![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার ভীরে মিশি আমি তবু যেন মিশি না, নিজের মাঝে জানি আমি সাধারণ এক অসাধারণ।
লাল গোলাপ বা শাটিনে মোড়ানো হৃদয় না
আমি তোমাকে দেই সাধারণ একটা পেঁয়াজ ,
লালচে বাদামি প্যাকে যেন আস্ত একগোলা চাঁদ ,
টগবগে গাঢ় রক্তমাংসের ভালবাসার
গভীরতার মতোই
এটাও কথা দেয়, নতুন আলো আসবে।
এখানে।
অভিমানী প্রেমিকার মতোই
আবেগী ঝাঁঝে ঝাপসাটে করে দেবে চোখ।
তোমার প্রতিচ্ছায়া হবে কেঁপে কেঁপে
ওঠা ঘোলাটে এক বিষাদমাখা
ছবি।
আমি সত্যিই সত্যি বলছি অথবা চেষ্টা করছি।
কিউট কোনো কার্ড বা পাখাওয়ালা চুমোচিঠি না।
আমি তোমাকে দেই অতি সাধারণ একটা পেঁয়াজ।
যার প্রচন্ড চুম্বনের স্বাদ তোমার ঠোঁটে গেঁথে যাবে।
যেমন আমরা গেঁথে আছি,
যত দিন বেঁচে,
অটল আর অধিকারলোভী দুজন।
নিয়ে নাও।
এর হীরেরাঙ্গা খোলগুলো মিশে একি, আমাদের বিয়ের আংটি যেন!
যদি তুমি চাও।
প্রাণ শিকারি।
এর সুবাস তোমার কোমল আঙ্গুলে লেগে যাবে,
জড়িয়ে যাবে তোমার ছোরার হাতলে।
©somewhere in net ltd.