![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন বা এই সকল হয়ে যাচ্ছে দিনের পর দিন ।মাসের পর মাস ।মন ভালো নেই আজ আমার প্রতি দিন যা দেখি বা শুনি তাতে আমার মনে হয় কারো মন ভালো থাকার কথা নয়।আমাদের সোনার বাংলা তো একটাই এখানে আমরা মুসলমান .হিন্দু .খ্রিষট্রান.বৌধ একই দেশে বাস করি ।পদ্মা.মেঘনা.যমুনা যদি তোমার আমার ঠিকারনা তাহলে কেন এতো হত্যা খুন এতো রক্ত ঝড়ছে এখনো কি যুদ্ব শেষ হয়নি মেয়েদের উপর অত্যাচার ধষণ করে হত্যা কানে আর শুনতে পারেনা কানও না বলে খারাব আর শুনবেনা ।কোন বিচার নেই আইনের শাষন নেই।সরিষার তেল দিয়ে প্রশাসন চোখে ঘুমাচ্ছে।আমাদের কি ভালো ভাবে বাচাঁর অধিকার টুকু নেই এই দেশে।যারা খুন হচ্ছে সুধু তাদের পরিবারই যানেন দুঃখ জ্বালা ব্যাথা কষ্ট কোন দিনই ভুলবার নয় ।তাদের পরিবার ধ্বংস হয়ে গেল।নাই বা থাকলো রক্তের সম্পক তাতে কি যারা মারা গিয়েছেন তারা আমরা সকলেই একই মান চিএের বাসীন্দা ।আমাদের একই দেশ একই আমাদের ভাষা ।একই রক্তের রং।তাই চোখের কনে পানি আসে ।কেন প্রতি দিন খুন হচ্ছে ।কেন এতো কান্না ।আর কত রক্ত হলে ঐ সকল নোংরা কাজ বন্দ হবে।দয়া করে বন্দ কর খুন হত্যা মেয়ে ধর্ষণ ।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭
রায়হানুল এফ রাজ বলেছেন: আমাদের বিবেকের উপর ময়লা জমেছে।