপনি অনেক ভাল।

আপনার জন্য সবসময় শুভকামনা।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে গেল।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতা, ছোট্ট মন্তব্যে।

আপনার লেখা মনযোগ দিয়ে পড়ি।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

আরোগ্য বলেছেন: আল্লাহ আমাদের সকলকে যথাসময়ে নামাজ আদায়ের সৌভাগ্য দান করুক।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্য। আপনার প্রার্থনা কবুল হোক।

কৃতজ্ঞতাসহ শুভকামনা।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫

বলেছেন: নামাজ বেহেশতের চাবি - ভালোলাগা জানিয়ে গেলাম।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১১

নতুন নকিব বলেছেন:



সকাল সকাল আপনার উপস্থিতিতে মুগ্ধতা।

অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।

শুভকামনা

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

নতুন নকিব বলেছেন:



অশেষ ধন্যবাদ আপনাকে।

মূল্যবান মন্তব্য অনুপ্রেরনা যোগাবে।

নিরন্তর ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.