![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।
• এই নীল মণিহার, আবার এলো যে সন্ধ্যা, যেখানে সীমান্ত তোমার, কবিতা পড়ার প্রহর এসেছে, কে বাঁশি বাজায়রে, আমায় ডেকোনা, আগে যদি জানতাম--
-- আরো অনেক কালজয়ী গানের স্রষ্ঠা তিনি- রচনা, সঙ্গীতায়োজন করেছেন – কোনটি নিজে গেয়েছেন। বাংলাদেশের আধুনিক গানের ভান্ডার দৈন হয়ে যায় এই গানগুলি না গাইলে।
* তিনি লাকী আখন্দ।
খুব প্রতিভাধর মানুষগুলোর অভিমানও অনেক বেশী থাকে। তাই লাংগস ক্যান্সার আক্রান্ত তিনি তাঁকে দেখতে যাওয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের বলেছেন তাঁর জন্য যেন কোনরকম কনসার্ট না করা হয়, কোন দান গ্রহন না নেওয়া হয়।
তাঁর গানের কোন স্বত্ত্ব আজো তিনি নেননি- তাঁকে শুধু তাঁর এই প্রাপ্যটুকু দেয়া হোক।
ক্যান্সার যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসে কোটিতে একজন। বাস্তবতা এটাই।
তিনিও হয়তো ফিরে আসবেন না।
মৃত্যু নিশ্চিত হলে 'একুশে পদক' ইত্যাদি মরণোত্তর পুরষ্কারে ভূষিত হবেন, বড় বড় শোক সভা, ট্রাস্ট- ফান্ড গঠিত হবে।
সবই তাঁকে প্রাণের বিনিময়ে অর্জন করতে হবে, জীবৎকালে আকাশছোঁয়া অর্জনেও না।
কারণ মরে যে গেছে সে তো আর আমার প্রতিদ্বন্দিতায় নেই- তাঁকে বড় বললে তখন আমিও বড়ই হবো, বেঁচে থাকতে না !
কতটা দীনতা প্রকাশ পেয়ে যায় একেকেটা মরোণত্তর পুরষ্কারে জানিনা, আমার বরাবরই প্রশ্ন করতে ইচ্ছা হয় -
“ জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে গেলে ফুল?”
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই গুণী মানুষটির সহায়তায় এগিয়ে আসার জন্য , বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
এহসান সাবির বলেছেন: সুস্থতা কামনা করছি।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
কমরেড নীল বলেছেন: সুস্থতা কামনা করছি।
৫| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১২
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: লাকি আখন্দ স্যার মারা গেলেও তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আমার পক্ষ থেকে তার প্রতি সামান্য ট্রিবিউট এই ভিডিও এর মাধ্যমে।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
আমিনুর রহমান বলেছেন:
লাকী আখন্দ নেক্সট উইকে সম্ভবত ব্যাংকক যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। দোয়া করি এবং আশা করি উনি যেনো সুস্থ হয়ে ফিরে আসেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ এই সংগীত পরিচালকের বাংলাদেশের সংগীত ও বাংলাদেশের মানুষকে আরো অনেক কিছু দেবার আছে।
মরে গেলে সম্মান জানোনার একটা ট্রাডিশন দাঁড়িয়ে গেছে। বেচে আছে টাকা লাগবে প্রচুর উনার চিকিৎসার জন্য। উনি কারো সাহায্যে নিবেন না উনার চিকিৎসার জন্য উনি শুধু উনার গানের স্বত্বের টাকা চেয়েছেন যা দিয়ে অনাসয়ে উনার চিকিৎসার খরচ হয়ে যাবে। মরে যাবার পর সম্মান না দেখিয়ে কতৃপক্ষের উচিৎ এই টাকাগুলো তার হাতে তুলে দেবার ব্যবস্থা করা।