নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
ছবিঃ অন্তর্জাল।
মনে হচ্ছে ব্লগ স্বাভাবিক হয়ে এসেছেঃ
দুঃখের কথা যেহেতু শুনিয়েছি, এখন সুখের সংবাদটা জানানোও দায়িত্ব মনে করছি। ব্লগে ঢুকতে বিড়ম্বনা পোহাতে হচ্ছিল বিধায় সম্মানিত মডারেটরের দৃষ্টি আকর্ষন করে পোস্ট দিয়েছিলাম। বিষয়টির ত্বরিৎ সমাধানে এগিয়ে আসার জন্য তাকে অনুরোধ করেছিলাম। তিনি হয়তো কিছু একটা করেছেন। কারণ, আজ সকাল থেকে ব্লগ স্বাভাবিক মনে হচ্ছে। গত ক'দিনের মত চক্কর খাচ্ছে না। পেইজ লোড হতে বেশি সময় নিচ্ছে না। সাইন ইন করা যাচ্ছে সহজেই।
এটা অবশ্যই আনন্দের। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করায় সম্মানিত মডারেটরসহ ব্লগ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতাসহ আন্তরিক অভিনন্দন। মোবাইল ব্রাউজারে সামুতে একসেস করার ব্যবস্থাটা করা সম্ভব হলে ব্লগারদের জন্য ব্লগে আসা অনেকটাই সহজ হবে। কারণ, পিসি বা ল্যাপটপ হাতের নাগালে সবসময় রাখা সম্ভব নয়। যার ফলে অধিকাংশ ব্লগারই মোবাইল ফোন ব্যবহার করে ব্লগে আসতে পছন্দ করেন। এটা করা গেলে ব্লগার এবং ভিজিটর দু'টোর সংখ্যাই অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমাদের ধারণা। আশা করছি, এই সমস্যাটির সমাধানেও সম্মানিত ব্লগ কর্তৃপক্ষ সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন।
ধীরগতিতে পেইজ ওপেন হওয়ার এই বিড়ম্বনাকর সমস্যাটির কারণে গত ক'দিন যাবত অনেক ব্লগারের পক্ষে ব্লগে লগ ইন করা রীতিমত কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতেও যারা ধৈর্য্যের সাথে ব্লগে থেকেছেন তাদেরসহ সকল ব্লগারদের প্রতি সামনের দিনগুলোতেও এভাবেই ধৈর্য্যধারণ করে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ রাখছি।
শুভ ব্লগিং।
কৃতজ্ঞতাসহ শুভকামনা।
০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৫
নতুন নকিব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, আপনার অবস্থা আমাদের সাথে শেয়ার করায়।
২| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৩
রাশিয়া বলেছেন: গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্টের হার না মানা মনোভাবের কারণে তার উম্মত তথা মূত্রমনা ছাগলদের লাফালাফি মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এখন মার্কিন নির্বাচন লাইমলাইটে আসায় সেই লাফালাফি অনেকটাই কমেছে। তাই ব্লগ এখন অনেক স্বাভাবিক লাগছে।
০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৩
নতুন নকিব বলেছেন:
যারা বিদ্বেষ কিংবা বিষোদগারে লিপ্ত তাদের প্রতি আমাদের পক্ষ হতে উত্তম কথা দ্বারা প্রতিবাদ হতে পারে। তাদের ভাষায় নয়। হয়তো বা তারা আমাদের উত্তম আচরণ, মার্জিত ও নমনীয় ব্যবহারে সত্যের দিকে আকর্ষন অনুভব করবে এবং একটা সময় কেউ কেউ ফিরেও আসবেন মিথ্যের মরিচিকা ছেড়ে।
সর্বোপরি বিদ্বেষ ছড়ানোর মত বিষয়গুলো সকলেরই উচিত নিজ দায়িত্বে এড়িয়ে চলা। বিভক্তি সৃষ্টি হতে পারে- এমন প্রত্যেক বিষয় পরিহার করে চলা আমাদেরও দায়িত্ব মনে করা উচিত।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৩| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
ব্লগের ঘুম ভেংগেছে।
০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৪
নতুন নকিব বলেছেন:
আপনি কেমন আছেন? নির্বাচনে ধকল গেছে বোধ হয় অনেকটা!
৪| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হচ্ছে স্বাভাবিক হয়ে গেছে
০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৪
নতুন নকিব বলেছেন:
সেটাই।
শুভকামনা আপনার জন্য।
৫| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সেরকমটাইতো মনে হচ্ছে। মাঝে আমারও পেইজ লোড করতে বেশ বেগ পেতে হচ্ছিলো।
০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১১
নতুন নকিব বলেছেন:
অভিব্যক্তি জানিয়ে যাওয়ায় ধন্যবাদ আপনাকে। এখন স্পিড চমৎকার। বেশ সুন্দর ব্রাউজিং করা যায়। কর্তৃপক্ষকে অনেক অনেক মোবারকবাদ দ্রুত সমস্যাটির সমাধান করায়।
৬| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩০
কবিতা পড়ার প্রহর বলেছেন: হ্যাঁ বিরক্ত হচ্ছিলাম আমিও.........
০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৩
নতুন নকিব বলেছেন:
এখন আশা করছি, বিরক্ত হতে হবে না। ধন্যবাদ।
৭| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: না আমার সমাধান হয় নি। পেজ ওপেন হতে দেরী হচ্ছে।
০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০২
নতুন নকিব বলেছেন:
টেকনিক্যাল কোনো সমস্যা হয়তো আপনার লোকাল নেট এ। ভালোভাবে চেক দিয়ে দেখতে পারেন।
৮| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: কিছুটা স্পিড বেড়েছে
০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৩
নতুন নকিব বলেছেন:
সেটাই মনে হচ্ছে সকাল থেকে।
৯| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩৪
রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে আমার ল্যাপটপেই সমস্যা।
১০| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগ আগে ভারী ছিলো
বর্তমানে পাতলা।
রুই এর মতো স্লিম নয়
হোতকা মোটা কাতলা!!
১১| ০৯ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন সমাধান হয়েছে বলে আমার এখান থেকে মনে হচ্ছে না।
বিরক্তিকর সময় নিচ্ছে।
এর চেয়ে ফেস বুক----
১২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সমস্যার সমাধান এখনও মনে হয় হয়নি।
১৩| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: এখন আবারও সমস্যা করছে। ধূর।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমারো তাই মনে হচ্ছে।