নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নজরুল মিন্টো

নজরুল মিন্টো

সাংবাদিকতা, লেখালেখি

নজরুল মিন্টো › বিস্তারিত পোস্টঃ

নো টেনশন

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:১৪

দেশ নিয়ে মা-বাবার সাথে আমার মতবিনিময় সভা৤ মা বললেন, ''দেশ নিয়ে তোমাদের অতিরিক্ত চিন্তা না করলেই ভাল৤ দেশ এগিয়ে যাচ্ছে সুন্দরভাবে৤ গ্রামে-গঞ্জে এখন আগের মতো অভাবগ্রস্ত লোক নেই৤ মানুষজন কাজ করছে, ব্যবসা-বাণিজ্য করছে, বিদেশে যাচ্ছে৤ আজকাল দেশের মানুষ শিক্ষাকে গুরুত্ব দিতে শিখেছে৤ সব মা-বাবাই ছেলেমেয়েদের লেখাপড়ার চিন্তা করে সবকিছুর আগে৤ যে দলই শাসক করুক না কেন, কয়েক বছরের মধে্য দেশের চেহারা পাল্টে যাবে৤''



বাবা বললেন, ''দেশের প্রধান দুই রাজনৈতিক দল বলো, শাহবাগ বলো, হেফাজত বলো, কোথাও কি কাউকে বলতে শুনেছো যে, মানুষের চাকুরি নাই, খাবার নাই, বাসস্থান নাই....৤ এসব নিয়ে কেউ মাথাও ঘামায় না৤ সামাজিক অথে‍র্ দেশে কোন বেকার লোক নেই৤ কাউকে জিজ্ঞেস করলে উত্তর দেয়- আওয়ামী লীগ করি, নইলে বলবে বিএনপি করি, অথবা কোন দলের অঙ্গসংগঠনের কোন পদ নিয়ে আছে৤ এটাই তার চাকুরি৤ নেতারা তাদের পয়সা দেয়, মটর সাইকেল দেয়৤ আর কি লাগে?''



সারাংশ ঃ নো টেনশন৤ নাকে তেল দিয়ে ঘুমান৤

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.