![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশটা কি মগের মুল্লুক হয়ে গেল নাটি? যে যা খুশি তাই করে যাচ্ছ। প্রশাষন এতো উদাস কেন? প্রশাষনের কি কোন দায় দায়িত্ব নেই? যে দেশের নদী -জলে ইলিশ জন্মে সে দেশের মানুষ ইলিশ খেতে পারে না- সেটা তো হতে দেওয়া যায় না। বাজারের ব্যবসায়ীরা সকল কিছুর দাম ইচ্ছা মতো বাড়াচ্ছে। এটা তো শেষ হওয়া দরকার আর কতো? আমারা দেশের ১৬ কোটি জনগন একন্তত ১টি কররে ইলিশ খেতে চায়। দেশের জনগন যদি এই জাতীয় মাছ খেতে না পারে তবে তা বিদেশে পাঠানো যাবে না।
আগে দেশ পড়ে বিদেশ। একটি ইলিশের দাম কত হতে পাড়ে? ২১০০০ বা ২৫,০০০ টাকা একটি মাছের দাম? এটা কি সহ্য্ করা যায়?
বাজারে আগুন না ক্রেতা বিক্রেতার মুখে আগুন।
২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭
ঢাকাবাসী বলেছেন: কি আর করা দেশের উন্নয়নের জন্য এটুকু স্যাক্রিফাইস না করৈ যাবেন কৈ।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮
অর্বাচীন পথিক বলেছেন: আমার মনে হয় আপনি বাজার করেন অনলাইনে আর নয় অনলাইন নিউজ পেপারে।
আমি ও তো ১লা বৈশাখের আগে ইলিশ কিনলাম ৮০০্+ গ্রাম এর ইলিশ ৪টা। দাম নিলো ৮৬০ টাকা। আর স্বপ্নের ১২ তারিখে দেখে আসলাম ১ কেজি বেশি ইলিশ গুলো ১২৭০ টাকা।
তাহলে ?
কাঁদা-পানি মেখে বাজার করুন দাম কম পাবেন। ধন্যবাদ।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ইলিসের দাম চরা হয় শুধু প্রহেলা বৈশাখে আয়োজন কে কেন্দ্র করে । আর বাকী সময় দাম সীাতিল থাকে । তবে আমাদের দেশে চাহিদা না মিটেয়ে বিদেশে রপতানি করা যাবেনা এটা নিয়ে কথা বলার দরকার।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
না না মগের মুল্লুক হবে কেন? এটা হাসিনার মুল্লুক!
দেশের উন্নয়ন হচ্ছে না? আর উন্নয় মানে বোঝেনতো.. বেশি আয়.. আর বেশী আয় হলে ভ্যায়তো একটু বাড়বেই
১৬-১৮ লাখ কর্শচারী বশে রাখতে ১০০% বেতন বাগিয়ে ১৫ কোটি ৭৪-৭৮ লাখের জীবন যাপন হুমকির মূখে! তাদের তো বেতন বাড়েনি আয় বাড়েনি!! তাতে কি? সরকারতো নিশ্চিন্তে আছে! কর্মচারীদের থেকে আন্দোলনের ভয়হীন!!!!
ইলিশের ছবি দেখূন। বাজারে ঘ্রান নিন - আর চেতনার জন্য কিছূ ত্যাগ করেছেন ভেবে সন্তুষ্ট থাকুন। জয় বাংলা!