![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই মহান ব্যক্তিরা, আজ যাদের নিয়ে মুসলিম বিশ্ব গলা ফাটিয়ে চিৎকার করে। ভক্তিতে গদগদ করে উচ্চারণ সেই মহান মনিষীদের নাম তাদের অবস্থা তখন কি ছিল? কবি বাসার ইবনে বাদ, মনসুর হাল্লাজ এর লাশ রাস্তায় কুকুর দিয়ে খাওয়ানো হয়। তাদের কপালে জানাজা তো দূরের কথা মাটি চাপাও জোটে নি। কবি হাফিজ, যাকে নিয়ে এত মাতামাতি তার জানাজা জুটল না, কবরে গেলেন নীরবে। আজ তাদের কবিতা পড়ে আমোদিত হয় উচ্চস্তরের ধর্মীয় শিক্ষার্থীরা। গ্রীক ইউনানি চিকিৎসা পদ্ধতি গ্রহণ ও সফল প্রয়োগের জন্য লাঞ্ছিত হতে হয় ইবনে-সিনাকে। বেদাত বলে আখ্যা পেলেন। কাফের আখ্যা দিয়ে বিতাড়িত করেন। অপমানিত হয়ে মৃত্যুভয়ে ইবনে সিনা, আভে-রুশ, আভেপকম্পা, আল-কান্দি ইউরোপে পালিয়ে পৃথিবীর জন্য সৃষ্টি করে গেলেন। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, যার গজল ছাড়া জলসা শুরু হয় না তাকে কাফের বলে আখ্যা দেওয়া হয়েছিল। কেন তবে আজ তারা পূজিত ?
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
নিজাম বলেছেন: সত্যিই দুর্ভাগ্যজনক।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
নাইম আকন বলেছেন: ধন্যবাদ এরিক ফ্লেমিং। আক্ষরিক অর্থে পূজা করার কথা বলা হয়নি। বেদিতে "পুষ্পাঞ্জলি" আর্পণ করা কী পূজা না? অভিধান ও হিন্দু ধর্মমতে এটা শুধু দেবতাকে নিবদনের জন্য ফুল। শব্দের অনিচ্ছাকৃত ভুল প্রয়োগের জন্য দু:খিত। আর আপনাকে ধন্যবাদ।
৪| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৩
Tania Farazee বলেছেন: আমরা আমাদেরকে মূর্খতার জাল থেকে বের করতে পারিনা। নিজেদেরকে অনেক বড় মনে করি..,,,,,কিন্তু বস্তুত দেখা যায় আমদের জ্ঞান, বুদ্ধি কুকুর, বিড়ালের চেয়েও কম,,,,,,,অপরিসীম ক্ষতি সাধিত হওয়ার পর আমরা এই হিসেবগুলো প্রত্যক্ষে পাই,,,,,,এটাই আমার ব্যথা,,,,,,,,বিজ্ঞানী ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল,,,কারণ তিনি বলেছিলেন যে, ''সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরেনা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে",,,,,,আজ একটি শিশুও এই কথাটি জানে,,,, কাকে আমরা হত্যা করেছিলাম ,,,,,,,আজও কি আমরা বুঝতে পারছি?
৫| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল বিষয় উপস্থাপন করেছেন।
৬| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:১৪
খরতাপ বলেছেন: নিজ দেশে আমাদের নবী (সঃ) কি কম লাঞ্ছিত হয়েছিলেন? অথচ যে বিপ্লবের পথ তিনি দেখিয়েছিলেন, তার ধারাবাহিকতা এখনও অক্ষুণ্ণ আছে। ক্ষমতা যাদের হাতে, অন্যায় তারা করবেই। কিন্তু মানুষকে হতে হবে সচেতন।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮
এরিক ফ্লেমিং বলেছেন: শ্রদ্ধা করা স্মরন করা কৃত কাজের জন্য কৃতজ্ঞ হওয়া অার পূজা করা কি এক বিষয়? কে পূজা করে কোথায় পূজা করে? পূজা মানে কি? স্বার্থবাদী শোষকশ্রেনী সব যুগেই মানুষের কল্যানে যারাই চিন্তা করেছে কাজ করেছে তাদের সহ্য করতে পারেনি। এখনো পারে না। কিন্তু পৃথিবী সেই লাঞ্চিত মানুষ গুলোকেই মনে রেখেছে যারা লাঞ্চনা করেছে তাদের নয়।
অাপনি বেছে বেছে কয়েকজনের কথা বললেন কিন্তু এমন লাঞ্চিত মানুষের সংখ্যা কম নয় যারা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। যুগে যেগে সুবিধাবাদীশ্রেনী এদের নিন্দা করবে কিন্তু তাদের অর্জন সমুজ্জ্বল থাকবে।