নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মন পড়ে আছে আজও প্রিয় সেই শহরে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭

ছবি: অন্তর্জাল।

মন পড়ে আছে আজও প্রিয় সেই শহরে

প্রিয়তম রাসূলের শহর মদিনা ত্বয়্যিবাহ ছেড়ে
চলে এসেছি সেই কবে, ২০১৭ সালে,
দূর প্রাচ্যের সুজলা সুফলা সবুজের ছায়াঘেরা চির চেনা বাংলার এই গাঁয়ে,
কিন্তু মন পড়ে আছে আজও প্রিয় সেই শহরে,
প্রিয়তমের কাছে,
প্রিয় নবীজীর কাছে,
শাফিয়ে উমাম, রহমতে আলমের কাছে,
বিমুগ্ধ নয়নাভিরাম উহুদ পাহাড়ের পাদদেশে প্রশান্তিময় মদিনা নগরীতে,
যেখানে রয়েছেন দ্বীনের নবীজি,
আমার প্রাণের নবীজী,
উম্মতের দরদী কান্ডারি, দয়ার নবীজী,
শত অত্যাচার সয়েও যিনি প্রতিশোধ নেননি কোনো দিন,
দন্ত মোবারক শহীদ হওয়ার পরে,
নূরাণী আভায় পূর্ণ সুন্দরতম মস্তকে লৌহ কড়া বিদ্ধ হওয়ার পরেও
এই উহুদেরই প্রান্তে,
শত্রুর অতর্কিত আক্রমনে আহত বিধ্বস্ত অবয়বে
শত্রুদের প্রতি অভিশাপ প্রদানের আবেদনের প্রত্যুত্তরে,
যিনি সামান্য বদদোআ বা অভিশাপ পর্যন্ত দিতে অস্বীকার করেছেন,
নির্দ্বিধায় বলে দিয়েছেন, 'বুয়িসতু রহমাহ',
আমি প্রেরিতই হয়েছি করুণা হিসেবে,
হ্যাঁ, সে কারণেই তিনি রহমাতুল্লিল আলামীন,
গোটা জগতবাসীর জন্য দয়া, রহমত আর করুণারই তিনি মূর্ত প্রতীক,

তিনি শুয়ে আছেন,
মসজিদে নববীর আলোকিত মিনারের পাশে,
আয়িশাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে
রিয়াজুল জান্নার স্নিগ্ধ শান্তির মোহনীয় দ্যুতিময় পরশে,

তাঁকে ছেড়ে চলে এসেছি সেই কবে,
কিন্তু মন পড়ে আছে আজও আলোকিত মদিনার স্মৃতিময় পথে পথে,
আজও মন পড়ে আছে মদিনার পানে,
তাঁর পদপ্রান্তে ছুটে যাওয়ার জন্য উম্মুখ হয়ে আছে
আকুল ব্যাকুল, অধীর, অন্তঃপ্রাণ হৃদয়,

প্রতীক্ষার প্রহর কাটে না,
আবার কখন ছুটে যাব প্রিয়তমের শহর মদিনাতু ত্বয়্যিবায়,
অদেখা বন্ধন তাড়া দেয়,
অন্তর ত্বরা সয় না, বিরহ কাতরতা বেড়ে চলে,
রাতের নিস্তব্ধতা ভেঙ্গে কান্নার রোল ওঠে ব্যথাতুর হৃদয়ে,
স্বপ্নরা জেগে ওঠে বারেবারে,
সকল বাধা বিঘ্ন ছিন্ন করে
এই বুঝি আমি আবার হাজির হয়েছি প্রিয়তমের শহরে,
এই বুঝি আমি সালাম আরজ করে নিজেকে সপে দিয়েছি
প্রিয়তমের সান্নিধ্যে, সন্নিধানে, একান্ত সংস্পর্শে, নিবিড় ছোঁয়ায়,
এই বুঝি রওজা মুবারকের পাশে উপবিষ্ট আমি
আর আমার বিনীত বিগলিত কন্ঠে অস্ফুট ধ্বনি শব্দ করে ওঠে হঠাৎ-
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ!
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ!
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবীন!
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমাতাল্লিল আলামীন!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫০

বিষন্ন পথিক বলেছেন: চলে আসলেন কি কারনে?

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫২

জুল ভার্ন বলেছেন: ভালো লাগা এবং প্লাস।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ সুন্দর

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: আমাকে যদি বলা হয়- তুমি কোনো শহরে যাবে- আমি বিনা দ্বিধায় বলব আমস্টারডাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.