নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের জীবন বদলে দেয়া ১০ উক্তি

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৯



গুণী ব্যক্তি এপিজে আবদুল কালাম: একটু পেছন ফিরে দেখা:

ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। পরে অবশ্য ভাগ্যচক্রে ঘটনাক্রমে তিনি পরিনত হন রাজনীতিবিদে। তাঁর জন্ম ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। পদার্থবিদ্যা ও বিমান প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। এরপর চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন (ডিআরডিও) ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন।

ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তাঁর অবদানের জন্য তাঁকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিশাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়।

২০১৫ খ্রিস্টাব্দের ২৭ জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। তাঁকে বেথানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ইন্তেকাল করেন গুণী এই ব্যক্তি।

ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের জীবন বদলে দেয়া ১০ উক্তি:

১। ‘স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।’

২। ‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’

৩। ‘যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।’

৪। ‘যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।’

৫। প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো :
ক) আমি সেরা,
খ) আমি করতে পারি,
গ) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছেন,
ঘ) আমি জয়ী,
ঙ) আজকের দিনটা আমার।

৬। ‘ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহান গুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।’

৭। ‘জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।’

৮। ‘আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।’

৯। ‘উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।’

১০ ‘যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত করতে হয় এবং সেখানকার অধিবাসীদের সুন্দর মনের মানুষের জাতিতে পরিনত করতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পূর্ণতা এনে দিতে পারেন। তারা হলেন- বাবা, মা এবং শিক্ষক।’

আসুন, উক্তিগুলো আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখি।

ছবি: সংগৃহীত।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: সুন্দর পোষ্ট। পড়ে অনেক কিছু জানলাম। ভাল লেগেছে। ধন্যবাদ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: যতই বলেন 'জীবন বদলে দেয়া উক্তি'।
জীবন বদলায় না। কোনো পরিবর্তন হয় না। এগুলো কথার কথা।
যদি এত সহই হতো আমি আমার জীবন বহু আগেই বদলে নিতাম।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

একাল-সেকাল বলেছেন:
চাইলেই নিজেকে বদলানো সম্ভব, তবে রাষ্ট্র কে নয়। আর সঠিক চেষ্টা করে বিফল হওয়ার নজির আছে, সেখানেই তো তকদীরের কারিশমা।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.