নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

পোস্টে অটো ভিউ বৃদ্ধির হাকিকত............

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮

ইদানিং আমার পোস্টগুলো হাজার হাজার বার পঠিত হচ্ছে। কার এমন হৃদ্যতা আমার প্রতি- বুঝতে পারছি না! কোন্ সে দয়ালু ব্যক্তির নজরে পড়েছে আমার মত অর্বাচীনের লেখা- বুঝার উপায় নেই! আমার পোস্টে পূর্বেও বহু ঝড়-ঝাপ্টা গেছে। সচেতন ব্লগার মাত্রই জানেন, গত কিছু দিন পূর্বেও আমার সকল পোস্ট কমেন্ট মডারেশনের আওতায় নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ব্লগ কর্তৃপক্ষের গৃহীত কিছু পদক্ষেপের কারণে এখন পোস্ট দেয়ার সুযোগ পাচ্ছি। সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তারা সময়োপযোগী পদক্ষেপ নিয়ে আমাদের প্রিয় ব্লগটির নামকে অন্তত: নিকৃষ্ট একটি অভিধায় ভূষিত করার দুরভিসন্ধি থেকে মুক্ত রাখতে সোচ্চার হয়েছেন। আমরা তাদের এই উদ্যোগকে অভিনন্দন জানাই।

এই সমস্যা পূর্বেও কমবেশি যদিও ছিল কিন্তু গত কিছু দিন যাবত লক্ষ্য করছি, আমি পোস্ট দিলেই কোনো এক অদৃশ্য কারিগর পেছন থেকে অটো ভিউ/ ক্লিক স্টার্ট করে রেখে দেন হয়তো। অটোমেটিক ভিউ বাড়তে থাকে আমার প্রতিটি পোস্টে। শত শত নয়, হাজার হাজার হয়ে যায় একেকটি পোস্টের ভিউ! আল্লাহ পাক মা'লূম। পোস্টের ভিউ বৃদ্ধির ফলে পোস্ট স্থান করে নেয় আলোচিত পাতায়।

অনেকের চোখেই বিষয়টি দৃষ্টিকটু ঠেকতে পারে। আমার কাছেও বিরক্তিকর। কারণ, কালে-ভদ্রে আমার দু'একটি পোস্ট নির্বাচিত পাতায় যায়। সিস্টেমওয়াইজ কোনো পোস্ট তার নিজ গুনে আলোচিত পাতায় স্থান করে নিলে কারও কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু একজ ব্লগারের প্রায় প্রতিটি পোস্ট আলোচিত পাতায় স্থান দখল করে রাখলে সেটা আপত্তির কারণ হতেই পারে। কারণ, এর ফলে অন্য একজন ব্লগারের একটি মানসম্মত লেখা আলোচিত পাতায় আসার যোগ্য হওয়া সত্বেও হয়তো আসতে পারেনি। এটা কষ্টদায়ক। এই কষ্টটা ফিল করি। আর ফিল করি বলেই এর সমাধান কল্পে প্রিয় ব্লগার এবং সম্মানিত মডারেটরবৃন্দ থেকে মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আশা করছি।

শুভ ব্লগিং........

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার পোস্টগুলোও যথেষ্ট ভালো। এমনিতেই আলোচিত পাতায় যাওয়ার ক্ষমতা রাখে। সুতরাং, যিনি এমনটা করছেন, তিনি শুধু শুধু সময় নষ্ট করছেন।

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৭

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া। আপনি বড় মনের মানুষ তাই অন্যর বিষয়ে এমন সুধারণা পোষন করেন।

আল্লাহ পাক আপনার মঙ্গল করুন।

২| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৭

মাহমুদুর রহমান বলেছেন: ভালো থাকুন, নিরাপদ থাকুন।

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৯

নতুন নকিব বলেছেন:



সেটাই চাই। কিন্তু পেরে ওঠাটাই তো কঠিন।

ভালো থাকবেন।

৩| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
শুভ ব্লগিং

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৩৮

নতুন নকিব বলেছেন:



হ্যা, আল্লাহ ভরসা। ভরসার আর জায়গা কোথায়?

শুভ ব্লগিং................

৪| ২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

আরোগ্য বলেছেন: নকীব ভাই আমার মনে হয় ব্লগে আরেকজন আছে যে পোস্ট দিলেই সর্বাধিক পঠিত হয় । এটা সম্ভবত তার কাজ।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৩৯

নতুন নকিব বলেছেন:



শিউর নই, তবে হতে পারে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কাজ করে লাভটা কি?

৫| ২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

তারেক_মাহমুদ বলেছেন: এটা সামুর পুরানো সমস্যা,এসব নিয়ে এখন আর ভাবিনা।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪৪

নতুন নকিব বলেছেন:



ভালো বলেছেন। আসলে ভাবতুম না আমিও। কিন্তু নিজের অজান্তেই প্রতিটি পোস্ট আলোচিত পাতা দখল করায় কেউ কেউ ভুল ধারণা পোষন করে থাকতেই পারেন। অনাকাঙ্খিত সেই ভুল বুঝাবুঝির অবসানের জন্য পোস্টে নিজের অভিব্যক্তিটুকু অন্তত: জানিয়ে রাখছি।

৬| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: এই সমস্যার চেয়ে বড় সমস্যা সামু অনেক জাগায় ওপেন হচ্ছে।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪৫

নতুন নকিব বলেছেন:



সামু অনেক জাগায় ওপেন হচ্ছে -মানে কি? একটু ক্লিয়ার করতেন যদি!

৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৭

সুমন কর বলেছেন: যারা অটো রি-ফ্রেশ করে তারা সাইকো.....অসুস্থ।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪৫

নতুন নকিব বলেছেন:



বুঝি না!

৮| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১:৩৩

নতুন বলেছেন: নিজের খেয়ে পরের পোস্ট অটো রি-ফ্রেশ করার মতন পাবলিকও আমাদের দেশে আছে.... এই জন্যই তো দেশের উন্নতি ধীরগতি তে হচ্ছে। :)

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪৬

নতুন নকিব বলেছেন:



হয়তো বা!

৯| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ভালো

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৯:০৮

নতুন নকিব বলেছেন:



সত্যিই?

১০| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেন যে এসব অটো ভিউ বৃদ্ধি করে........কি লাভ ?

হাস্যকর ব্যাপার যেখানে এখন ভিজিটর নেই হাজারের উপর সেখানে ২০০০-৩০০০ ভিউ !

সুন্দর বিষয়। ধন্যবাদ।

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



এখন পর্যন্ত ৫৬০৩ বার দেখা হয়েছে এই পোস্ট। সকালেও দেখেছি, এটা ২০০-৩০০ এর পর্যায়ে ছিল।

ধন্যবাদ আপনাকে।

১১| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৮

মা.হাসান বলেছেন: আপনার পোস্টে আমার কমেন্ট শুরুর আগে ভিউ ছিল ১৪৬০০, এখন ১৫১০০ প্লাস। একাধিক ডিভাইস থেকে এটা করা হচ্ছে। নিশ্চিত ভাবে বলা সম্ভব না কে করছে, তবে আমার অনুমান ৪ নম্বর মন্তব্যের মতোই।
সর্বাধিক পঠিত অপশনটা বন্ধ রাখা বা অটো না করে ম্যানুয়াল করাই বেশি ভালো হবে মনে হয়।
আপনি অতীতে এবং বর্তমানেও এরকম বহু ছ্যাচড়ামির শিকার হয়েছেন, সমবেদনা থাকলো। প্রতিটি কষ্টের বদলা আল্লাহ দিবেন, নিশ্চিত।
রিলোড/ফ্লাডিং কারি পাঁঠাদের ব্যাপারে বলার কিছু নেই।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২০

নতুন নকিব বলেছেন:



এখন ১৫১৭২ -এ পৌঁছেছে।

এর সমাধান কিভাবে হতে পারে, জানা নেই। যারা এগুলো করছেন তাদের জন্য শুধুই শুভকামনা।

অনেক ভালো থাকুন।

১২| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টা অত্যন্ত বিরক্তিকর । আগেও দেখেছি বহুবার আপনার ক্ষেত্রে এরকম হয়েছে। সমবেদনা রইল আপনার প্রতি । আমার মনে হয় সর্বাধিক পঠিত এই অপশনটি তুলে দেওয়াই শ্রেয় । যে কারণে মা. হাসান ভাইয়ের সাথে সহমত পোষণ করে বলছি, মাননীয় মডারেটদের এ বিষয়ে আরো সদর্থক পদক্ষেপ নেওয়া জরুরি ।

শুভকামনা জানবেন ।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৫

নতুন নকিব বলেছেন:



জ্বি, আপনার জন্যও অশেষ শুভকামনা। আন্তরিক মন্তব্যে আপ্লুত। আপনার 'সর্বাধিক পঠিত অপশনটি তুলে দেয়ার' প্রস্তাবটি ভালো। অবশ্য এর পক্ষে-বিপক্ষেও যুক্তি থাকতে পারে। তবে সমস্যাটির সমাধানের লক্ষ্যে সম্মানিত কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করি।

আবারও অভিনন্দন, প্রিয় কথার জাদুকরকে।

১৩| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা ব্লগের টেকনিক্যাল এররের কারণে 'বাগ' হচ্ছে বলে মনে হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলে একবার নোটিফিকেশন পেলাম- টেকনিক্যাল এররের কারণে ভিউ-সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এরর ঠিক করা হচ্ছে। কিছুদিন পর দেখলাম ভিউসংখ্যা নরমাল হয়েছে।

এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে বলে আমার ধারণা। আরো যাদের ভিউসংখ্যা এরকম অস্বাভাবিক ছিল, তাদের ভিউসংখ্যা হয় এতদিনে নরমাল হয়ে গেছে, অথবা কিছুদিন পর নরমাল হয়ে যাবে।

এটা আপনিসহ আরো কিছু ব্লগারের বিনয় যে আপনারা এটাকে 'অস্বাভাবিক' হিসাবে দেখছেন। কেউ কেউ এটাকে নিজের সাফল্য হিসাবে বিবেচনা করছেন, এবং ভাবছেন, তিনি পোস্ট দেয়া মাত্র পাঠকরা হুমড়ি খেয়ে পড়ছেন; আর তিনি নিজেরে 'আমি কী হনুরে' মনে করে লাফাইতেছেন :)

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০২

নতুন নকিব বলেছেন:



আপনার সুবিবেচিত অভিজ্ঞতালব্ধ দীর্ঘ মন্তব্যে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ। সমস্যাটির পুরোপুরি সমাধান না পেলেও এটির অপনোদনে কিছুটা ধারণা নেয়ার সুযোগ হল।

অনেক ভালো থাকবেন। শুভকামনা সর্বক্ষন।

১৪| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৪

জাহিদ অনিক বলেছেন: ১৫২৬০ বার পঠিত !!!! B:-)

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০৪

নতুন নকিব বলেছেন:



জ্বি, আপনি ভুল দেখেননি!!! এখন ১৫২৮০ তে পৌঁছেছে!!!

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.