![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার সন্তানের নাম ঠিক করার আগে যে বিযয়গুলো ভাববেন
আপনার সন্তানের নাম নির্ধারনের সময় মনে রাখবেন,এই নামটি সে সারাজীবন ধারন করবে, এর মাধ্যমেই সে সারাজীবন সব মানুষের কাছে পরিচিত হবে।তাকে যে ভালবাসবে সে যেমন এই নাম ধরে তাকে ডাকবে,তাকে যে সম্মান করবে সেও এই নাম দিয়েই ডাকবে।অতএব তার জীবন সুন্দর করার সঙ্গে সঙ্গে তাকে একটি ভালো নাম উপহার দিন।
নাম নির্বাচনের ক্ষেত্রে নিচের বিষয়গুলো মাথায় রাখুন ঃ
১.বাবা-মা একটি পরিবার ও সন্তানের জন্যে সমান গুরুত্ব বহন করে। তাই সন্তানের নাম ঠিক করার আগে আপনার জীবনসঙ্গীর পছন্দকে ও সমান গুরুত্ব দিন।অনেকেই নাম নির্বাচনের ক্ষেত্রে শুধু নিজের পছন্দকেই প্রাধান্য দেন যা মোটেও উচিত নয়।
২.নাম নির্ধারনের ক্ষেত্রে প্রচলিত ট্রেন্ডকে বেছে নিতে পারেন আবার আনকমন নামকেও বেছে নিতে পারেন সেক্ষেত্রে প্রচলিত ট্রেন্ড এর বাইরেই ভাবতে হবে আপনাকে।
৩.নাম নির্ধারন এর সময় আপনার বংশ বা পারিবারিক নামের অংশবিশেষ যুক্ত করতে পারেন,অনেকে অবশ্য বাবা অথবা মায়ের নামের কিছুঅংশও যোগ করে থাকেন সন্তানের নামের সাথে।
৪.ভেবে দেখুন আপনার নির্বাচিত নামটি নিয়ে ভবিষ্যতে আপনার সন্তান অন্যের হাসির খোরাক হবে কিনা,অনেকে নাম বেছে নিবার সময়ে অনেক বেশী ট্রেন্ডি অথবা আনকমন করতে যেয়ে অদ্ভুত কিছু নাম বেছে নেন যা মোটেও উচিত নয়।
৫.খুব বেশি বড় কোন নাম না বেছে ৮ থেকে ১২ অক্ষর এর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন।বেশী অক্ষরের নাম লেখা এবং উচ্চারন দুক্ষেত্রেই কিছুটা সমস্যার উদ্রেক করে।আর আমাদের দেশীয় ঐতিহ্যে যেহেতু আসল এবং ডাকনাম দুটো নাম রাখার প্রবনতা আছে,সেক্ষেত্রে ডাক নাম ৩/৪ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখুন তাহলে আর ডাকতে কষ্ট হবার কারনে নাম বিকৃত হবার ভয় থাকবে না।
৬.মনে রাখুন আপনার সন্তান জীবনের নিয়মেই বড় হবে,এমন নাম রাখুন তা যেন তার বিভিন্ন বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
৭.নামের বানান ঠিক করে রাখুন,সেক্ষেত্রে আর ভবিষ্যতে আর নামের বানান নিয়ে কোন সমস্যার উদ্রেক হবে না।
৮.অর্থবহ নাম বেছে নিন,যেন আপনার সন্তানকে কাছে কেউ কখনো জানতে চাইলে সে বলতে পারে, তার নামের চমৎকার একটি অর্থ আছে।
সুন্দর নাম দিন আপনার সন্তান কে এবং তাকে সুশিক্ষিত ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন যেন তার নাম উচ্চারন করার সময় আপনিও তার বাবা/মা হিসেবে গর্বিত হতে পারেন।
©somewhere in net ltd.