নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Avwg †Kvb AZxZ wPwb bv----wPwb bv †Kvb eZ©gvb----ZvB fwel¨Z e‡jI wKQz †bB------Avgvi Av‡Q ïay gnvKvj------

আমি কোন অতীত চিনি না----চিনি না কোন বর্তমান----তাই ভবিষ্যত বলেও কিছু নেই------আমার আছে শুধু মহাকাল------

িনহািরকা

িনহািরকা › বিস্তারিত পোস্টঃ

একা থাকার কিছু সুবিধা

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫

একা থাকার কিছু সুবিধা ঃ



যারা ডাবল হয়ে গেছেন প্লীজ পড়বেন না,আপনার মর্মবেদনা বাড়াতে চাই না।

১.চাইনিজ খেতে চান,খেতে যান।আপনাকে ভাবতে হবে না আপনার সঙ্গী অন্য মেন্যু পছন্দ কিনা।এটা হলো অন্যতম সুবিধা আপনি চাইলে রাস্তা থেকে ভাপা পিঠা অথবা যখন খুশি কিনে খান,কেউ নাক সিটকাবেনা অস্থাহ্যকর খাবার খাচ্ছেন বলে।



২.আপনার প্রেম করা বন্ধুটির যখন প্রেম রক্ষা করার জন্য “ডু অর ডাই” সময় সময় বের করতে হচ্ছে বাধ্যতামূলক ডেটিং করার জন্য,আপনি তখন আয়েশী ভঙ্গীতে ঘুমাতে পারছেন।



৩.আপনার সময়গুলো অন্যের সাথে ভাগ করতে হচ্ছে না।আপনার যা সময় তার পুরোটাই আপনার নিজের জন্যে।



৪.দুজন মানুষ একসাথে থাকলে মতের অমিল হবেই,আর মতের অমিল মানেই বাড়তি তর্ক করা।আপনাকে কারো সাথে তর্ক করতে হচ্ছে না।



৫.সম্পর্কে ভালোবাসা থাকে বলে ,জেলাসি থাকে সেই সাথে ভালোবাসার মানুষের আপনাকে বুঝতে না পারার হতাশা থাকে,আপনাকে যথেষ্ট ভালোবাসেনা মনের কষ্টও থাকে,ভেবে দেখুনতো কত বেশী মানসিক যন্ত্রনা সম্পর্কে থাকলে।আপনি একা আছেন মানসিক প্রশান্তিতে আছেন।



৬.আপনি যে কোন বিষয়ে যে কোন সিদ্ধান্ত একাই নিতে পারেন আর কারো সাপোর্ট এর প্রয়োজন নেই।



৭.বিভিন্ন গবেষনায় প্রাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে শতকরা ৫০% বিবাহিত মানুষ অসুখী,আপনি সেই অসুখী ৫০% মানুষের বাইরে আছেন।



৮.যখন ইচ্ছে যেখানে খুশি বেড়াতে যান,কারো সময় হবে কি হবে না ভাবতে হবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

রাকিবুল হাসান ২০১০ বলেছেন: আমি ডাবল । আপনার লেখার প্রতি সম্মান জানিয়ে বলছি....। একদা ভালই ছিলাম ..। কোন পিছুটান ছিল না ।

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

িনহািরকা বলেছেন: এভাবে ভাবুন আপনিও তো কারো পিছুটানের কারন হয়েছেন............ধন্যবাদ,ভালো থাকবেন।

২| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৮

হেডস্যার বলেছেন:
আঙ্গুর ফল টক :P :P

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

িনহািরকা বলেছেন: ভালো উদাহরন............ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.