নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আমান ও আরমান ফিরে আসায় আয়নাঘরের সত্যতা আবারও প্রমানিত; গুমের শিকার সকলের অনতিবিলম্বে মুক্তি চাই

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৮

আমান ও আরমান ফিরে আসায় আয়নাঘরের সত্যতা আবারও প্রমানিত; গুমের শিকার সকলের অনতিবিলম্বে মুক্তি চাই

ছবিঃ অন্তর্জাল।

ব্রিগেডিয়ার জেনারেল (জোর পূর্বক অব্যহতিপ্রাপ্ত) আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান) দীর্ঘ আট বছর পর গতকাল ফিরে এসেছেন। এই দু'জনের জীবিত প্রত্যাবর্তনে অবশেষে গুমের মত ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের ঘটনা এত দিন ধরে যে চেপে রাখা হয়েছিল তা প্রকাশ পেল। প্রমানিত হলো আয়নাঘরের অস্তিত্ব ও বাস্তবতা। একটি রাষ্ট্র কতটা দেউলিয়াত্বের শিকার হলে রাষ্ট্র কর্তৃক এই ধরণের গুমের ঘটনা ঘটানো হতে পারে- ভাবতেও গা শিউরে ওঠে। অথচ হাসিনা এবং তার চ্যালা আসাদুজ্জামান খান কামালসহ মিথ্যাবাদীদের অনেকগুলোকেই এতটা বছর ধরে বড় বড় গলা করে বারবার বলতে শোনা যেত যে, "কাউকে গুম করা হয়নি, রাষ্ট্র কাউকে গুম করেনি, যাদের পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে তারা স্বেচ্ছায় আত্মগোপন করে সরকারের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে"। এই দু'জনের প্রত্যাবর্তনে আবারও প্রমানিত হলো, হাসিনা একজন মিথ্যাবাদী। এবং তার সাঙ্গপাঙ্গরাও।

এসব মিথ্যুকদের প্রত্যেককে বিচারের আওতায় আনা প্রয়োজন। গুমের মত ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জড়িত টপ টু বটম প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানাচ্ছি। গুমের শিকার বাকিদের অতি দ্রুততার সাথে, আজ এবং এই মুহূর্তে, এক্ষনই মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাই। অন্যথায়, কালক্ষেপনের সুযোগে গুমের শিকার অনেককে হয়তো চির দিনের মত সরিয়েও দেয়া হতে পারে, যাতে গুমের যাবতীয় প্রমান, চিহ্ন ও আলামত বিনষ্ট করে দেওয়া যায়। এমন রোমহর্ষক ঘটনাও ঘটানো হতে পারে পালিয়ে যাওয়া অপশক্তির রেখে যাওয়া কুশীলবদের দ্বারা। সুতরাং, গুমের শিকার ব্যক্তিদের দ্রুত মুক্তির বিষয়ে মানবাধিকার সংগঠনসহ সকল মহলকে সোচ্চার হওয়ার আহবান জানাই।

উল্লেখ্য যে, ২০১৬ সালের আগস্ট মাসে, তিন বিরোধীদলীয় নেতার সন্তানদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। আলোচ্য দু'জন ছাড়াও তিন জনের মধ্যে আরেকজন ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী। আমান আজমিকে তার বাসা থেকে পরিবারের সদস্যদের সামনেই তুলে নেয়া হয়েছিল। মূলতঃ তিনটি ক্ষেত্রেই একাধিক সাক্ষী থাকা সত্ত্বেও পুলিশ তাদের গুম হবার ব্যাপারে সংশ্লিষ্টতা অস্বীকার করে। জাতিসংঘ এই তিন ব্যক্তির অপহরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং শেখ হাসিনার সরকারকে দেশে ক্রমবর্ধমান গুমের ঘটনা তদন্ত করার আহ্বান জানায়। হুম্মাম কাদের চৌধুরী ২০১৭ সালের মার্চ মাসে ঘরে ফিরে আসেন এবং বলেন যে কারা তাকে গ্রেফতার করেছিল তা তিনি "মনে করতে পারছেন না"। সর্বশেষ গতকাল ফিরে এলেন আবদুল্লাহিল আমান আযমী ও আহমাদ বিন কাসেম (আরমান)। -তথ্য নেয়া হয়েছে উইকিপিডিয়া হতে।

আমরা চাই, গুমের শিকার প্রতিটি মানুষ ফিরে আসুক তাদের পরিবারের কাছে। এই কাজটি যত দ্রুত করা হবে ততই মঙ্গল। কারণ, এই ক্ষেত্রে সময়ক্ষেপনের মানে হচ্ছে, আরও কোনো মায়ের বুক খালি হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে দেয়া। গুমের শিকার আরও কোনো ব্যক্তিকে চিরদিনের তরে পৃথিবী হতে সরিয়ে দিয়ে দুর্বৃত্তদের দায়মুক্তির সুযোগ করে দেয়া। অতএব, সোচ্চার হোন, আওয়াজ তুলুন। গুমের শিকার সকলের জীবিত ফেরত আসা নিশ্চিত না হওয়া পর্যন্তু আন্দোলন অব্যহত রাখুন।

আট বছর পর ফিরলেন আমান আযমী ও আরমান

এই ব্লগ তল্লাটে শেখ হাসিনার লড়াকু সৈনিক সোনাগাজী এবং হাকা'কে এই পোস্ট উৎসর্গ করছি।

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসর্গ ঠিক আছে।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৫

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। সোনাগাজী এবং হাকা এই গুমের ঘটনাগুলো সমর্থন করেন কি না- জানতে ইচ্ছে করছে।

২| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: কত বড় জালিম সরকার ছিল। এভাবে অনেক জীবন শেষ করে দিয়েছে। আল্লাহর অসীম রহমতে গণ অভ্যুত্থান স্বাধীনতা নিয়ে এসেছে ছাত্র জনতার এই বিপ্লব পৃথিবীর ইতিহাসে স্মরণীয়। অন্তবর্তীকালীন সরকারের প্রধান শত্রু হবে গণ খুনি হাছিনার সব প্রেতাত্মা এগুলো সমূলে উৎপাটন করতে হবে। ভারতের এজেন্টদের গুডবাই জানাতে হবে।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৪

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন।

৩| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৩

আঁধারের যুবরাজ বলেছেন: ২০০৮ এ ক্ষমতায় এসেই একের পর এক মানুষকে গুম করা হয়েছে। বিশেষ করে বিপক্ষ দলের নানা পর্যায়ের নেতাদেরকে। তাদের অধিকাংশের এখনো কোনো খবর নেই। নানা সময় কেউ এই সব নিয়ে লিখলে ,ব্লগেই চিহ্নিত আওয়ামীলীগের ২/১ জন তাচ্ছিল্য করেছে না হলে অযৌক্তিক সব কথা লিখেছে।

প্রশাসনে ,সকল বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের সবাই হাসিনার লোক এখন পর্যন্ত। দেশের বিশেষ বিশেষ স্থাপনা ভাংচুর হলো ,আক্রমণ ,অগ্নিসংযোগ হলো কেউ কিছু করলো না। অথচ এই প্রশ্ন না করে গতানুগতিক কয়েকজন এখনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে যা দুঃখজনক।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৮

নতুন নকিব বলেছেন:



আমরা চাই, প্রতিটি অপরাধের বিচার হোক। তবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে গত দেড় দশকে পাহাড় প্রমান যে অব্যবস্থাপনা তৈরি করা হয়েছে, এই ঝঞ্জালের বিস্তৃত জাল ছিন্ন করে দেশটাকে গড়ে তুলতে সময় লাগবে।

ধন্যবাদ।

৪| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৬

রানার ব্লগ বলেছেন: সোব সরকারের আমলেই উহা করা হয়ে থাকে । এতে আশ্চার্য কেনো হচ্ছেন ? এটা সকল সরকারের টিকে থাকার স্ট্রাটিজি !! !

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১২

নতুন নকিব বলেছেন:



আশ্চর্য্য কেন হচ্ছি, প্রশ্ন বটে। তবে, এত পরিমান গুমের ঘটনা বাংলাদেশে ইতোপূর্বে আর কোনো সরকারের আমলে হয়েছে কি না- যদি একটু জানাতেন! শুধু বাংলাদেশে কেন? এমন শত শত গুমের ঘটনা অন্য কোনো রাষ্ট্রে ঘটেছে কি না, তাও যদি বলেন!

ধন্যবাদ।

৫| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: সোনাগাজী এবং হাকা এই গুমের ঘটনাগুলো সমর্থন করেন কি না- জানতে ইচ্ছে করছে।

গাজী ভাই সমর্থন করেন না , কিন্তু হাকা বলবে গুমের শিকার সবাই হেটে হেটে নিজে নিজে গুম হয়েছে। জ্যাক স্মিথ বলবে মানুষের স্বাধীনতা ছিল তাই পুলিশ গুম করেছে। বাউন্ডেলে বলবে সবাই বিএনপি ,জামাতের মিথ্যা প্রচার।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৫

নতুন নকিব বলেছেন:



ভালোই। একটা আগাম আইডিয়া দিলেন। ধন্যবাদ।

দেখা যাক, এই পোস্ট উনাদের চোখে পড়ে কি না এবং নিজেদের মতামত আমাদের জানার সুযোগ প্রদান করেন কি না।

৬| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি ভালো আছেন প্রিয় নকিব ভাই। পোস্টের সাথে শতভাগ সহমত পোষণ করছি ঘুমের প্রতিটি মানুষ ফিরে আসুক তাদের পরিবারের সাথে। আমি আয়না ঘরের কথা শুনে শিউরে উঠলাম। জমিদারি প্রথার সময়ে এরকম গুম ঘর থাকতো। আমি বাঁকুড়াতে এরকম গুম ঘর দেখেছি, প্রায় তিন তলা সমান উঁচু গোল পাশ দিয়ে সিঁড়ি করা আছে। অভিযুক্তকে সিঁড়ি বেয়ে তুলে ভিতরে ফেলে দেওয়া হতো। কয়েকদিন পর আকাশে চীন শকুন উড়তে দেখলে বোঝা যেতো অভিযুক্তির পরিণতি। আজ একুবিংশ শতকে এরকম গুমঘর সদৃশ্য আয়না ঘরের পরিচয় জেনে স্তমিত হলাম।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮

নতুন নকিব বলেছেন:



জ্বি ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারাও সকলেই ভালো আছেন, আশা করছি। বাঁকুড়ার সেই গুম ঘর কি এখনও আছে? দেখতে ইচ্ছে করছে। ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে?

অনেক দিন পরে আপনাকে পেয়ে খুবই ভালো লাগলো। শুভকামনা।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৩

নতুন নকিব বলেছেন:



জ্বি, পদাতিক ভাই, ইউটিউবে দেখলাম অনেক ভিডিও আছে। একটির লিঙ্ক- বিষ্ণুপুরে মল্লরাজার গুমঘর ?

৭| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২২

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আশ্চর্য্য কেন হচ্ছি, প্রশ্ন বটে। তবে, এত পরিমান গুমের ঘটনা বাংলাদেশে ইতোপূর্বে আর কোনো সরকারের আমলে হয়েছে কি না- যদি একটু জানাতেন! শুধু বাংলাদেশে কেন? এমন শত শত গুমের ঘটনা অন্য কোনো রাষ্ট্রে ঘটেছে কি না, তাও যদি বলেন!

ধন্যবাদ।



আমি ব্যক্তিগত ভাবে এই সব গুম টুম এর সম্পুর্ন বিরোধী । তারপরেও আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি । পূর্ববর্তি জিয়া এরশাদ খালেদা এবং হাসিনার আমলের পেপার গুলো খুলে দেখবেন ।

সিরিয়া লেবানন ইরাক ইরানে এমন ঘটন আনেক ঘটেছে । পত্রিকা ঘাটুন পেয়ে যাবেন ।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩২

নতুন নকিব বলেছেন:



পুনরায় মন্তব্যে আসায় ধন্যবাদ। তর্কে যেতে চাচ্ছি না বলে এই নিয়ে আর কথা বাড়াতেও চাই না। আপনি ব্যক্তিগতভাবে গুম অপছন্দ করেন জেনে ভালো লাগলো।

শুভকামনা জানবেন।

৮| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪২

করুণাধারা বলেছেন: পোস্টে প্লাস।

আপনার উৎসর্গ করাটা পছন্দ হয়েছে। দেখা যাক গুম করার স্বপক্ষে সোনাগাজী এবং হাকা কি কি যুক্তি প্রদর্শন করেন। B-)

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৫

নতুন নকিব বলেছেন:



দেখা যাক গুম করার স্বপক্ষে সোনাগাজী এবং হাকা কি কি যুক্তি প্রদর্শন করেন। B-)

-আমারও তাই দেখার আগ্রহ।

উৎসর্গ আপনার পছন্দ হওয়ায় প্রীত। পোস্টে প্লাস দেওয়ায় কৃতজ্ঞতা।

শুভকামনা জানবেন।

৯| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৯

দি এমপেরর বলেছেন: অন্য সরকারও যেহেতু কিছু কিছু করেছে তাই এ সরকারের করা সব অপরাধ সেসবের সাথে কাটাকাটি হয়ে গেছে।
যারা এক অন্যায়কে অন্য অন্যায় দ্বারা জাস্টিফাই করতে চায় তারাই এ দেশের সবচেয়ে ভালো, সৎ, দেশপ্রেমিক আর খাঁটি নাগরিক। সে হিসেবে এসব নাগরিককে পুরস্কৃত করা উচিত। কী বলেন?

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



এসব কথা ভ্যালুলেস। তারা এগুলো বলে বলে অহেতুক তর্ক করতে পারবে বড় জোর।

আমরা গুমের শিকার সকল ব্যক্তিদের ফেরত চাই।

ধন্যবাদ।

১০| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩১

ভুয়া মফিজ বলেছেন: আয়নাঘর বড় ভয়ানক জায়গা।

মনে করেন, ট্রাম্প নিউইয়র্কে একটা আয়নাঘর বানিয়েছে আর হাকা এবং সোগা কিছুদিন সেখানে প্যাদানী খেয়ে এসে তাদের অভিজ্ঞতা ব্লগে বর্ণনা করছে!! দারুন না? চিন্তা করেই বিলানন্দ অনুভব করছি!!!! =p~

০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪১

নতুন নকিব বলেছেন:



'বিলানন্দ' মানে কি 'বিপুল আনন্দ'?

আপনি পারেনও!

ঠিকই বলেছেন, আয়নাঘর বড় ভয়ানক জায়গা।

১১| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪১

আহলান বলেছেন: পুরো বাংলাদেশটাই এক অর্থে আয়না ঘর ছিলো ... তবে এখন সবার অভিজ্ঞতা জানা যাচ্ছে !

০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৪

নতুন নকিব বলেছেন:



আমার অনেক লেখা জমিয়ে রাখতে হয়েছে। প্রকাশ করতে পারিনি। পর্যায়ক্রমে হয়তো সেসব লেখা আলোর মুখ দেখবে এখন। আমরা অব্যহত হুমকির মুখে ছিলাম। গোটা জাতিই ছিল।

আপনি সঠিক বলেছেন, পুরো বাংলাদেশটাই এক অর্থে আয়না ঘর ছিলো ...

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.