নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
এসেছিলো রমজান আনন্দের সওগাত নিয়ে,
চলে গেলো পলকেই মুমিনের হৃদয় কাঁদিয়ে।
সিয়ামের মওসুমে এক মাস সাধনায় যারা-
রত রয়, ইবাদতে মশগুল সফল তাহারা।
কি যে অনাবিল সুখ, জান্নাতের ঘ্রাণে মাতোয়ারা,
রমজান দেহ-মন শুদ্ধতার বেহেস্তি ফোয়ারা।
রমজানে সব কাজে নেমে আসে বরকত ধারা,
মালিকের অনি:শেষ আশীষের বহে বারিধারা।
স্রোতের মতন, রহমের বৃষ্টি ধরা ধুয়ে দেয়,
মুমিনের কলবের পঙ্কিলতা দূর করে নেয়।
জ্বালাইতে পাপ রমজান ছায়া ফেলে বিশ্বময়,
মুনিবের প্রিয় হবার রমজান শ্রেষ্ঠ সময়।
হারিয়ে বেড়াই খুঁজে রমজান, হে মহান মাস,
জানি না আবার পাবো কি না, মনে তবু আশ।
ছবি: অন্তর্জাল।
১৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৩১
নতুন নকিব বলেছেন:
আল্লাহ পাক আপনার আশা পূরণ করুন। প্রথম মন্তব্যে অভিনন্দন। অনেক ভালো থাকুন।
২| ০৭ ই জুন, ২০১৯ রাত ১১:১৮
মেঘ প্রিয় বালক বলেছেন: আল্লাহ আমাদের সকলকে সামনের বছরের বরকতময় রমযান মাস নসিব করুুন আমিন। কবিতা ভালো লেগেছে।
১৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৩৮
নতুন নকিব বলেছেন:
শুকরিয়া। মন্তব্যে আসায় অভিনন্দন। আল্লাহ পাক আপনার দুআ কবুল করুন।
৩| ০৭ ই জুন, ২০১৯ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৩৯
নতুন নকিব বলেছেন:
অনেক অনেক অভিনন্দন। ভালো থাকবেন সবসময়।
৪| ১৪ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: ইন শা আল্লাহ, আপনি পাবেন এবং এ ব্লগের আমরা সবাই পাবো।
কবিতা খুব সুন্দর হয়েছে। রমজানের শুদ্ধতার মতই মনে শুভ্রতার ছায়া রেখে গেছে।
কবিতায় প্লাস + +
১৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৪২
নতুন নকিব বলেছেন:
আলহামদুলিল্লাহ। আপনার আগমনে অনেক আনন্দিতবোধ করছি। আর আপনার আশাবাদ আমাদের সকলের জন্য ফলপ্রসু হোক। আমাদের সকলের জন্য আগামী রমজানসহ আরও অনেক অনেক রমজান নসিব করুন। কবিতা আপনার কাছে ভালো লাগায় কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশা আল্লাহ পাবো আশা করি আল্লাহর নিকট