নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

সনেট কবি, হাবিব স্যার, কাওসার চৌধুরী, বিজন রয়, পাঠকের প্রতিক্রিয়া, সৈয়দ তাজুল ইসলামসহ যাদের ফিরে আসার প্রতিক্ষায় থাকি......

২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৩



সনেট কবি, হাবিব স্যার, কাওসার চৌধুরী, বিজন রয়, পাঠকের প্রতিক্রিয়া, সৈয়দ তাজুল ইসলামসহ অনেকের কথাই মনে পড়ে
আরও যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, ব্লগে এলেই তাদের খুঁজি-
তাদের ফিরে আসার প্রতিক্ষায় থাকি......
একেকবার ভাবি, এই বুঝি তাদের কেউ একজন চলে এসেছেন
আনমনে, নিজের অজান্তেই প্রথম পাতায় প্রিয় ব্লগারদের পোস্ট খুঁজি
বাম পাশের নামের দেয়ালিকায় চোখ রাখি- নাহ, নেই, আসেননি তারা কেউ
আবার যখন ব্লগে আসি, আবার দেখি,
ঘুরেফিরে আবার চোখ তুলে তাকাই, নাহ, অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হয়- তারা আসেন না

আমি জানি, আমার মত অনেকেই-
মিস করছেন সহব্লগারদের
কেউ হয়তো প্রকাশ করছেন না কিংবা প্রকাশ করার ফুরসত পাচ্ছেন না
অথবা অপেক্ষার প্রহর গুনে চলেছেন আমারই মত আনমনে
তবে একথা ঠিক, সকলেরই মনের লুকায়িত প্রত্যাশা- প্রত্যেকেই ফিরে আসবেন অচিরেই
সামু আবারও আলোকিত হবে-
পূর্বের মত- কিংবা তারচে'ও অনেক অনেক গুন বেশি লেখক পাঠকের পদচারনায়
ব্লগ আর ব্লগারদের বিজয়ের গান ছড়িয়ে পড়বে
মুক্তিকামী বীর জনতার মুখে মুখে
বাংলা ভাষাকে আঞ্চলিকতার সীমা অতিক্রম করে বিশ্বময় ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে
মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী একটি সুন্দর পৃথিবীর সন্ধানে
অবিরত ছুটে চলা ব্লগারগন শালীন
সুশীল ভদ্র সুস্থ শিক্ষিত মার্জিত
কোনো বাধা, কোনো কন্টক, ব্লগারদের আটকে রাখতে পারবে না

আবার ফিরে আসবেন একে একে সকলেই
মধুমক্ষিকার গুনগুন শব্দে ছন্দিত মুখরিত হয়ে উঠবে প্রিয় এই প্রাঙ্গন
বাংলা ভাষার শ্রেষ্ঠতম অনলাইন পাঠশালা........................

পুনশ্চ: পোস্টে যাদের নামোল্লেখ করতে পারিনি, তাদের নিকট ক্ষমাপ্রার্থী। প্রত্যেকের জন্যই শুভকামনা। প্রত্যেকের ফিরে আসার প্রতীক্ষায় আমরা.....

ছবি: অন্তর্জাল।

মন্তব্য ৬৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০১

নূর আলম হিরণ বলেছেন: উনাদের ফিরে আসার অপেক্ষায়...

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৮

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

২| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, উনাদের মিস করি। ব্লগার পাঠকের প্রতিক্রিয়া'কে প্রায়ই দেখা যায়। উনি সম্ভবত মন্তব্য করতে পারছেন না।
মডু'রা উনাকে জেনারেল করে রেখেছেন।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২৩

নতুন নকিব বলেছেন:



ব্লগের এই সময়ে উনি ফিরে আসুন অচিরেই।

ধন্যবাদ।

৩| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফিরে আসুক সবাই বার বার।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২৪

নতুন নকিব বলেছেন:



জ্বি, ফিরে আসুন সবাই।

ধন্যবাদ।

৪| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২০

জুন বলেছেন: আমার সহ ব্লগার যারা এই সমস্যায় পরে সামুতে আসতে পারছে না তাদের সবার অভাব প্রবল ভাবে অনুভব করছি। আশাকরি তারা অন্যান্য মাধ্যম থেকে সহ ব্লগারদের সাহায্য নিয়ে শীঘ্রই ফিরে আসবে। এমন পোস্টের জন্য অনেক ধন্যবাদ নতুন নকিব

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২৯

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্য ভালো লাগলো। সহমত।

ধন্যবাদসহ শুভকামনা।

৫| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: সকল ব্লগারদের ফিরে আসার প্রতিক্ষায় রইলাম।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩২

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক প্রত্যাশায় সহমত।

শুভকামনা সবসময়।

৬| ২৫ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: অনুপস্থিত ব্লগারদের প্রতি এ সহমর্মিতার অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ।
আশায় বুক বেঁধে আছি, ব্লগ পূর্বের স্বাভাবিকতায় ফিরে আসবে।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৫

নতুন নকিব বলেছেন:



আপনার আগমনে কৃতজ্ঞতা। ব্লগ এবং ব্লগারদের প্রতি আপনার আন্তরিকতায় মুগ্ধতা। আপনার প্রত্যাশা পূরণ হোক দ্রুতই।

শুভকামনা নিরন্তর।

৭| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২৭

মা.হাসান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়াকে দু সপ্তাহ আগেও ব্লগে দেখেছি। উনি ৯ তারিখে আমার এক পোস্টে কমেন্ট করেছিলেন, ১০ তারিখে শেষ কমেন্ট করেছিলেন টর/ভিপিএন সংক্রান্ত আরেকটা পোস্টে, এর পর থেকে দেখিনি। কাজেই বিকল্প উপায়ে ব্লগের আসার পদ্ধতি ওনার জানা আছে। উনি বহু বার ব্যান খাওয়া লোক, পুনরায় ব্যান খেয়ে থাকলে অবাক হবো না। তবে উনি ব্লগে অ্যাকটিভ ছিলেন, ওনার উপস্থিতি ভালো লাগতো।
কাওসার চৌধুরীকেও ফেব্রুয়ারিতে শেষ দেখেছি, ওনার শেষ পোস্টে ৫৩টা কমেন্টের সবগুলির জবাব দিয়েছেন, ২৫ ফেব্রুয়ারির পর আর ব্লগে দেখা যায় নি। অনুমান করি ব্লকের কারনেই আসতে পারছেন না।
হাবিব সার সর্বশেষ ১৪ মার্চ ব্লগে ছিলেন, এর পর নেই। এর আগে ব্লগে টর/ভিপিএন নিয়ে একাধিক পোস্ট এসেছে, কাজেই উনিও বিকল্প উপায়ে ব্লগে আসার পদ্ধতি জানেন বলে মনে হয়।
সনেট কবির লাস্ট পোস্ট ও কমেন্ট ১৬ ফেব্রুয়ারি। নিশ্চিত ভাবেই বলা যায় ভালোমানুষ এই কবিটি সরকারি নিষেধাজ্ঞার কবলে পড়ে ব্লগ থেকে দূরে আছেন। ওনার কবিতা এখন কার সঙ্গে শেয়ার করছেন আল্লাহ জানেন।
সৈয়দ তাজুল ইসলাম ২২ মার্চেও ব্লগে কমেন্ট করেছেন, সম্ভবত ব্যস্ততার কারণে অনিয়মিত।
বিজন রয় শেষ পোস্ট দিয়েছেন এবছর ফেব্রয়ারির ২ তারিখে, ২১টি কমেন্টের কোনটিরই জবাব দেন নি, তবে ২ মার্চ তারিখে আরেকজনের পোস্টে কমেন্ট করেছেন, কাজেই কি হয়েছে ধারনা করতে পারছি না।
সবাইকেই মিস করছি। যারা সোসাল মিডিয়াতে অ্যাকটিভ তাদের অনুরোধ করবো যে সব ব্লগারদের সাথে আপনাদের যোগাযোগ আছে তাদের খবরাখবর নিন, টর /ভিপিএনের বিষয়টি খুলে বলুন। ব্লগ আবারো প্রানবন্ত হয়ে উঠুক।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪১

নতুন নকিব বলেছেন:



মোটামুটি সকলের খোঁজ-খবর জানিয়ে গেলেন। আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা।

যারা সোসাল মিডিয়াতে অ্যাকটিভ তাদের অনুরোধ করবো যে সব ব্লগারদের সাথে আপনাদের যোগাযোগ আছে তাদের খবরাখবর নিন, টর /ভিপিএনের বিষয়টি খুলে বলুন। ব্লগ আবারো প্রানবন্ত হয়ে উঠুক।

আপনার দীর্ঘ সুন্দর মন্তব্যের শেষের কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি কথাটি সকলের নজরে আসবে।

অনেক ভালো থাকবেন।

৮| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৮

ঢাবিয়ান বলেছেন: মিসিং কলাবাগান =p~ । তবে উনি বিদেশে থাকেন। সুতরাং ব্লকের আওতায় পড়েননি। খুব সম্ভবত সরকারী নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা দেখাতে ব্লগে লগিন করছেন না। =p~

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৬

নতুন নকিব বলেছেন:



খুব সম্ভবত সরকারী নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা দেখাতে ব্লগে লগিন করছেন না। =p~

হাসালেন ভাই।

আশা করছি, ব্লগার কলাবগান ফিরে আসবেন শিঘ্রই।

অনেক ভালো থাকুন।

৯| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেককেই মিস করছি এমন কি আমাকেও মিস করছি।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৭

নতুন নকিব বলেছেন:



আপনাকে আর মিস করতে চাই না। আশা করছি, নিয়মিত পাব এখন থেকে। বাকিদেরকেও।

ধন্যবাদ।

১০| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫১

নূর আলম হিরণ বলেছেন: যারা আইপি সমস্যার কারনে আসতে পারছেন না তাদেরকে জানানো উচিত যে, ভিপিএন ব্যবহার করে খুব সহজেই সামুতে পোষ্ট পড়া, পোষ্ট করা, মন্তব্য করা যায়। অন্য কোন কারনে আসতে না পারলে আশাকরি সেইসব সমস্যা কাটিয়ে তারা দ্রুত ফিরে আসবে

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১১

নতুন নকিব বলেছেন:



টর বা ভিপিএন দিয়ে যে সহযেই সামুতে একসেস করা যায়, এই তথ্য সকলকে জানানোটাই তো কঠিন। কারণ, যারা সামুতে ঢুকতে পারছেন না তারা তো এইসব লেখাও পড়তে পারছেন না। তবে অন্যান্য পাবলিক প্লেস যেমন, ফেসবুক ইত্যাদিতে এই ব্যাপারে শেয়ার করা যেতে পারে।

ধন্যবাদ।

১১| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওরা ফিরে আসুক। যাদের উপস্থিতিতে ব্লগ ছিল মূখরিত।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১২

নতুন নকিব বলেছেন:



জ্বি, যাদের উপস্থিতিতে ব্লগ মুখরিত হতো, তারা একে একে ফিরে আসুন সবাই।

শুভকামনা।

১২| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১১

মা.হাসান বলেছেন: ঢাবিয়ান ভাইয়ের সাথে একমত, কলাবাগান ভাই মনে হয় পর্নস্টার হতে চান না। দেশের উন্নয়নের খবর জানানোর গুরু দ্বায়িত্ব এখন একা হাসান কালবৈশাখি ভাইয়ের উপর। উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা ওনার সাথে আছি।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৭

নতুন নকিব বলেছেন:



কি জানি, পার্সোনাল কোনো কারণেও কেউ কেউ ব্লগে না এসে থাকতে পারেন। আশা করছি, সকলেই ফিরে আসবেন। ব্লগ মুখরিত হবে আবারও।

ধন্যবাদ।

১৩| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নকিব ভাই শুধুমাত্র উপরে উল্লেখিত ব্লগাররা নন, আরো অনেক ব্লগার আছেন যারা সামুর ক্রান্তিকাল জনিত সমস্যার কারণে ব্লগে উপস্থিত হতে পারছেন না । ফেবুতে কয়েকদিন আগে লিলিয়ান আপুর সমস্যাটিও চোখে পড়েছিল । সমস্ত সমস্যার সমাধান হোক। সামু আবার পূর্বাবস্থায় ফিরে আসুক - কামনা করি।

২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৯

নতুন নকিব বলেছেন:



জ্বি, আসলেই সেটাই। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি, খড়গ নেমে আসার পূর্বে সাধারনত: ৭০/৮০ কিংবা কখনও কখনও ১০০ ছাড়িয়ে যেতো অনলাইন ব্লগারের সংখ্যাটা। এখন সেটা ১৫/২০ থেকে শুরু করে ৩০/৩৫ ক্রোস করছে না।

অনেক ব্লগার মূলত: ঢুকতে পারছেন না। একান্তভাবেই প্রত্যাশা করছি, সকলেই যাতে ফিরে আসতে পারেন ব্লগে। সামুর সমস্যা কেটে যাক অতি সত্বর।

অনেক শুভকামনা প্রিয় ভাইয়ের জন্য।

১৪| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: সামু সমস্ত বাংলাদেশের সব জাগায় ওপেন হয় না। তাই ব্লগাররা আসতে পারছে না।

২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৫

নতুন নকিব বলেছেন:



টর বা ভিপিএন ব্যবহার করেও ওপেন করা যায় না?

১৫| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৩

মুক্তা নীল বলেছেন:
ভাই, অনেক প্রিয় প্রিয় মানুষেরা ব্লগে আসছেন না কেন, এটা আ'সলেই খারাপ লাগছে। ভিপিএন অথবা টর দিয়েতো অনেকেই আসছেন। সামু তে সবাই আবারআগের মতো-ই ফিরে আসবে, এই আশা রাখি।

২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৯

নতুন নকিব বলেছেন:



জ্বি, অনেক প্রিয় মুখ সামুতে আসছেন না, অথবা আসতে পারছেন না। আশা করছি অচিরেই সামু সমস্যামুক্ত হবে। আবার ফিরে আসতে সক্ষম হবেন সকল ব্লগারগন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৬| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


সনেট কবি ও উনার মেয়েরা কেহই ব্লগে নেই, উনি কি অসুস্হ? ব্লগার হাবিব সাহেবের সাথে উনার যোগাযোগ ছিল, হাবিব সাহেবের ফেসবুকে কিছু নেই?

২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৪

নতুন নকিব বলেছেন:



এই পোস্টে আপনি সনেট কবি এবং হাবিব সাহেবের খবর নিলেন বলে কৃতজ্ঞতা।

আপনার জন্য শুভকামনা সবসময়।

১৭| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই আছেন । অন্তরালে ....। ব্লগ দেখে যান নিরিবিলি

তবুও জমজমাট হোক ব্লগ

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪৭

নতুন নকিব বলেছেন:



তাই! তাহলে তো খুবই ভালো। আমার ধারণা ছিল, কেউ কেউ হয়তো নতুন টর বা ভিপিএন ইউজের টেকনিক বুঝতে না পেরে ব্লগে আসতে পারছেন না।

আপনার কথা শুনে আশান্বিত হলাম। সকলেই ফিরে আসুন।

ভালো থাকুন নিরন্তর।

১৮| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২০

বলেছেন: ঠাকুর মাহমুদের কোন খবর জানা আছে কি কারো?

কয়েকজন ডাশিং ব্লগারদের নাম নিলেন ওরা ফিরে আসুক ডিঙিয়ে বাঁধার পাহাড়।

সবাই ভালো থাকুন যেখানেই থাকুন ।।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:০৬

নতুন নকিব বলেছেন:



ঠাকুর মাহমুদ ভাইকে দেখিনি গত ক'দিনে।

বাকিরাও ফিরে আসুন।

ভালো থাকুন নিরন্তর।

১৯| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১

ঢাবিয়ান বলেছেন: অনল চৌধুরি, কানিজ রিনা, চঞ্চলা হরিনী, পদ্মপুকুর কেও দেখা যাচ্ছে না। এরা সবাই নিয়মিত ব্লগার ছিলেন।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২১

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন, 'অনল চৌধুরি, কানিজ রিনা, চঞ্চলা হরিনী, পদ্মপুকুরকেও দেখা যাচ্ছে না। এরা সবাই নিয়মিত ব্লগার ছিলেন।'

বোন কানিজ রিনা ব্লগে আছেন। তার সাম্প্রতিক মন্তব্য দেখতে পারেন এই পোস্টটিতে গেলে- এলোমেলো জীবনের দিনলিপি থেকে-২৪

অবশ্য আপনার সুন্দর এই পোস্টটিতেও তার সরব উপস্থিতি রয়েছে-
হিজাব হ্যাশট্যাগ

এরাসহ ফিরে আসুন বাকি সকলেই।

কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা নিরন্তর।

২০| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৯

আরোগ্য বলেছেন: হাবিব স্যার নিশ্চয় কোন সমস্যায় আছেন নইলে ঠিকই ব্লগে আসতেন। শিখা আপুকেও মিস করছি।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৫

নতুন নকিব বলেছেন:



আমারও তাই মনে হয়। নিছক ভদ্র এবং নিপাট বিনয়ী এই কবির ব্লগ থেকে এমনি এমনি দূরে থাকার কথা নয়। শিখা রহমান ব্লগে আলো ছড়ান।

দু'জনেরই দ্রুত প্রত্যাবর্তন কামনা করি।

মন্তব্যে আসায় শুকরিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

২১| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন তো ছটফট করে ঠিকই ভাই, কেমন যেন খালি খালি লাগে সামুপাড়া।
মন বসে না, তারউপর নিজের সময়গুলোও বড্ড বেরসিক হয়ে ওঠেছে!


আপনার প্রতীক্ষিত প্রহর গুলোর তাড়নায় বেরিয়ে আসা কথামালায় চমৎকার পোস্ট, ভালো লাগলো ভাই।

শুভকামনা আপনার জন্য,
সামু সকল বাঁধা অতিক্রম করে আগের মতো বাংলা ভাষাভাষী সকলের মিলনমেলায় পরিণত হোক সেই কামনা আমারও রাখা আছে স্রষ্টার কাছে। স্রষ্টা এদিকে খেয়াল করার সময়ই পাচ্ছেন না হয়তো!! নয়তো একটা মিথ্যে অযৌক্তিক মনগড়া সিদ্ধান্তের জন্য এতগুলো পাঠক-লেখকের প্রতীক্ষার কেন হবেনা শেষ!!! এর পরও ভরসা ওই স্রষ্টার উপরেই আমার, গরীবের ও-ই সব।
সামুর-দুনিয়ায় আবারও ফাল্গুনী হাওয়া বইবে, বসন্তের গানে মুখরিত করে তুলবে সামুর কোকিল'রা।
শুভক্ষণের আশায়।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৫

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে আসায় আন্তরিক ধন্যবাদ।

আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলুম। তবে মহামহিয়ান স্রষ্টা, যিনি জীবন-মৃত্যুর মালিক, যার কাছে কৈফিয়ত চাওয়ার ক্ষমতা-অধিকার কারও নেই, তাঁর সাথে কি অভিমান করা যায়, প্রিয় ভাই! তাঁর দয়ার অন্তহীন অথৈ বারিধারায় সিক্ত হওয়ার আসায় বুক বেঁধে থাকা ছাড়া আমাদের কি আর কিছু করার আছে!

আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে। এই ধৈর্য্যের প্রহর হয়তো আরও প্রলম্বিত হবে। আরও দীর্ঘ-দীঘল হবে- আমরা হাল ছেড়ে দেব না। আমরা ভেঙ্গে পড়বো না। আমরা স্রষ্টার প্রতি বীতশ্রদ্ধও হবো না। কস্মিনকালেও না। আমাদের মনের কোনে বিশ্বাসের হিরন্ময় জ্যোতি ধিকিধিকি জ্বলছে। বিশ্বাস করছি- সামু মুক্ত হবে। আপনার ভাষায় বলছি- সামুর দুনিয়ায় আবারও ফাল্গুনী হাওয়া বইবে, বসন্তের গানে মুখরিত করে তুলবে সামুর কোকিল'রা।

অনেক ভালো থাকবেন। কৃতজ্ঞতাসহ শুভকামনা।

২২| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

নীল আকাশ বলেছেন: কায়সার ভাই আর হাবীব ভাইকে খুব করে মিস করছি।
ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



জ্বি, কাওসার ভাইয়ের ক্ষুরধার লিখনি ভালো লাগতো। হাবিব সাহেবও খুব ভালো লিখেন। দু'জনসহ বাকিদের সকলেই ফিরে আসুন দ্রুত।

মন্তব্যে আপনাকে পেয়ে আনন্দিত। কৃতজ্ঞতা। ভালো থাকুন নিরন্তর।

২৩| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩২

মাহমুদুর রহমান বলেছেন: উনাদের কথা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়।কত দিন হলো কোন খবরই নাই।
তাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৮

নতুন নকিব বলেছেন:



ফিরে আসুন একে একে তাদের সকলে।

আপনার দুআ আল্লাহ পাক কবুল করুন।

ভালো থাকুন সবসময়।

২৪| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব,




সবাই ফিরে আসুন নিজ নিকে, অন্য নিকে, নামে , বেনামে, ছদ্দনামে।

মা.হাসান এর রানিং কমেন্ট্রি পড়ে বোঝা গেলো সামু একটি সামাজিক বন্ধনে আটকে ফেলেছে আমাদের। কতো ভালোবাসি আমরা সামুকে একটি পরিবারের মতো।
সকল বাঁধা-বিপত্তি এড়িয়ে সামুকে আবারও প্রানবন্ত করে তুলুন সবাই।

আর আপনাকে বিশেষ ধন্যবাদ অনুপস্থিত ব্লগারদের খোঁজ খবর নিচ্ছেন বলে।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪২

নতুন নকিব বলেছেন:



দারুন বলেছেন- সবাই ফিরে আসুন নিজ নিকে, অন্য নিকে, নামে , বেনামে, ছদ্দনামে।

মা.হাসান এর কমেন্ট পড়ে আসলেই বুঝা যায়, আমরা অদৃশ্য বন্ধনে আবদ্ধ এখানে। ঠিক যেন বৃহত্তর এক পরিবার। আপনার কন্ঠে কন্ঠ মেলাই- সকল বাঁধা-বিপত্তি এড়িয়ে সামুকে আবারও প্রানবন্ত করে তুলুন সবাই।

আপনাকেও বিশেষ ধন্যবাদ আন্তরিক মন্তব্য রেখে যাওয়ায়। কৃতজ্ঞতাসহ শুভকামনা।

২৫| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৭

জাহিদ অনিক বলেছেন: ব্লগে ফিরে আসুক ব্লগারেরা।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৩

নতুন নকিব বলেছেন:



জ্বি, সহমত।

ধন্যবাদ। শুভকামনা।

২৬| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৩

আকতার আর হোসাইন বলেছেন: অনেকেই ব্লগে ঢুকতে পারছে না। ব্লগে তাই হাহাকার চলছে। এই ক্রান্তিকাল পেরিয়ে সামুতে আবার স্বাভাবিকতা আসবে ইনশাআল্লাহ।

আর ওনাদের আসলেই খুব মিস করছি। বিশেষ করে সনেট কবিকে।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৫

নতুন নকিব বলেছেন:



অনেকেই ব্লগে ঢুকতে পারছে না। ব্লগে তাই হাহাকার চলছে। এই ক্রান্তিকাল পেরিয়ে সামুতে আবার স্বাভাবিকতা আসবে ইনশাআল্লাহ।

ইনশাআল্লাহ।

আর ওনাদের আসলেই খুব মিস করছি। বিশেষ করে সনেট কবিকে।

ঠিক।

ফিরে আসুন সকলে।

ধন্যবাদ। শুকরিয়া। শুভকামনা।

২৭| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রাণের টান বলে কথা।
ফিরে আসতে হবে বার বার।
এটা আমাদের মঞ্চ।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৬

নতুন নকিব বলেছেন:



ঠিক। বজ্রকন্ঠের আওয়াজ মনে হচ্ছে।

ধন্যবাদ। শুভকামনা।

২৮| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১১:১২

সুমন কর বলেছেন: আমাদের সহ ব্লগারদের মিস করি। সামু স্বাভাবিক হলে সবাই ফিরে আসবে, সেটাই প্রত্যাশা।

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৭

নতুন নকিব বলেছেন:



প্রত্যাশায় সহমত। পূরণ হোক দ্রুতই।

অনেক অনেক ধন্যবাদ। আপনার কল্যান হোক।

২৯| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ১:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ভাইজান,
ভালবাসার রঙ কেমনে তৈরি হয় জানি না, তবে ভালবাসা আপনার মত পবিত্র কবিতা রচনা ও নিস্কাম প্রেম থেকেই যে সৃষ্টি হয় সেটা বুঝতে পারছি। অনেক অনেল কৃতজ্ঞ; অদমকে স্মরণ করার জন্য। আপনার পূর্বের সকল পোস্টগুলো চ্যাক করুন, সেখানে আমার একটা প্রশ্ন ছিল। আপনি হয়ত ভুলে তার উত্তর দেননি।

আমি প্রায়ই আসি ভাই। তবে দুঃখ নিয়ে আবারো ফিরি। এভাবে ফেরারি হয়ে ঘুরি।

আসলে আপনাদের মহব্বত ও সামুর নিস্কাম প্রেম ছেড়ে দূরে থাকা দায়। শেষমেশ একটা পোস্টও দিয়েছি; মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে নিয়ে



আবারো ভালবাসা

২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩

নতুন নকিব বলেছেন:



যাক, অবশেষে আপনার সাক্ষাতলাভের সুযোগ করে দিলেন। অসংখ্য ধন্যবাদ। শুধু আমি নই, অনেকের হৃদয়ে গোপন আসন গড়ে তুলেছেন যে! এক দিন কিংবা কিছুটা সময় না দেখলে মন চঞ্চল হয়।

প্রশ্নটা যদি আপনার স্মৃতিতে থেকে থাকে, দয়া করে অাবার একটু মনে করিয়ে দেন না! অন্যথায় সকল পোস্টে সময় নিয়ে খুঁজে দেখবো ইনশাআল্লাহ।

আপনার পোস্টটি পড়ে এলাম।

অনেক অনেক ভালো থাকুন।

৩০| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগার সাইন বোর্ড এর লেখা মিস করছি।

২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩২

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। তিনি ফিরে আসুন দ্রুত।

আপনাকে অসংখ্য ধন্যবাদ তাকে মন্তব্যে স্মরণ করায়।

৩১| ২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগার জোবাইর আর ফিরে দেখা বাংলাদেশ

অনেকদিন পাইনা।

২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৩

নতুন নকিব বলেছেন:



সকলেই ফিরে আসুন।

আবারও ধন্যবাদ।

৩২| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০৬

হাবিব বলেছেন: এতোদিন আমি কেন ব্লগ থেকে দূরে ছিলাম!

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৫

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

আপনি ফিরে এসেছেন সেটাই বড় কথা। পুরোপুরি সুস্থতা লাভ করুন আরও কিছু দিন রেস্ট নিয়ে।

৩৩| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় নকিব ভাই; আসসালামু আলাইকুম। কেমন আছেন? ব্লগের জটিলতার সামুতে ঢুঁকতে পারছিলাম না। অনেক প্রিয়জন ফেইসবুকের ইনবক্সে আপনার পোস্টের বিষয়ে জানিয়েছেন। কৃতজ্ঞতা রইলো ভাই পোস্টে আমার নামটি উল্লেখ করার জন্য। সময় মতো কমেন্ট করতে পারিনি এজন্য দুঃখিত। আপনার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৪

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই,
ওয়াআলাইকুমুসসালামু ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরা ভালো আছি।

ব্লগ জটিলতা সত্বেও অবশেষে আপনি ফিরে আসতে পেরেছেন এজন্য শুকরিয়া। আসলে সাময়িক দূরে সরে গেলেও কিছু মানুষ থেকে যান মনের গহীনে। আপনি তো তাদেরই একজন। আশা করছি, এখন থেকে আপনার ঋদ্ধ লেখাগুলো আবারও চমকিত করবে সামুর পাতাগুলোকে। কুশলাদি জানতে চেয়ে আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।

যদি আপনার কোনো আপত্তি না থাকে, অপ্রাসঙ্গিক একটি বিষয়ে একটু ধারণা নেয়ার উদ্দেশ্যে জানতে চাচ্ছিলাম। যতদূর জেনেছি, আপনার বায়োস্কোপ তো বেশ জনপ্রিয়তা পেয়েছিল মেলায়। বইটির বিক্রি কেমন ছিল?

দেরিতে হলেও আপনার প্রত্যাগমন দেখে আনন্দিত হলাম। অনেক ভালো সময় কাটুক আপনার এবং আপনার পরিবার পরিজনের, প্রার্থনা মালিক মহিয়ানের কাছে।

৩৪| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:



ধন্যবাদ প্রিয় নকিব ভাই। আপনি আমার গল্পের বায়স্কোপের খবর নিয়মিত রেখেছেন জেনে প্রীত হলাম। উৎস প্রকাশনের তথ্য মতে যতটুকু জেনেছি একুশের বই মেলায় প্রথমে ১ হাজার কপি ছাপা হয়েছিল। পরে আরো দুইবার প্রিন্ট এসেছে। বিক্রিত কপির সঠিক সংখ্যাটা এখনো জানি না। তবে এ পর্যন্ত সাড়ে চার থেকে পাঁচ হাজার কপি বিক্রি হয়েছে। রকমারি.কম সহ অনলাইনে বইটির চাহিদা রয়েছে বলে শুনেছি।

৩৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নকিব ভাই,
আসসালামু আলাইকুম।
মোবাইল সংক্রান্ত আপনার একটা ব্লগ প্রকাশ করেছিলেন । একটু কষ্ট করে ঐটার লিংক দিবেন !

০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১

নতুন নকিব বলেছেন:



জ্বি, ধন্যবাদ তাজুল ভাই। আপনি সম্ভবত: এই পোস্টটির কথাই বলেছেন-

সচেতনতামূলক পোষ্ট: মোবাইল ফোন রেডিয়েশন নিয়ে সাম্প্রতিক জরিপ; সতর্কতার প্রয়োজন নিয়ে ভাবনা; মোবাইল রেডিয়েশন থেকে বেঁচে থাকার কিছু উপায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.