নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজাত

আিমতো আিমই

বঙ্গবাসী রাণীপুত্র বাধন

আমিতো আমিই

বঙ্গবাসী রাণীপুত্র বাধন › বিস্তারিত পোস্টঃ

মা যখন সৎ

১৬ ই আগস্ট, ২০১১ রাত ১১:০৯

সৎ মানুষের খোঁজে ঘুরে ফেরে সবাই। কত চমৎকার এক বিশেষণ! ‘ মা-এই শব্দটি কতই না মধুর, আবেগের, ভালবাসার। ‘মা বলিতে প্রাণ করে আনচান’ এমনি মধুর। কিন্তু এই সৎ শব্দটি যখন মা নামক শব্দের সামনে বসে তখন? তখন কি অর্থ দাঁড়ায় ? আমরা কি সেটি কখনও ভালভাবে নিতে পারি? সেটি আমাদের কাছে এক নেতিবাচক শব্দের মতই দাঁড়ায়। ব্যাপারটা অনেকটা এরকম যে, ইংরেজিতে খুব জরুরি দরকারকে Badly need বা Crying need এই শব্দে ব্যবহার করা হয়। তার মানে কিন্তু এই নয় যে খুব খারাপ ভাবে প্রয়োজন বা কান্নাকাটি করে চাচ্ছে। তাই সৎ এবং মা এই দুটি কাংখিত শব্দ এমন ভাবে যুক্ত হয়ে একটি শব্দ সৎমা তৈরি হল যেটি সহজে কেও কখনও চান না। তবে এটি ঠিক নয় যে সব সৎমা-ই খারাপ।



আচ্ছা, বাদ দিলাম সে কথা। তাহলে আমরা ধরে নিই মা মাত্রই সৎ, যার অর্থ ভাল থেকে ভালতর। তা হোক ভাল মা। মায়ের পরিচর্যায় সন্তান বেড়ে ওঠে, পায় মায়ের কিছু গুণ। দেশ ও জাতির কল্যাণে(!) নিবেদিত মায়ের সন্তানগণ। আসুন আমরা এবার অতি পরিচিত, বহুল ব্যবহৃত নেপোলিয়নের একটি অমর উক্তি নিয়ে টানাহেঁচড়া করি। আর তা হল, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। জী, আমরাদের শিক্ষার হার বাড়ছে । কিন্তু আসলেই কি আমাদের উন্নতি হয়েছে? তাহলে আসুন দেখি নেপোলিয়নের আসল কথা কি ছিল? তা ছিল Give me a good mother, I’ll give you a good nation. অর্থটা এমন হওয়া উচিত যে, তোমরা আমায় একজন ভাল মা দাও, আমি তোমাদের একটা ভাল (উন্নত) জাতি উপহার দেব। আমার এই কথার অর্থ এই নয় যে আমি নারী শিক্ষার বিরুদ্ধে কথা বলছি। আমি শুধু এটাই বলতে চাইছি আমাদের দরকার ভাল মা, যার প্রধান গুণ হবে শিক্ষা। শিক্ষা ভাল মা হবার প্রধান শর্ত কিন্তু একমাত্র শর্ত নয়।



আমার এই কথাগুল কেমন জানি আজব কথার মত লাগছে। তাহলে আপনাকে একটা গল্প শোনাই। অনেক আগের কথা, এক মেয়ে বি,এস,সি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তার বাবা কোনোভাবেই তাতে রাজি নন। মেয়েকে তিনি বিয়ে দিয়ে দেবেন। কিন্তু মেয়ের মা তাতে বাধ সাধলেন। তিনি কোন উপায় না দেখে ঘরের যা চাল ছিল তা বিক্রি করে দিলেন এবং মেয়ের হাতে টাকা তুলে দিয়ে বলেছিলেন, যাও মা, পাশ করে এসে সবাইকে দেখাবে তুমিও পার। এমন নয় যে সে পরিবার ছিল অসচ্ছল, কিন্তু পরিবার প্রধান এটা মেনে নিতে পারছিলেন না। সেই মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, মাস্টার্স ডিগ্রি নিলেন এবং এলাকায় ফিরে একটি বালিকা বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করলেন। সেখান থেকে বি,এড করলেন, সহকারী প্রধান শিক্ষক হলেন এবং আজ তিনি সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর হাতে কত মেয়ে পেয়েছে, পাচ্ছে এবং পাবে শিক্ষার ছোঁয়া। সেই মেয়েও যখন মা হয়েছেন তিনিও একজন ভাল মা হতে পেরেছেন বলেই তার সন্তানদের ধারণা। এই কৃতিত্বের পেছনে শুধু সাক্ষরজ্ঞান থাকা, প্রাইমারি স্কুলের গণ্ডি না পেরোনো সেই দৃঢ় প্রত্যয়ী মায়ের কি কোন ভুমিকা নেই? তিনি শিক্ষিত মা না ভাল মা??? তিনি যেই হোন না কেন তিনি একজন ভাল মা। তাঁর কল্যাণে সেই পরিবার প্রধানও শেষপর্যন্ত তাঁর মেয়ের কাছে হার মেনে সজল নয়নে বলেছিলেন, মা, তুই পেরেছিস।



মা নিয়ে আমার এই বাড়াবাড়িতে অনেকের সাথে আমার ওপর আমি নিজেও বিরক্ত। কারণ মা, মা-ই। তাঁর আর কোন বিশেষণের দরকার হয়না। কিন্তু একটা দুঃখবোধ থেকেই এই কথাগুল বলছি। যখন দেখি অনেক শিক্ষিত মায়ের সু-সন্তানের(?) জন্য আমাদের দেশের তথাকথিত উন্নয়ন(?) ঘটছে তার চেয়ে বড় দুঃখ আর থাকে না। আমি সব মায়ের ঢালাও ভাবে দোষ দিচ্ছিনা। আমি শুধু বলছি শিক্ষিত মা হয়েছেন ভাল কথা, এবার ভাল মা হোন। কারন আপনারা এমন মা যারা ভাল জাতি উপহার দেবার স্থানেই রয়েছেন।



আর কথা বাড়াবোনা, শুধু এই কথাই বলব আমার অল্প জ্ঞানে যা মনে হয়েছে তাই বলেছি। ভুল বুঝলে গালি দিয়েন। ভুল হলে ক্ষমা করেন। আমি আবারো বলছি আমাদের শুধু শিক্ষিত মা-ই নয়, আমাদের দরকার ভাল মা যার প্রধান গুণ হবে শিক্ষা। তবুও ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শেষ কথা এই, যে দৃঢ় প্রত্যয়ী ভাল মা-র কথা বলেছি উনি আমার নানিজান আর তাঁর যে মেয়ের কথা বললাম উনি আমারই শিক্ষিত-ভাল মা ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১১ ভোর ৫:১২

পড়শী বলেছেন: শিক্ষা মানেই একাডেমিক শিক্ষা না। প্রকৃত শিক্ষা অন্য জিনিষ।

২| ১৭ ই আগস্ট, ২০১১ সকাল ১০:১৫

বঙ্গবাসী রাণীপুত্র বাধন বলেছেন: জি আমি আপনার সাথে একমত। এই কথা আমাদের নেতা-নেত্রিদের কে বোঝাবে???? তাদের সন্তানের ভাল করে জাতির ক্ষতি করছেন যারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.