নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Avwg †Kvb AZxZ wPwb bv----wPwb bv †Kvb eZ©gvb----ZvB fwel¨Z e‡jI wKQz †bB------Avgvi Av‡Q ïay gnvKvj------

আমি কোন অতীত চিনি না----চিনি না কোন বর্তমান----তাই ভবিষ্যত বলেও কিছু নেই------আমার আছে শুধু মহাকাল------

িনহািরকা

িনহািরকা › বিস্তারিত পোস্টঃ

ক্যারিয়ার ভিশনের জন্য ১০টি টিপস

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬







আপনি কি করতে চান সেটা জানার মাধ্যমে আপনার ক্যারিয়ার এক নিমেষে বদলে যাবে না কিন্তু আপনি জানতে পারবেন কোন ধরনের ক্যারিয়ার আপনি চান এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলতে পারবেন।



ক্যারিয়ার ভিশন পাওয়ার জন্য যে ১০টি প্রশ্ন আপনি নিজেকে করতে পারেনঃ



১.কোন ধরনের জব আমি করতে চাই?



২.কর্মক্ষেত্রে কতটুকু দায়িত্ব আমি নিতে চাই?



৩.আমি কেমন বস/টিম/কলিগ চাই?



৪.আমি দৈনিক কতঘন্টা কাজ করতে চাই?



৫.কোন ধরনের কোম্পানীতে আমি কাজ করতে চাই?



৬.কোন ধরনের প্রাতিষ্ঠানিক পরিবেশে কাজ করতে চাই?



৭.যদি সুযোগ থাকে, আমার ক্যারিয়ারে আমি কোন ধরনের পরিবর্র্তন

চাই?

৮.আমি কোন শহরে বসবাস করতে চাই?



৯.আমি কতটাকা মাসে আয় করতে চাই?



১০.কাজের ক্ষেত্রে আমি কতটুকু লোড,প্রেশার এবং ডেডলাইন নিতে চাই?



আপনি এই প্রশ্নগুলোর উত্তর খোজার মাধ্যমে যদি নিজের ভিশনটা পেয়ে যান, এবার সেই ক্যারিয়ারের জন্য নিজেকে যোগ্যতর হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম শুরু করে দিন কারন এখন আপনি জানেন আপনি কোন কাজটি করতে চান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.