নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ছোট ছোট কয়েকটি গুরুত্বপূর্ণ সুন্নাত

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬



দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ছোট ছোট কয়েকটি গুরুত্বপূর্ণ সুন্নাত

জীবন চলার পথে কত কথাই না আমরা বলে থাকি। কথার খই ফোটে আমাদের মুখে। প্রয়োজনীয় কথার পাশাপাশি অপ্রয়োজনীয় অনর্থক অনেক কথাও উচ্চারিত হয় আমাদের মুখে। অথচ একটু লক্ষ্য রেখে চললেই বিনা কষ্টে, বিনা পয়সায় অর্জন করা সম্ভব হাজারো সাওয়াব। স্থান-কাল-পাত্র বুঝে শুধুমাত্র কয়েকটি শব্দ উচ্চারন করলেই লাভ করা যায় এই অমূল্য আখিরাতের সম্বল। আজ এমনই অতি সহজভাবে আমলযোগ্য কিছু সুন্নাতের আলোচনা-

১. স্বাভাবিকের মধ্যে কোনো ব্যতিক্রম দেখলে কিংবা আশ্চর্য ধরনের কোনো কথা শুনলে ‘সুবহানাল্লাহ’ বলা সুন্নাত। (বুখারি : ৬২১৮)
২. ভালো কিছু খাওয়া বা পান করার সময়, কোনো কিছু লেখা বা পড়ার সময়, কোনো কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা সুন্নাত। (বুখারি : ৫৩৭৬)
৩. ভালো যে কোনো কিছু বেশি বা ব্যতিক্রম দেখলে ‘মাশাআল্লাহ’ বলা সুন্নাত। (মুসলিম : ৩৫০৮)
৪. আল্লাহ তায়ালার শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বড়ত্বের কোনো কৃতিত্ব দেখলে কিংবা শুনলে ‘আল্লাহু আকবার’ বলা সুন্নাত। (বুখারি : ৬২১৮)
৫. ভালো কিছু খাওয়া বা পান করা শেষে, কোনো শুভ সংবাদ শোনা হলে, কেউ ‘কেমন আছো’ জিজ্ঞেস করলে- তার জবাবে ‘আলহামদুলিল্লাহ’ বলা সুন্নাত। (ইবনে মাজাহ : ৩৮০৫)
৬. কোনো হাঁচি দাতা ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে- ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা সুন্নাত। (বুখারি : ৬২২৪)
৭. কারো হাঁচি আসলে ‘আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল’ বলা সুন্নাত। (তিরমিজি : ২৭৪১)
৮. নিশ্চিতভাবে না জেনে কোনো বিষয়ে কিছু বললে, কথা শেষে ‘ওয়াল্লাহু আ’লাম’ বলা সুন্নাত। (বুখারি : ৫৫৭০)
৯. কোনো বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায় শ্লোগান দিলে ‘আল্লাহু আকবার’ বলা সুন্নাত। (বুখারি : ৬১০)
১০. কোনো বাজে কথা শুনলে ‘নাউজুবিল্লাহ’ বলা সুন্নাত। (বুখারি : ৬৩৬২)
১১. কোনো বিপদের কথা শুনলে কিংবা কোনো খারাপ বা অশুভ সংবাদ শুনলে, কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু চুরি হয়ে গেলে, কোনো কষ্ট পেলে ‘ইন্নালিল্লাহ’ বলা সুন্নাত। (মুসলিম : ২১২৬)
১২. কেউ কিছু দিলে কিংবা কারো মাধ্যমে কোনো কাজ হলে তার বদলে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলা সুন্নাত। (বুখারি : ৩৩৬)
১৩. ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা করলে ‘ইনশাআল্লাহ’ বলা সুন্নাত। (আল কাহাফ : ২৩-২৪)

প্রার্থনা:
তাওফিকদাতা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা। তাঁরই দরবারে বিনীত প্রার্থনা, আল্লাহ পাক আমাদের প্রতিটি সুন্নাতের উপর যথাযথভাবে আমল করার তাওফিক দান করুন।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

মাহিরাহি বলেছেন: আপনার পোষ্টের জন্য কি বলা যাবে?

সুবহানাল্লাহ!

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

নতুন নকিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। আপনার আগমন শুভ হোক।

কৃতজ্ঞতা। কল্যান কামনা সবসময়।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

সিগন্যাস বলেছেন: সুন্দর পোস্ট করেছেন।চাঁদগাজী বাবু মাঝে মাঝে ধর্মকে কটাক্ষ করে পোস্ট দেন।আপনি এই বিষয়ে কি ভাবেন?

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনাকে মন্তব্য রেখে যাওয়ায়।

চাঁদগাজী ভাইকে সম্মান করি। তিনি ব্লগের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের একজন। কোনো পোস্টে ধর্মকে কটাক্ষ করে তিনি যদি কিছু বলে থাকেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি যেহেতু তার সাথে রিলেটেড, তাকে জিজ্ঞেস করাই বেটার।

আমার মতে, ধর্মকে কটাক্ষ করে কিছু বলা থেকে সকলেরই সংযত আচরন প্রদর্শন করা উচিত। সকল ধর্মকে সম্মানের চোখে দেখা উচিত।

ভালো থাকবেন।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

নতুন নকিব বলেছেন:



আপনার জন্যও একই দুআ।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ‘জাযাকাল্লাহু খাইরান’

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহু তাআ'লা খাইর। মন্তব্যে কৃতজ্ঞতা।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

কাওছার আজাদ বলেছেন: মাশাআল্লাহ্, সুন্দর পোস্ট তুলে ধরেছেন।

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা।

জাজাকুমুল্লাহু তাআ'লা খাইর।

অনেক অনেক ভালো থাকুন।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

প্রামানিক বলেছেন: চমৎকার একটি পোষ্ট। এর অনেকগুলোই আমরা অনেকেই পালন করি তারপরেও জেনে ভালো লাগল। ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। আপনার সুন্দর মন্তব্যে প্রীত।

ভালো থাকুন নিরন্তর।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

হাবিব বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তাওফিক দিন

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

নতুন নকিব বলেছেন:



আপনার দুআ আল্লাহ পাক কবুল করুন।

কৃতজ্ঞতাসহ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.