নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

এইসব দিনরাত্রি

২৭ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৪

এইসব দিনরাত্রি

ছবি, অন্তর্জাল থেকে সংগৃহিত।

এইসব দিনরাত্রি—
গ্রামের নিস্তব্ধ আকাশে ভেসে থাকা ধোঁয়াটে রোদ,
আলখেতের দুবলা ঘাসে সময়ের পদচিহ্ন—
যেখানে প্রতিটি হাওয়ায় বাজে এক অদৃশ্য বাঁশির সুর।
আমরা হাঁটি, থামি, আবার হাঁটি—
ভেবে দেখি না, এই মাটিও একদিন
আমাদের পদচিহ্ন মুছে ফেলবে নিঃশব্দে।

ধানের শীষে লেগে থাকা সোনালি আলোর কণা
আসলে আমাদেরই স্মৃতির প্রতিফলন—
যা ঝরে পড়ে প্রতিদিন, তবু টিকে থাকে অনুভূতিতে।
প্রভাত আসে, শিশিরে ভেজে পৃথিবী,
নদীর বাঁকে ঝিলমিল আলো, পাখির ডানায় ক্ষয়িষ্ণু সময়—
সবই যেন এক অনন্ত পুনর্জন্মের প্রতীক।

আর কতটা প্রভাত দেখব, কে জানে—
প্রতিটি প্রভাত তো একেকটি নতুন জন্ম,
আর প্রতিটি রাত, নীরব মৃত্যুর মতো।
সুবহি সাদিক, মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে স্মরণ—
সব সূচনা একদিন ফুরিয়ে যায়,
সব ফেরা একদিন ফিরে আসে শূন্যতায়।

আর কতটা লেখা যাবে—
এই মাটির গন্ধ, এই পুকুরের জল, এই নরম আকাশের নিচে—
শব্দেরা তো কেবল একেকটি নিশ্বাস,
যা লিখে রাখে ক্ষণস্থায়ী জীবনের অমর ব্যাখ্যা।
যতদিন হৃদয়ে রক্ত বইবে,
যতদিন চোখে থাকবে আলো,
ততদিন প্রতিটি স্মৃতি হয়ে থাকবে জীবনের দেয়ালিকার পৃষ্ঠা।

একদিন থেমে যাবে পথচলা,
চলার ছন্দ হারিয়ে যাবে সময়ের স্রোতে।
তবু প্রকৃতি—
তার সবুজ ছায়া, বৃষ্টির গন্ধ, চাঁদের আলপনা—
সবই শ্বাস নেয় আমাদের মধ্যেই,
আমাদের নিঃশ্বাসে থাকে তার অনন্ত প্রকাশ।

কারণ, জীবন আসলে মৃত্যুর বিপরীত নয়,
বরং এক দীর্ঘ যাত্রা—
যেখানে প্রতিটি সূর্যাস্ত শেখায় পুনর্জন্মের প্রতিশ্রুতি।
এইসব দিনরাত্রি তাই কেবল সময় নয়,
এ এক নীরব স্রোত—
যেখানে স্মৃতি, ভালোবাসা আর নশ্বরতার তীরে
আমরা রেখে যাই আমাদের অস্তিত্বের ছায়া।

আর সেই ছায়াটাই—
হয়ে থাকে এক অসমাপ্ত কবিতা,
যা চিরকাল লেখা থাকে অদৃশ্য এক মায়াবি আলোয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৬

জুন বলেছেন: নতুন নকিব যে এত সুন্দর কবিতা লিখতে পারে আমার জানাই ছিল না। প্রথম ভালোলাগা রইলো।

২৭ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৩

নতুন নকিব বলেছেন:



প্রথম ভালোলাগা এবং প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কবিতা আসলে লেখা হয়ে ওঠে না। জটিল কুটিল জীবন সংসার প্রতিভা, কবিত্ব, কাব্যকথা—সব কিছুই কেড়ে নিচ্ছে।

২| ২৭ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

জেনারেশন একাত্তর বলেছেন:



কোরান বলে:

الشعراء الذين يتحدثون بالهراء أو الكذب أو يروّجون للفجور يُنتَقَدون.
Poets speak nonsense, lies, or promote immorality are criticized.

২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০০

নতুন নকিব বলেছেন:



"কুরআন বলে" -এই কথার মানে কী? আপনি যে আরবি টেক্সট লিখেছেন, এটা কি কুরআনের আয়াত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.