নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে স্বাগতম

আমি নাজমুল হাসান রানা। যদিও অনেকেই আমাকে নরকের দেবতা বা প্রেতাত্মা বলে ডাকে। আমার জীবনের ছোট কিংবা বড় কিছু ঘটনা অথবা দুর্ঘটনা আমাকে এসব নামকরণে যথার্থ ভাবে সাহায্য করেছে।

নরকের দেবতা

আমি নাজমুল হাসান রানা। যদিও অনেকেই আমাকে নরকের দেবতা বা প্রেতাত্মা বলে ডাকে। আমার জীবনের ছোট কিংবা বড় কিছু ঘটনা অথবা দুর্ঘটনা আমাকে এসব নামকরণে যথার্থ ভাবে সাহায্য করেছে। ছোটবেলা থেকেই নাকি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম। আমি অবশ্য এর প্রমাণ খুব একটা পাইনি। রোল নং ০১ হওয়া ছাত্র না হলেও খুব একটা খারাপ ছিলাম না। আবার লেখাপড়া করেই যে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পেরেছি, তাও নয়। আসলে পড়াশুনা জিনিষটা আমার সাথে কখনোই সেভাবে যায়নি। আমি আসলে এখন কি করি সেটাও সম্ভবত জানিনা। তবে কেউ কেউ ভবঘুরে বলে আখ্যা দেয়। আমি অবশ্য কিছু মনে করি না। মাঝে মাঝে রাস্তায় একা একা হেঁটে বেড়াই। মন খুব বেশি খারাপ থাকলে আমার প্রিয় গীটারটার সাথে টুং টাং খেলায় মেতে উঠি কিংবা আমার ক্ষুদ্র কালো অন্ধকার আকাশে তাঁরা গোণার বৃথা চেষ্টা করি যেখানে এখন পর্যন্ত কোন চাঁদ তাঁরা দেখা যায়নি। তবে আশায় আছি। আর সবচেয়ে বেশি সময় দিতে ভাল লাগে আমার একমাত্র গার্লফ্রেন্ড সিগারেটকে। ও আমাকে ভীষণভাবে ভালবাসে। আমি ওকে কয়েকবার ছাড়ার সিদ্ধান্ত নিলেও ও আমাকে কখনোই ছেড়ে যায়নি। ভালই আছি..! এইতো জীবন..!!

নরকের দেবতা › বিস্তারিত পোস্টঃ

কলঙ্কিত দেবী

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

তুমি সেই অশুভ সময়,
বারবার ধ্বংশ করেছ আমাকে।
আবার সৃষ্টির দেবী সেজে সৃষ্টি উল্লাসে মেতে উঠেছ কখনো।
নতুন করে গড়েছ আমায়।
তবুও তুমি জিততে পারনি দেবী।
জিতেও হেরে গেছ কোনো একটা গ্রহের প্রজারূপী মানুষের ভালবাসার কাছে।
-প্রেতাত্মা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

নরকের দেবতা বলেছেন: স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.