নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
ফুলে ফলে সুশোভিত মায়াবি জমিন,
আমারো দেখার কিছু ছিল অধিকার।
তোমাদের মত বেঁচে আরো ক'টা দিন,
হৃদয়ে আকুতি ছিল স্বপন বোনার।
তোমাদের নির্মমতা সব নিল কেড়ে
নির্জন কবরে তাই সব কিছু ছেড়ে
আমি নেই কিছু নেই সব কিছু শেষ
রক্তের বদলে হায় এ কোন স্বদেশ!
মাহি তুবা দু'টি ফুল নাড়ী ছেঁড়া ধন
শুন্য বুকে ওরা এনে দিত শিহরণ
কেউ নেই কিছু নেই আঁধার বরষ!
কে দিবে ওদের আজ স্নেহের পরশ?
আমারো বাঁচার কিছু ছিল অধিকার
আঘাতে আঘাতে সব হল মিসমার
আমার জীবন যারা নিভিয়ে দিয়েছে
আমার প্রাণের ধন এতিম করেছে
তাদের বিচার যদি এজগতে হত
মরেও অতৃপ্ত রূহ কিছু শান্তি পেত।
মাহি তুবার অশ্রুতে গ্লানি ধুয়ে যাক,
আর নয় খুন, মানবতা মুক্তি পাক।
আমার মতন যেন আর কোনো মাকে,
এভাবে জীবন দিতে আর নাহি হয়।
এমন করুন মৃত্যু কপালে না থাকে,
নৃশংসতা নাশি হোক মানবতার জয়।
ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।
২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৪
নতুন নকিব বলেছেন:
প্রথম মন্তব্যে অশেষ ধন্যবাদ। শুভকামনা সবসময়। অনেক অনেক ভালো থাকুন।
২| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২১
নজসু বলেছেন:
বাচ্চাটার এই মুখটা যেদিন প্রথম দেখি সেদিন অনেকক্ষণ...অনেকক্ষণ আমার কিছু ভালো লাগেনি।
আমরা খুব নিষ্ঠুর।
২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৬
নতুন নকিব বলেছেন:
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
এই কচি মুখে আজ লেগে থাকার কথা ছিল মাতৃস্নেহ মাতৃআদর। মায়ের ভালোবাসার পরশে হাসি খেলায় মেতে থাকার কথা ছিল এই অবুঝ সোনামনির। কিন্তু হায়! আমাদের নির্মমতা, নৃশংসতা হাসির বদলে তাকে কান্না উপহার দিয়েছে। এ আজীবনের কান্না তার। কোনো দিনই কি এ কান্নার শেষ হবে? মাথার উপর থেকে চির দিনের তরে হারিয়ে গেল মাতৃমমতার পরশ।
আল্লাহ পাকের নিকট ফরিয়াদ, এই ছোট্ট শিশুকে তিনি যেন তাঁর অবারতি রহমত দিয়ে ঢেকে রাখেন। তার ছোট্ট বুকে এত বড় শোক সইবার ক্ষমতা যেন তিনি দান করেন। তার মায়ের জন্য জান্নাতপ্রাপ্তির দুআ।
লাইকসহ মন্তব্যে আসায় কৃতজ্ঞতা। অনেক অনেক শুভকামনা।
৩| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৪
নজসু বলেছেন:
ওয়ালাই কুম আস সালাম।
আসসালামু আলাইকুম প্রিয় নকিব ভাই।
আপনাকে প্রথমেই সালাম দিয়েছিলাম।
ছবিটা দিতে গিয়ে কমেন্টের লেখাগুলো উল্টা পাল্টা হয়ে গেলো।
২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৫
নতুন নকিব বলেছেন:
জ্বি, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
আপনি ভালো আছেন আশা করছি। শুভকামনা সবসময়।
৪| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: যন্ত্রনাদায়ক।
২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৬
নতুন নকিব বলেছেন:
আসলেই তাই। এই বাচ্চা দু'টোর কথা ভাবলেই মনটা বিষন্নতায় ছেয়ে যায়। আল্লাহ পাক এদের প্রতি রহম করুন।
ভালো থাকুন। শুভকামনা।
৫| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ, অন্ত্যমিল। দারুণ প্রকাশ।
২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৮
নতুন নকিব বলেছেন:
আপনার ছড়া কবিতাগুলোও অনেক সুন্দর।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতাসহ শুভকামনা।
৬| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪১
নতুন নকিব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৪
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর লিখেছেন।