নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

Online Birth Certificate Registration অনলাইন জন্মনিবন্ধন আবেদন এখন ঘরে বসেই করা যায়

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৯

ছবি: অন্তর্জাল।

Online Birth Certificate Registration অনলাইন জন্মনিবন্ধন আবেদন এখন ঘরে বসেই করা যায়

পত্রপত্রিকা এবং নানা মাধ্যমে এখন প্রায়ই Online Birth Certificate Registration অনলাইন জন্মনিবন্ধন আবেদন করতে গিয়ে সাধারণ নাগরিকদের হয়রানি ও ভোগান্তির শিকার হওয়ার কথা শোনা যায়। দেশের প্রতিটি সাধারণ নাগরিকের এসব সেবাপ্রাপ্তির অধিকার রয়েছে। আসলে অধিকার রয়েছে বললে তো আর হবে না, অধিকার তাদের দিতে হবে। কথায় বলে, 'কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই', সেই অবস্থা হয়েছে আমাদেরও অনেক ক্ষেত্রে। টাকা দেয়া ছাড়া এখন খুব কম কাজই করা যায়। বিশেষ করে সরকারি দপ্তরগুলোতে যারা যান তারা এই অভিজ্ঞতা কমবেশি ভালোভাবেই রাখেন। গত ক'দিন আগে ট্যাক্স অফিসে গিয়েছিলাম রিটার্ণ দাখিল করতে। নিজের কষ্টে উপার্জিত টাকা সরকারি কোষাগারে মাসে মাসে জমা দিয়ে বছর শেষে সেই জমা দেয়া টাকার পূর্ণ বিবরণী দাখিল করতে গিয়েও হয়রানি। যে কাজ সামান্য সময় নিয়ে দিনে দিনেই করে দেয়া সম্ভব, তাদের চাহিদামত 'খরচাপাতি' না দেয়ায় সেই কাজ ফেলে রেখে অন্য দিন আসতে বলা কিসের আলামত? যা হোক, টাকা না দিয়েই কাজটা সম্পন্ন করেছি, কিন্তু আমার একটা দিন অতিরিক্ত এর পেছনে ঘুরতে হয়েছে। এটাও কি হয়রানি নয়?

আসলে অধিকার নিয়ে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। সব কথা বলা বারণ। জ্ঞানী লোকেরা বেশিরভাগ সময় নিশ্চুপ থাকেন। নিরবতায় বিপদ কম। কথা বেশি বললে বিপদও বেশি হওয়ার সম্ভাবনা। আমাদের সংবিধানেও তো অনেক অধিকারের কথা সুন্দর করে লেখা আছে, কিন্তু বাস্তবে সেসব অধিকারের কতটুকু আমরা পাই বা ভোগ করতে পারি, সেটাই হচ্ছে কথা। বরং, অধিকার পাচ্ছি তো না-ই, সেটা বলতেও পারছি না কোনো কোনো ক্ষেত্রে।

নিজেই করে নিন নিজের Birth Certificate Registration অনলাইন জন্মনিবন্ধন আবেদন:

বাংলাদেশে এখন চালু হয়েছে ঘরে বসেই জন্ম নিবন্ধন (Birth Certificate Registration Card) করার পদ্ধতি, আপনি এখন ঘরে বসেই নির্ভুল ভাবেই করে ফেলতে পারবেন আপনার জন্ম নিবন্ধন (Birth Certificate Registration Card)।

খুব সহজে Birth Certificate Registration Online Procedure অনলাইন জন্মনিবন্ধন আবেদন প্রক্রিয়া:

ধাপ-১ঃ প্রথমে আপনি এই লিংকে ক্লিক করে চলে যাবেন জন্ম নিবন্ধন বা Birth Registration Portal এ। এরপরে সেখানে থাকা 'জন্ম নিবন্ধন' এর উপরে মাউসের কার্সোর রাখলে ডাউন মেনুতে প্রদর্শিত 'জন্ম নিবন্ধন আবেদন' কথাটিতে ক্লিক করুন।

ধাপ-২ঃ এখানে আপনার ঠিকানার কিছু অংশ নির্বাচন করতে হবেঃ

১। প্রথমে আপনার বিভাগ নির্বাচন করুন।
২। আপনার জেলা নির্বাচন করুন।
৩। আপনার উপজেলা নির্বাচন করুন।
৪। আপনার ইউনিয়ন নির্বাচন করুন।
৫। আপনার উইনিয়নের ওয়ার্ড নির্বাচন করুন।

এবার “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

ধাপ-৩ঃ এখানে আবেদনকারীর নিজের এবং পিতা-মাতার প্রয়োজনীয় তথ্যসমূহ দিতে হবে। (সব কিছুই বাংলায়)

১। সম্পূর্ণ নাম বাংলায় লিখুন।
২। জন্ম তারিখ লিখুন (দিন-মাস-বছর)।

মাতার তথ্যঃ

৩। মাতার নাম লিখুন।
৪। মাতার জাতীয়তা নির্বাচন করুন।

পিতার তথ্যঃ

৫। পিতার নাম লিখুন।
৬। পিতার জাতীয়তা নির্বাচন করুন।

ঠিকানাঃ

৭। জন্ম স্থান লিখুন*
৮। স্থায়ী ঠিকানা লিখুন*
৯। বর্তমান ঠিকানা লিখুন*

* এখানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং রোড/বাড়ির নাম্বার/নাম লিখতে হবে।

ঠিকানা লিখার সময় অবশ্যই ২ লাইনে লিখবেন, তাতে বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠবে।

সবকিছু বাংলায় লিখা হয়ে গেলে এবার আপনি “পরবর্তি” বাটনে ক্লিক করুন এবং সামনে অগ্রসর হউন।

ধাপ-৪ঃ এখানে সকল তথ্য আপনাকে ইংরেজিতে লিখতে হবে-

১। আবেদনকারীর নাম ইংরেজিতে লিখুন
২। মাতার নাম ইংরেজিতে লিখুন
৩। পিতার নাম ইংরেজিতে লিখুন
৪। জন্মস্থান ইংরেজিতে লিখুন।
৫। স্থায়ী ঠিকানা ইংরেজিতে লিখুন
৬। বর্তমান ঠিকানা ইংরেজিতে লিখুন

চূড়ান্ত ধাপে করণীয়:

সব তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে থাকলে আপনি “পরবর্তি” বাটনে ক্লিক করে আপনার আবেদনের সকল তথ্য দেখতে পাবেন, কোথাও কোনো ভুল দেখতে পেলে সেটি “পেছনে” বাটনে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন। ভুলভ্রান্তি যদি না থাকে তাহলে এবার ক্লিক করুন “সংরক্ষণ” বাটনটিতে।

ব্যস, হয়ে গেলো আপনার জন্ম নিবন্ধন আবেদন। এবার আপনি “Print” এ ক্লিক করে সেটি ডাউনলোড করে নিন এবং প্রিন্ট করে জমা দিয়ে দিন আপনার ইউনিয়ন পরিষদে। (১৫ দিনের মধ্যে)

তাহলে আর চিন্তা কি? নিজের কাজ নিজেই করি, চলুন...

আশা করছি, পোস্টটি পাঠ করে আপনি খুব সহজেই আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে সক্ষম হবেন। আমরা একটু সচেতন হলেই আমাদের একান্ত প্রয়োজনীয় এসব কাজ নিজেরাই করে নিতে পারি। আর এতে করে বাঁচতে পারি হয়রানি এবং প্রতারণার হাত থেকে। ধন্যবাদ এবং শুভকামনা সবার জন্য।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৬

ইমরোজ৭৫ বলেছেন: এখানে পিতা মাতার নাম লেখা যাচ্ছে না কেন? শুধু মাতা পিতার জন্ম নিবন্ধন নম্বর লাগে কেন?

২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭

নতুন নকিব বলেছেন:



পিতা মাতার নাম লেখা যায় তো। আরেকটু চেষ্টা করে দেখতে পারেন। পারবেন হয়তো।

আর যতটুকু জানি, সরকারি নিয়ম হিসেবেই মাতা পিতার জন্ম নিবন্ধন নম্বর লাগে। কিন্তু কেন লাগে, সেটা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলগণই হয়তো বলতে পারবেন।

কৃতজ্ঞতা এবং শুভকামনা জানবেন।

২| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৯

নীল আকাশ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলাম। আমার মেয়ের জন্য এটা করবো ভাবছিলাম। ঠিক এই সময়ে এটা পেয়ে গেলাম।
লাইকড ও প্রিয়তে।

২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

নতুন নকিব বলেছেন:



লাইকসহ পোস্ট প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা আপনার জন্যও। আপনার মেয়ের কাজটা যাতে সহজেই সম্পাদন করতে পারেন, সেই কামনা রাখছি।

শুভকামনা জানবেন।

৩| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২১

মৌরি হক দোলা বলেছেন: প্রিয়তে নিলাম। করে ফেলতে হবে।

২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

নতুন নকিব বলেছেন:



জ্বি, প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা। করে নেন ইনশাআল্লাহ।

শুভকামনা।

৪| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: উপকারী পোষ্ট

২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা কবি ভাই।

শুভকামনা জনবেন।

৫| ২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুদিন আগে নিজের, ওয়াইফের এবং দুই মেয়ের জন্য করেছি।
তবে সমস্যা হচ্ছে, অনলাইনের কাজ শেষ হলে পরে কিছু অফিস ওয়ার্ক আছে। সেগুলির জন্য বেশ দৌড়ঝাপের বিষয় আছে (ঢাকায়)। প্রতিটির জন্য ৫০০ করে দিলে কোনো দৌড় ঝাপ লাগে না।

২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

নতুন নকিব বলেছেন:



৫০০ টাকা প্রদান করে দৌড়ঝাপহীন দারুন ফর্মুলা দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রিয় ভাই। আপনি কি দৌড়ঝাপ ছাড়া সারতে পেরেছিলেন কাজটা? না কি, শেষমেষ ফর্মুলা আপনাকেও ফলো করতে হয়েছে?

অভিজ্ঞতার আলোকে সুন্দর তথ্যপূর্ণ মন্তব্যের জন্য কৃতজ্ঞতার সাথে শুভকামনা।

৬| ২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: সিটি কর্পোরেশন অফিসে গেলে অনলাইনের চেয়ে সহজ হবে।

২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৪১

নতুন নকিব বলেছেন:



৫০০/ ১০০০ টাকা দিলে ঠিকই সহজ হবে। অন্যথায় হয়তো দিনের পর দিন ঘুরে জুতার তলা ক্ষয় করতে হবে। তারপরেও কাজ কতটুকু হবে কিংবা আদৌ হবে কি না, নিশ্চিত করে বলা মুশকিল। এই বিষয়ে তিক্ততাপূর্ণ অভিজ্ঞতা যাদের হয়েছে, তাদের বক্তব্য এমনই পেয়েছি। অবশ্য যাদের বিশেষ কোন পরিচয় বা পরিচিতি থাকে, তাদের কথা ভিন্ন। আমি সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলছি, যাদের তেমন কোন পরিচয় বা বিশেষত্ব বলতে তেমন কিছু সাধারণত: থাকে না।

ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৮

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: এখনই এপ্লাই করলাম মেয়ের জন্য। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.