নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে স্বাগতম

আমি নাজমুল হাসান রানা। যদিও অনেকেই আমাকে নরকের দেবতা বা প্রেতাত্মা বলে ডাকে। আমার জীবনের ছোট কিংবা বড় কিছু ঘটনা অথবা দুর্ঘটনা আমাকে এসব নামকরণে যথার্থ ভাবে সাহায্য করেছে।

নরকের দেবতা

আমি নাজমুল হাসান রানা। যদিও অনেকেই আমাকে নরকের দেবতা বা প্রেতাত্মা বলে ডাকে। আমার জীবনের ছোট কিংবা বড় কিছু ঘটনা অথবা দুর্ঘটনা আমাকে এসব নামকরণে যথার্থ ভাবে সাহায্য করেছে। ছোটবেলা থেকেই নাকি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম। আমি অবশ্য এর প্রমাণ খুব একটা পাইনি। রোল নং ০১ হওয়া ছাত্র না হলেও খুব একটা খারাপ ছিলাম না। আবার লেখাপড়া করেই যে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পেরেছি, তাও নয়। আসলে পড়াশুনা জিনিষটা আমার সাথে কখনোই সেভাবে যায়নি। আমি আসলে এখন কি করি সেটাও সম্ভবত জানিনা। তবে কেউ কেউ ভবঘুরে বলে আখ্যা দেয়। আমি অবশ্য কিছু মনে করি না। মাঝে মাঝে রাস্তায় একা একা হেঁটে বেড়াই। মন খুব বেশি খারাপ থাকলে আমার প্রিয় গীটারটার সাথে টুং টাং খেলায় মেতে উঠি কিংবা আমার ক্ষুদ্র কালো অন্ধকার আকাশে তাঁরা গোণার বৃথা চেষ্টা করি যেখানে এখন পর্যন্ত কোন চাঁদ তাঁরা দেখা যায়নি। তবে আশায় আছি। আর সবচেয়ে বেশি সময় দিতে ভাল লাগে আমার একমাত্র গার্লফ্রেন্ড সিগারেটকে। ও আমাকে ভীষণভাবে ভালবাসে। আমি ওকে কয়েকবার ছাড়ার সিদ্ধান্ত নিলেও ও আমাকে কখনোই ছেড়ে যায়নি। ভালই আছি..! এইতো জীবন..!!

নরকের দেবতা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিবসে প্রেমিকাদের উদ্দেশ্যে সকল প্রেমিকদের উৎসর্গকৃত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

তুমি যাবে...?

আমার সেই অজপাড়াগাঁয়ে...??

যেখানে রাত হলে লাল নীল বা সবুজ বাতি জ্বলে উঠে না। উজ্জ্বল আলো দিয়ে রাতকে দিন বানানোর বৃথা চেষ্টাও চলে না।

তাই বলে ভেবোনা...অনিমেষ অন্ধকার তোমাকে গ্রাস করবে।

তুমি চাইলেই কয়েক সহস্র জোনাকি পোকা রেডিয়াম আলোয় জড়িয়ে রাখবে তোমাকে।

তুমি যাবে তো...?

আমার সেই অজপাড়াগাঁয়ে...??

কনক্রিটের ওই শহরের অভিজাত এলাকার সুউচ্চ অট্টালিকাতে তোমার বাস। আকাশের এত কাছে থেকেও আকাশটাকে দেখার চেষ্টা করেছ কখনো...?

কিন্তু জানোতো...!!!

আমার সেই অজপাড়াগাঁয়ে বাড়ির উঠোনটায় শুয়ে শুয়ে দূরে থাকা আকাশটা দিব্যি দেখা যায়। সন্ধ্যা নামলেই সে আকাশে জ্বলে উঠে হাজার হাজার তাঁরা। আমি তোমাকে আমার সে আকাশটাকেই দেখাতে চাই। ওই সমস্ত সুউচ্চ অট্টালিকা কিনে দেবার মত সামর্থ্য যে নেই আমার। কিংবা শহরের চোখ সয়ে যাওয়া আবছা আলোর নামকরা রেস্তোরাঁগুলোতে বসে অর্ধসেদ্ধ খাবারগুলো হুকুম করতে করতে খোশ গল্পে মেতে উঠার মত সাহসটাও যে আমার নেই।

কিন্তু বিশ্বাস করো আমার সেই অজপাড়াগাঁয়ে একটা কুঁড়ে ঘর ঠিকই দিতে পারব তোমাকে।

সেখানে অর্ধসেদ্ধ দামী খাবারগুলো না থাকলেও চারটা ডাল ভাতের ব্যবস্থা তো থাকবে...!!

কি...? আবছা অন্ধকার নিয়ে ভাবছ...??

ওটা নিয়ে ভেবনা-

হ্যারিকেনের ক্ষুদ্র আলোতে ওটা তুমি এমনিতেই পাবে।

যাবে না বলো...??

আমার সেই অজপাড়াগাঁয়ে...??

আমি হয়তো তোমাকে অনেক কিছুই দিতে পারবোনা।

ইচ্ছে করলেই বৃষ্টি দিতে পারবোনা।

অন্য সবার মত আকাশের চাঁদটাও এনে দিতে পারবোনা।

কিন্তু আমাদের নীল গাঙ-এ বসে তোমাকে বেসুরো গলায় দুটো গান তো শোনাতে পারবো...!

আর পারবো পাঁজরভাঙ্গা ভালোবাসা দিতে।

যাকে বলে একদম সত্যিকারের ভালোবাসা।

কি...!! যাবে না...??

আমার সেই অজপাড়াগাঁয়ে...??

-প্রেতাত্মা



কপিরাইট সংরক্ষিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.