![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র। ১৯৬১ সালে সত্যজিৎ রায় এই চরিত্রটি সৃষ্টি করেন। প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু প্রোফেসর শঙ্কু নামেই সমধিক পরিচিত। তিনি একজন বৈজ্ঞানিক ও আবিষ্কারক। তাঁর বিশেষত্ব হল, মূলত পদার্থবিজ্ঞানী হলেও বিজ্ঞানের সকল শাখায় তাঁর অবাধ গতি; তিনি ৬৯টি ভাষা জানেন ও হায়ারোগ্লিফিক পড়তে পারেন; এবং বিশ্বের সকল দেশের ভৌগোলিক অবস্থান, ধর্ম, সামাজিক রীতিনীতি ও বিশ্বসাহিত্য বিষয়ে তাঁর সম্যক ধারণা আছে।প্রোফেসর শঙ্কু তীক্ষ্ণবুদ্ধি, নির্লোভ, সৎ ও স্বদেশপ্রেমিক; ভারতের সনাতন ঐতিহ্যসম্পর্কে তিনি শ্রদ্ধাবান এবং একই সঙ্গে শ্রদ্ধা করেন সমগ্র বিশ্বের প্রাচীন সাহিত্য ও শিল্পকেও।
সত্যজিৎ রায় প্রোফেসর শঙ্কু সিরিজে মোট ৩৮টি সম্পূর্ণ ও ২টি অসম্পূর্ণ গল্প লিখেছেন। এই সিরিজের প্রথম গল্প ব্যোমযাত্রীর ডায়রি ১৯৬১ সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। এই গল্পটি হালকা চালে লেখা এবং এটি লেখার সময় লেখক প্রোফেসর শঙ্কু চরিত্রটি নিয়ে সিরিজ করার কথা ভাবেননি। ১৯৬৪ সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত দ্বিতীয় শঙ্কু-কাহিনি প্রোফেসর শঙ্কু ও হাড় থেকে যথাযথভাবে শঙ্কু সিরিজের সূচনা হয়।১৯৬৫ সালে প্রকাশিত প্রোফেসর শঙ্কু শঙ্কু সিরিজের প্রথম গল্পগ্রন্থ। ১৯৬৫ থেকে ১৯৯৫ সালের মধ্যে শঙ্কু সিরিজের মোট আটটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়। পরবর্তীকালে শঙ্কুসমগ্র গ্রন্থে এই সিরিজের সকল গল্প সংকলিত হয়।
শঙ্কু সিরিজের গল্পগুলি প্রোফেসর শঙ্কুর জবানিতে দিনলিপির আকারে লিখিত। গল্পগুলির পটভূমি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রোফেসর শঙ্কুর নিবাস তদনীন্তন বিহারের (অধুনা ঝাড়খণ্ড) গিরিডি শহরে।বাড়িতে তাঁর সর্বক্ষণের সঙ্গী নিউটন নামে ২৪ বছরের একটি পোষা বিড়াল ও তাঁর চাকর প্রহ্লাদ। বিশ্বের নানান দেশের বিজ্ঞানীরা তাঁর বন্ধু, তাদের মধ্যে বহুবার উল্লিখিত হয়েছে স্ক্রোল ও সন্ডার্সের নাম। প্রতিবেশী অবিনাশ চট্টোপাধ্যায় ও হিতাকাঙ্ক্ষী নকুড়বাবু তাঁর কোনো কোনো অভিযানে সঙ্গী হয়েছেন। সমগ্র শঙ্কু সিরিজে প্রোফেসর শঙ্কুর ৭২টি বৈজ্ঞানিক আবিষ্কারের কথা জানা যায়। সত্যজিৎ রায় একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রোফেসর শঙ্কু চরিত্রটি সৃষ্টির পিছনে প্রধান প্রেরণা ছিল তাঁর পিতা সুকুমার রায়ের গল্প হেসোরাম হুঁশিয়ারের ডায়রি।অন্যমতে, এই চরিত্রে সুকুমার রায়ের 'নিধিরাম পাটকেল' চরিত্রটির ছায়াও বর্তমান।
শঙ্কু এর বই এর তালিকা:
১)ব্যোমযাত্রীর ডায়রি
২)প্রোফেসর শঙ্কু ও হাড়
৩)প্রোফেসর শঙ্কু ও ম্যাকাও
৪)প্রোফেসর শঙ্কু ও ঈজিপ্সীয় আতঙ্ক
৫)প্রোফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল
৬)প্রোফেসর শঙ্কু ও গোলক-রহস্য
৭)প্রোফেসর শঙ্কু ও চী-চিং
৮) শঙ্কু ও খোকা
৯)প্রোফেসর শঙ্কু ও ভূত
১০)প্রোফেসর শঙ্কু ও রোবু
১১)প্রোফেসর শঙ্কু ও কোচাবাম্বার গুহা
১২)প্রোফেসর শঙ্কু ও রক্তমৎস্য রহস্য
১৩)প্রোফেসর শঙ্কু ও গোরিলা
১৪)প্রোফেসর শঙ্কু ও বাগদাদের বাক্স
১৫)আশ্চর্য প্রাণী
১৬)স্বপ্নদ্বীপ
১৭)মরুরহস্য
১৮)কর্ভাস
১৯)ডঃ শেরিং-এর স্মরণশক্তি
২০)মানরো দ্বীপের রহস্য
২১)কম্পু
২২)একশৃঙ্গ অভিযান
২৩)মহাকাশের দূত
২৪)শঙ্কুর কঙ্গো অভিযান
২৫)নকুড়বাবু ও এল ডোরাডো
২৬)প্রোফেসর শঙ্কু ও ইউ. এফ. ও
২৭)আশ্চর্জন্তু
২৮)শঙ্কু ও আদিম মানুষ
২৯)শঙ্কুর পরলোকচর্চা
৩০)প্রোফেসর রণ্ডির টাইম মেশিন
৩১)নেফ্রুদেৎ-এর সমাধি
৩২)ডাঃ দানিয়েলের আবিষ্কার
৩৩)শঙ্কু ও ফ্রাঙ্কেনস্টাইন
৩৪)ডন ক্রিস্টোবাল্ডির ভবিষ্যৎবাণী
৩৫)স্বর্ণপর্ণী
৩৬)শঙ্কুর শনির দশা
৩৭)শঙ্কুর সুবর্ণ সুযোগ
৩৮)হিপ্নোজেন
অসম্পূর্ণ গল্পসমূহ:
১)ইনটেলেকট্রন (অসম্পূর্ণ)
২)ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা (অসম্পূর্ণ)
২| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:৫৪
নাঈম আশফাক বলেছেন: ধন্যবা...সেতু ভাই
৩| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:২৫
তারেক_মাহমুদ বলেছেন: জেনে ভাল লাগলো।
২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৯
নাঈম আশফাক বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে জানাতে পেরেছি
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৮ রাত ২:০২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: তথ্যবহুল সুন্দর পোষ্ট