নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মত প্রকাশের স্বাধীনতা আর অপব্যাখা প্রচার এক কথা নয়।

আমার ফিলসফি খুব সিম্পল, ভালবাসো, ভালবাসা ফেরত পাবে। তবে হা, ফেরত পাবার আশায় আবার হিসেব করে ভালবাসতে যেও না।

আমি নওশাদ খান

সবার ভীরে মিশি আমি তবু যেন মিশি না, নিজের মাঝে জানি আমি সাধারণ এক অসাধারণ।

আমি নওশাদ খান › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৯

দিবস রজনী ব্যাপিয়া হৃদয়ও মম ছুটিয়া যায়,

তব পানে, মধুর তানে, অবগাহনের আকুল আশায়।



ধরণী জুড়িয়া সকল পানে সে ধায় তব ছায়া

অবসর নাহি সে চায়, ধূলায় লুটায়ে সকল বাসনা।



এপার যমুনা ছাড়িয়া ওপার দুনিয়া,

এক দিকও নাহি বাদ যেথায় সে খোঁজেনা।



চারিধার খুঁজিয়া পরেও সে পায়না তবু তব দেখা,

প্রতিক্ষণ সারাবেলা জানে শুধু গ্লানি ময় বিষ যাতনা।



আখি জোড়া তব কাড়িয়া লইয়াছিল মোর সে অসাড় নিদ্রা

বারেবার লক্ষবার আমি ভালবাসিয়াছি সে আর্দ্র ভালবাসার ব্যাথা।



আজি তাই প্রশ্ন তবে তোমা সমীপে মোর,

ভালবাসার দায় কি শুধুই এ দিশেহারা হৃদয়ের ওপর ?

----------------------

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ রাত ১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল +++ শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.