![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্ন্তমূখী মানুষরা অন্যের কাছে নিজেকে তেমন প্রকাশ করতে পারে না বলে,অন্যের কাছে সে কিছুটা রহস্যময়।
জেনে নেয়া যাক অর্ন্তমূখী মানুষ সর্ম্পকেঃ
১.এই ধরনের মানুষেরা খুব বেশী সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করতে চায় না কারন তাদের নিজের সাথে তারা সময় কাটাতে যথেষ্ট ভালোবাসে।তারমানে এই নয় যে তারা সামাজিকতা কে ঘৃনা করে,তারা যেহেতু খুব বেশী হইহুল্লোড় করতে পারেনা,আসর জমাতে পারে না, তাই কিছুটা দূরত্ব বজায় রাখে।
২.এই ধরনের মানুষের সাথে কথা বলার সময় আপনার মনে হবে সে আপনার কথা শুনছে না কারন সে হয়তো আপনার কথার খুব বেশী প্রতিউত্তর করবে না,তার মানে এই নয় যে আপনার কথা শুনতে তার খারাপ লাগছে।কারন অর্ন্তমুখী মানুষেরা শ্রোতা হিসেবে বেশ ভালো,তারা নিজে বলার চাইতে অন্যেরটা শুনতে পছন্দ করে বেশী।
৩.অর্ন্তমুখী মানুষদের পর্যবেক্ষন ক্ষমতা অনেক ভালো,তারা চারপাশের সবকিছুই বেশ গভীরভাবে পর্যবেক্ষন করে।যদিও তাদের পর্যবেক্ষনের মাধ্যমে তারা অন্যকে বিচার বিশ্লেষন করে না। এই পর্যবেক্ষন তার চারিত্রিক একটি বৈশিষ্ট্য মাত্র।
৪.অর্ন্তমুখী মানুষেরা অনেক বেশী মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন না, খুব অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু সেই অল্পসংখ্যক বন্ধুর সাথেই তার সম্পর্কটা হয় গভীর বন্ধুত্বের।
৫.অর্ন্তমুখী মানুষের সর্ম্পকে প্রচলিত একটি ভুল ধারনা হলো তারা মানুষকে দেখতে পারে না।আসলে তারা খুব বেশী কোলাহল পছন্দ করে না।তাদের আশে পাশে মানুষ দেখতে তারা অপছন্দ করে না,তবে মানুষের সেই ভীড়টা যেন নিজের সময়টুকুতে ব্যাঘাত না ঘটায়।
এই পৃথিবীর সব মানুষই কোন না কোন ভাবে একজন আরেকজনের থেকে আলাদা , সব মানুষই তার নিজের ভালো লাগার মতো করে বেচে থাকতে চায়।অর্ন্তমূখী মানুষের আচরন আর অভিব্যক্তি তার স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য মাত্র,নিজেকে রহস্যময় করার কোন কৌশল নয়।
২| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮
িনহািরকা বলেছেন: বিপদে কেন আছেন ?
৩| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেউ বুঝতে চায় না। ভাবে এটা একটা নেগেটিভ বিষয়।
৪| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২
বোধহীন স্বপ্ন বলেছেন: আমি মানুষটা বড় অর্ন্তমুখী!!!
৫| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন: অনলাইন জগত এই প্রব্লেম কাটাতে দারুণ সাহায্য করে!
৬| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭
কাক পাখি বলেছেন: অর্ন্তমূখী মানুষরা অন্যের কাছে নিজেকে তেমন প্রকাশ করতে পারে না...
... এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা এবং বোধহীন স্বপ্ন, তারা কেমন তা প্রকাশের প্রচেষ্ঠা করেছেন। তারা কি তা পেরেছেন? জাতির বিবেকের কাছে প্রশ্ন।
(একটু মজা নিলাম আরকি, কেউ মাইন্ড খাইয়েন না)
৭| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@কাক পাখি, অন্তর্মুখী মানুষ লিখিত ব্যাপারে খুব পারদর্শী হয় কারণ তারা শুধু এই মাধ্যমেই নিজেদেরকে ভাল ভাবে প্রকাশ করতে পারে
@অস্পিসাস প্রেইস,
এই যে বললেন প্রবলেম। প্রবলেম হবে কেন? তাদের আচরণে তো কোনো প্রবলেম নেই, আমরা সেটাকে প্রবলেমেটিক ভাবি, বিকজ দ্যা ওয়ার্ল্ড ফেভারস এক্সট্রোভার্টস।
৮| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানুষের অন্তর্মুখিতা বা বহির্মুখিতা কোনো স্থায়ী বৈশিষ্ট্য নয়। এটা পরিবেশের উপরই অনেক বেশি নির্ভরশীল। আপনি মা-বাবা, একগাঁদা আত্মীয়স্বজনের মধ্যে তীব্র হই-হুল্লোড়ে মেতে থাকেন; সেই আপনি অচেনা মানুষের মধ্যে গিয়ে নদীর মাছ ডাঙ্গায় তোলার মতো অবস্থায় পড়ে বোবার মতো ছটফট করতে থাকবেন। এ অবস্থা কাটিয়ে উঠবার সময় একেকজনের কাছে একেকরকম। যে যত অল্প সময়ে কাটিয়ে উঠতে পারে, সে তত কম অন্তর্মুখি।
প্রত্যেকটা মানুষই কিছু না কিছু অন্তর্মুখি, কিছু না কিছু বহির্মুখি।
আমাদের দেশের সেরা অভিনেতাকে অন্য দেশে ছবিতে অভিনয় করতে দিলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে সে সহজ হতে পারছে না বাকিদের সাথে, ফলে অভিনয় ভালো হচ্ছে না। এর কারণ হলো, বাকিদের সাথে তার হৃদ্যতা তখনও সফলভাবে গড়ে ওঠে নি।
সেজন্য, অন্তর্মুখিতা নিয়ে যাঁরা দুশ্চিন্তাগ্রস্ত, তাঁদেরকে সুসংবাদ দিতে চাই যে, আপনি ঠিক অন্তর্মুখি নন- আপনার নিজস্ব ভুবনে আপনি অত্যন্ত প্রাণখোলা, প্রাণোচ্ছল- লাইভলি।
লেখাটা ভালো লাগলো।
শুভেচ্ছা।
৯| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯
িনহািরকা বলেছেন: সবাইকে ধন্যবাদ................
১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭
মাঘের নীল আকাশ বলেছেন: ঠিক ঠিক...
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক বিপদে আছি।