নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি কঠিন ইংরেজি শব্দের বানান মনে রাখার কৌশল ও বহুল ব্যবহৃত কিছু শব্দের সঠিক উচ্চারণ

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪

ছবি: অন্তর্জাল।

কয়েকটি কঠিন ইংরেজি শব্দের বানান মনে রাখার কৌশল ও বহুল ব্যবহৃত কিছু শব্দের সঠিক উচ্চারণ

ইংরেজি ভাষার কিছু শব্দ এমন রয়েছে যেগুলোর বানান কিছুটা কঠিন এবং সহজে মনে রাখার মত নয়। প্রচলিত নিয়মের মধ্যে পড়ে না এমনসব অক্ষরের সম্মিলনে গঠিত এসব শব্দের বানানগুলো জেনে রাখাও গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায়ও কদাচিত এসে থাকে এগুলো। চলুন, অর্থের সাথে মিল রেখে আমরা এমন কিছু টেকনিক মনে রাখার চেষ্টা করবো, যাতে বানানগুলো খুব সহজেই মনে রাখা যায়।

১. 'লেফটেনেন্ট' আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। সামরিক বাহিনীর নির্দিষ্ট একটি পদের নাম বুঝানো হয়ে থাকে এই শব্দটি দ্বারা। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই শব্দটি উচ্চারণে যত সহজই মনে হোক না কেন, বানান করতে গেলে কিন্তু অবস্থা খারাপ হবার যোগার! বানানটা কিন্তু পুরোপুরিই এলোমেলো মনে হবে আপনার কাছে। কারণ, এটি লিখতে হয় এভাবে- Lieutenant (বাংলায় উচ্চারণ- লেফটেনেন্ট) আর অর্থ - সামরিক কর্মী।

এই শব্দটির বানান মনে রাখার কৌশল হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে এই শব্দটির খন্ড খন্ড অংশের বাংলা অর্থগুলো। সেটি হচ্ছে- Lie u ten ant - মিথ্যা তুমি দশ পিপড়া।

Lieutenant এর উচ্চারণটি শুনে নিতে পারেন নিচের লিঙ্ক এ গিয়ে-

pronunciation of Lieutenant

২. এমনিভাবে 'সাইকোলজিক্যাল' শব্দটির বানান মনে রাখতে এই শব্দের ভাংগা ভাংগা অংশের উচ্চারণগুলো মনে রাখতে পারেন। যেমন- Psy cholo gi cal - পিসি চলো যাই কাল। ব্যাস, হয়ে গেল Psychological (সাইকোলজিক্যাল) এর বানান শেখা। এর অর্থ - মনস্তাত্ত্বিক।

Psychological এর উচ্চারণ-

pronunciation of Psychological

৩. এভাবেই Assassination (এ্যাসএ্যাসিনেশন) যার অর্থ - গুপ্তহত্যা, এর বানান মনে রাখার কৌশল: Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।

Assassination এর উচ্চারণ-

pronunciation of Assassination

৪. আর Questionnaire বা প্রশ্নমালা শব্দের বানান মনে রাখার কৌশল: Question nai re - কোশ্চেন নাই রে।

Questionnaire এর উচ্চারণ-

pronunciation of Questionnaire

৫. তবে Assessment যার অর্থ 'কর নির্ধারণ' এই শব্দের বানান মনে রাখার কৌশলটাও বেশ: Ass e ss men t - গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।

Assessment এর উচ্চারণ-

pronunciation of Assessment

৬. হেলুসিনেশন বললে কিন্তু সবাই বুঝে যাই যে, অলীক কল্পনার বিষয় এটি। এর বানানও সহজ। তারপরেও মনে রাখার একটি কৌশল রয়েছে। এটি মনে রাখা যায় এভাবে- Hall u ci nation-হলে তুমি! ছি জাতি। Hallucination - অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস।

Hallucination এর উচ্চারণ-

pronunciation of Hallucination

৭. Diarrhoea - উদারাময়। মনে রাখার কৌশল: Dia rr hoea - ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।

Diarrhoea এর উচ্চারণ-

pronunciation of Diarrhoea

৮. Bureaucracy - আমলাতন্ত্র। মনে রাখার কৌশল: Burea u cracy - বুড়িয়া তুমি cracy.

Bureaucracy এর উচ্চারণ-

pronunciation of Bureaucracy

৯. Restaurant - রেস্টুরেন্ট। মনে রাখার কৌশল: Rest a u r ant - বিশ্রাম এ তুমি আর পিপড়া।

Restaurant এর উচ্চারণ-

pronunciation of Restaurant

১০. Parallel - সমান্তরাল। মনে রাখার কৌশল: Par all e l - পার করো সকলকে ই।

Parallel এর উচ্চারণ-

pronunciation of Parallel

১১. Illegitimate - অবৈধ। মনে রাখার কৌশল: Illeg i tim ate - অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।

Illegitimate এর উচ্চারণ-

pronunciation of Illegitimate

১২. Miscellaneous - বিবিধ। মনে রাখার কৌশল: Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।

Miscellaneous এর উচ্চারণ-

pronunciation of Miscellaneous

১৩. 'সাইকোলজি' শব্দটির বানান মনে রাখা ক্ষেত্রেও এই শব্দটির ভাংগা ভাংগা অংশের উচ্চারণগুলো মনে রাখা যেতে পারে। যেমন- Psy cholo gy - পিছে চলো যাই। ব্যাস, হয়ে গেল Psychology (সাইকোলজি) এর বানান শেখা। এর অর্থ - মনোবিজ্ঞান।

Psychology এর উচ্চারণ-

pronunciation of Psychology

পুনশ্চ:

এখানে কিছু টেকনিক দেয়া হয়েছে। বিষয়গুলো অনেকেরই হয়তো আগে থেকে জানা। কারও কারও আবার না-ও থাকতে পারে। তবে এর বাইরে এসব শব্দের বানান মনে রাখার জন্য কেউ কেউ নিজের মত করে অন্য টেকনিকও ব্যবহার করে থাকতে পারেন। সর্বোপরি কথা হচ্ছে, সকলেরই জানা প্রয়োজন। সকলেরই চেনা শব্দসম্ভারের বানান আয়ত্বে আনার কৌশলগুলো রপ্ত করে রাখা দরকার। বলা তো যায় না, কখন কোথায় কোন সময় কাজে লেগে যায়।

বহুল ব্যবহৃত কিছু শব্দের সঠিক উচ্চারণ:

এবার চলুন জেনে নিই, আমরা সচরাচর ভুল উচ্চারণ করে থাকি এমন কিছু শব্দের সঠিক উচ্চারণ:

Almond (আহ্‌-মান্ড)

প্রথমেই আসি কাঠবাদামের কথায়, যাকে ইংরেজিতে বলে Almond (আহ্‌-মান্ড)। অনেকেই এর উচ্চারণ করে থাকেন আলমান্ড (Al-mond)। Almond শব্দটির ক্ষেত্রে ইংরেজি ব‍‍র্ণ (L) উহ্য থাকে বলে এর সঠিক উচ্চারণ হবে আহ্‌-মান্ড (Ah-mond)।

Almond এর উচ্চারণ-

pronunciation of Almond

কাজেই আপনি এভাবে বলতে পারেন, I would like to eat five Almonds (আই উড লাইক টু ইট ফাইভ আহ্‌-মান্ডস), অ‍র্থাৎ, আমি পাঁচটি কাঠবাদাম খেতে চাই।

চিকিৎসকরা বলেন, কাঠবাদাম ভিটামিন এ ক্যালসিয়াম-সমৃদ্ধ একটি ফল, যা শরীরের খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে সাহায্য করে।

Dengue (ডেঙ্গি)

বাংলাদেশে মশাবাহিত এই রোগটিকে 'ডেঙ্গু' বা 'ডেঙ্গিউ' নামে উচ্চারণ করা হলেও এর সঠিক উচ্চারণ 'ডেঙ্গি' (Den-gee)। অনেকে কথা বলার সময় বলেন, ‘I have suffered from dengue (ডেঙ্গু, ডেঙ্গিউ) fever। উচ্চারণবিদরা একে ভুলের খাতাতেই স্থান দিয়েছেন।

Dengue এর উচ্চারণ-

pronunciation of Dengue

Pizza ( পিৎজা)

মুখরোচক খাবার Pizza। অনেকেই আমরা সহজে উচ্চারণ করতে গিয়ে 'পিজা' বা 'পিজ্জা' বলে ফেলি। কিন্তু এর সঠিক উচ্চারণ হবে অনেকটা এ রকম- 'পিৎজা' (Peet-zha)।

তাই আর দেরি নয়, পিৎজা হাটে গিয়ে বলে ফেলুন : Can I have a Pizza (পিৎজা)!

Pizza এর উচ্চারণ-

pronunciation of Pizza

Sour (সাওয়ার)

আরেকটি বহুল প্রচলিত ভুল উচ্চারিত শব্দের মধ্যে Sour (সাওয়ার)-কে অন্তর্ভুক্ত করা যায়, যা আমরা কোনো তেতো বা টক স্বাদ বোঝাতে শব্দটি ব্যবহার করে থাকি। অনেকেই এর উচ্চারণ ‘সার’, ‘সুয়ার’ ইত্যাদি করে থাকেন, যেগুলোকে সঠিক বলা যায় না। পাওয়ার (Power) বা শাওয়ার (Shower)-এর সঙ্গে ছন্দ মিলিয়ে উচ্চারণ করুন ‘সাওয়ার’ (sour)।

Sour এর উচ্চারণ-

pronunciation of Sour

Coupon ( কু-পউন)

আরেকটি বহুল প্রচলিত শব্দ হচ্ছে কুপন (Coupon)। যার সঠিক উচ্চারণ কু-পউন (Cu-pawn)। শেষ ভাগটির ছন্দ ল-উন (Lawn) বা শ-উন (Shawn)-এর মতো। তবুও অনেকেই এর উচ্চারণ ‘কুপন’ বা ‘কপন’ বলে মনে করে।

Coupon এর উচ্চারণ-

pronunciation of Coupon

Plumber (প্লামার)

মিস্ত্রি বা কারিগর, যাঁরা বাসাবাড়িতে পানি সরবরাহ লাইন ঠিক করে থাকেন, তাঁদের ইংরেজিতে বলে Plumber (প্লামার)। Plumber উচ্চারণের সময় ইংরেজির (B) বর্ণটি উহ্য থাকে বলে এর সঠিক উচ্চারণ হবে 'প্লামার'। কিন্তু আমরা হরহামেশাই নিজেদের অজান্তে (B) বর্ণটিসহ 'প্লাম্বার' উচ্চারণ করে থাকি।

Plumber এর উচ্চারণ-

pronunciation of Plumber

February (ফেব্রুয়ারি)

খ্রিস্টীয় বর্ষের দ্বিতীয় মাস February (ফেব্রুয়ারি)। অনেকেই উচ্চারণের সময় জিভের আলসেমিবশত, (r) বর্ণটি উহ্য রেখে উচ্চারণ করেন ফেবুয়ারি, যা সঠিক নয়। কাজেই সঠিক উচ্চারণ হবে, ফেব্রুয়ারি। যদিও বাংলাদেশিরা সাধারণত: একে সঠিকভাবে 'ফেব্রুয়ারি' উচ্চারণই করে থাকেন।

February এর উচ্চারণ-

pronunciation of February

Debris (ডেবরি / দেবরি)

ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো কিছুর ধ্বংসাবশেষকে ইংরেজিতে বলে Debris (ডেবরি)। Almond ও plumber-এর মতো Debris শব্দে s বর্ণটি উহ্য থাকে। যার সঠিক উচ্চারণ দাঁড়ায় ডেবরি (Debri)।

Debris এর উচ্চারণ-

pronunciation of Debris

Lingerie (লনজারে)

অন্ত‍র্বাস বা রাতের শোবার পোশাককে ইংরেজিতে বলা হয় লনজারে (Lawn-gray)। ইংরেজির সঙ্গে মিলিয়ে উচ্চারণ করতে গিয়ে অনেকে ভুল করে একে বলেন 'লিংগারি’, যা আসলে সঠিক নয়। মানুষ পোশাক-আশাক নির্বাচনে যেমন সচেতন হয়, তেমনি এই শব্দটির উচ্চারণেও সঠিক হতে হবে। সঠিক উচ্চারণ হলো 'লনজারে'।

Lingerie এর উচ্চারণ-

pronunciation of Lingerie

Asthma (অ্যাজমা)

শ্বাস-প্রশ্বাসজনিত এ রোগটির সঠিক উচ্চারণ Asthma (অ্যাজমা)। অনেকেই এর উচ্চারণ ‘এসসথেমা’ বা ‘এসথমা’ বলে ভুল করে।

Asthma এর উচ্চারণ-

pronunciation of Asthma

Mojito (মোহিতো)

মোহিতো (Mojito) এক ধরনের ককটেইল ড্রিংক বা শরবত জাতীয় পানীয়। অনেকেই ইংরেজি বানানের সঙ্গে তাল মিলিয়ে এর ‘মোজিটো' বা ‘মোজিতো’ উচ্চারণ করে থাকেন। শব্দটির বুৎপত্তি স্প্যানিশ হওয়ায়, (J) বর্ণটির উচ্চারণ ‘জ’ না হয়ে ‘হ’-এর মতো হবে। এর সঠিক উচ্চারণ 'মোহিতো' (Moheeto)। কাজেই আপনি বলতে পারেন : ‘I would like to have a glass of Mojito (মোহিতো)। একইভাবে baja islands বাজা দ্বীপপুঞ্জ নয়, বাহা দ্বীপপুঞ্জ।

Mojito এর উচ্চারণ-

pronunciation of Mojito

Pronunciation (প্রোনানশিয়েশন)

এই যে উচ্চারণ উচ্চারণ খেলা করছি, অর্থাৎ, উচ্চারণ নিয়ে লিখছি, উচ্চারণ কথাটির ইংরেজি অনুবাদ নিয়েও ভ্যাজাল কম দেখা যায় না। উচ্চারণের ইংরেজি শব্দ Pronunciation (প্রোনানশিয়েশন)। আমরা অনেকেই ভুলবশত: এটিকে প্রোনাউনশিয়েশন (Pronounciation) উচ্চারণ করে থাকি। এখানে লক্ষণীয় যে, এর উচ্চারণ নাউন (noun) বা নূন (nun)-এর মতো নয়। তাই এর সঠিক উচ্চারণ হবে প্রোনানশিয়েশন (Pronunciation)।

Pronunciation এর উচ্চারণ-

pronunciation of Pronunciation

Espresso (এস্প্রেসো)

ঘন, কালো কফি হলো (Espresso) এস্প্রেসো। কফিশপে গিয়ে অনেকেই অসাবধানবশত 'এক্সপ্রেসো' বলে থাকেন। এইক্ষেত্রে 'এস'-কে 'এক্স' বলাটা সঠিক নয়। কাজেই শব্দটি হবে 'এস্প্রেসো'। সুতরাং, কফিশপে গিয়ে সঠিকভাবে অর্ডার করুন : Can I have a cup of Espresso? (এস্প্রেসো)।

Espresso এর উচ্চারণ-

pronunciation of Espresso

Et cetra (এট সেটরা)

আরেকটি সচরাচর উচ্চারিত শব্দ হলো Et cetra (এট সেটরা)। একে সংক্ষেপে Etc লেখা হয়। অনেকেই এটাকে ‘এক্টসেট্রা’ উচ্চারণ করে থাকেন। কিন্তু এটির সঠিক উচ্চারণ হলো ‘এট সেটরা’ (et cetra)।

I have plenty of novels such as Robinson Crusoe, Pride and Prejudice et cetra (এট সেটরা)।

Et cetra এর উচ্চারণ-

Pronunciation of et cetera UK & US

Hierarchy (হাইরারকি)

পদম‍র্যাদার ক্রমোচ্চ শ্রেণিবিভাগ, যার ইংরেজি শব্দ হলো Hierarchy। অফিসে পদমর্যাদা বোঝাতে ‘Hierarchy’ শব্দটির ব্যবহার লক্ষণীয়। অনেকেই এর উচ্চারণ ‘হায়ারারকি’ (hayararche) বলে থাকেন কিন্তু এর সঠিক উচ্চারণ হবে ‘হাইরারকি’।

Hierarchy এর উচ্চারণ-

pronunciation of Hierarchy

Education (এজ্যুকেশন)

বহুল প্রচলিত আরেকটি শব্দ 'শিক্ষা', যার ইংরেজি অর্থ 'Education'। এই বহুল প্রচলিত শব্দটিকে সাধারণত: আমরা ‘এডুকেশন’ বলতেই অভ্যস্ত। কিন্তু আশ্চর্যজনকভাবে, এর সঠিক উচ্চারণ হলো এজ্যুকেশন (Ejucation)। যদিও সমাজে সঠিক উচ্চারণের স্থানটি দখল করে আছে প্রচলিত ‘এডুকেশন’ উচ্চারণটিই।

Education এর উচ্চারণ-

pronunciation of Education

Poem: (কবিতা)

সাধারণত: এটি আমরা উচ্চারণ করি 'পয়েম', কিন্তু এর শদ্ধ উচ্চারণ হওয়া উচিত 'পয়াম'।

Poem এর উচ্চারণ-

pronunciation of Poem

Wednesday: (বুধবার)

এটি আমরা উচ্চারণ করি 'ওয়েডনেজডে', কিন্তু এটির শুদ্ধ উচ্চারণ 'ওয়েনজডে'।

Wednesday এর উচ্চারণ-

pronunciation of Wednesday

Marijuana: (মাধক বা গাঁজা)

শব্দটির উচ্চারণ আপাত: দৃষ্টিতে 'মারিজুয়ানা' মনে হলেও, শুদ্ধ উচ্চারণ 'মেরুয়ানা'।

Marijuana এর উচ্চারণ-

pronunciation of Marijuana

Iron: (লোহা)

এর উচ্চারণ সাধারণত: 'আইরণ' করে থাকি আমরা, কিন্তু শুদ্ধ উচ্চারণ 'আইয়ান'।

Iron এর উচ্চারণ-

pronunciation of Iron

Entrepreneur: (উদ্যোক্তা)

শব্দটির উচ্চারণ 'এন্ট্রেপ্রেনিয়র' করে থাকেন অনেকে, তবে শুদ্ধ উচ্চারণ 'অন্ট্রপ্রেনর'।

Entrepreneur এর উচ্চারণ-

pronunciation of Entrepreneur

Genre: (অর্থঃ প্রকার, রকম, ধরণ ইত্যাদি)

এর সঠিক উচ্চারণ স্বাভাবিকভাবে অনুমিত 'জেনার' নয়, বরং 'জনরা'।

Genre এর উচ্চারণ দেখে নিতে-

Genre pronunciation

Data: (তথ্য)

অনেকেই এই শব্দটিকে 'ডাটা' উচ্চারণ করলেও শুদ্ধ উচ্চারণ হবে 'ডেইটা'।

Data এর উচ্চারণ দেখে নিতে-

How to pronounce data

Forte: (যোগ্যতা)

এর সঠিক উচ্চারণ 'ফরটে' নয়, বরং 'ফর্ট'।

Status: (মর্যাদা)

এই শব্দটির উচ্চারণে 'স্টেটাস' বলি আমরা অনেকেই কিন্তু শুদ্ধ উচ্চারণ হওয়া উচিত 'স্টেইটাস'।

Status এর উচ্চারণ-

Status pronunciation

Chicanery: (প্রথারণা)

এটির উচ্চারণে 'সিকেনারি' না বলে 'শিকেনারি' বলা সঙ্গত।

Chicanery এর উচ্চারণ-

Chicanery pronunciation

Jewelry: (গহনা)

এর উচ্চারণে আমরা 'জুয়েলারি' ই বলে থাকি কিন্তু শুদ্ধ উচ্চারণ 'জুয়েল্রি'।

Jewelry এর উচ্চারণ-

Jewelry pronunciation

Says: (বলা)

এটি উচ্চারণেও আমরা 'সেইজ' বলে থাকি, তবে শুদ্ধ উচ্চারণ 'সেজ'।

Says এর উচ্চারণ-

Says pronunciation

Vegetable: (শাখ সবজি)

শব্দটির উচ্চারণ সাধারণত: 'ভেজিটেবল' করা হয়ে থাকে, কিন্তু শুদ্ধ উচ্চারণ 'ভেজ্টেবল'।

Vegetable এর উচ্চারণ-

pronunciation of vegetable

তথ্যসূত্র: বিভিন্ন অনলাইন মাধ্যম।

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪

জুল ভার্ন বলেছেন: চমতকার! উল্লেখিত ইংরেজী ওয়ার্ড গুলোর বেশীর ভাগই আমরা ছেলে বেলায় শিখেছিলাম-যে ভাবে আপনি লিখেছেন! +

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫

নতুন নকিব বলেছেন:



স্বাগত।

প্রথম মন্তব্যে কৃতজ্ঞতা অশেষ।

২| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০০

বিষন্ন পথিক বলেছেন: OFTEN এর উচচারন কি হবে বলে মনে করেন?
PLUMBER = প্লামবার ই হওয়ার কথা

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১১

নতুন নকিব বলেছেন:



OFTEN এর উচ্চারণ অফেন। অফটেন বলা ভুল। আর PLUMBER এর সঠিক উচ্চারণ প্লামবার নয়, প্লামারই। ইংরেজি উচ্চারণটা শুনে দেখুন, ওরা তো বলে 'প্লামা'। শেষের R টাও উচ্চারণ করে না।

অশেষ ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা জানবেন।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: Psychological- পিসী চলো যাই কাল

এখানে পিসী একটি হিন্দুয়ানী শব্দ। এটি ইউজ করলে ঈমান নষ্ট হবে। আপনার আসলে এজেন্ডা এতদিনে প্রকাশিত হলো। আপনি ইসলামি পোস্ট দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে গোপণে ইহুদি-নাছারাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্যে পোস্ট রিপোর্টেড। আশা করি মডারেটর ব্যবস্থা নেবেন।

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৪

নতুন নকিব বলেছেন:



সর্বনাশ হয়ে গেছে। এতবড় ভুল(!) হয়ে গেছে!

যাক, আপনি ধরেছেন বলে কথা। আপনার সাথে আমরাও একমত পোষন করছি এবং আশা করছি, মাননীয় মডারেটর নিশ্চয়ই ব্যবস্থা নিবেন।

শুভকামনা জানবেন।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: ভাইয়া এইভাবে লিখে লিখে বললে আবারও অনেকে ভুল করবে কাজেই আসল শিক্ষা হবে যদি প্রতিটা উচ্চারণ অডিও করে দেওয়া যায়।

গুগলে এই পদ্ধতি আছে চাইলে সেটাও এড করে দিতে পারো কিন্তু।

আমাকে তো প্রায়ই এই জিনিস ইউজ করতে হয়

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫১

নতুন নকিব বলেছেন:



খুবই ভালো পরামর্শ। কিন্তু এ তো বিশাল সময়ের ব্যাপার। আচ্ছা, দেখি লিঙ্কগুলো যতটা সম্ভব যুক্ত করে দিব।

অনেক অনেক কৃতজ্ঞতা। শুভকামনা সবসময়।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০১

ভুয়া মফিজ বলেছেন: আপনার লেখার দুইটা অংশ। কয়েকটি কঠিন ইংরেজি শব্দের বানান মনে রাখার কৌশল এটা ঠিক আছে। ভালো হয়েছে। কিন্তু বহুল ব্যবহৃত কিছু শব্দের সঠিক উচ্চারণ এটা নিয়ে বলতে গেলে আপনাকে ইংরেজি ভাষা সম্পর্কে আরো জানতে হবে, নয়তো লেখাটা বিভ্রান্তিমূলক হবে। যাতে করে, অন্যদের উপকারের চাইতে অপকার বেশী হবে।

উদাহরন কিছু দিচ্ছি, তার আগে একটা কথা বলে নেই। ইংরেজি উচ্চারন প্রধানতঃ দু'টা। ব্রিটিশ আর আমেরিকান। এছাড়াও সাউথ আফ্রিকান, ক্যারিবিয়ানসহ আরো কিছু উচ্চারন আছে। আপনি সোজা সাপ্টাভাবে এটা ভূল, ওটা ঠিক বললে অনেকে হয়তো কিছু বলবে না, কিন্তু আপনার সীমাবদ্ধতা প্রকাশিত হবে।

মন্তব্যে আপনি বলেছেন, OFTEN এর উচ্চারণ অফেন। অফটেন বলা ভুল তাই কি? না। দু'টাই আসলে ঠিক। আপনার প্রথম শব্দ ALMOND এ আসি। আপনি বলেছেন, প্রথমেই আসি কাঠবাদামের কথায়, যাকে ইংরেজিতে বলে Almond (আহ্‌-মান্ড)। অনেকেই এর উচ্চারণ করে থাকেন আলমান্ড (Al-mond), যা ভুল। এখানেও আপনি একই ভুল করেছেন। আপনি যেটাকে ঠিক বলেছেন, সেটা ব্রিটিশ উচ্চারণ। আর যেটাকে ভূল বলেছেন, সেটা আমেরিকান উচ্চারণ। আদপে দু'টাই ঠিক। এবার আমি একটা উদাহরন দেই। WATER, আমাদের দেশে বলে ওয়াটার। এটাকে আপনি ভূল বলতে পারেন। আমেরিকান উচ্চারণে এটা ওয়াডর আর ব্রিটিশ উচ্চারণে উওঠা। প্রসঙ্গতঃ জানিয়ে রাখি, কোন শব্দের শেষে R থাকলে ব্রিটিশ ইংলিশে এটার উচ্চারন হয় না (সাধারনভাবে) কিন্তু আমেরিকান ইংলিশে এটা খুব স্পষ্টভাবে উচ্চারিত হয়।

সবশেষে বলি, বাংলায় ইংরেজি শব্দের শতভাগ সঠিক উচ্চারন লেখা মোটামুটি অসম্ভব। আমরা যেটা করি, কাছাকাছি একটা কিছু বলি। যেমন, জ্বালানীর ইংরেজি FUEL. এটাকে ভুলভাবে উচ্চারণ করা হয় ফুয়েল। আসলে এটা ফিউল। আবার ঠিক ফিউলও না। ফি আর উ খুব দ্রুত একসাথে উচ্চারণ করা হয়। আবার V উচ্চারণে আমাদের দেশে দুই ঠোট একসাথে লাগিয়ে ভি উচ্চারণ করা হয়। কিন্তু আসলে এটা বলতে দুই ঠোট একসাথে লাগবে না। ঠোটে ফাক থাকবে আর উচ্চারণ ভি আর ফি এর মাঝামাঝি হবে।

এমন আরও বহু ব্যাপার আছে........আর টাইপ করতে চাই না। কাজেই কোনকিছু ভূল বলার আগে আমাদেরকে বিষয়টা সম্পর্কে পরিস্কারভাবে জানতে হবে। আশা করি, আমার এই মন্তব্য অন্যভাবে নিবেন না।

১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৭

নতুন নকিব বলেছেন:



আপনার পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার অনি:শেষ আন্তরিকতাপূর্ণ এই উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা আমার পক্ষে সম্ভব নয়। অভিনন্দন এবং সালাম আপনাকে।

পোস্ট এডিট করে কিছু বিষয় ঠিক করে দিব ইনশাআল্লাহ। আসলে আরও চিন্তাভাবনার পরেই এই পোস্ট দেয়া সঠিক ছিল। যা হোক, পোস্ট যেহেতু দিয়েই বসেছি, এখন তো ড্রাফট করে নিলে সেটা ভালো দেখাবে না। আর এই পোস্ট দেয়ার পেছনেও একটি কারণ ছিল। কখনো সুযোগ হলে জানাবো আপনাকে।

অনেক অনেক কৃতজ্ঞতা। শুভকামনা সবসময়।

১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৮

নতুন নকিব বলেছেন:



আপনি দৃষ্টি আকর্ষনের পরে পোস্ট আপডেট করে দিয়েছি। আরেকটি কথা, আমেরিকান ও বৃটিশ উচ্চারণের বিষয়টি পোস্ট দেয়ার সময়ই লিঙ্ক করে দেয়া এক বা একাধিক শব্দের উচ্চারণের সাথে যুক্ত করে দেয়া হয়েছিল যা লিঙ্ক এ ক্লিক করে সেখানে গেলেই দেখতে পারার কথা। আর ইংরেজি শব্দের উচ্চারণে অনেক দেশ ও জাতির নিজস্ব ভিন্ন ভিন্ন উচ্চারণ পদ্ধতি থাকলেও আমাদের দেশে সাধারণত: আমেরিকান ও বৃটিশ উচ্চারণ পদ্ধতিই পরিচিত ও প্রচলিত বিধায় অন্যসব দেশের উচ্চারণ পদ্ধতির বিষয়ে তেমন একটা আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয় না।

আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয়তে রাখলাম ভাইজান

১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ।

সময়ের অভাবে সবসময় মন্তব্য করা না গেলেও লাইক দিয়ে হলেও আপনার নিরব উপস্থিতি প্রায় সকল পোস্টেই থাকে। দোআসহ অনি:শেষ কৃতজ্ঞতা।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমরা বাংগালীরা এমনিতেই ইংরেজীতে দূর্বল । তার সাথে সাথে উচচারনে রয়েছে আমাদের ব্যাপোক সমস্যা যেটা অনুধাবন করা যায় দেশের বাহিরে গেলে।

আর যে কিছু শব্দ আপনি বলেছেন এগুলিতে আসলেই আমার মনে হয় আমরা ভূলই করি ।

সহায়তা মূলক লেখার জন্য রইলো ধন্যবাদ এবং লেখায় +++।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: উপরের বানান গুলির কোনটাতেই সমস্যা নাই আমার, আলহামদুলিল্লাহ। তবে এখনও center না centre হবে তা নিয়ে ঝামেলায় পড়ে যাই!

৯| ১৩ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২

মনিরা সুলতানা বলেছেন: উপকারী পোষ্ট ভাইজান!

১০| ১৪ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:২২

গরল বলেছেন: সবই ঠিক আছে, শুধু Iron ও Plumber নিয়ে দ্বিমত আছে। এধরণের আরও অনেক শব্দ আছে যা আমরা ভুল উচ্চারণ করি। যেমন Schedual, Lasanga, Mojavi ইত্যাদি ইত্যাদি। তবে গুরুত্বপূর্ণ জিনিষের অবতারণা করেছেন। অনেকেই এসব বিষয়ে অবগত না।

১১| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: পোস্টে আরেকটি শব্দের উচ্চারণ যোগ করে দিতে পারেনঃ genre (অর্থঃ প্রকার, রকম, ধরণ ইত্যাদি) এর সঠিক উচ্চারণ স্বাভাবিকভাবে অনুমিত 'জেনার' নয়, জনরা

Iron ও Plumber নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। আমার মতে আপনার দেয়া উচ্চারণটা 'সঠিক' এর অনেকটা কাছাকাছি। বিদেশি শব্দের পুরোপুরি সঠিক উচ্চারণ বাংলায় লেখা প্রায় অসম্ভব।

পোস্টের জন্য ধন্যবাদ। এটা অনেকের উপকারে আসবে বলে আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.