নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

হে প্রিয়তম! হে মদিনাওয়ালা!

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩



হে প্রিয়তম! হে মদিনাওয়ালা!

হে প্রিয়তম! হে মদিনাওয়ালা! হে মাহবূবে আলা! হে মাহবূবে রব্বে কারিম! হে সাকিয়ে কাওসার! হে শাফিয়ে মাহশার! হে শাফিউল উমাম! হে রহমাতুল্লিল আলামীন! হে বাশিরুননাজির! হে শাহিদুমমুবাশ্বির! হে রফিকে সুবহানাহু ওয়া তাআ'লা! হে সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাক্কালাইন! সায়্যিদুল আমবিয়া ওয়াল মুরছালীন! হে সায়্যিদি উলদি আদাম! হে সাহিবে মাকামে মাহমূদ! হে সাহিবে মি'রাজ! হে মুযযাম্মিল! হে মুদ্দাসসির! হে ত্ব হা! আমার চোখের শীতলতা আনয়নকারী হে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! অসংখ্য অগনিত সালাম আপনার প্রতি! আপনার আসহাব রদিআল্লাহু তাআ'লা আনহুমগনের প্রতি! আপনার আহলে বাইত আযওয়াজুম মুতাহহারাহ উম্মাহাতুল মুমিনীন রদিআল্লাহু তাআ'লা আনহুম/ আনহুন্নাদের প্রতি!

হে প্রিয়তম! আপনি আমাদের দেখেন নি! আপনার জীবদ্দশায় আমরা ছিলাম না পৃথিবীতে! আমরা আসিনি তখনও! কিন্তু আপনি আমাদের ভালোবেসে গেছেন! না দেখেই! আমাদের জন্য! আপনার তিরোধানের পর থেকে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষদের মুক্তির জন্য আপনি কেঁদে কেঁদে অশ্রু ঝড়িয়েছেন! নিরবে ব্যথিত হয়েছেন!

প্রিয়তম! জীবদ্দশায় আপনার ভালোবাসায় আমরা সিক্ত হতাম! জানি, পরকালেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার দরবারে আলীশানে আমাদের শাফাআতের আরজি নিয়ে হাজির হবেন! উম্মতের একজনকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করা আপনি সহ্য করতে পারবেন না! আপনি আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন! রব্বি হাবলি উম্মতি! 'প্রভূ, আমার উম্মত' বলে অঝোর ধারায় আপনার কান্না চলতে থাকবে! রহমতের অথৈ দরিয়ায় জোশ আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার! আল্লাহ পাক কবুল করে নিবেন আপনার আরজি! 'ইরফা' র'ছাকা, ইশফা' তুশাফফা' বলে তিনি শাফাআতের পারমিশন দিয়ে দিবেন আপনাকে!

প্রিয়তম! জগতবাসীর জন্য আপনার ভালোবাসা কি পরিমাপ করা যায়? কালি ও কলমের কি সাধ্য যে, আপনার অবদানকে পুরোপুরি ফুটিয়ে তোলে! আপনি আমাদের কত ভালোবাসেন! আমরা তো আপনাকে ভালোবাসতে পারিনি! অভাগা উম্মাত আমরা! আমরা আপনার সুন্নত নিয়ে উপহাস কৌতুক আর মজা করি! আমরা আপনার সুন্নাতকে বলি ব্যাকডেটেড! আপনাকে কেউ কটু কথা বললে আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়না! আমরা আপনার দু:খে ব্যথিত হই না! কাঁদি না আপনার প্রতি নিষ্ঠুর অবমাননায়!

হায় হায়!

প্রিয়তম! আমরা জানার চেষ্টা করি না, আমাদের মায়ায় আপনি কতটা কষ্ট সহ্য করেছেন! কতদিন অভূক্ত থেকেছেন! কত স্থানে, কতবার ঝুঁকির পড়েছে আপনার নিষ্কলুষ জীবন! আমরা জানার চেষ্টা করি না, আপনি কিভাবে তায়েফে রক্তাক্ত হয়েছেন! উহুদে রক্তাক্ত আহত হয়েছেন! দান্দান মোবারক শহীদ হওয়ার অবর্ণনীয় যাতনা সহ্য করেছেন! আমরা জানার চেষ্টা করি না, আপনার অন্তিম সময়েও আপনি কিভাবে 'উম্মতি উম্মতি' বলেছেন! আমরা ভাবি না, আপনার সামগ্রিক জীবনই পৃথিবীবাসীর মুক্তির জন্য! কল্যানের জন্য! নাজাতের জন্য! ইহলৌকিক এবং পারলৌকিক বিজয়ের জন্য! আল কুরআনে 'ফাউজান আজিমা' বা 'মহান বিজয়' বলা হয়েছে যে বিজয়কে!

প্রিয়তম! আমরা সে বিজয়ই চাই! সে বিজয়েরই প্রত্যাশা অন্তরে লালন করি! আমরা আপনাকে ভালোবাসি! ভালোবাসি হে প্রিয় রাসূল! সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!



ছবি: সংগৃহীত।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ নতুন নকিব ভাই। আমাদের প্রিয় নবীজিকে ভালবাসার কথা স্মরণ করিয়ে দেবার জন্য।
এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে।
রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের কেউ মুমিন হতে পারবে না,
যতক্ষণ না আমি তার কাছে তার পিতা-মাতা, সন্তান ও সব মানুষের
চেয়ে বেশি প্রিয় হই।’ বুখারি।
আল্লাহতায়ালা বলেন, ‘নবী মুমিনদের কাছে তাদের
নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠ।’ সূরা আহজাব, আয়াত ৬।
তিনি আরও বলেন, ‘তোমাদের কাছে যদি তোমাদের পিতা
তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের
গোত্র তোমাদের অর্জিত ধনসম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে
যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান- যাকে তোমরা পছন্দ কর-
আল্লাহ, তাঁর রসুল ও তাঁর রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়,
তাহলে অপেক্ষা কর আল্লাহর (আজাবের) নির্দেশ আসা পর্যন্ত।
এজন্য প্রত্যেক মুসলমানের অন্তরে নবীর প্রতি গভীর ভালোবাসা
থাকা ইমানের দাবি। যার মাঝে নবীপ্রেম নেই তার মধ্যে ইমান নেই।

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮

হাবিব বলেছেন: আসুন আমরা সবাই মিলে রাসূল (সা.) এর অনুকরণে জীবন ধন্য করি

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

রেযা খান বলেছেন: চমৎকার লিখেছেন, চলতে থাকুক আপনার কলম।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: কেউ চাইলেই মদিনায় যেতে পারে না। আল্লাহর ইচ্ছা হলেই শুধু মাত্র মদিনায় যাওয়া যায়।
এই যেমন আমি। মদিনায় যাব যাব করছি। যাওয়া আর হচ্ছে না।

৫| ১১ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:২৩

ডঃ এম এ আলী বলেছেন:

আমাদের সকলের প্রিয় মক্কা মদিনাওয়ালেকে নিয়ে সুন্দর করে লিখেছেন ।

বিস্মিল্লা হিররাহমানির রাহীম

আয় মেরে মোহাম্মদ কামলেওয়ালে তুম পর লাখ ছালাম।।
আয় মেরে আঁকা মক্কী মদীনে ওয়ালে তুম পর লাখ ছালাম।।
.............................।

বিস্মিল্লাহির রাহমানির রাহীম

ছাল্লে য়ালা নাবিয়ানা ছাল্লে য়ালা মোহাম্মদান
ছাল্লে য়ালা সাফিয়ানা ছাল্লে য়ালা মোহাম্মদান
পেয়ারা মোহাম্মদ মোস্তফা নামে মোহাম্মদ মোস্তফা
খাশ হাবিবে কিবরিয়া তব প্রতি পাঠাই
লাখ লাখ দুরুদ ও লালাম।

রাসূলুল্লাহ (ﷺ) এর উপর দরুদ ও সালাম পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও নেক কর্ম বলেই
আমরা বিভিন্ন সুত্র হতে জানি:-
(১) দুরুদ ও সালাম পাঠকারীর উপর আল্লাহ নিজে রহমত প্রেরণ করেন।
(২) দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পাঠে রত থাকবেন ততক্ষণ ফিরিশতাগণ তার জন্য দোয়া করতে থাকবেন।
(৩) দুরুদ ও সালাম পাঠকারীর দুরুদ ও সালাম তার পরিচয়সহ রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে পৌঁছান হবে।
(৪) রাসূলুল্লাহ(ﷺ) নিজে দুরুদ পাঠকারীর জন্য দোয়া করবেন।
(৫)দরুদ পাঠ কেয়ামতে নবী এর শাফায়াত লাভের ওসীলা।
(৬) মহান আল্লাহ দরুদ পাঠকারীর দোয়া কবুল করবেন ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই,
ক্ষমা চাচ্ছি, দেরিতে উত্তরে আসায়। আপনার প্রতিটি কমেন্ট একেকটি পোস্টের চেয়েও অধিক মূল্যবান মনে আমার কাছে। আসলে ইদানিং অনেক কমেন্টের উত্তর দিতে পারিনি। নানাবিধ ব্যস্ততার ফলে ব্লগে নিয়মিত আসার সুযোগ হয়ে না ওঠার কারণে এমনটা হচ্ছে। কমেন্টসগুলোর উত্তর দিতে না পারলেও আমি সম্মানিত ব্লগারদের প্রত্যেকের কমেন্টকেই গুরুত্বপূর্ণ মনে করি। সবার প্রতি অবশ্যই সম্মান রাখি।

৬| ১১ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: জানিনা এই মন্তব্যটি আপনার নজরে পড়বে কিনা ।

লক্ষ্য করেছি আপনি আপনার অনেক পোষ্টের মন্তব্যই অনেক সময়ই দেখেন না । হতে পারে নতুন পোষ্টের ভীরে পুরাতন পোষ্ট আপনার কাছে গুরুত্বহীন হয়ে পরে, হতে পারাটাই স্বাভাবিক। তবে আমরা আনেক সময় গিয়ে দেখি আমাদের করা মন্তব্যগুলির কোন ফিডব্যাক আছে কিনা । আমার মন্তব্যগুলি একটু লম্বা চওড়া হয় বলে তার প্রতিমন্তব্য দেখার জন্য স্বাভাবিকভাবেই একটু কৌতুহল থাকে ।

অবশ্য কোন মন্তব্য দেখা না দেখা একান্তই আপনার মেহেরবানী। তবে বিশেষ একটি অনুরোধ রেখে এই মন্তব্যটি লেখা ।
কি বোর্ড বিভ্রাটের কারণে সা এর পরে বিসর্গ চিহ্ন দেয়ায় বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ জায়গায় মুখের ইমো চলে এসেছে বলে উপরের ৫নং মন্তব্যটি মুছে দেয়ার জন্য সবিনয় অনুরোধ থাকল ।

শুভেচ্ছা রইল

৭| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাক্ত লায়ে খুদা যায়ে দরবার পার ২
অর খাড়ে হোকে রোজা-ই-সরকার পার
পেশ মিলকার কারে হাম দরুদ ও সালাম।।

মিঠা মিঠা হ্যায় মেরে মুহাম্মদ কা নাম
মিঠা মিঠা হ্যায় মেরে মুহাম্মদ কা নাম
মিঠা মিঠা হ্যায় মেরে মুহাম্মদ কা নামে।

ড. এম, এ আলী ভায়ের মন্তব্যে সহমত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.