নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধুই আমি,শুরু দেখেনি হয়ত শেষও দেখা হবে না

নাঈম আশফাক

Facebook: Nayeem Ashfaq

নাঈম আশফাক › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছেদনামা

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮


কলুষিত সমাজে আজ এতো বিচ্ছেদ যে অবাক হওয়ারও সময় পায় না। বিচ্ছেদপত্রে সাক্ষর করা কলম গুলো মনে হয় এ্যান্টি-শেক হয়,সাক্ষর করার সময় হাত একটুও কাঁপে না।আমি ওই কলমের ব্যবচ্ছেদ করে দেখব ভাবছি।
.
সমাজের বড় বিচ্ছেদ গুলো,আধুনিক পরিবারেই বেশি দেখা যায়। কারন দাদা বা দাদী কখনই তাদের সময় কেউ বৃদ্ধাশ্রমে থাকার গল্প বলতে পারেনি,কিন্তু আমরা পারি!!!
.
তাদের সময়কার গল্পে শুনতাম,কান্ত বাসরঘরেই কান্তার মুখ দেখত প্রথম।কিন্তু তবুও তাদের সম্পর্কগুলো যুগ যুগ টিকে থেকেছে কিন্তু আজ আমরা ৩-৪ মাস পরই হাঁপিয়ে উঠছি,সাথে থাকার প্রতিজ্ঞা রাখতে হিমসিম খাচ্ছি।সমাজের দোষ দিয়ে কি লাভ? সমাজে তো আমরাই বাস করি।আমরা যেমন চাইব সমাজ তেমনই হবে,সমাজ যেমন চাইবে তেমন আমার হবো এটা নিশ্চয় কাজের কথা নয়।
.
সম্পর্কে বিচ্ছেদ ঘটে ঠিকই কিন্তু দেখা যায়,এটাতে দুইজনের কারো না কারো একটু অমত ছিল তবুও সে বলতে পারে না কারন সাথে সুখ পায়নি তাই তো চলে যাচ্ছে আটকে রাখার অধিকার নেই।
দুইজনের কোনো একজন বিষন্নতার সম্মুখীন হবেই,তারা শুনি বেঁচে থাকে "আত্মহত্যা মহাপাপ" এই নীতিবাক্যে।
.
যাকে নিয়ে হাজার বসন্ত পার করার কথা বলেছি,জোছনাবিলাস বা কাশফুল দেখতে যাওয়ার স্বপ্ন বুঁনেছি কিন্তু একদিন এসবও ভাবতে আর ভালো লাগবে না তখন জোছনা টাও বিরক্তিকর লাগবে,কাশফুল ফ্যাকাসে লাগবে।কি অদ্ভুত না!! যার হাতে রেশমি চুড়ি খুবই পছন্দ ছিল,একটা সময় হাতটা ধরতেই কেমন জানি বিব্রতভাব আসবে।তখন বিচ্ছেদ শুরু হয়!!প্রথমে মনে,তারপর তো কাগজেকলমে।
.
যে বাবা ছোট বেলায় আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে,যে মা দশ মাসের বেশি নিজের মধ্যে আঁগলিয়ে রেখেছিল তাদের সাথে বিচ্ছেদ ঘটছে আজকের এই কলুষিত সমাজে।কি অদ্ভুত না!!
.
.
প্রিয়র সাথে তোলা বিভিন্ন পোজে তোলা সেলফি বা ছবি গুলা মনে হবে ফাউ জায়গা খাচ্ছে,ডিলিট হয়ে যাবে ভাবান্তরেই।কি অদ্ভুত আমরা তাই না!!
.
আসলে সমস্যা আমার আর আপনার মাঝেই,ভালবাসা কখনই শেষ হয় না।প্রতিনিয়ত ভালবাসা উন্মোচিত করতে শিখতে হয়,নতুন করে ভালবাসতে শিখতে হয়।পুরাতন প্রিয়র মাঝে নতুনত্ব খুঁজতে হয়।আগে সে তার নিজের পছন্দের পারফিউম ব্যবহার করত,আজকাল আপনার পছন্দের পারফিউম ব্যবহার করছে।এই ছোট্ট একটা বিষয়েও যে অসীম ভালবাসার উপন্যাস আসে সেটা পড়তে হয়।
তবেই না আপনি সামনের মানুষটার কাছ থেকে ভালবাসা প্রত্যাশা করবেন? প্রত্যাশা সাথে সাথে প্রাপ্তি মেলে না,তারজন্য নিছক ভালবাসা আর সাধনা প্রয়োজন হয়।

লেখক:নাঈম আশফাক

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

নাঈম আশফাক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার সাধুবাদ এর জন্য ভাইয়া

২| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

ফেনা বলেছেন: অনেক চমতকার লিখা।
ভাল লাগা রেখে গেলাম।

শুভকামন আপনার জন্য। আর এই সমাজের জন্য রইল দোয়া। এছাড়া ত এই সমাজকে আমার আর দিবার কিছুই নেই।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

নাঈম আশফাক বলেছেন: তা যা বলেছেন ভাই,এখানে আজকাল নিরব দর্শকের চরিত্র পালন করছি

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

মাহমুদুর রহমান বলেছেন: মূল্যবোধের চরম অবক্ষয়ে সমাজ আজ থরথর করে কাঁপছে।ভেঙ্গে যাচ্ছে সোনার সংসারগুলো।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

নাঈম আশফাক বলেছেন: এই মূল্যবোধ কিন্তু সেই বাবা মা থেকেই আসে

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১১

কানিজ রিনা বলেছেন: আমাদের পুরুষ শাসীত সমাজে বেশীর ভাগ
পুরুষেরা সেচ্ছাচারী, মেয়েরা সন্তানের মুখের
দিকে তাকিয়ে সেই সেচ্ছাচারীতা মেনে নেয়
নিতো বা এখনও মেনে নেয় যারা মেনে নেয়
তারা হয় সম্মানের কথা সন্তানের ভবিষ্যৎ
চিন্তা করে। তবে সমাজে আজকাল পরিবর্তন
এসেছে। কর্মঠো চাকুরীজীবি নারীরা আজকাল
পরুষের সেচ্ছাচারীতা মানতে নারাজ। বিশেষ
করে শ্রমীক নারীরা আমি অনেক গার্মেন্স
শ্রমীক নারীদের দেখেছি তারা বেশ সন্তান
মা বাবা নিয়ে কর্ম করে খাচ্ছে। স্বামী
ব্যক্তি হয়ত অন্য কোথাও আস্তানা করেছে।
তবে তবে আমাদের এসমাজে নারীর প্রতি
পারিবারিক ভাবে আঙুল তোলা হয় পুরুষের
সে বিষয়ে কিছু আছে বলে মনে হয়না।
একটা মেয়ে যদি স্বামী সন্তান রেখে পরোকীয়ায় জড়ায় আঙুল উঠে নারীর
উপর। অথচ পুরুষ ছলেবলে কৌশলে
অন্যের ঘরের বউকে বেড় করার পাতা ফাঁদ
পাতে সে বেলায় আঙুল উঠেনা বললেই
চলে।
আজকাল মানুষ বাবা মাকে স্বার্থের কাছে
অবহেলা করতে দ্বিধা করেনা। তারা পরিবার
থেকে ন্যায় শৃংখ্যলা শিখে বলে মনে হয়না।
সার্থ মানুষকে এত অন্ধত্ব বরনে দ্বিধাম্বিত
মানুষীকতা রাস পেয়েছে। বৃদ্ধাশ্রম গুল
আধুনিকায়নে সরকার ও সমাজের বিবেকবান
মানুষেরা এগিয়ে আসলে হয়ত বৃদ্ধ বৃদ্ধারা
দুঃখ দুর্দশা কিছুটা রেহায় পেত। ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

নাঈম আশফাক বলেছেন: সমাজ পরিবর্তনশীল
জীবন কখনই স্থির নয়
পরিবর্তনের সাথে পরিস্থিতি,পরিবেশ পাল্টায়
বৃদ্ধাশ্রম এর আধুনিকায়ন,বরং বৃদ্ধাশ্রম সমাজ থেকে তুলে দেওয়া যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.