নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২১ মানে মাথা উচু করে দাড়ানো।

নাজমা শশী

আমি একজন সাধারন মেয়ে

নাজমা শশী › বিস্তারিত পোস্টঃ

এবার এস এস সি পরীক্ষায় মেয়েরা এগিয়ে আছে !

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২০

এবার পরীক্ষায় মেয়েরা অংশ গ্রহন করেছে বেশি তাই পাস করেছে বেশি।গত বছর গনিতের ধাক্কায় মাধ্যমিক স্কুলে সাটিফিকেট (এস এস সি) পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছিল ।এবার ফল উল্টো । গনিত ভালো করে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে ।আটটি সাধারন শিক্ষা বোডের এস এস সিতে পাসের হার গতবারেরে চেয়ে প্রায় ২ শতাংশ বেড়ে হয়েছে ৮৮ দশমিক ৭০শতাংশ আর ভালো ফলের সবোচ্চ সূচক ষজিপিএ-৫ বেড়েছে তিন হাজার ১৩৮ ।এবার মোট জিপিএ-৫পেয়েছে ৯৬হাজার ৭৬৯ শিক্ষাথী । গতবার পেয়েছিল ৯৩ হাজার ৬৩১শিক্ষাথী ।জিপিএ-৫এর অধিকাংশই বিঙ্গানের এবার জিপিএ-৫ পাওয়া অধিকাংশ শিক্ষাথীই ।বিঙ্গান বিভাগের এবার আট বোডের এস এস সিতে জিপিএ-৫পেয়েছে ৯৬হাজার৭৬৯ জন ।এর মধ্যে৮৯হাজার ৩৮৪ জনই বিঙ্গান শাখায় মানবিকে ১হাজার ২০১ ও ব্যবসায় শিক্ষায় ৬হাজার১৮৫ জন শিক্ষাথী জিপিএ-৫ পেয়েছে । ছেলে-মেয়ে প্রায় সমান ।এবার এস এস সি পরীক্ষায় ছাএদের চেয়ে ছাএীদের অংশ গ্রহন বেশী ছিল তাই উওীণের সংখ্যার ওছাএীরা বেশী ।মেয়েরা ইচ্ছা করলে সব করতে পারে ।মেয়েদের পাসের হার বেশী তার মাঝে ছেলেরা কোথায় যে হারিয়ে গিয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

ভগবান গণেশ বলেছেন: যাচ্ছে, যাবে, আরও এগিয়ে যাক আমাদের মেয়েরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.