নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

নবী চরিত্রের এক ঝলক; তিনি ছিলেন উত্তম আদর্শের মূর্ত প্রতীক...

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

ছবিঃ অন্তর্জাল।

নবী চরিত্রের এক ঝলক; তিনি ছিলেন উত্তম আদর্শের মূর্ত প্রতীক...

কোনো একদিন। প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন সাহাবিদের মাঝে। হঠাৎ একজন নারী একটি কাপড় নিয়ে এসে বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! (সাঃ) আমি নিজ হাতে এই কাপড়টি বুনেছি। আমি চাই, আপনি এটি পরিধান করবেন।’

নবিজি খুবই আনন্দের সাথে সেটি গ্রহণ করলেন। মূলতঃ তখন তাঁর একটি কাপড় দরকারও ছিল।

তিনি ঘরে গিয়ে সেটি পরিধান করে ফিরে এলেন। উপস্থিত একজন সাহাবি এটা দেখে বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! (সাঃ) কাপড়টি আমাকে দিয়ে দিন।’

প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'আচ্ছা ঠিক আছে' বলে পুনরায় ঘরে প্রবেশ করলেন। পুরনো কাপড়টি আবার পরিধান করে নতুন কাপড়টি সেই সাহাবিকে দিয়ে দিলেন।

উপস্থিত লোকজন সাহাবিকে বললেন, ‘তুমি কাজটা ঠিক করলে না। তুমি তো জানতেই আল্লাহর রাসূল (সাঃ) কারো আবদার ফিরিয়ে দেন না।’

তখন ঐ সাহাবি বলেন, ‘আল্লাহর কসম! রাসুলের বরকতময় চাদর মৃত্যুকালে আমার কাফন হবে- এই আশায়ই আমি চাদরটি চেয়েছি।' -সহিহুল বুখারি হাদিস নং ১১৯৮

সেই সাহাবিকে তাঁর মৃত্যুর পর ঐ চাদর দিয়েই কাফন দেয়া হয়েছিল। সুবহানআল্লাহ, কতই না সৌভাগ্যবান সেই সাহাবি, যার কাফনের কাপড় হয়েছে প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরশধন্য বস্ত্রখন্ড!

আর কতই না উত্তম ছিল প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপরূপ চরিত্র মাধুর্য্য! কী অসাধারণ ছিল তাঁর ধৈর্য্য! সদ্য উপহার হিসেবে প্রাপ্ত পছন্দের কাপড়টি পরিধান করতে না করতেই একজন সাহাবি সেটি চাইলেন আর তিনি চাওয়ার সাথে সাথে বিনা বাক্য ব্যয়ে তাকে দিয়ে দিলেন সেটি। ভাবা যায়, কতটা দয়াদ্র, কতটা উদারতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করা সম্ভব হলে অপরের জন্য নিজেকে কতখানি উৎসর্গিত করতে পারলে এমনটি করা যায়!

সত্যিকারের আদর্শ যে ভোগে নয় বরং ত্যাগের ভেতরেই- প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব অনুশীলন করে দেখিয়েছেন আমাদেরকে, গোটা বিশ্ববাসীকে!

অসংখ্য অগণিত দরূদের নজরানা শাফিউল মুজনিবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি- সল্লাল্লাহু আলা নাবিয়্যিল মুসতাফা।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুবহানআল্লাহ। ভালোবাসি নবীজি (সাঃ) কে

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

নতুন নকিব বলেছেন:



জাজাকিল্লাহ খইরান। প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি একনিষ্ঠ মুহাব্বত এবং ভালোবাসার মাধ্যমেই ঈমান পরিপূর্ণ হয়।

২| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
তবে হাদীসে সমস্যা আছে। অতি রঞ্জিত করা হয়েছে হাদিস গুলো।
জাল হাদীস চিরতরে মুছে ফেলা দরকার।

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



জ্বি, ধন্যবাদ। জাল হাদিস তো কিছু আছেই। তবে জাল হাদিস চেনার উপায় হচ্ছে সেগুলো সাধারণতঃ সূত্রবিহীন হয়। সিহাহ সিত্তা তথা, বুখারি, মুসলিম, তিরমিজি, নাসায়ী, আবু দাউদ, ইবনে মাজাহ- এসব কিতাবে উল্লেখিত হাদিসগুলো সহিহ সনদে বর্ণিত। এ ছাড়া মুয়াত্তা ইমাম মালেক, মুসনাদে ইমাম আহমাদ, বাইহাকি, মুসনাদে আহমাদসহ আরও কিছু হাদিসের কিতাব রয়েছে, সেগুলোও নির্ভরযোগ্য। এর বাইরে ইদানিংকালে জাল হাদিস চিহ্নিত করে স্বতন্ত্র বই প্রণয়ন করা হয়েছে। সেসব বই পাঠে জাল হাদিসের বিষয়ে সম্যক ধারণা নেয়া সহজ।

শুভকামনা।

৩| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




হযরত ওয়াইস করনী (রাঃ) এর জন্য রাসুল সাঃ এর ব্যবহৃত পোশাক পাঠানো হয়েছিলো এই ঘটনার বর্ণনা কি আপনার জানা আছে? আমি এই ঘটানার বিবরণ শুনতে পাই আজমীর ভ্রমণে আমার এক সহ যাত্রা সঙ্গির কাছে।

৪| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



আজকের আরব দেখলে বুঝা সম্ভব, সেই সময়ের আরব কি ছিলো।

৫| ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

এম ডি মুসা বলেছেন: আসলেই নবীদের কাহিনী গুলো খুব ভালো লাগে সে সময় বিশ্বাসী উপর নির্ভর করত আল্লাহই ব্যবস্থা করে দিতে

৬| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন।

৭| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৯:২৮

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার বিশ্লেষণ। ভালো থাকবেন ভাইয়া।

৮| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

৯| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩১

মরুর ধুলি বলেছেন: ইসলামী লেবাসধারী কিছু জাল ব্লগার নিয়েও লিখুন। মিডা মিডা ওয়াজ আর কত?

১০| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৭

জিকোব্লগ বলেছেন: সুবহানআল্লাহ

১১| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৫

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার, খতমে শাপা যা মুমূর্ষু রোগীদের জন্য পড়ানো হয়। এ বিষয়ে কুরআন ও সহীহ হাদীস এর আলোকে ব্যাখ্যা ও কার্যকারীতা নিয়ে যদি একটা পোষ্ট দিতেন আমি আপনার নিকট অনেক বেশী কৃতজ্ঞ থাকতাম। বিষয়টি জানা আমার জন্য খুবই জরুরী। দুঃখজনকভাবে আমি এ ব্যাপারে তেমন কিছুই জানিনা। আশা করি অনুরোধটি রাখবেন।
শুভকামনা, সবসময় ভালো থাকুন।

১২| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: তিনি ছিলেন উত্তম আদর্শের মূর্ত প্রতীক - সত্য। সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.