নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !!

নিবর্হণ নির্ঘোষ

স্বাগতম আপনাকে এক প্রব্রজ্যার প্রবচন রাজ্যে !

নিবর্হণ নির্ঘোষ › বিস্তারিত পোস্টঃ

ওমর খৈয়ামের তিনটি অনুবাদকৃত রুবাই

২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৩




১/
স্বর্গ হলো স্বর্গহীন প্রেমেতে ভরপুর
একপাত্র সুরা গিলে আমার মত হও চুর
নগদে যাও পাও তা নিয়ে বাকিকে দাও ফাঁকি
কারণ বাদ্যের তাল দূর থেকেই লাগে সুমধুর !!


২/
মাটির পাত্রকে যখন প্রেমিকের মত আগুনে দেয়া হয়
তার বোধ দিয়ে সে বেণীকে করতে পারে ক্ষয়
হাতল, যা নিজের মধ্য দিয়ে বোতলের মুখ গড়ে
তার মধ্যদিয়ে হয় প্রেমিককে পাবার প্রার্থনার উদয় !!

৩/

এই বুড়ো পৃথিবীকে আমরা মহাবিশ্ব বলেছি ভুল করে
একটি গোরস্থান দিন ও রাত্রিতে কী জেগে উঠতে পারে
এবং যে উপবাস একশো জামশেদে মিলে ভাঙে
এবং যে সিংহাসন একশোটি বাহরাম মিলে গড়ে !!



অনুবাদ: নিবর্হণ নির্ঘোষ।

ইংরেজী অনুবাদ:www.sattor.com

মন্তব্য ৮০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৫

শেরজা তপন বলেছেন: আপনি যুবক মানুষ- একটু উচ্ছল আনন্দ আবেগ নিয়ে থাকুন।

২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এখানে প্রায় সবকটা রুবাই হলো আনন্দের । এবার তো হতাশা নিয়ে লিখিনি ।

শেষ বয়সে তো হতাশায় ডুবতে হবে তো এই বয়সে উচ্ছ্বল থেকে কী লাভ ? এতে বরং কিছু স্মৃতি জমবে যা আমাকে আরও বেদনা দেবে !!

২| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৩

দি এমপেরর বলেছেন: সুন্দর হয়েছে। ঝরঝরে, সুখপাঠ্য।

২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ হে সম্রাট ! মনে হয় এই আপনার প্রথম পদার্পন আমার ব্লগাস্তানায় !

ভালো থাকবেন সবসময় !

৩| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩১

স্প্যানকড বলেছেন: জীবন মানে আনন্দ। বিরহ হচ্ছে অহংকার। উহা যত বেশী গাঢ় তত জীবন রঙিন। ভালো থাকবেন সব সময়।

২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সত্যিই ভাই বিরহ জীবনকে বুঝতে শেখায় , জীবনের ভন্ডামিকে জানতে সাহায্য করে ।

আপনিও ভালো থাকবেন সবসময় !

৪| ২২ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৮

কামাল১৮ বলেছেন: ষাটের দশকে নজরুলের অনুবাদ পড়েছি।তার পর আর ওমর খৈয়াম পড়া হয়নি।

২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নজরুলের অনুবাদ তো বেশ ঋদ্ধ কারণ তিনি মূল ফার্সি থেকে অনুবাদ করেছেন এবং ছন্দ ঠিক রেখেছেন । সম্ভবত ড। মুহাম্মদ শহীদুল্লাহও একই পথ অনুসরণ করেছেন !!

ধন্যবাদ আপনাকে পড়বার জন্য ভালো থাকবেন !

৫| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:




ওমর খৈয়ামের রুবাইয়াতের মান কমানোর প্রচেষ্টা।

২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার মত জন্ম বোধান্ধের এইসব মন্তব্যে আসলে কিছুই যায় আসে না ।

যে নিজেই সাহিত্য বোঝে না সে সাহিত্য সমালোচক হলে অনেকটা কাকের ময়ূর সাজার মত হয়ে যায় । আপনি সে পথেই আছেন দয়া করে এইসব অন্য জায়গায় ঝাড়ুন !!

৬| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

মিরোরডডল বলেছেন:




গতকালের স্বরচিত রুবাইয়াত-ই-নিবর্হণ নির্ঘোষ অনেক বেশি ভালো লেগেছে।
দুর্দান্ত হয়েছে সেটা।

২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা এটা গতকাল জ্বরের দুর্বলতা নিয়ে লিখা । এত যে তোমাদের ভালো লাগবে আগে বুঝিনি । এমন কী কাটখোট্টা স্প্যানকড ভাইও যে এত পছন্দ করবেন আমি ভাবতেই পারিনি !!

ভালো থেকো আপা । এই অনুবাদগুলো কেমন লাগলো ?

৭| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

মিরোরডডল বলেছেন:




পিচ্চু আজকেরগুলো ভালো লেগেছে কিন্তু ঐযে বললাম, গতকালেরটা এতো বেশি ভালো লেগেছে যে তুলনা করলে আজকেরটা কম ভালো। আজকে কি জ্বর নেই?

এমন কী কাটখোট্টা স্প্যানকড ভাইও যে এত পছন্দ করবেন আমি ভাবতেই পারিনি !!

তাই? কাটখোট্টা নাকি? জানতাম নাহতো :)


২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা , যাক আমার কোন রুবাই তো দুজন মানুষের ভালো লাগলো !!


মন মেজাজ খারাপ থাকলে রুবাই লিখি । আর নিজের রুবাই পড়ি । এতে কিছুটা শান্ত হৈ আমি । আজ জ্বর নেই কাশি বেশি ।


আর স্প্যানকড কাটখোট্টা তো । তুমি বলেছিলে যে তোমার সাথে কাটখোট্টাদের ভালো ভাব হয় । তাই সেইদিক থেকেও প্রমাণিত হয় স্প্যানকড কাটখোট্টা হাহাহাহাহাহাহাহাহ !

৮| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



আপনি এর আগে রুমিকে পর্ণলেখকে পরিণত করেছিলেন; এসব বিখ্যাত লোকদের লেখায় হাত না'দিলে লেখাগুলো সুস্হ থাকবে।

২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি যদি রুমির কবিতা পড়তেন তবে আর এইসব বলতেন না । কারণ রুমি নিজেই এইসব লিখেছে । জানি আপনি পড়বেন না এবং পড়লেও আপনার মত বোধান্ধের ক্ষেত্রে তা বোধোদয় ঘটবে না তবুও বলছি কলেমন বার্কসের অনুবাদ করা রুমির "Two Ways Of Running" কবিতাটা পড়বেন।

আসলে আপনার মত বোধান্ধরা সাহিত্য নিয়ে মাথা না ঘামালে সাহিত্য ও ঐসব জ্ঞানী মানুষরা বেঁচে যাবে ।

৯| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

মিরোরডডল বলেছেন:



তুমি বলেছিলে যে তোমার সাথে কাটখোট্টাদের ভালো ভাব হয় ।

কবে বললাম? B:-)

আমি বলেছি পাগলদের আমি ভালো পাই।

কাটখোট্টা মানে রোবোকপ, যাদের থেকে দূরে থাকি :)

২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ কাটখোট্টা মানে হলো খিটমিটে ।

অবশ্য রোবোকপরাও খিটমিটে । সে যাক , তুমি যেভাবে সামুর পাগলদের সামলাম তাতে তোমার শান্তিতে নোবেল পাওয়া উচিত ! হাহাহাহা

১০| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: আপনি যদি রুমির কবিতা পড়তেন তবে আর এইসব বলতেন না । কারণ রুমি নিজেই এইসব লিখেছে ।

-বড় কবিরাও মানুষ, উনারাও অসুন্দর কিছু ( সময়ের কারণে ) লিখতে পারেন; উনাদের ভুলকে সামনে আনতে হয় না; আপনি রুমি ও ওমর খৈয়ামের মতো দার্শনিকদের লেখায় হাত দিয়ে লেখাগুলোকে অসুস্হ করে দেবেন।

২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তাহলে এই কাজ প্রথমেই করে বসেছেন কলেমন বার্কস , নজরুল, ড। মুহাম্দ শহীদুল্লাহ এবং আরও অনেকে । আমি তাঁদের অনুসরণ করে যাবোই ।

আর সত্য তো প্রকাশিত হবেই । সেটা আপনার মত বোধান্ধ যতই না বুঝুক না কেন ।

১১| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

আমি সাজিদ বলেছেন: চমৎকার

২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ বড় ভাই ।

আপনার দ্বীপবাস কেমন চলছে ??

১২| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন:
শেষ বয়সে তো হতাশায় ডুবতে হবে তো এই বয়সে উচ্ছ্বল থেকে কী লাভ ? এতে বরং কিছু স্মৃতি জমবে যা আমাকে আরও বেদনা দেবে !!


পিচ্চু মাঝে মাঝে বোকার মতো কথা বলে।
শেষ বয়স যে আসবে তার গ্যারান্টি কোথায়!
হতে পারে ইয়ং বয়সেই হুট করে চলে যাবে।

তাহলে কবে শেষ বয়স আসবে, সেই সময় হতাশা আসবে, এসব ভেবে বর্তমানের উচ্ছলতা থেকে দূরে থাকা কেনো!!!
সবচেয়ে পিচ্চি কিন্তু সবচেয়ে বুড়োদের মতো চিন্তাভাবনা :)

Live for today, enjoy your moment.

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ তাই তো এটা তো ভেবে দেখিনি ।

সেই তো বুড়ো তো নাও হতে পারি । কিন্তু ঐ যে স্প্যানকড বলল বিরহ হলো অহংকার । তাই হতাশায় থাকতেই হবে হাহাহা !

শায়মা আপা প্রায়ই আমাকে বলেন আমি নাকি বুড়োদের মত কথা বলি । তুমিও বললে । যাক অল্প বয়সে বুড়ো হয়ে গেলাম !! হাহাহাহা

১৩| ২২ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: তাহলে এই কাজ প্রথমেই করে বসেছেন কলেমন বার্কস , নজরুল, ড। মুহাম্দ শহীদুল্লাহ এবং আরও অনেকে । আমি তাঁদের অনুসরণ করে যাবোই ।

-আপনি কবি নজরুল ইসলাম নন; কবি নজরুল ইসলাম সৎ মানুষ ছিলেন।

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি কোথায় বললাম আমি নজরুল ? নিজের বোধান্ধতা আর কত প্রমাণ করবেন ? ব্লগে আপনার একজন শিষ্য আছেন আপনি এইসব তার কাছে গিয়ে করুন । সে আপনার প্রশংসা করবে !

১৪| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০২

আমি সাজিদ বলেছেন: এইতো যাচ্ছে। ফুটসাল টুর্নামেন্ট- এ গো হারা হারলাম।

সোনাগাজী কবে থেকে সাহিত্য বুঝতে শুরু করলো?

মিরোরডডল আপু সামুর পাগলদের যেভাবে সামলায় আসলেই দেখার মতো। ড্যাম স্মার্ট।

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাক, ভালো গেলেই ভালো । ফুটবলে হেরেছেন তো কী হয়েছে এনজয় তো করেছেন তাই না !!

সোনাগাজী কবে থেকে সাহিত্য বুঝতে শুরু করলো?

ওনার কথা বাদদিন । ওনার মাঝে মাঝে ময়ূর সাজবার ইচ্ছে হয় । কিন্তু উনি তা হতে পারেন না !

মিরোরডডল আপু সামুর পাগলদের যেভাবে সামলায় আসলেই দেখার মতো। ড্যাম স্মার্ট।

আমি কিছুদিন ভাবছিলাম আপনাকে বলবো যে ওনাকে মানসিক রোগের ডাক্তার হিসেবে ঘোষণা দিলে কেমন হয় ? উনি কিন্তু যোগ্য কী বলেন ?

ভালো থাকবেন ভাইজান !!

১৫| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



আমি সাজিদ বলেছেন, " এইতো যাচ্ছে। ফুটসাল টুর্নামেন্ট- এ গো হারা হারলাম। সোনাগাজী কবে থেকে সাহিত্য বুঝতে শুরু করলো? "

-আমি প্রশ্নফাঁস জেনারেশনের সদস্য নই; আপনি কি প্রশ্নফাঁস যুগে পড়ালেখা করেছেন?

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: -আমি প্রশ্নফাঁস জেনারেশনের সদস্য নই;

কিন্তু আপনি তো টুকলি করে পাস করা জেনারেশনের মানুষ । আপনার কৃতকর্মেই তো তা বোঝা যায় !

১৬| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: আমি কোথায় বললাম আমি নজরুল ? নিজের বোধান্ধতা আর কত প্রমাণ করবেন ? ব্লগে আপনার একজন শিষ্য আছেন আপনি এইসব তার কাছে গিয়ে করুন । সে আপনার প্রশংসা করবে !

-আপনি কবি নজরুল ইসলাম নন; উনি যা করেছেন, আপনি সেটা করতে গিয়ে রুমি ও ওমর খৈয়ামের জনপ্রিয়তা কমায়ে দেবেন।

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: -আপনি কবি নজরুল ইসলাম নন; উনি যা করেছেন, আপনি সেটা করতে গিয়ে রুমি ও ওমর খৈয়ামের জনপ্রিয়তা কমায়ে দেবেন।

বলেছি না একবার আপনার মত বোধান্ধের মন্তব্য আসলেই গ্রহণযোগ্য নয় । তবে হ্যাঁ আপনার মত পাঠক পেলে জনপ্রিয়তা যে কারও কমে যাবে !! সে যেই হোক !!

১৭| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৩

আমি সাজিদ বলেছেন: মানসিক সমস্যা এমনই জটিল সমস্যা যে, ওই রোগের ডাক্তারও সমস্যায় ভুগতে পারে। বিষয়টা এতো খেলো নয়। নাহ, মিরোরডডলের সাইকিয়াট্রিস্ট হওয়ার দরকার নাই।

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ না উনি পারবেন । গোল্ডেন মিয়াকে যখন পারছেন তখন আশা আছে রে ভাইজান!!

১৮| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৪

মিরোরডডল বলেছেন:




সোনাগাজী বলেছেন:

আপনি রুমি ও ওমর খৈয়ামের মতো দার্শনিকদের লেখায় হাত দিয়ে লেখাগুলোকে অসুস্হ করে দেবেন।


নির্ব না হয় ছোট মানুষ, তাই অসুস্থ করে দিবে কিন্তু খেলাঘর কেনো কিছু লিখে দেখায় না কি করে সুস্থ ধারার লেখা লিখতে হয়।

man, why don't you try? If you write better than him, then you have right to talk about it.

নির্ব খেলাঘরের হাঁটুর বয়সী বললেও ভুল হবে, তারচেয়েও ছোট।
সে যে অনুবাদের চেষ্টা করে, এতেই তাকে এপ্রিশিয়েট করা উচিত।
If you can't appreciate that's fine but try not to criticize negative.


২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা এমন আহ্‌বান এর আগে আমি অনেক করেছি । উনি এড়িয়ে গেছেন । উনি কখনওই এই নিয়ে কথা বলবেন না কারণ উনি আসলেই অনুবাদ সম্পর্কে জানেন না ও সাহিত্য সম্পর্কে কিছুই জানেন না ।

এমন না আমার অনুবাদ খুব ভালো । উনি যেসব খারাপ দিক আমার অনুবাদে আছে তা ধরে দিতে পারেন কিন্তু তা না করে উনি অদ্ভুত সব কথা বলে যান । এরপর শেষমেশ এক ট্যাগ লাগিয়ে দেন যে " আপনি একজন অসৎ মানুষ" । আমার মাঝে মাঝে মনে হয় কী করে ওনার আশেপাশের মানুষেরা সুস্থ থাকেন ??

১৯| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৫

আমি সাজিদ বলেছেন: সোনাগাজীকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি কি দুপুরে খেয়েছেন? উনি উত্তর দিবেন, " আমার রাতে ঘুম হয় নি "।

কিসের মাঝে কি? সাহিত্য আর ফুটসালের মাঝে এইসব ফাঁস - টাঁস আসলো কিভাবে? এত অপ্রাসঙ্গিক কিভাবে হয় মানুষ?

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ব্লগে ওনার মত অপ্রাসঙ্গিক মানুষ আর দুটো নেই । আরেকজন আছেন উনি কমিয়ে এনেছেন । তবে ইনি কমাননি । ইনি আসলে প্রাসঙ্গিক ব্যাপারটাই বোঝেন না । আর প্রশ্নফাঁস ব্যাপারটাই আসলে উনি টানেন ওনার বিতর্কে হেরে যাবার ব্যাপারটাকে ঘোরাবার জন্য !!

২০| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৬

সোনাগাজী বলেছেন:



আপনি আমাকে "অপব্লগার" বলে একটা পোষ্ট লিখেছিলেন; আমি আপনাকে নিয়ে ১টা পোষ্ট লিখতে চাই, আপনি কি মনে করেন!

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কিছু মনে করবার নেই আপনার মত বোধান্ধ কী করল না করল তাতে কী আসে যায় । আমার সেই পোস্টে তো আপনার অনেক জারিজুরি ফাঁস হয়েছিল । আমার সেইসব নেই । তাই ভয়ও নেই ! আর পারলে আপনার কমেন্ট ব্যান তুলে নিয়েন যাতে করে আমিও আপনার ঐ পোস্টে গিয়ে কিছু বলে আসতে পারি ।

আর পারলে মিরোরডডলের মন্তব্যের জবাব দেবেন !!

২১| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪১

মিরোরডডল বলেছেন:




নির্ব এবং সাজিদ,

ওনাকে সিরিয়াসলি না নিয়ে টেইক হিম লাইটলি।
এই পোষ্টে এসে উনি যেভাবে বার বার নির্বকে পোক করছে, উনি নিজেই কিন্তু একটুও সিরিয়াস না।
It's a mind game, এমনি খোঁচা দিয়ে একটু মজা পান।
যদিও এটা ঠিক না, কারণ যার সাথে করে সে যদি একইরকম না হয়, তখন হিতে বিপরীত হয়।
যাইহোক, রিয়েক্ট না করাই বেটার।

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না না আসলে সন্ধ্যে হলেই ওনার এই ভীমরতি দেখা দেয় ।

ওনার পোস্টে গিয়ে একবার আমি অমন করেছিলাম বলে উনি আমাকে কমেন্ট ব্যান করেছিলেন । আমি সম্মান দেখিয়ে তাও করিনি । এখন দেখছি তাই করতে হবে । কে চাইবে বলো পাগলের বিড়ম্বনা সইতে ?

২২| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫০

রিদওয়ান খান বলেছেন: আমি যখন প্রথম ব্লগ পড়তে শুরু করি তখন এই লোকের নিক ছিলো চাদাগীজ। সেই তখনই আমার কাছে মনে হতো এই লোক ফেবুর উঠতি পোলাপান আর না হয় বুড়ো দম। কারণ এই লোকের কাছ থেকে বুঝার মত বা শিখার মত কিছু তো পাইনি বরং যাচ্ছেতাই বলে বেড়ায়। আজাইরা টাইম পাস করে। আর গার্বেজ সব লিখে। আস্তে-ধীরে সময় গড়াতে গড়াতে এখন প্রায় ১০ বছর হলো ব্লগে। সেই থেকে এই লোককে এভাবেই জেনে আসছি। কাজেই এই লোকের কাছ থেকে ভালো কিছু আশাকরাটা বোকামি ছাড়া কিছুইনা।

২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার যা অভিজ্ঞতা আমার এই একবছরেও সেই একই অভিজ্ঞতা । ওনার একটাই কাজ নীচুমানের মন্তব্য ও পোস্ট করে যাওয়া । তবে তিনি নিজের কাজকে বড় মনে থাকেন সেখানে ভুল ধরলে তিনি তাকে পেয়ে বসেন !! এই ব্যক্তি আসলেই একজন অপব্লগার !

২৩| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৫

মিরোরডডল বলেছেন:




সোনাগাজী বলেছেন:

আপনি আমাকে "অপব্লগার" বলে একটা পোষ্ট লিখেছিলেন; আমি আপনাকে নিয়ে ১টা পোষ্ট লিখতে চাই, আপনি কি মনে করেন!


ব্লগাররা একে অপরকে অপব্লগার বলে এটা কখনোই কাম্য না, সে যেই যা কে বলুক।
খেলাঘরের যেমন ভালো লাগেনি নির্ব তাকে অপব্লগার বলেছে, ঠিক সেরকম খেলাঘর যখন ৮/৯ জন ব্লগারকে অপব্লগার বা ক্রিমিনাল বলে, তাদেরও ভালো লাগে না।

কাউকে ট্যাগ দেয়ার বিষয়ে আমাদের সবার আরও একটু সহনশীল হওয়া উচিত।

খেলাঘর চাইলে একটা কাউন্টার পোষ্ট দিতেই পারে কিন্তু এতে নির্বর খুব কিছু হবে বলে মনে হয় না কিন্তু খেলাঘরের বেশ অনেকটা ক্ষতি হতে পারে। ক্যাচাল পোষ্ট বলে আবারও কর্তৃপক্ষের ওয়ার্নিং খেতে পারে।
I really don't want to see you in that position.

নির্বকে আবারও বলবো, এতো সিরিয়াসলি নেবার কিছু নেই।
Just take it easy, then everything will be alright.
All you need to do, please don't counter back every time.
Sometimes, no response is the best response.

Have a goodnight!


২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা । যা বলেছো তা মেনে চলবার চেষ্টা করবো ।

তোমারও রাত্রি শুভ হোক !!

২৪| ২২ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:



@রিদওয়ান খান ,

আপনিও ব্লগার? নীচে আপনার ব্লগিং'এর হিসেবপত্র; দেখেন তো, নিজকে কি ব্লগার মনে হয়?

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৬৩টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৫ মাস ১ সপ্তাহ

৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকে মনে হলে ওনাকেও হতে বাধ্য ।

২৫| ২৩ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:০১

জনারণ্যে একজন বলেছেন: বাংলা ব্লগিং জগতে চরে বেড়ানো একজনই স্বঘোষিত সুবিজ্ঞ ব্লগার আছেন, তিনি আর কেউ নন - স্বয়ং @ ‘গোল্ড গাজী'!

জগতের হেনো কোনো ব্যাপার নেই, যিনি জানেন না; এ দুনিয়ায় এমন এমন কোনো সাবজেক্ট নেই, যিনি জ্ঞান রাখেন না। তিনি নিজেই একটা সাবজেক্ট - যার উপর চাইলে পাঁচশ পাতার একটা থিসিস পেপার (মোস্টলী গালিগালাজ সম্বলিত) লেখা যায়।

আর এ হেনো সোনা'র জ্ঞান যখন ওভারফ্লো হয়, মস্তিষ্ক যখন ওই ভার বইবার অপরাগতা প্রকাশ করে, তখন বাথরুমে বসে ভারমুক্ত হওয়ার পাশাপাশি এখানে এসেও তিনি (দয়াপরবশতঃ) আমার মতো নাদান পাবলিকের উদ্দেশ্যে ছিটেফোঁটা বর্ষণ করে যান।

ভারমুক্ত হওয়ার উদ্দেশ্যে প্রদান করা (সম্প্রদান কারকে) সোনা ওরফে গোল্ড গাজীর ওই ছিটেফোঁটা থেকেই আহরণ করে আজ আমি এই বিদেশ-বিভূঁইয়ে বসে চাট্টিখানি করে খেতে পারছি।

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার মন্তব্য বরাবরের মত দারুণ হয়েছে । ধন্যবাদ মন্তব্যের জন্য !

আসলে ওনার মস্তিষ্কে সমস্যা আছে বলেই এইসব উনি করে থাকেন । উনি যখন দেখেন পোস্ট ভালো হচ্ছে বা কেউ করেছে উনি সঙ্গে সঙ্গে লেগে পড়েন । তবুও যদি যৌক্তিক সমালোচনা করতেন মেনে নেয়া যেত । কিন্তু ওনার কথার আগা ও মাথা থাকেই না ।

আসলে বিলুপ্তপ্রায় জিনিস তো তাই ব্লগে টিকে আছে । তবে মনে হয় না ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে উনি সম্মান দেখান । দেখালে এমনটা করতেন না ।

ভালো থাকবেন সবসময় !!

২৬| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:২৪

বনজোসনা বলেছেন: পোস্টটি ভালো লিখেছেন।তবে ব্লগের নানা গামছা ওয়ালা এসে গামছা খুলে ফেলাতে বিপত্তি হলো।ইতরামির উত্তর ভদ্র ভাষায় দিলে ওনি বুঝবেন না।ওনার লাইনে কথা বলুন।ব্যাস নানা বধ নিশ্চিত।

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইতরামির উত্তর আসলে ভদ্র ভাষায় হয় না জানি । কিন্তু এটা ব্লগ । এখানে তো অভদ্রতা আমি করতে পারি না । ওনার লাইনে বললেই তো আমি উনি হয়ে যাবো । কী দরকার নিজেকে অপচয় করবার ?

পোস্টটি পড়বার ও মন্তব্যের জন্য ধন্যবাদ । ভালো থাকবেন সব সময় !

২৭| ২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম ও ৩য় টা বেশ ভাল হয়েছে। +++

মন্তব্য ও প্রতি মন্তব্য পড়ে বিনোদিত হলুম।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ ভাইজান পড়বার ও মন্তব্য করবার জন্য । অনুপ্রেরণা পেলাম । ভালো থাকবেন সবসময় ।

সোনাগাজী আসলেই নিজেকে ভাঁড় করে তুলছেন নিজেকে অথচ উনি ঠিকভাবে চললে এখানে অগ্রজ ব্লগারদের মত সম্মানিত হতেন !

২৮| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৬

সোনালি কাবিন বলেছেন: অনুবাদ ঝরঝরে আছে।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ সোনালীভাই , অনুপ্রেণা বোধ করছি !!

২৯| ২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১০

সোনালি কাবিন বলেছেন: লেখক বলেছেন: না না আসলে সন্ধ্যে হলেই ওনার এই ভীমরতি দেখা দেয় ।

ওনার পোস্টে গিয়ে একবার আমি অমন করেছিলাম বলে উনি আমাকে কমেন্ট ব্যান করেছিলেন । আমি সম্মান দেখিয়ে তাও করিনি । এখন দেখছি তাই করতে হবে । কে চাইবে বলো পাগলের বিড়ম্বনা সইতে ?

## বাহ বেশ ভানুমতির খেল তো ! উনি নিজে কাউকে ব্যান করবেন কিন্তু অন্যকেউ উনাকে ব্যান করলে ভ্যা ভ্যা ফ্যা ফ্যা করে পোস্ট প্রসব করেন ক্যানো? কী দুস্টু মিস্টি হিপোক্রেসিরে বাবা !

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ওনার এই ভন্ডামি সিনিয়র ব্লগার থেকে আমার মত জুনিয়র ব্লগার সবাই একে একে চাক্ষুষ সাক্ষী হয়েছেন ।

উনি এইসব করে বেড়ান নির্লজ্জতার সাথে । আসলে যার দুকান কাটা যায় তার কাছে এইসব কোন ব্যাপারই না । ভালো থাকবেন ভাইজান । নতুন ছবিব্লগ কবে পাবো ?

৩০| ২৪ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৫

অধীতি বলেছেন: পোস্ট পড়ে মন্তব্য করতে আসলাম। মন্তব্য পড়ে পোস্ট ভুলে গেলাম। এ নহে মোর অপরাধ।

২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহা ,

উনার তো এই কাজ । বাগড়া দেয়া উনি হলেন এই ব্লগের ঈর্ষান্বিত একজন ব্লগার । ভালো পোস্ট সহ্য হয় না ওনার ।

আসলে আমারই ভুল ওনাকে আমার থামিয়ে দেয়া উচিত ছিল !!

ধন্যবাদ অধীতি মন্তব্য করবার ও পড়বার জন্য !!

৩১| ২৪ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:০১

অপু তানভীর বলেছেন: যে কোন পোস্ট নষ্ট করতে একটা ছাগলই যথেষ্ঠ !

২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহা

আমারও ভুল আছে একজন রামছাগলের সাথে তর্ক করেছি বলে !! ধন্যবাদ পড়বার ও মন্তব্য করবার জন্য !

৩২| ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি লেখা পড়লাম। কিন্তু এই লেখার জন্য আরো গঠণমূলক ও খুবই সুন্দর সুন্দর মন্তব্য আশা করছিলাম। যাইহোক প্রিয় কবি ! এসবে কিছু মনে করবেন না। আপনি আরো লিখুন ! দুহাত খুলে লিখুন।

২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা পড়বার ও মন্তব্য করবার জন্য ।

আমিও তেমন মন্তব্য আশা করেছিলাম কিন্তু বিধি বাম । একজন সব নষ্ট করে দিল । আমি মনে কিছুই রাখছি না কারণ এই অপব্লগারের শিকার সবাই ।

সে যাক আপা । আমার নিজের লেখা রুবাই এই ব্লগে আছে চাইলে আপনি পড়তে পারেন !

নতুন বছরটা নাহয় শুরু হোক নিজের দুটো রুবাই দিয়ে !!

৩৩| ২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৭

মারুফ তারেক বলেছেন: পরের লোভে নগদ পাওনা কে ছেড়েছে ভুবনে
সহজ মানুষ, খুঁজে দেখনারে মন দিব্যজ্ঞানে
-লালন সাই

২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ মারুফ তারেক ।

অনেক বিশেষজ্ঞ মনে করেন এপিকুরাস , চার্বাক, খৈয়াম, লালন এরা একই কথা বাতলে গেছেন ।

আপনার এখানে একটু ভুল আছে মনে হয় , লালন বলেছেন " বাকীর লোভে নগদ পাওনা কে ছেড়েছে এই ভুবনে!"

৩৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো অনুবাদ। তবে কবিতা, রুবাই কম বুঝি। ভাবটা বোঝার চেষ্টা করেছি। এই রুবাই অন্য কেউ অনুবাদ করেছি কি?

প্রথম রুবাইয়ে স্বর্গহীন প্রেম মানে কি?

৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ সাচু ভাই অনুবাদ পড়বার ও মন্তব্য করবার জন্য । আসলে রুবাইকে বুঝতে হলে প্রাচীন কিছু ইতিহাস মাথায় রাখতে হয় । অত বেশি নয় এই সামান্যটুকু ।

আপনি যে ভাব বোঝার চেষ্টা করছেন এটাই কবিতা বুঝবার মূল বিষয় ।

হ্যাঁ প্রায় সব রুবাই কাজী নজরুল ইসলাম অনুবাদ করেছেন । ভারতীয় অনেকেই করেছেন !!

প্রথম রুবাইটাতে স্বর্গহীন প্রেম মানে হলো স্বর্গের সাথে যায় না এমন প্রেম । আসলে এখানে স্বর্গকে তুচ্ছ গণ্য করা হয়েছে । অন্তত আমার অনুবাদ তাই বলে !!

৩৫| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৭

মিরোরডডল বলেছেন:




অনেক বছর আগের কথা।
বাবা একটা কাজে ইরানে গিয়েছিলো।
সেখান থেকে একটা ওমর খৈয়ামের রুবাইয়াৎ নিয়ে আসছিলো।
জিনিস একটা!!! অসাধারণ!!!

সাইজে বড় অনেক লম্বা একটা ভিন্নরকম বাইন্ডিং করা বই।
প্রতি পাতায় একপাশে ১৬ টা ভাষায় ট্র্যান্সলেশন আর একপাশে সুরা সাকী পেইন্টিং ছবিসহ রুবাই।

ছবিগুলো সবই মোটামুটি ন্যুড কিন্তু ন্যুডিটিও যে এতো সুন্দর হতে পারে, সেটা না দেখলে বুঝতাম না।
ম্যান! These are so beautiful!

ছবির পুরুষগুলোকে মনে ধরে নাই, সব আলখাল্লা পরা বুড়োদের মতো যদিও বুড়ো না।
মেয়েগুলো মাথা নষ্ট করা সুন্দর!

৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহা । বাহ্ তবে তো তুমি রুবাই না যতটা পড়েছো তার চেয়ে বেশি ছবি দেখেছো । মজার ব্যাপার হলো এই খৈয়াম আর হাফিজকে কেন যেন পার্সিয়ানরা কেবল প্রেমের কবি বলেই চালিতে দিতে চেয়েছে । অথচ দুজনই প্রেম থেকে দূরে ছিল । এমনকি ওমর খৈয়াম নিজেই ।


আমার খুব প্রিয় একটি রুবাই তোমাকে অনুবাদ করে দিলাম !

সেই প্রাসাদ ছেড়ে চলে এসো এই বুড়ো খৈয়ামের সাথে
কায় খসরু আর রুস্তমকে ফেলে এসো তফাতে ।
আর যদি হাতেম তোমার জন্য কেঁদে বুক ভাসিয়ে দেয়
তবে হে দৃষ্টরজা কর্ণপাত করো না তাতে !!

৩৬| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৩

মিরোরডডল বলেছেন:




সত্যি বলতে সেই সময় রুবাই নিয়ে কোন মাথাব্যথা ছিলো না, ছবি দেখতেই বেশি ভালো লাগতো।


সেই প্রাসাদ ছেড়ে চলে এসো এই বুড়ো খৈয়ামের সাথে
কায় খসরু আর রুস্তমকে ফেলে এসো তফাতে ।
আর যদি হাতেম তোমার জন্য কেঁদে বুক ভাসিয়ে দেয়
তবে হে দৃষ্টরজা কর্ণপাত করো না তাতে !!



হা হা হা ............

In one word, superb!!!

৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমারও এই ছবি দেখতে দেখতে বইয়ের সাথে বন্ধুত্ব । আসলেই সেই সময় কেন যেন পড়বার চাইতে দৃশ্যায়নেই বেশি আগ্রহ থাকতো ।


হা হা হা ............

In one word, superb!!!


এই রুবাইটা আমার সবচেয়ে প্রিয় । যদিও খৈয়াম এভাবে কাউকে বলেইনি !!

৩৭| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৬

মিরোরডডল বলেছেন:




এ পর্যন্ত যে কয়টা অনুবাদ পড়লাম, আমারও এটা ভালো লেগেছে।

আচ্ছা, খৈয়াম বুড়ো ছিলো বলেই কি ছবির পুরুষগুলো ওইরকম?

ছবিগুলো কিন্তু প্রেমের না। কারণ ওখানে দুইজন না, ম্যাক্সিমাম ছবিগুলোতে একাধিক মানুষ সুরা পান করছে, একজন আরেকজনের গায়ে ঢলে পরছে, চারপাশে সুন্দর ফুল পাখি, বেহেশতের যে বর্ণনা বলে, অনেকটা সেইরকম :)
কিন্তু পার্টলি ন্যুড।
that's the only difference.


৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ আপা ।

আচ্ছা আপা তুমি বল তো আমরা জ্ঞানী ও বোদ্ধা বললে কোন সময়ের মানুষ বুঝি ?

চল্লিশের মানুষদের সবচেয়ে বেশি জ্ঞানী বলে ধরে নেয়া হয় সেই প্রাচীন সময় থেকে । কারণ এই সময়টাতে ভাবাবেগ অনেক কমে যায় । ফলে চুলচেরা বিশ্লেষণ করা যায় । আবার এই সময়ে সঠিক দীক্ষা লাভ হয় । তাই ঐ বয়সের মানুষদের ছবিতে দেখা যায় । আর যেসব মেয়েদের দেখেছো তাদের সবার বয়স অনেকটাই ১৬ থেকে ২৫ এর মধ্যে !!

৩৮| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৩

মিরোরডডল বলেছেন:




আজকে আমি একটা মন্তব্যে নির্বকে বনসাই বলেছি :)

পিচ্চু বলে ডাকি কিন্তু মনে হয় একটা বটবৃক্ষের বনসাই :P


৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাআহাহাহা । তাই নাকি !

কোথায় বলেছো আপা ?


বেশ করেছো বলে আমি আকারেও অনেকটা বনসাই হাহাহাহাহা ।

৩৯| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৬

মিরোরডডল বলেছেন:




আমার লাস্ট পোষ্টের ২৮ নং প্রতিমন্তব্যে।

০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দেখেছি আপা ।

কমেন্ট করেছি আপা ।

রিপ্লাই পড়েছি আপা ।

এখন শায়মা আপার খোঁজ করছি আাপা :P

৪০| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

মিরোরডডল বলেছেন:




আমি যে আপা সেটাতো জানি, পিচ্চু আপা আপা করে জিকির করছে কেনো?
:)


০২ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঐ আরকি একটু বেশি আপা ডাকলাম । ঐ অনেকটা সব কথার আগে মাননীয় স্পিকার বলবার মত আরকি :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.