![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ছোট ছিলাম দুনিয়ার ভুয়া নিয়মগুলা পাল্টাতে চেয়েছি কিন্তু পারিনি তাই নিজেকেই পাল্টাচ্ছি।
সকাল ৫:৫৫....
প্রভাতবেলা মনের মাঝে,পাখপাখালির নৃত্য বাঁজে। উদাস
হাওয়া নেয় উড়িয়ে,মনের যত পাপগুলোকে।।ফুলের
গন্ধে মাদকতা দুঃখগুলো দেয় ভুলিয়ে। দেহ
ছেড়ে ক্লান্তিগুলো,পাড়ি জমায় অচিনপুরে।পাখপাখালির
কলকোলাহল,এই বাংলার জল পাখি,ফল।মনের মাঝে অজানা এক, উদাসতা দেয় ছড়িয়ে।জীর্ণ,শীর্ণ ক্লান্ত তনু,,,সজীবতা পায়
সে ফিরে।চারদিকে সুখগুলো সব,আমাদের কে নেয় জড়িয়ে।
মুচকি হেসে সূয্যি মামা,ওঠে ভেসে আকাশপানে।
ছড়িয়ে দিয়ে সোনালী আলো,নতুন দিনের বার্তা আনে।ঘাসের
বুকে শিশির কনা,হীরকসম জলে ওঠে।
গাছপালাতে নানারকম,রংবেরংয়ের ফুল যে ফোঁটে।ফুলের গন্ধে মাদকতায়, আমায় আজি পাগল করে।মিষ্টি মধুর
সকালবেলায়,মন ছুটে যায় ঘরটি ছেড়ে।রাখাল গরুর পাল
নিয়ে যায়,কচি ঘাসের সবুজ মাঠে।কৃষকেরা এই সকালে আর ও
ভোরে জেগে ওঠে।পান্তা দুটো মুখে পোরে,লাঙ্গল
কাঁধে,মাঠে ছোটে।সবুজ রঙ্গিন ফসল দেখে,বউয়ের
মুখে হাসি ফোঁটে।গ্রাম্য কোন গোয়াল অলা,দোহন করে দুগ্ধ ধেনু।ফুলের বুকে ফুটে ওঠে,রংবেরংয়ের নানান রেনু।এসব
দেখে মনের মাঝের,উদাসতা ছুটে পালায়।দূরগাঁয়ে কোন
গ্রাম্য বধু,সকাল সাজে উনুন জালায়।গলায় তাহার
ঝলসে ওঠে,অবাধ্য কোন মুক্তো মালায়।হয়তো কোন গ্রাম্য
বালক, পড়ালেখায় যায় সে বসে।মনের মাঝে সুখ দুঃখেরই
নানা রঙ্গের হিসেব কষে।এইভাবেই গ্রাম বাংলায় শুরু তাদের বেলা।।আসেপাশে ছড়িয়ে থাকে,নানান ঝামেলা.।
তারপরেও মানুষগুলোর সুখে যে দিন কাটে।।নতুন একটি দিনের
খোঁজে মানুষগুলো ছোটে।
©somewhere in net ltd.